☆আসসালামুয়ালাইকুম☆
☆আসসালামুয়ালাইকুম☆
✦
আমি মো: মাশরাফি ইসলাম। আমি একজন ছাএ ।স্টিমিট এ আজ আমি প্রায় ২০-২১ দিন পড় এক্টিভ হলাম।
এই ২০-২১ দিন আমি একটু কাজে ব্যস্ত ছিলাম। কি কাজে বেস্তো ছিলাম সেটা আজ আপনাদের সাথে শেয়ার করবো।
⌱
তার আগে বলে রাখি এই পোষ্টটি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার প্রথম পোস্ট হতে যাচ্ছে। এর পর থেকে আমি প্রতিনিয়ত এই কমিউনিটিতে কাজ করে যাবো ইনশাল্লাহ। কারণ এই কমিউনিটিতে আমি আমার মাতৃভাষায় নিজের মনের ভাব প্রকাশ করতে পারতেছি।এর থেকে বড় আর কি হতে পারে।আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন।⍨চলুন তাহলে আজকের পোষ্টটি শুরু করা যাক।
⌱
এতদিন আমি মাইক্সটিক হটস্পট সার্ভার এর কাজে ব্যস্ত ছিলাম। তাই স্টিমিটে পোস্ট করার সময় পাইনি ।এর জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত।কিভাবে , কেনো ,কি জন্য আমি এটি তৈরি করলাম ?
Picture No.1📸ᴴᴰ
Picture No.1📸
ᴴᴰ✿
Device:- Mikrotik 750gr3
এই ডিভাইসটির মাধ্যমে আমি হটস্পট সার্ভার তৈরি করেছি।
Picture No.2📸ᴴᴰ
Picture No.2📸
ᴴᴰ✿
এখানে আমি আমার হটস্পট ইউজারদের জন্য আলাদা ভাবে Bandwidth সেট করেছি।
- জনপ্রিয় একটি গেম FreeFire এর জন্য আলাদা পেকেজ ।
- Facebook এর জন্য আলাদা পেকেজ ।
- YouTube এর জন্য আলাদা পেকেজ ।
- RW Internet এর জন্য আলাদা পেকেজ।
এই পেকেজ গুলোকে আলাদা করেছি কারণ , আমার YouTube ইউজাররা যখন , YouTube Brows করবে তখন যাতে অন্য ইউজার (Free Fire) ব্যবহারকারী মধ্যে যেন চাপ সৃষ্টি না করে তাই জন্য Bandwidth গুলোকে আলাদা করা হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
Picture No.3📸ᴴᴰ
Picture No.3📸
ᴴᴰ✿
Notepad++ এর মাধ্যমে এখানে আমি আমার হটস্পট সার্ভার এর জন্য Hotspot login page template তৈরি করেছি।
Picture No.4📸ᴴᴰ
Picture No.4📸
ᴴᴰ✿
এখানে আমি আমার হটস্পট লগিন পেজের (template) ফাইলটা মাইক্সটিক হটস্পট ফাইলের মধ্যে আপলোড করে দিলাম।
Picture No.5📸ᴴᴰ
Picture No.5📸
ᴴᴰ✿
Hotspot login page template ডিজাইনটি দেখুন কেমন হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে।
ইউজাররা যখন আমার হটস্পট সার্ভারে কানেক্ট হবে। তখন তাদের সামনে এই লগিন পেজটি প্রদর্শন হবে।
এখানে ভাউচার কোডটি বসালে তারা কানেক্ট হয়ে যাবে।
Picture No.6📸ᴴᴰ
Picture No.6📸
ᴴᴰ✿
এখানে হটস্পট সার্ভার এর ইউজারদের জন্য ভাউচার কার্ড তৈরি করেছি এই কোর্ড গুলো ব্যবহার করে ইউজাররা হটস্পট এর মাধ্যমে আমার ইন্টারনেট
সেবা পাবে।
Picture No.7📸ᴴᴰ
Picture No.7📸
ᴴᴰ✿
এই ভাউচার কার্ড গুলো আমার ডিজাইন করা ।
এই ভাউচার কার্ড এর কোর্ডটির মাধ্যমে ইউজাররা আমার হটস্পট সার্ভারে কানেক্ট হতে পারবে।
আশা করছি জিনিসটি সবাই বুঝতে পেরেছেন।
♡
আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। ♡
প্রথমে এখানে পরিচয়মুলক পোস্ট করুন একটা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অহ আচ্ছা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পোস্ট টি অনেক ভালো হয়েছে, আপনি অনেক বিস্তারিত পোস্ট করেছেন mikrotik সম্বন্ধে, এটা খুবই ভাল হয়েছে।
তবে এই কমিউনিটির কিছু নিয়মাবলী আছে প্রথমে আপনি আপনার পরিচয় মূলক একটি পোস্ট করতে হবে এরপর আমরা যখন আপনার পরিচয় সম্বন্ধে নিশ্চিত হব, তখন আপনাকে মেম্বার ব্যাজ দেওয়া হবে এরপর থেকে আপনি নিয়মিত লেখালেখি করতে পারবেন।
ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওকে ভাই আমি আমার পরিচয় সমন্ধে একটি পোস্ট করবো।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit