☆আসসালামুয়ালাইকুম☆
⌱ আমার বাংলা ব্লগ 🌷এর মেম্বাররা, আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি.🌷
ভালো লাগবে।
এটি আমাদের কম্পিউটার এর সৌন্দর্য অনেকটা বৃদ্ধি করে দিবে। পরিবেষ্টিত আলোর ফলে যে কোন ভিডিও অনেক সুন্দর ও মাজার সাথে উপভোগ করতে পারবেন ।
আজকের পোস্টটি দেখলে আশা করি আপনারা নিজেদের কম্পিউটার এর জন্য এটি তৈরি করতে পারবেন।।
↘️ চলুন তাহলে শুরু করা যাক↙️
👇যেগুলো প্রয়োজন👇
☞১. ws2811 পিক্সেল লাইট।
☞২. একটি Arduino Nano.
☞৩. একটি গ্লু গান।
💢ধাপ-১💢
- প্রথমে লাইট গুলো খুলে সাজিয়ে নিবো ।
💢ধাপ-২💢
- তারপর কম্পিউটার টেবিল এর পিছনে গ্লু গানের সাহায্য ৫০টি লাইটকে মাপ অনুযায়ী এক এক করে বসাবো। লাইট গুলোকে বসানোর সময় আমার অনেক কষ্ট হয়েছে । লাইট গুলো বার বার খুলে যাচ্ছিলো । প্রায় ২দিন ধরে লাইট গুলো বসাতে হয়েছে এবং ৮টির মতো গ্লু স্টিক নষ্ট হয়েছে।
- এভাবে সবগুলো লাইট বসিয়ে নিবো ।
💢ধাপ-৩💢
- লাইট গুলো বসানো হলে এবার Arduino Nano প্রোগ্ৰাম করার পালা।
- Arduino Nano কে লেপটপ / পিসির সাথে কানেক্ট করবো। কানেক্ট হলে power লাইটটি জ্বলবে।
💢ধাপ-৪💢
- এরপর Arduino সফটওয়্যারটি ডাউনলোড করবো।
💢ধাপ-৫💢
- Arduino প্রোগ্ৰাম ফাইলটা ওপেন করবো।
- ওপেন করার পরে এরকম আসবে । এখান থেকে (LED_PINS 2 ) এবং (NUM_LEDS 50) দিবো।
- তারপর উপর থেকে আপলোড আইকন এ ক্লিক করে আপলোড করে নিবো।
- আপলোড শুরু হলে Arduino Nano তে থাকা RX লাইটটি ব্লিংক করবে।
- এখানে ১০০% হলে বুঝবো ফাইটা আপলোড হয়ে গেছে।
💢ধাপ-৬💢
- এবার Arduino Nano এর সাথে লাইটিং কানেক্ট এর পালা। কিভাবে কানেক্ট করতে হবে তার একটি ডায়াগ্ৰাম বানিয়ে দিলাম আপনাদের বুঝার সুবিধার্থে।
- এখানে আমি একই ভাবে কানেকশন করেছি।
💢ধাপ-৭💢
- কানেকশন শেষ হলে পিসিতে prismatik সফটওয়্যারটি ইন্সটল করে ওপেন করবো ।
- Serial port - COM31
Baud rate - 11500
Colour format - GRB
তারপর Next এ ক্লিক করবো।
- তারপর এখানে একটি নাম দিতে হবে ।
- নিচে Number of Leds এর ওখানে 50 দিবো। উপরে Andromeda সিলেক্ট করে Next দিবো।
- এরপর Finish এ ক্লিক করবো।
💢ধাপ-৮💢
- এরপর এরকম আসবে , এখান থেকে আমরা লাইটা অন করে নিবো।
- এটিকে আমারা তিনটা মুড এ ব্যাবহার করতে পারবো।
১. (Screen grabbing) এটি যখন ব্যবহার করবো তখন আমাদের কম্পিউটার এর ডিসপ্লেতে যে কালার আসবে এই লাইটেও সেই কালার হবে।
২. (Mood lamp) এটি ব্যবহার করে আমরা নির্দিষ্ট যেকোন কালারে ব্যবহার করতে পারবো।
৩. (Sound Visualization) এটি ব্যবহার করলে গানের তালে তালে লাইট জ্বলবে এবং কালার চেঞ্জিং হবে।
💢পরিক্ষা করি💢
Mode-1
 ̄☞Screen grabbing☜ ̄
ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখলে।সবকিছুই বুঝতে পারবেন।
তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি দেখবেন।👇👇👇👇
Mode-2
 ̄☞Mood lamp☜ ̄
- লক্ষ্য করুন আমি ল্যাপটপ এ যেই কালার করছি সেই কালার এ লাইট জ্বলছে।
Mode-3
 ̄☞Sound Visualization☜ ̄
👇👇🙏ভিডিওটি দেখার অনুরোধ রইল 🙏👇👇
🔥২য় সপ্তাহের All DIY Project🔥
"এসো নিজে করি" ফেদার দিয়ে সুন্দর একটি ডেকোরেশন লাইট তৈরি || 10% Beneficiary @shy-fox
DIY - ( এসো নিজে করি ) [ নিজের বাইকে নিজেই লাইট লাগাই ] || আমার বাংলা ব্লগ || 10% @shy-fox এর জন্য
DIY - ( এসো নিজে করি ) [ আমার নিজের তৈরি একটি ঘাস অথবা কাঠ কাটার মেশিন তৈরি] || 10% @shy-fox এর জন্য
DIY - ( এসো নিজে করি ) [ আমার নিজের তৈরি পিক্সেল ডিসপ্লেতে "লাজুক খ্যাঁক"] || 15% @shy-fox এর জন্য
আজ এখানে শেষ করছি । আপনারা সকলে ভালো থাকবেন।
"আল্লাহ হাফেজ"
বাহ্ দারুন অনেক সুন্দর হয়েছে। কম্পিউটার এর জন্য পরিবেষ্টিত আলো তৈরি অনেক সুন্দর করে তৈরী করেছেন। আপনার জন্য শুভকামনা রইলো 🥀
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া....
ভালোবাসা অবিরাম ভাইয়া ❤️🥰🌷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়ের পোস্টের ধরন গুলো খুব সুন্দর হয়। প্রোগ্রামিং টাইপ কন্টেন্ট অনেক টা। ভালই প্ররিশ্রম করে তৈরি করেন পোস্টগুলো। কম্পিউটার ডেস্ক এর পিছনের আলোগুলো খুবই চমৎকার দেখাচ্ছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া... আমার পোস্টটি পরে বুঝার জন্য..
সত্যি একটু পরিশ্রম করতে হয় । তবে এটা কোনো ব্যাপার না ।।
ভালোবাসা অবিরাম ভাইয়া ❤️🥰🌷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসাধারণ পোস্ট কম্পিউটার টেবিলের সেটাপ টা সত্যিই অসাধারণ ছিল। রাত্রে বসে এই কম্পিউটারটি লাইটিং ভাবে চালানো এবং ঘরের একটি জানলা খুলে দিয়ে রাতের নিরমা হাওয়া অসাধারণ একটি ফিলিংস দিবে।
ধন্যবাদ এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া আপনাকে.... আমার পোস্টটি পরে বুঝার জন্য ...
ভালোবাসা অবিরাম ভাইয়া 🥰🥰🌷🌷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসাধারণ প্রতিবার পরিচয় দিয়েছেন আপনি।খুব ক্রিয়েটিভ কাজ এটা!অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর প্রজেক্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।আপনি বেশ ছোট।আপনার কজ দেখে মনে হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়ালেখা করেন।??অনেক সুন্দর হয়েছে ভাই শুভ কামনা রইলো আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া....
আসলে এসব বিষয় নিয়ে কাজ করতে আমার খুব ভালো লাগে ভাইয়া ....
আপনার সুন্দর কমেন্ট দেখে আমি সত্যি মুগ্ধ।।
ভালোবাসা অবিরাম ভাইয়া 🥰❤️🌷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পোষ্টটি অনেকে অনেক ছিল। আপনার আইডিয়া গুলো সত্যি আমার অনেক ভালো লাগে। আশা করি ভবিষ্যতে এরকম কিছু আমাদের উপহার দিবেন। এভাবে কাজ করে যান অবশ্যই সফল হবেন, দোয়া রইল।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ❤️.. ভাইয়া অবশ্যই ... আপনাদের ভালবাসা আছে বলেই আমি আছি...... আমার জন্য দোয়া করবেন ।।।
ভালোবাসা অবিরাম ভাইয়া ❤️🥰
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক গুণে গুণান্বিত আপনি। তারমধ্যে আপনার হাতের কাজ টি অসম্ভব ভালো হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তোমাকে ও অসংখ্য ধন্যবাদ ভাইয়া ❤️🥰......
আমার কাজটি তোমার ভালো লেগেছে .... সত্যি আমি আনন্দিত।।।❤️❤️🌷🌷
ভালোবাসা অবিরাম ভাইয়া 🥰❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনি দারুণভাবে কম্পিউটারের পরিবেষ্টিত আলো তৈরি করে দেখিয়েছেন। আপনার কাজটি খুবই সুন্দর হয়েছে। আপনার প্রতি আমার একটি আকুল অনুরোধ আপনি আপনার দক্ষতা এবং মেধা দিয়ে এভাবেই এগিয়ে যান ইনশাল্লাহ একদিন আপনার মেধার কারণে আপনার জীবনটা পাল্টে যাবে। শুভকামনা রইলো ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@alamin-islam ধন্যবাদ ভাইয়া তোমাকে ।।।
এত সুন্দর মন্তব্য দেখে সত্যি আমি মুগ্ধ ভাইয়া।।। অবশ্যই ভাইয়া আমি আমার কাজকে অনেক সম্মান করি , এবং প্রতিটি কাজ আমি ভালোবেসে করি,আর এই কাজগুলো করতে আমার খুব ভালো লাগে ভাইয়া....আর আমি অবশ্যই তোমার কথা মাথায় রাখবো ভাইয়া।।।।
ভালোবাসা অবিরাম ভাইয়া ❤️🥰🌷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই খুবই খুবই চমৎকার হয়েছে অসাধারণ আপনার প্রতিভা ইনশাআল্লাহ আগামীতে আপনি আরো এগিয়ে যাবেন শুভকামনা আপনার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ আন্টি এতোটা উৎসাহিত করার জন্য 🥰🥰
ভালোবাসা অবিরাম আন্টি ❤️🥰🌷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এত ছোট একজন মানুষ এত বড় বড় কাজ কিভাবে করো ভাই আমি তো অবাক হয়ে যাই এগুলোতো সাধারণ মানুষের কাজ নয় সত্যিই অসাধারণ সত্যিই অসাধারণ এগিয়ে যাও অনেক দূর তোমাকেই দিয়ে বাংলাদেশের অনেক উন্নতি আশা করি একদিন সফল একজন ব্যক্তি হবে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ও ভাইয়া ... আমি যতই কমেন্ট পরছি ততই আনন্দিত হচ্ছি... এতটা ভালোবাসা পাবো ভাবতেই পারিনি।
অবশ্যই ভাইয়া তাই যেনো হতে পারি , এবং মানুষের পাশে দাঁড়াতে পারি দোয়া কইরো।।।।🥰🥰❤️❤️🌷🌷
ভালোবাসা অবিরাম ভাইয়া ❤️🥰🌷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ @amarbanglablog ,@rme দাদা এবং @shy-fox কে।
তাদের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা সব সময় থাকবে।
আমারা সবাই তাদের অনেক ভালোবাসি । তারা আছে বলেই আমরা আছি।
তবে দাদার প্রতি আমার ভালোবাসা অবিরাম... ❤️❤️🥰🥰🌷🌷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit