আমাদের জাতীয় ফুলের ফটোগ্রাফি 🌺এবং এর সম্পর্কে কিছু কথা 🌺 || 10% Beneficiaries @shy-fox

in hive-129948 •  3 years ago 

☆আসসালামুয়ালাইকুম☆


আমার বাংলা ব্লগ 🌷এর মেম্বাররা, আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি.🌷



আজ আবার নতুন একটি পোষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজ আমাদের জাতীয় ফুল শাপলা সম্পর্কে কিছু বলবো এবং এর ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে।


↘️
চলুন তাহলে শুরু করা যাক↙️



1627104182681.jpg

pngfind.com-white-lines-png-2081.png

  • আমাদের জাতীয় ফুল
    এই ফুলটির নাম "শাপলা"
    এটি আমাদের জাতীয় ফুল । এই ফুলটি বাংলাদেশের গ্রাম অঞ্চলের খাল-বিল , পুকুর-ডোবা ইত্যাদি স্থানে দেখতে পাওয়া যায়.


1629821007536.jpg

1629821666586.jpg

🌼সাদা শাপলা🌼

🌺লাল শাপলা🌺

pngfind.com-white-lines-png-2081.png

  • আমাদের জাতীয় ফুলের রং।
    এই ফুলটি বিভিন্ন রং এর হয়ে থাকে । তার মধ্যে দুটি রং আমারা দেখতে পাই একটি হলো সাদা অন্যটি হলো লাল ।
    দুটি রং এর ফুল এ দেখতে খুব সুন্দর হয়ে থাকে।


  • ফুল গুলো কলি অবস্থায় দেখতে কেমন হয় ?

1629822734758.jpg

1629823330190.jpg

pngfind.com-white-lines-png-2081.png

pngfind.com-white-lines-png-2081.png

ফুলের কলি গুলো এরকম হয়ে থাকে। এগুলো যখন ফোটে তখন অনেক বড় সাইজের হয়।

  • ফুলটি সম্পর্কে আরো কিছু কথা

শাপলা জলজ উদ্ভিদ।সাদা শাপলা আমাদের জাতীয় ফুল। শাপলার ফল দিয়ে মজাদার খই তৈরি হয়। সাদা শাপলা প্রাকৃতিক পরিবেশ ও চাষাবাদ - উভয়ভাবেই উৎপাদিত হয়। অম্লক্ষারবিহীন জলেই এটি ভাল জন্মে। তবে ১৫° সেলসিয়াল তাপমাত্রার নীচে এটি জন্মে না।

  • শাপলা ফুলের রূপ :

    শাপলা সাধারণত বর্ষাকালে ফোটে, বর্ষাকালে বাংলাদেশের মাঠ-ঘাট, খাল-বিল, হাওড়-বাওড় শাপলায় ভরে যায়। চারদিক বিস্তৃত জলাশয়ে যখন শাপলা ফুল ফোটে তখন এক অপরূপ দৃশ্যের সূচনা হয়। জোৎস্নারাতে সিগ্ধ আভার সাথে শাপলার হাসি আর মৃদুমন্দ বাতাসের দোলায় টলমল পানিতে তার রূপ সত্যিই মনোমুগ্ধকর। এসময় মনে হয় যেন আকাশের অসংখ্য তারা পানিতে নেমে হাসির ফোয়ারা ছড়িয়ে দিচ্ছে। এ দৃশ্য যেন কিছুতেই ভোলা যায় না।

  • কেনো শাপলা জাতীয় ফুল :

    শাপলা বাংলাদেশের নদ-নদী, খাল-বিল, হাওড়-বাঁওড়, ডোবা-পুকুর প্রভৃতির আনাচে-কানাচে এত বেশি ফুটে থাকে যে, এ ফুলের মতো আর কোনো ফুল বাঙালিদের সান্নিধ্যে আসতে পারেনি। সেজন্যই শাপলা আমাদের জাতীয় ফুল। তা ছাড়া শাপলাই একমাত্র ফুল যা বিশ্বের আর কোনো দেশে আমাদের দেশের মতো দেখা যায় না। তাই শাপলাকে জাতীয় ফুল হিসেবে বিবেচনা সার্থক ও সঠিক হয়েছে বলে আমার ধারণা।



dropshadow_1629824027751.jpg

pngfind.com-white-lines-png-2081.png

  • এই ফুলগুলো আমি কোথায় পেলাম
    আসলে এই ফুলগুলো আমি আমার নানুর বাসায় পেয়েছি একটি পুকুর থেকে... বড় ভাই মিলে আমরা দুজনে হাঁটছিলাম গ্রামের রাস্তা দিয়ে হঠাৎ এই ফুলগুলো আমাদের চোখে পড়ল। তাই ভাবলাম এই ফুলগুলো নিয়ে আপনাদের সাথে একটি পোস্ট শেয়ার করি। তাই দেরি না করে পোস্টটি করেই ফেললাম আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন।
ফটোগ্রাফারলোকেশনডিভাইস
@masrafiThakurgaRedmi Note 7pro

IMG_20210825_005336.png

IMG_20210825_005021.png

"আমি মোঃ মাশরাফি ইসলাম। আমার বাসস্থান নিলফামারী শহরে। আমি একজন ছাত্র ।আমি নিলফামারী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এ পড়ি,এবার SSC দিবো। আপনারা সকলে আমরা জন্য দোয়া করবেন । আমার নেটওয়ার্ক ও ইলেকট্রনিক জিনিস তৈরিতে আগ্ৰহ বেশি। এসব বিষয়ে ঘাটা ঘাটি করতে আমার খুব ভালো লাগে। সবচেয়ে বড় বিষয় হল অসহায় ও নিরীহ মানুষদের পাশে দাঁড়াতে আমার খুব ভালো লাগে । আল্লাহ যেন আমাদের সকলকে নিরীহ অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করে।"

IMG_20210825_005418.png

আমার বাংলা ব্লগ (কমিউনিটি)

আজ এখানে শেষ করছি । আপনারা সকলে ভালো থাকবেন।

"আল্লাহ হাফেজ"

20210616_120145.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে বিশেষ করে আপনার যে বর্ণনা গুলো সেগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে নতুন ইউজার হয়েও আপনি এত সুন্দরভাবে উপস্থাপন করেছেন তা আমার কাছে অবাক করা একটি বিষয়। আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ ভাইয়া ...এত সুন্দর মন্তব্য করার জন্য...❤️

শাপলা আমাদের জাতীয় ফুল। শাপলা কে আপনি যেভাবে তুলে ধরেছেন অসাধারণ লেগেছে আমার ককাছে আপনার ফটোগ্রাফি গুলো। সেই সাথে আপনার প্রেজেন্টেশনটি ছিল অসাধারন।

আমার পোস্টটি আপনাদের এতো ভালো লাগবে । আমি বুঝতে পারিনি... ধন্যবাদ আপনাকে..❤️

আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। আপনি যে ভাবে গুছিয়ে লিখেছেন সত্যিই অনেক সুন্দর লাগছে দেখতে।।।

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া ।। আমার পোস্টটি পড়ার জন্য।।।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া ..এত সুন্দর কমেন্ট এর জন্য...

খুবই সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাইয়া, আমাদের এইদিকে শাপলা ফুল দেখাই যায়না তেমন।

হুম ভাইয়া ..

আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে বিশেষ করে আপনার যে বর্ণনা গুলো সেগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ

তোমাকে ও অনেক অনেক ধন্যবাদ... আমার পোস্টটি ভালো ভাবে পড়ার জন্য...❤️❤️

Masrafi brother, your photography has been very beautiful.

Thank you brother 😊...

অনেক সুন্দর হয়েছে আপনার ফটোগ্রাফিগুলো, অনেক সুন্দর বর্ণনা দিয়েছেন আমাদের জাতীয় ফুলের। এই ফুল আমার খুব পছন্দের, কতদিন ফুলটি দেখিনা, আপনার পোস্টটি দেখে খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ আপনাকে।

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ... আমার পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য....❤️❤️

অবাক হয়ে যাই আপনার পোস্ট দেখে আপনি এত সুন্দর করে পোস্ট গুলো সাজিয়ে লিখেছেন যা আমি অন্য কারো কাছে দেখিনাই সত্যি আপনার মধ্যে অনেক ট্যালেন্ট আছে আপনি স্টাইল অ্যান্ড গুলো কাজে লাগানোর চেষ্টা করেন অনেক দূর এগিয়ে যাবেন দোয়া রইল

আমার পোস্টটি পড়ে...এত সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া.... দোয়া করবেন আমার জন্য...❤️❤️