"এসো নিজে করি" নষ্ট লাইট দিয়ে একটি অ্যাকোয়ারিয়াম ও কলমদানি তৈরি | |15% Beneficiary To @shy-fox | |5% Beneficiary To @abb-charity

in hive-129948 •  3 years ago 

☆আসসালামুয়ালাইকুম☆


আমার বাংলা ব্লগ 🌷এর মেম্বাররা, আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি.🌷


আজকের বিষয়:➜

বাসার নষ্ট লাইট দিয়ে ছোট একটি অ্যাকোয়ারিয়াম ও কলমদানি তৈরি ।


আজ আমি দেখাবো বাসার পরে থাকা নষ্ট লাইট দিয়ে কিভাবে সুন্দর একটি কলমদানি ও অ্যাকোয়ারিয়াম বানানো যায় , আশা করি আপনাদের ভালো লাগবে । চলুন তাহলে শুরু করা যাক।

PicsArt_11-29-06.40.49.jpg

উপকরণ:-

১.নষ্ট লাইট।
২.গ্লু গান।
৩.স্লিকন আঠা।
৪.হেস্ক ব্লেড।
৫.একটি ইনজেকশন ।

ধাপ-০১

1638187600150.jpg

প্রথমে লাইটটির সব কিছু খুলে আলাদা করে নিয়েছি। এর পরে এটিকে ভালো ভাবে ধুয়ে নিতে হবে কারণ এটি অনেকদিন ধরে বাহিরে পরে ছিল। ধোয়া হয়ে গেলে শুকানো অবদি অপেক্ষা করতে হবে।

ধাপ-০২

1638187535022.jpg

এর পর লাইটের এই নিচের অংশটি গোল করে দাগ দিয়ে নিবো।

ধাপ-০৩

1638187531614.jpg

1638187528740.jpg

ওই দাগ বরাবর হেস্ক বেলেট দিয়ে সুন্দর ভাবে এবং সাবধান এ কেটে নিবো।


ধাপ-০৪

1638187525660.jpg

আমাদের কাটা ছোট গোল অংশটি এই সাদা অংশের ভেতর লাগিয়ে দিবো।

1638187516348.jpg

এরকম ভাবে এই বরাবর বসিয়ে দিয়ে গ্লু গান দিয়ে লাগিয়ে দিবো । এটি আমাদের উপরের অংশটি কমপ্লিট হলো। এবার নিচের অংশের পালা।


ধাপ-০৫

1638187510536.jpg

নিচের দিকে এই অংশটি লাগাবো। এখানে দুটি ছোট গোল ফুটো রয়েছে ।এই ফুটো গুলি গ্লু গান ‌‌দিয়ে ভালোভাবে বন্ধ করে দিবো যেনো পানি লিক না করে।

ধাপ-০৬

1638187507390.jpg

আঠা শুকিয়ে গেলে পানি দিয়ে এভাবে চেক করে নিবো লিক করছে কি না। যদি লিক করে তাহলে ভালোভাবে আরো আঠা দিতে হবে।

ধাপ-০৭

1638187499160.jpg

এর পর স্লিকন আঠাটি আমি ইনজেকশনের ভিতরে ঢুকিয়ে নিবো পরিমাণ মতো।

ধাপ-০৮

1638187494697.jpg

এর পর আঠাটি এর চারদিকে ভালোভাবে দিয়ে নিবো । এখানে আমরা গ্লু গান ও ব্যবহার করতে পারতাম । আমার কাছে স্লিকন আঠা ছিল তাই আর গ্লু গান ব্যবহার করলাম না । স্লিকন আঠা দেওয়ায় এটির পানি লিক হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে।

ধাপ-০৯

1638187479553.jpg

এর পর নিচের অংশের সাথে লাগিয়ে দিবো ।

1638187471526.jpg

তারপর আঠাটি শুকানো অবদি অপেক্ষা করবো।

ধাপ-১০

1638187451327.jpg

1638187438381.jpg

এর পরে ফলাফল ,, তৈরি হয়ে গেল আমার ছোট অ্যাকোয়ারিয়াম ।পানি দিয়ে মাছ 🐟 ছেড়ে আপনাদের দেখালাম। এই মাছটির নাম গাপ্পি। দেখতে কেমন লাগছে আমাকে জানাবেন ।


ধাপ-১১

1638187417414.jpg

এর পর লাইটের সেই বাকি কাটা অংশটি ফেলে না দিয়ে কলমদানি তৈরি করলাম।

1638187438381.jpg

1638187408510 (1).jpg

সবশেষে দুটি একসাথে দেখে কেমন লাগছে ।



আমার বাংলা ব্লগ (কমিউনিটি)

আজ এখানে শেষ করছি । আপনারা সকলে ভালো থাকবেন।

"আল্লাহ হাফেজ"

20210907_111554.png

IMG_20210825_005021.png

"আমি মোঃ মাশরাফি ইসলাম। আমার বাসস্থান নিলফামারী শহরে। আমি একজন ছাত্র ।আমি নিলফামারী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এ পড়ি,এবার SSC দিবো। আপনারা সকলে আমরা জন্য দোয়া করবেন । আমার নেটওয়ার্ক ও ইলেকট্রনিক জিনিস তৈরিতে আগ্ৰহ বেশি। এসব বিষয়ে ঘাটা ঘাটি করতে আমার খুব ভালো লাগে। সবচেয়ে বড় বিষয় হল অসহায় ও নিরীহ মানুষদের পাশে দাঁড়াতে আমার খুব ভালো লাগে । আল্লাহ যেন আমাদের সকলকে নিরীহ অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করে।"

20210907_111654.png

20210616_120145.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অসাধারণ লাগছে ভাইয়া। নষ্ট লাইট দিয়ে অ্যাকোয়ারিয়াম তৈরি আসলেই অসাধারণ। কোন নষ্ট কিছু দিয়ে নতুন কিছু তৈরি করা আসলেই একটা মজার ব্যাপার। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া... সুন্দর একটি মতামত উপহার দেওয়ার জন্য....

নষ্ট লাইট দিয়ে একটি অ্যাকোয়ারিয়াম ও কলমদানি খুব সুন্দর ভাবে তৈরি করেছেন। যা সত্যিই প্রশংসনীয়।ধন্যবাদ আপনাকে শুভকামনা আপনার জন্য♥♥

আপনি নষ্ট লাইট দিয়ে একটি অ্যাকোয়ারিয়াম ও কলমদানি তৈরি করেছেন সত্যিই অসাধারণ হয়েছে ভাই। আপনি দেখি ইলেকট্রনিক কাজ গুলো ভালো পারেন ভাই। অনেক সুন্দর করে উপস্থাপনা করেছেন যা দেখে অনেক ভালো লাগলো আপনার প্রশংসা করতে হয় আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন

ধন্যবাদ ভাইয়া তোমাকে.... ভালোবাসা নিও...