ছোট্ট দুটি শব্দ, "ভালোবাসি তোমায়",
কিন্তু কী অসীম তার শক্তি ।
সত্যিই শুরুটা অসাধারণ হয়েছে, দাদা। "ভালোবাসি তোমায়" কথাটার তাৎপর্য সেই বুঝবে যে প্রকৃতপক্ষে কাউকে ভালোবেসে এটি বলেছে। পুরো কবিতার মধ্যে শব্দ চয়ন ও ভাবধারা অনেক ভালো লেগেছে আমার কাছে। আশা করি এরকম আরো ভালো ভালো কবিতা সামনে আরো আসবে । অপেক্ষায় রইলাম।