বন্ধু মানে, প্রাণের মাঝে উছল খুশির ঢেউ
সুখে-দুঃখে পরস্পরে থাকবে পাশে কেউ।
বন্ধু হলো, নিখীল বিশ্বে সবচে’ আপন জন
খুনসুটি ও মান-অভিমান রয় যে অনুক্ষণ।
বন্ধু মানে দুখের ভেতর একটুখানি সুখ
অপমানের খড়গ হতে রক্ষা করে মুখ।
বন্ধু হলো সুখের স্রোতে গা ভাসিয়ে দিই
দুখীর মুখে হাসি দিয়ে একটুকু সুখ নিই।
বন্ধু মানে অন্তরের টান গল্প বলার সাথী,
বন্ধু মানে নির্ভরতা, নিশীথে প্রদীপ ভাতি।
বন্ধু দেখায় পথের দিশা বাড়ায় মনে বল,
বন্ধু হলো এগিয়ে চলা ডিঙোয় বৃন্ধাচল।
বন্ধু মানে ভালোবাসা মনের গভীর টান
বন্ধু মানে বিপদকালে উজাড় করে প্রাণ।
বন্ধু মানে অধিকার বোধ কৃষ্ণকালো চুল,
বন্ধু মানে আস্থা বাগের যেন ফোটা ফুল।
বন্ধুতে নাই ধনী নির্ধন নাই যে লিঙ্গ জাত,
বন্ধু বিনে অচল জীবন অলস দিবস রাত।
বন্ধু হলো সুজন স্বজন যেন প্রাণের ধন,
বন্ধু হলো চিরঞ্জীব সেই মিষ্টি সঞ্জীবন।
বন্ধুু নিয়ে কবিতাটি অসাধারণ সুন্দর হয়েছে। সুখ দুঃখে পরস্পর পরস্পরের পাশে থাকবে এর নামই বন্ধু। বন্ধু কথাটি অনেক ছোট একটা শব্দ কিন্তু এর অর্থ অনেক বড়ো।এর বিশালতা মাপ করার যাবে না কতোটা।সুন্দর কবিতা পোস্ট করেছেন আপনি ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কষ্ট করে পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় পাঠক। উৎসাহ পেলাম আরও ভালো কিছু লিখবার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit