ফটোগ্রাফি||বৈচিত্রময় ফুলের সমাহার পর্ব-২||

in hive-129948 •  2 years ago 

হ্যালো আমার বাংলা ব্লগের বন্ধুরা আসসালামু আলাইকুম/আদাব। সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আশা করছি। আমিও মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগ লেখা শুরু করছি।

Picsart_23-05-01_23-46-44-016.jpg

কৌতুহলবশত গিয়েছিলাম ফুলের নার্সারিতে। সেখানে নানান রঙ্গের ফুলের সমারহে মুগ্ধ হয়ে বেশ কিছু সময় কাটিয়েছিলাম। ভালো লাগার মত অনেকগুলো ফুলের ফটোগ্রাফি করেছিলাম। সাধারণত নার্সারিতে সাজানো গোছানো ফুলের বাগান থাকে। সেই ফুলগুলো ছাড়াও আমি আশেপাশের ঝোপঝাড় থেকে কিছু ফুলের ফটোগ্রাফি নিয়েছিলাম।

কয়েকটি ফুলের ফটোগ্রাফি প্রথম পর্বে শেয়ার করেছি। তার মধ্যে বিভিন্ন কালারের গোলাপ ফুল দেখে আমি মুগ্ধ হয়েছিলাম। এখন আমি আরো কয়েকটি ফুলের ফটোগ্রাফ নিয়ে আজকের ব্লগ শেয়ার করছি। আশা করছি ফুলের ফটোগ্রাফ দেখে আপনাদের ভালো লাগবে।

IMG20230424110605.jpg
IMG20230424110552.jpg

এই ফুলটির নাম হাইড্রেনজিয়া। এই ফুলের কোন গন্ধ নেই তবে বিচিত্র রকমের একটি বৈশিষ্ট্য আছে। এই ফুল গাছ নিয়ে পূর্বে আমার তেমন ধারণা ছিল না। আজ এর বৈশিষ্ট্য জেনে আমার খুব ভালো লাগলো একপ্রকার বিস্ময় কাজ করছে। ব্যতিক্রমধর্মী এই ফুলগাছ দেখে এর খুঁটিনাটি জানতে খুব ইচ্ছা করলো।

রঙ্গন ফুলের মত থোকায় থোকায় একটি বৃন্তের মধ্যে গুচ্ছাকারে অনেকগুলো ফুল ফোটে। রঙ্গন ফুলের কয়েকটা কালার থাকলেও হাইড্রেনজিয়া ফুল রঙের দিক থেকে একটু ভিন্ন রকম মনে হয়েছে।

হাইড্রেনজিয়া ফুল ফোটার সময় হলুদ রঙের থাকে। তারপর ধীরে ধীরে এটি সাদা বর্ণ ধারণ করে এবং শেষে নীলচে বেগুনি হয়ে ঝরে পড়ে। এই ফুলের এরকম বৈশিষ্ট্যের কারণে একসঙ্গে একই গাছে ভিন্নরকম কালারের ফুল দেখতে পাওয়া যায়।

আমাদের বাগানে এরকম একটি ফুল গাছ থাকলে নিঃসন্দেহে সেই বাগানে সৌন্দর্য অনেক বৃদ্ধি পাবে। একই গাছে কয়েকটি কালারের ফুল দেখে নিশ্চয়ই সকলের ভালোই লাগবে।

IMG20230424110805.jpg
IMG20230424110418.jpg

আমাদের দেশে সাধারণত এই ফুলকে টাইম ফুল, পর্তুলিকা, মস রোজ এইসব নামেই চিনি। ছোট ছোট গাছে চমৎকার এই ফুলগুলো আমাদের সকলের বাসায় বারান্দার শোভা বৃদ্ধি করে। পর্তুলিকা অনেকগুলো রঙের দেখতে পাওয়া যায়।

সাধারণত এই ফুল গুলো দক্ষিণ আমেরিকা অঞ্চলে সবসময় বাগানে চাষ হয়। আমাদের দেশেও এখন বাগানে ও বারান্দার শোভা বৃদ্ধির জন্য পর্তুলিকা ফুলের জনপ্রিয়তা বাড়ছে।

IMG20230424110323.jpg

পিটুনিয়া ফুল বর্তমানে আমাদের দেশে অনেক জনপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে বারান্দায় ঝুলন্ত অবস্থায় রাখতে এই ফুলের চাহিদা অনেক। তাছাড়া চোখ জুড়ানো অনেকগুলো কালারের পিটুনিয়া ফুল আমাদের দেশে আছে। ব্যক্তিগতভাবে আমি নিজেও অনেক পছন্দ করি পিটুনিয়া ফুল।

তবে এবার নার্সারিতে পিটুনিয়া ফুলের সংগ্রহ খুব কম দেখে একটু মন খারাপ হলো। এই ফুলটিও দক্ষিণ আমেরিকা অঞ্চলে ব্যাপকভাবে বাগানে চাষ হয়। এর সৌন্দর্যের কারণে আমাদের দেশেও ক্রমান্বয়ে চাহিদা বেড়েই চলেছে।

বন্ধুরা আজ আর লিখছিনা। অন্য কোনদিন অন্যকিছু অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসবো। আজকের জন্য বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।

ডিভাইসrealme narzo 50
ফটো@mayedul
লোকেশনখলিলগঞ্জ, কুড়িগ্রাম


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"


https://steemitwallet.com/~witnesses




VOTE @bangla.witness as witness
witness_proxy_vote.png
OR

SET @rme as your proxy

witness_vote.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

Upvoted! Thank you for supporting witness @jswit.

ফুল ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। আমার কাছে খুবই ভালো লাগে ফুলের ফটোগ্রাফি দেখতে। আমি নিজেও কোথাও ফুল দেখলে ফটোগ্রাফি করে ফেলি। পিটুনি ও ফুল খুব চমৎকার হয়েছে।

খুবি সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম। এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ

বৈচিত্র্যময় ফুলের সমাহারের ফটোগ্রাফি গুলো দেখে দারুন লাগলো ভাইয়া। ফুল সৌন্দর্যের প্রতীক। আপনার ফুলের সমাহার দেখে মুগ্ধ হয়ে গেলাম।শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

ওয়াও! খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন।দেখতে খুব সুন্দর লাগছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

ফুলের ফটোগ্রাফি আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে নার্সারিতে গিয়ে চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের কাছে শেয়ার করেছেন। ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। সবগুলো ফটোগ্রাফি অনেক ভালো ছিল। এত সুন্দর আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

বাহ্ আপনি খুব সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। আসলে নার্সারিতে গেলে অনেক রকমের ফুল দেখা যায়। নার্সারিতে ফুলের সমাগর থাকে। তবে আমি হাইড্রেনজিয়া ফুলটি আগে দেখি নাই। আপনি নার্সারি থেকে খুব চমৎকার চমৎকার ফুলের ফটোগ্রাফি করেছেন। অনেক সুন্দর করে ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন।

ফুলের সৌন্দর্যগুলো আসলেই অনেক ভালো লাগছে। আসলে এটা প্রকৃতির অন্যতম সৌন্দর্য। প্রতিটা ফুলের ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে ক্যাপচার করেছেন তাই দেখতে এত সুন্দর লাগছে।