ঈদ পরবর্তী পরিবার নিয়ে গ্রামে ভ্রমণের মজার কিছু অভিজ্ঞতা পর্ব -১ || 10% beneficiary to @shy-fox.

in hive-129948 •  3 years ago 

হ্যালো আমার বাংলাব্লগের বন্ধুরা আসসালামু আলাইকুম/আদাব। সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আশা করছি। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগ লেখা শুরু করছি।

Picsart_22-05-07_22-01-19-008.jpg

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের প্রত্যেকের মাঝে ঈদ-উল-ফিতর উপস্থিত হয়। ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ আমাদের সবার ঘরে ঘরে খুশির বন্যা বয়ে যায়। আর ঈদের খুশি তখনি পরিপূর্ণতা পায় যখন আমরা ঈদের আনন্দকে সবার মাঝে ভাগ করে নিতে পারব। আত্মীয় স্বজন পরিবার এবং প্রতিবেশীদের মাঝে ঈদের আনন্দকে বিলিয়ে দিতে পারলে তবেই এর সার্থকতা। প্রতিবছর ঈদে আমি সবাইকে নিয়ে নিজ বাড়িতেই ঈদ করি ঈদের পরের দিন পরিবারের সকলকে নিয়ে শশুর বাড়িতে যাওয়ার চেষ্টা করি। এবারও তার ব্যতিক্রম হয়নি আর তাই ঈদের পরের দিন সবাইকে নিয়ে চলে আসি গ্রামের বাড়িতে।

এখানে আসার পর প্রতিবছর মোটামুটি ভালই আনন্দ উল্লাস হয় বিশেষ করে বাচ্চারা আনন্দে মেতে থাকে। এবার একটু তাদের আনন্দ বিপত্তি ঘটেছে। যেহেতু আমার ছেলে মেয়ের শুধু একটি মাত্রই খালা তাদের কোন মামা নেই। ওদের খালা মাতৃত্বজনিত অসুস্থতার কারণে এবার ঈদে আসতে পারে নাই তাই ওকে দেখার জন্য আমরা সবাই গ্রামে চলে আসি। আমার শেলিকার বিয়ে হয়েছে জেলা শহরের বাইরে উপজেলা শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে। ওদের বাড়িতে গ্রামের বাড়ির মত বেশ বড় বড় দুইটি পুকুর পুকুরের পাশে বিস্তীর্ণ ফসলের মাঠ। এখানে এসে দুইদিন থেকে বেশ মজার কিছু অভিজ্ঞতা হয়েছে সেগুলো পর্যাক্রমে শেয়ার করার চেষ্টা করবো।

20220507_214851.jpg
20220507_214923.jpg
20220507_215214.jpg

আমরা ওদের ওখানে আসবো সেটা জানিয়েছি কিন্তু আজকে যে আসবো সেটা নির্দিষ্ট করে বলা হয়নি। তাই আমাদেরকে দেখেই ওদের পুকুরে মাছ উঠানোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে আমি বুঝতে পারলাম। পুকুরে জাল ফেলার আগে নির্দিষ্ট কিছু জায়গায় মাছের খাবার দেয়া হয়। যাকে জাল মারার জন্য ডাকা হয়েছিল সেই লোক কিছুক্ষণ আসতে দেরি হচ্ছে। সে কারণে আমি নিজেই জাল নিয়ে কিছুক্ষন চেষ্টা করে দেখতে লাগলাম।

পাশাপাশি অনেক বড় বড় দুইটি পুকুর কিন্তু এখনো অনেক পানির গভীরতা। পনের থেকে বিশ ফুটের উপরে হবে তাই মাছ ধরা খুব কঠিন কাজ। দুইটি পুকুরে খাবার দেয়া হয়েছিল আমি একটি পুকুরে চেষ্টা করতে থাকলাম। পুকুরে মাছ মোটামুটি ভালই থাকার কারণে আমার জালে কিছুটা মাছ ধরা পড়লো। কিন্তু পানির গভীরতা বেশি থাকার জন্য বড় মাছ জালে ধরা পড়লো না।

20220507_230246.jpg
20220507_214804.jpg
20220507_214732.jpg

প্রথম চেষ্টাতেই জালে অনেকগুলো মাছ দেখে আমি তো বেজায় খুশি। এভাবে কয়েকবার চেষ্টা করার পর আমার জালে বেশ কয়েক প্রকার মাছ উঠেছিল। এই পুকুরে এর আগেও আমি একদিন মাছ ধরার চেষ্টা করেছিলাম। সেসময় ছোট ছোট কয়েকটা মাছ উঠেছিল আমার জালে। আজকে তার চেয়ে কয়েক গুণ বেশি ও বড় মাছ পেয়েছি। তৃতীয় বারের চেষ্টায় আমি মোটামুটি ১ কেজি ওজনের একটি রুই মাছ পেয়েছিলাম।

আমার জালে দেখতে অনেক সুন্দর একটি কাকড়া উঠেছিল। এই ধরনের কাঁকড়া আমি কত বছর দেখিনি সেটা হিসাব করে বলতে পারব না। ছোটবেলা যখন দাদা বাড়ি যেতাম সেখানকার নদীতে মাছ ধরার সময় জেলেদের জালে এই কাঁকড়া গুলো দেখতে পেতাম। আজকে এখানকার পুকুরে আমার জালে এই কাঁকড়া দেখে আমার খুব ভালো লাগলো। কেন জানিনা আজকে এই কাঁকড়া টি দেখতে আমার কাছে বেশি সুন্দর লাগছিল।

20220507_232136.jpg
20220507_232039.jpg
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি A-10
ফটো@mayedul
লোকেশনw3w location

জাল মারার জন্য যে লোকটিকে ডাকা হয়েছিল সেই লোকটি এখনো এসে পৌছতে পারেনি। যেহেতু আমি সখের বসে মুঠো জাল হাতে নিয়েছি তাই আর বেশীক্ষন টিকতে পারলাম না। আমি ক্লান্ত হয়ে গেলাম অগত্যা সেই লোকটির জন্য অপেক্ষা করছি। বসে থাকতেই পুকুরের ছোট মাছ খাওয়ার জন্য হাঁসের দল পানিতে নেমে পড়েছে। আর বিপরীত দিক থেকে সূর্যের রশ্মি পুকুরের পানিতে পড়ায় মুক্তোর দানার মত জ্বলজ্বল করছিল দেখে আমার কাছে খুব ভালো লাগলো।

পাশের অন্য পুকুরে আম গাছ সহ আরো বেশ কয়েকটি গাছ পুকুরের দিকে হেলে পড়েছে। প্রায় সবগুলো গাছে প্রচুর আম এসেছে আর পাশে কৃষ্ণচূড়ার পাতার মত সুন্দর দেখতে একটি গাছ প্রায় পুকুরের পানির স্পর্শ করছে। গাছটির মধ্যে হালকা সবুজ কালারের কিছুটা কাচা হলুদ মিক্সড কালারের ফুল ফুটেছে দেখতে খুব ভালো লাগলো। তাই আমি কয়েকটা ফটোগ্রাফি করে নিলাম। কিছুক্ষণ অপেক্ষা করতেই লোকটি চলে আসলো। এখন আমরা অন্য পুকুরে মাছ ধরার জন্য প্রস্তুতি নিচ্ছি। আজকের মতো এতোটুকুই বাকিটা পরবর্তী পর্বে শেয়ার করার চেষ্টা করবো।
চলবে।

Logo-1.png

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

পরিবার নিয়ে দেখেই বোঝা যাচ্ছে গ্রামে অনেক সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছেন এবং আপনার সেই সুন্দর মুহূর্ত গুলো ক্যামেরাবন্দি করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। আমার কাছে মনে হয় শহরে চার দেয়ালের মাঝে বন্দী জীবনটা না রেখে কিছুটা সময় গ্রামে এসে খোলামেলা পরিবেশে থাকা অনেক ভালো। শেয়ার করার জন্য ধন্যবাদ

একদম সঠিক বলেছেন শহরের বন্দী জীবন থেকে মাঝে মাঝে গ্রামের খোলা মেলা পরিবেশে ঘুরে আসতে পারলে শরীর ও মন দুটোই চাঙ্গা হয়ে যায়।

image.png

ঈদ পরবর্তী পরিবার নিয়ে এবং আপনার মাছ ধরার বিষয় গুলো আমার খুব ভালো লেগেছে। আপনি খুব সুন্দর ভাবে আপনার কাটানো সময়গুলো মূল্যবান অনুভূতিগুলো এবং দারুন সব ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আমার কাছে সব থেকে ভালো লেগেছে । জাল দিয়ে আপনার মাছ ধরার বিষয়টি। আমার ভীষণ ভালো লেগেছে। দেখে মনে হচ্ছে পুকুরে প্রচুর পরিমাণ মাছ আছে তা না হলে একবারে এত মাছ ধরার কথা নয়। যাইহোক আপনার ফটোগ্রাফি গুলো এত সুন্দর হয়েছে যা দেখে আমি মুগ্ধ হয়েছি। ঈদ উপলক্ষে এতো সুন্দর সুন্দর অনুভূতি ও ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ঠিক বলেছেন পুকুরে খুব বেশি মাছ না থাকলে কি আর আর জালে এত মাছ উঠে। ধন্যবাদ।

শালিকার বাড়িতে গিয়ে বেশ ভালো সময় পার করে আসছেন,মাছ ধরা দেখতে আমার খুব ভালো লাগে, যদিও নিজে জাল দিয়ে ধরতে পারি না দেখতে আনন্দ পাই।আপনার মাছ ধরা দেখে খুব ভালো লাগল ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য

মাছ ধরতে আসলেই বেশ মজার। আমিও নতুন শিখেছি এখন একটু পারি।

আসলেই শহর থেকে ঈদে বাড়িতে আসলে পারে মন চায় অনেক কিছু করে দেখায় পরিবারের লোকজনের কিন্তু সময় স্বল্পতার কারণে সবকিছু হয়ে ওঠে না। তবুও আপনি এর মধ্য থেকে যে মাছ ধরার দৃশ্য গুলো আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন তা দেখে খুব ভালো লাগলো। আশা করি খুব ইনজয় করেছেন এই মাছ ধরার মুহূর্তটা।

আসলেই গ্রামে গেলে অনেক মজা হয়। আপনি ডাকলে একদিন আপনার পুকুরে মাছ ধরতে যাবো হা হা হা।

আপনার তো সব দিক দিয়েই দক্ষতা মোটামুটি ভালই আছে। আপনার মাছ ধরার বিষয়টা আমার কাছে বেশ ভাল লেগেছে তাছাড়া গ্রাম অঞ্চলের কিছু সুন্দর দৃশ্য ও এই পোস্টে তুলে ধরেছেন সব মিলিয়ে অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।

মুঠো জালে মাছ ধরতে পেরে আমারও খুব ভালো লেগেছে। ধন্যবাদ আমার পোষ্টে আসার জন্য।

আপনার পোস্ট পড়ে ভালো লাগলো। আপনি যে এতো সুনভাবে জাল ফেলতে পারেন দেখে খুব ভালো লাগলো। আপনি অনেকগুলো মাছ এক সাথে ধরেছেন। আপনি ১ কেজি ওজনের রুই মাছ পেয়েছিলেন দেখে খুব ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইলো। আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য ধন্যবাদ।

না না আমি খুব ভালো জাল ফেলতে পারিনা কিন্তু পুকুরে মাছ বেশি থাকার কারণে জালে বেশ মাছ উঠেছিল।

রুই মাছের ছবি না দিয়ে ছোট ছোট মাছের ছবি দিয়েছেন কাজটা কি ভালো হলো। এই ঝাঁকি জালে মাছ ধরা আমারও অনেকদিনের শখ কিন্তু কিভাবে ব্যবহার করতে হয় তা শিখতে পারলাম মাত্র কয়েক দিন আগে। আপনার ছবিগুলো দেখে মনে হচ্ছে আপনার শালীকার বাড়ি থেকে এখনই বেরিয়ে আসি। পরিবার-পরিজন নিয়ে আনন্দে থাকুন এই প্রত্যাশা রইল।

প্রথম দিন মুঠো জালে আমিও একটা কি দুইটা মাছ পেয়েছিলাম আর এটা দ্বিতীয়বার। রুই মাছের ছবি পরের পোস্টে দিব। আপনাকে এর আগেও একদিন কুড়িগ্রামে আসার আমন্ত্রণ জানিয়েছিলাম আবারো জানাচ্ছি।

আপনাদের পরবর্তী সময়ে পরিবার নিয়ে গ্রামে খুব আনন্দ এবং খুশিতে সময় কাটিয়েছেন। আসলে সবারই উচিত যে গ্রামে গিয়ে সময় কাটানো। কারণ গ্রামের আবহাওয়া অনেক ফ্রেশ থাকে। এটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আপনার গ্রামের ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে ।মাছ ধরার, পুকুরে হাঁসের সব মিলিয়ে খুব ভালো লেগেছে ভাইয়া। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য শুভেচ্ছা রইল।

আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে আমি মুঠো জাল দিয়ে মাছ ধরতে পেরেছি। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

ঈদের ছুটিতে গ্রামে খুব সুন্দর মুহূর্ত পার করলেন ভাই। অনেক সুন্দর মুহূর্ত উপভোগ করার সাথে সাথে আমাদের সাথে শেয়ার করলেন। মাছ মারার দৃশ্যটি আমার কাছে অনেক ভালো লেগেছে শেয়ার করার জন্য ধন্যবাদ।

আসলে শহর ছেড়ে ঈদের ছুটিতে গ্রামে ঘুরে আসতে খুব ভালোই লাগে।

তৃতীয়বার চেষ্টা করে এক কেজি ওজনের একটি রুই মাছ পেয়েছিলেন এটি শুনে খুবই আনন্দিত ভাই আমি। গ্রামে আপনার কাটানো মুহূর্তগুলো সত্যিই অনেক মজাদার ছিল এবং আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে মাছ ধরার মূহুর্ত টা আপনি তো বেশ চমৎকার মাছ ধরতে পারেন। সব মিলিয়ে পোস্টটি পড়ে খুবই ভাল লেগেছে ধন্যবাদ ‌‌ আপনাকে।

মাছ ধরতে আমারও খুব ভালো লেগেছিলো। আমার পোস্টটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ঈদের আনন্দটা মনে হয় সবচেয়ে বেশি গ্রামেই হয়।আর সত্যি বলতে কাকড়া দেখে তো আমি ভয় পেয়ে গেছি রীতিমত বিশাল বড়সড় কাকড়া।আর এভাবে মুঠো জাল ফিকিয়ে মাছ ধরার আলাদা একটা মজা আছে কিন্তু😍

ঈদ পরবর্তী সময়ে গ্রামে গেলে অনেক বেশি ভালো লাগে।

আমাদের গ্রাম গুলো প্রতিটি একেকটি বেনামের পার্ক। এমন নৈসর্গিক সৌন্দর্য স্বর্গেও আছে কিনা আমার জানা নাই। সবকিছুই ভালো ছিল।

গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য গুলো আসলেই অনেক সুন্দর লাগে।শহর থেকে গ্রামে যাওয়ার পর গ্রামের রাস্তায় হাঁটতে খুব মজা পাই।

ঈদ পরবর্তী সময়ে গ্রামে গিয়ে পরিবারকে নিয়ে অনেক সুন্দর সময় কাটিয়েছেন আপনার পোস্ট দেখে তা বুঝতে পারলাম। আপনিতো জাল দিয়ে ভালোই মাছ ধরেছেন। আমি তো বড়শি দিয়ে মাছ ধরতে পারিনা।
গ্রামের পরিবেশের যে সুন্দর ছবিগুলো শেয়ার করেছে সেগুলো আমার কাছে খুব ভালো লাগলো।
ধন্যবাদ আপনাকে।

বরশি দিয়ে মাছ ধরার চেয়ে জাল দিয়ে মাছ ধরা অনেক বেশি সহজ। আমিও নতুন শিখেছি তাই খুব ভালো লাগছে জাল দিয়ে মাছ ধরতে।

ভাই আপনার দড়িজাল দিয়ে পুুকুরে মাছ মাড়ার দৃশ্যটি দেখে ছাত্রজীবনের কথা মনে পড়ে গেল আমার। আমাদের একটি পুকুর ছিল। কলেজ লাইফে সেই পুকুর থেকে একমাত্র আমাকেই মাছ মাড়তে হত। আপনার জন্য শুভকামনা রইল।

আমি নতুন শিখেছি তাই আমার কাছেও খুব ভালো লেগেছে এই মাছ ধরার অভিজ্ঞতা।

আত্মীয় স্বজন পরিবার এবং প্রতিবেশীদের মাঝে ঈদের আনন্দকে বিলিয়ে দিতে পারলে তবেই এর সার্থকতা।

আসলে ঈদের আনন্দ টাই হচ্ছে পরিবারের সাথে ঈদ করতে পারাটা। আপনি সেই উদ্দেশ্যে গ্রাম চলে এসেছেন ভাইয়া এটি সত্যিই আমার কাছে অনেক ভালো লেগেছে। গ্রামে এসে আপনি মাছ ধরতে শুরু করে দিয়েছেন দেখছি। আপনার জালে কাঁকড়া উঠেছিল এই কথাটি আপনি ডিসকর্ড এ আলোচনার সময় বলেছিলেন। এখন পোস্ট পড়তে গিয়ে সেটি দেখতে পেলাম।

শখের বসে জাল দিয়ে মাছ ধরার চেষ্টা তবে জালে মাছ উঠার কারণে আমার কাছেও খুব ভালো লেগেছিল।

ঈদের পরে আপনি পরিবারসহ গ্রামে ভ্রমণ করেছেন, তার কিছু অভিজ্ঞতা এবং ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো ভাল হয়েছে এবং আপনি মাছ ধরেছেন তার কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। দেখে বোঝা যাচ্ছে আপনি ভালোই মাছ পেয়েছেন। এভাবে মাছ ধরার অন্যরকম একটা আনন্দ রয়েছে।

আমার পোস্টটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।