আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা - ১৩ || বসন্তকালীন ফুলের ফটোগ্রাফি || ১০% লাজুক খ্যাকের জন্য।

in hive-129948 •  3 years ago  (edited)

হ্যালো আমার বাংলাব্লগের বন্ধুরা আসসালামু আলাইকুম/আদাব। সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আশা করছি। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগ লেখা শুরু করছি।

Picsart_22-03-03_10-22-02-184.jpg

ষড়ঋতুর দেশ বাংলাদেশ আমাদের দেশে সারা বছর ছয় ঋতু পর্যাক্রমে আলাদা আলাদা বৈশিষ্ট্য নিয়ে আবির্ভূত হয।প্রত্যেকে ঋতু আলাদা কিছু বৈশিষ্ট্য নিয়ে হাজিরা প্রকৃতিকে নতুন আঙ্গিকে সাজিয়ে দিতে। অন্যান্য ঋতুর চেয়ে বসন্তঋতু একটু আলাদা কারণ বসন্ত ঋতুতে প্রকৃতি যেন নতুন পত্র-পল্লবে নানান ধরনের রঙ্গিন ফুলের সমারোহে সজ্জিত হয়। শীতকালে শুষ্ক আবহাওয়া বর্ণিল এই প্রকৃতি যেন রুক্ষ রূপ ধারণ করে গাছের সমস্ত পাতা ঝরে পড়ে যায় এবং চারিদিকটা কেমন মলিন হয়ে থাকে। শীতকালের পরবর্তী ঋতু বসন্ত ঋতু এই ঋতুতে প্রকৃতি নানান রঙ বেরঙের ফুলে বর্ণিল সাজে সজ্জিত হয় । বিভিন্ন ধরনের ফুলের পাশাপাশি অনেক ফলের কাছেও সুন্দর সুন্দর ফুল আসে আমি সেরকম কিছু ফুল শেয়ার করার চেষ্টা করবো।

20220302_162900.jpg

20220302_163114.jpg

পলাশ ফুলের গাছ মোটামুটি অনেক বড় হয়ে থাকে যার কারণে গাছের অসংখ্য ফুলের ছবি দূরে থেকে তুলে নিতে হয়েছে। পলাশ ফুলের গাছের পাতা গাঢ় সবুজ রঙ্গের অনেকটা মান্দারের পাতার মতো হয়ে থাকে। পলাশ ফুল টকটকে লাল রং ছাড়াও হলুদ রঙের এবং লালচে কমলা রঙের হয়ে থাকে। এই ফুলের খুব একটা ঘ্রাণ বা গন্ধ নাই তবে সৌন্দর্যের দিক থেকে অতুলনীয় বাড়ির পাশে এরকম পলাশ ফুলের গাছ থাকলে দেখতে খুব ভালো লাগে গাছের নিচের অংশটা একদম ফুলে রঙে রঙিন হয়ে থাকে।

20220302_185024.jpg20220302_163649.jpg
20220302_160158.jpg20220302_160135.jpg

ডালিয়া ফুলের অনেকগুলো প্রজাতি হয় এটি প্রধানত মেক্সিকো ও মধ্য আমেরিকা অঞ্চলের ফুল হলেও এখন আমরা সব খানেই দেখতে পাই। প্রজাতির দিক থেকে মোটামুটি ৪২ টি প্রজাতির ফুল আছে। আকারে বেশ বড় হয় আমি দেখতে অনেক সুন্দর আকারে বড় হওয়ার পাশাপাশি রঙ গুলো বেশ চোখে লাগার মত। বাড়ির বাগানে এবং ছাদের টবে আমরা ডালিয়া ফুল লাগিয়ে বাড়ির ছাদের সৌন্দর্য বৃদ্ধি করতে পারি। সৌন্দর্যের দিক ডালিয়া ফুলের জুড়ি মেলা ভার।

20220302_160100.jpg20220302_160057.jpg

এই ফুলটির নাম সালভিয়া এটি আমেরিকা অঞ্চলের ফুল হলেও আমাদের দেশ সর্বত্র দেখা মিলে। এই ফুলের কাণ্ড লম্বাকৃতির এবং উপরের দিকে লালচে সাদা বা লাল রঙের ফুল হয়। আমরা অনেকেই শখ করে বাগানের চারদিকে কিংবা বাড়িতে ঢোকার রাস্তার দুইপাশে সৌন্দর্যবর্ধনের জন্য এই ফুল লাগাই।

20220302_161245.jpg

20220302_161406.jpg

শিমুল গাছের কান্ড কাঁটায় পরিপূর্ণ গাছের নিচের দিকে অনেক মোটা এবং উপরের দিকে শুরু হয়। শিমুল গাছের পাতা দেখতে খুব সুন্দর একটি বো টার মধ্যে অনেকগুলো পাতা থাকে ঠিক হাতের তালুর মত । শীতকালে শিমুল গাছের পাতা ঝরে পড়ে এবং বসন্ত ঋতুতে ফুলের কুঁড়ি আসে এবং লাল রঙে রঙিন হয়ে যায় পুরো গাছ।

20220302_155721.jpg20220302_155442.jpg
20220302_155352.jpg20220302_155337.jpg

পিটুনিয়া ফুলের নজরকাড়া সৌন্দর্যের জন্য ইদানীংকালে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। পিটুনিয়া ফুল অনেকগুলো কালারের হয়ে থাকে লাল সাদা বেগুনি লালের সাথে মিশ্রিত সাদা বেশ অনেকগুলো রঙের পাওয়া যায়। বাসার ছাদে এবং বাড়ির বারান্দায় টবে ঝুলন্ত অবস্থায় সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা সবাই পিটুনিয়া ফুল লাগিয়ে থাকি ।

20220302_155145.jpg

20220302_155135.jpg

এই ফুলটির নাম কেন্থারাস এটি ফুলটি শুধু এই ঋতুতে পাওয়া যায়। আর অল্প কিছুদিনের মধ্যে এই ফুলটি ফোটা বন্ধ হয়ে যাবে হালকা গোলাপী কালার ফুলটির নজরকাড়া সৌন্দর্য দেখে সবাই খুব পছন্দ করে। প্রত্যেকের বাগানে খুব অল্প পরিসরে হলেও এই ফুলের দেখা মেলে। এই ফুলের গাছ গুলো মাঝারি আকৃতির হয়।

20220303_093455.jpg

20220302_162127.jpg

এটি ক্যাকটাস ফুল এই ফুলের গাছ অত্যন্ত কাঁটাযুক্ত হাত দিয়ে ধরতে গেলেই অবশ্যই কাটা ফুটে যাবে । ফুলটা দেখতে লাল রং এবং লালচে গোলাপী রঙের হয়ে থাকে। এই ফুলের কাছে কোনো পাতা নেই নিচে কাঁটাযুক্ত কান্ড আর উপরে সুন্দর ফুল দেখতে খুবই ভালো লাগে।

20220303_080254.jpg

20220303_100228.jpg

ডিভাইসস্যামসাং গ্যালাক্সি A10
ফটোগ্রাফারমাইদুল ইসলাম
লোকেশনw3w location

এটি মান্দার গাছের ফুল এই গছ আমরা কখনো লাগাই না কিন্তু আমাদের পরিবেশের চারপাশে মান্দার গাছ পাওয়া যায়। বসন্তের এই সময়টাতে মান্দার গাছে ফুল ফোটে। এই গাছের ডালে প্রচুর কাটা তাই গাছের ডালের কাছাকাছি গিয়ে ফটোগ্রাফি নেয়া খুব কষ্টকর।এই ফুলটি দেখতে অনেকটা পলাশ ফুলের মত টকটকে লাল রঙ্গের এই ফুলটি দেখতে খুব ভালো লাগে।

বন্ধুরা আজ আর লিখছিনা। অন্য কোনদিন অন্যকিছু অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসবো। আজকের জন্য বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ওয়াও ভাইয়া আপনি খুব সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন দেখতে খুবই ভালো লাগছে। আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি আমার কাছে বেশ ভালো লেগেছে। কোনটা ছেড়ে কোনটা কথা বলব সব গুলোই খুব সুন্দর ফুলের ফটোগ্রাফি। সেই সাথে খুব সুন্দর বর্ণনা করেছেন
ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

পাশে থেকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ।

অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া ।বসন্তের এই ফুলের ছবি গুলো দেখতে দেখতে মন ভরে গেল ।কত রঙের কত ধরনের ছবি দেখলাম ।অনেক সুন্দর কিছু ফুলের ছবি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আর এই প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে আমাদের মাঝে এগুলো শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য শুভকামনা রইল।

আপনার তোলা প্রতিটি ফটোগ্রাফি দেখতে অনেক সুন্দর লাগতেছে । আপনি সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো করার পাশাপাশি বন্যা গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন । আপনার জন্য শুভকামনা রইল

ফুলের ফটোগ্রাফি গুলো আসলেই অনেক সুন্দর হয় ধন্যবাদ।

আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা - ১৩ উপলক্ষে খুবই সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে পলাশ ফুল এবং শিমুল ফুলের ফটোগ্রাফি টা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

পলাশ ও শিমুল ফুল খুঁজে বের করতে অনেক কষ্ট হয়েছিল। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে ভাইয়া। আপনি খুবই সুন্দর ভাবে এই ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শিমুল ফুলের ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লেগেছে। দারুন সব ফটোগ্রাফির গুলো সকলের মাঝে উপস্থাপন করেছেন দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

পাশে থেকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ।

অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আমাকে এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা রইল।

ভাইয়া আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। একদম গ্রামীণ জনজীবনের প্রাকৃতিক দৃশ্য তুলে ধরেছেন আপনার ফটোগ্রাফির মাধ্যমে। খুবই ভালো লাগছে ফলগুলো দেখতে। শুভেচ্ছা রইল আপনার জন্য।

ঠিক বলেছেন প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রফি গুলো খুব ভালো হয় ধন্যবাদ। শুভকামনা রইল।

ভাইয়া দারুন ফটোগ্রাফি করে অংশগ্রহণ করছেন, অনেক সুন্দর হয়েছে আপনার ফটোগ্রাফি । সেই সাথে লেখাটা খুবই সাজানো গোছানো ছিল। আশা করি ভালো কিছু হবে। আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।শুভ কামনা রইল আপনার জন্য

চেষ্টা করেছি ভালো করে ফটোগ্রাফি করার। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

বসন্তকে কেন্দ্র করে ফুলের এমন প্রতিযোগিতায় আপনি চমৎকার ফটোগ্রাফি উপহার দিয়েছেন। ডালিয়া, শিমুল,কেন্তারাস, পিটুনিয়া, ক্যাকটাস ইত্যাদি ফুলের মনমুগ্ধকর সৌন্দর্য খুবই দারুন লাগছে। এমন অসাধারণ ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য শুভকামনা রইল।

বসন্তকালীন অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে সত্যিই চোখ জুড়িয়ে গেল বিশেষ করে ক্যাকটাস ফুল এবং শিমুল ফুল পলাশ ফুলের কথা না বললেই নয় সুন্দর উপস্থাপনা করেছেন ফটোগ্রাফি গুলো সম্পর্কে শুভেচ্ছা রইল আপনার জন্য

শিমুল ফুল পলাশ ফুল গুলো আমার খুব ভালো লেগেছে ।ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

বসন্তের ফুলের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে ভাইয়া। আপনি অনেক সুন্দর সব ফুলগুলোকে আপনার ফটোগ্রাফির মাধ্যমে উপস্থাপন করেছেন। আপনার এই ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো আমার। অনেক সুন্দর ভাবে আপনি ফুল গুলোর বর্ণনা দিয়েছেন। ভাইয়া আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা রইল আপনার জন্য।

পাশে থাকার জন্য ধন্যবাদ শুভকামনা রইল।

ফটোগ্রাফি কিন্তু সবাই তুলতে পারেন না। ফটোগ্রাফি তোলার জন্য আলাদা করে ট্যালেন্ট এর দরকার হয়। সেট ট্যালেন্ট আপনার মধ্যে রয়েছে যার কারণে আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি তুলেছেন। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি অসম্ভব সুন্দর হয়েছে। আর আপনি অনেক সুন্দর করে সেগুলোর বর্ণনা দিয়েছেন। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য।

সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা।