ডাই:রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি।

in hive-129948 •  8 months ago 

হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@md-razu বাংলাদেশের নাগরিক।

আজ -০৪, আষাঢ়| ১৪৩০ বঙ্গাব্দ |মঙ্গলবার| বর্ষাকাল |



আমি রাজু আহমেদ।আমার ইউজার নাম @md-razu।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।

তাহলে চলুন শুরু করি


আমি মনে করি নিজের চেষ্টার দ্বারা সফলতা সম্ভব।ট্যালেন্ট বা যোগ্যতা দিয়ে জীবনে কিছু একটা করে ফেলবো- এমনটা আশা করে কোন লাভ নাই। কারণ দুনিয়াতে ট্যালেন্ট বা যোগ্যতা দিয়ে কাউকে বিচার করা হয় না। বিচার করা হয় অর্জন দিয়ে।


আজ আপনাদের মাঝে উপস্থাপনা করবো কিভাবে সহজে রঙিন পেপার দিয়ে ওয়ালমেট বানাতে হয়।আশাকরি আপনাদের ভালো লাগবে।


1704630405281-01 (1).jpeg

ফটো-এডিটর দিয়ে বানানো


রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি।
device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/putty.heavier.bathhouses


প্রয়োজনীয় উপকরন

  • রঙিন কাগজ
  • আঠা
  • গ্লু-গান
  • কাঁচি

কাজের ধারা



1704630102135-01.jpeg


ধাপ:-১: প্রথমে কাঁচি দিয়ে সাদা কাগজ কেটে রোল বানিয়ে নিতে হবে। আঠা দিয়ে ভালোভাবে লাগিয়ে নিতে হবে যাতে কাগজ আলাদা না হয়ে যায়।


IMG-20240107-WA0003.jpg


ধাপ:-২: পরিমাপ মতো বারোটা রোল একইভাবে বানিয়ে নিতে হবে। এরপর তিনটা রোল আঠা দিয়ে একসাথে করে চারটা ধাপে ভাগ করে নিলাম।


IMG-20240107-WA0000.jpg


ধাপ:-৩: এই রোল গুলো দিয়ে একটা চতুর্ভুজ বানিয়ে নিতে হবে। ওয়ালমেট এর ফ্রেম সুন্দর হলে ওয়ালমেট দেখতেও সুন্দর হবে।


IMG-20240107-WA0001.jpg


ধাপ:-৪: এখন না কাচি দিয়ে নীল কাগজ কেটে ফুল তৈরি করার জন্য পাপড়ি বানিয়ে নিতে হবে।


IMG-20240107-WA0002.jpg


ধাপ:-৫: একইভাবে ছোট ও বড় ফুলের জন্য পাপড়ি তৈরি করে নিলাম। পাপড়িগুলো কাটা সুন্দর হলে ফুলটি দেখতেও সুন্দর হয়।


1704630319353-01.jpeg


ধাপ:-৬: এরপর পাপড়িগুলো একসাথে করে ফুলের আকৃতি দিয়ে দিতে হবে। হলুদ বর্ণের কাগজ কেটে মাঝখানে ছোট একটি ফুল তৈরি করে দিতে হবে যাতে ফুলটি দেখতে সুন্দর দেখায়।


1704630341051-01.jpeg


ধাপ:-৭: এখন ফুলগুলো ফ্রেমে আঠা দিয়ে ভালোভাবে আটকিয়ে নিতে হবে। ফ্রেমের কর্নারে একটি বড় ফুল এবং পাশে একটি ছোট ফুল আঠা দিয়ে আটকিয়ে নিলাম।


1704630369129-01.jpeg


ধাপ:-৮: সবগুলো ফুল ও ফ্রেমে আঠা দিয়ে ভালোভাবে আটকিয়ে নিতে হবে। যাতে ফিল্মটি দেয়ালে রাখলে ফুলগুলো উঠে না যায়।


1704630405281-01.jpeg


ধাপ:-৯: ব্যাস হয়ে গেল রঙিন কাগজ কেটে ওয়ালমেট তৈরি। এই ওয়ালমেট দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। ঘরের দেয়ালে রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। আশা করি এই ওয়ালমেটটি আপনাদের কাছে ভালো লাগবে।




আমার পরিচয়

IMG-20240308-WA0014.jpg

আমি মো: রাজু আহমেদ, আমি একজন ছাত্র। আমি বর্তমানে সোনারগাঁও ইউনিভার্সিটিতে মেকানিক্যালে বিএসসি ইঞ্জিনিয়ারিং এ লেখাপড়া করছি। আমি একজন ভ্রমণ প্রিয় মানুষ। প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে ভীষণ পছন্দ করি। আমি ফটোগ্রাফি করতে, রান্না করতে, বই পড়তে, কবিতা পড়তে, খেলাধুলা করতে খুবই পছন্দ করি।স্টিমিট প্ল্যাটফর্মের আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করতে অনেক স্বাচ্ছন্দ্যবোধ করি।


ধন্যবাদ সবাইকে


standard_Discord_Zip.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি খুবই সুন্দর হয়েছে। দেখতে পেয়ে মুগ্ধ হলাম। আসলে কাগজের ওয়ালমেট তৈরি করতে আমারও খুবই ভালো লাগে। আপনার ওয়ালমেট অসাধারণ হয়েছে।

image.png

এভাবে স্বল্প পরিমাণ সাপোর্ট দিয়ে সবসময় পাশে থাকবেন এটাই আশা করি।

রঙিন কাগজ দিয়ে চমৎকার একটি ওয়িলমেট তৈরি করেছেন। এধরনের ওয়ালমেট গুলো ঘরের দেওয়ালে ঝুলিয়ে রাখলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তাছাড়া ওয়ালমেটের ফুল গুলো দেখতে অসাধারন লাগছে। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

রবিন কাগজে কোন কিছু তৈরি করলে আমার কাছে বেশ ভালো লাগে। চেষ্টা করেছি সুন্দর ভাবে তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য।

রঙিন কাগজ দিয়ে এরকম কিছু তৈরি করলে আমার কাছে দেখতে অনেক সুন্দর লাগে। বিশেষ করে এরকম ওয়ালমেট গুলো যদি তৈরি করে ঘরের দেয়ালে লাগানো হয়, তাহলে ঘরের সৌন্দর্য অনেক বেশি বৃদ্ধি পায়। অনেক সুন্দর করে রঙিন কাগজ ব্যবহার করে এই ওয়ালমেট আপনি তৈরি করেছেন যেটা অনেক সুন্দর হয়েছে। ফুলগুলোর কালার অনেক সুন্দর ছিল। ভেতরে হলুদ রঙিন কাগজ দিয়ে এগুলো দেওয়াতে আরো বেশি ভালো লাগতেছে। আমার কাছে আপনার এই সুন্দর হাতের কাজটা ভালো লেগেছে দেখতে।

আপনি ঠিকই বলেছেন এই ধরনের ওয়ালমেট ঘরের সৌন্দর্য বৃদ্ধিতে সাহায্য করে। মন্তব্য প্রকাশের জন্য ধন্যবাদ আপনাকে

ঘরের এক কোণে টানিয়ে রাখলে এটা বেশ অসাধারণ লাগবে। রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট টা চমৎকার তৈরি করেছেন ভাই। খুবই সুন্দর লাগছে। পোস্ট টার প্রতিটা ধাপ খুবই সুন্দর উপস্থাপন করে নিয়েছেন। সবমিলিয়ে দারুণ ছিল আপনার পোস্ট টা।

তুমি ঠিকই বলেছ ঘরে সৌন্দর্য বৃদ্ধিতে অনেক সাহায্য করে এ ধরনের ওয়ালমেট। সুন্দর মতামত প্রকাশ করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

রঙিন কাগজ দিয়ে দারুণ একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। এই ধরনের ওয়ালমেট গুলো দেখতে খুবই সুন্দর লাগে। ওয়ালমেট তৈরির প্রক্রিয়া আমাদের মাঝে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ। পোস্টটি পড়ে সুন্দর মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য।

রঙিন কাগজ দিয়ে চমৎকার ওয়ালমেট তৈরি করেছেন আপনি। আপনার তৈরি করা এত সুন্দর ওয়ালমেট দেখে আমি মুগ্ধ হয়েছি। এক কথায় অসাধারণ ছিল কিন্তু আপনার ওয়ালমেট তৈরি করার বিষয়টা। প্রথম থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে সুন্দর ভাবে প্রেজেন্ট করেছেন।

আমার তৈরি ওয়ালমেট দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে অনেক ভালো লাগলো। সামনের দিনে এরকম সুন্দর সুন্দর ওয়ালমেট নিয়ে হাজির হব

খুব সুন্দর হয়েছে রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট টি। ফুলগুলো খুব সুন্দরভাবে আপনি তৈরি করেছেন। এই ধরনের ওয়ালমেট ঘরে সাজালে দেখতে ভীষণ সুন্দর লাগে। সুন্দর ভাবে ধাপ গুলো উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে আপনার এত সুন্দর দক্ষতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

চেষ্টা করেছি সুন্দর ভাবে তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। সুন্দর মতামত প্রকাশ করার জন্য ধন্যবাদ আপনাকে।

রঙ্গিন কাগজ কেটে খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করলেন।ওয়ালমেটটি অনেক সুন্দর ছিল। ফুলগুলো কেটে খুব সুন্দর ভাবে জায়গা মতো বসিয়ে দিয়েছেন। নীল কালারটা সাদা কালারের সাথে খুব সুন্দর মানিয়েছে। বিষয়টা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ।

রঙিন কাগজ কেটে যে কোন কিছু তৈরি করতে আমার কাছে বেশ ভালো লাগে। চেষ্টা করি ভিন্ন ধরনের কিছু তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

এই রকম ওয়ালমেট গুলো দিয়ে ঘর সাজালে ঘরের সৌন্দর্য অনেক বেশি বৃদ্ধি পায়। আপনি দেখছি রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর করে একটি ওয়ালমেট তৈরি করেছেন। আপনার তৈরি ওয়ালমেট টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে রঙিন পেপার কেটে ওয়ালমেট টি সম্পন্ন করেছেন।

আপনি ঠিকই বলেছেন ভাইয়া এরকম ওয়ালমেট গুলো দিয়ে ঘর সাজালে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ আপনাকে

রঙিন কাগজ দিয়ে বানানো যেকোন জিনিস খুবই সুন্দর লাগে দেখতে। আর আপনি আজকে রুমের কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন। এই ওয়ালমেট গুলো তৈরি করে যদি দেওয়ালে টাঙিয়ে রাখা যায় দেখতে ভীষণ ভালো লাগে। তৈরি ধাপগুলো সুন্দরভাবে আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ।

আপনি কি কি বলেছেন রোমান কাগজে কোন জিনিস তৈরি করলে দেখতে সেটা খুব সুন্দর লাগে। মন্তব্য প্রকাশের জন্য ধন্যবাদ

রঙিন কাগজের যে কোন কিছু তৈরি করা বেশ সময় সাপেক্ষ ব্যাপার। খুবই ভালো লাগলো আপনার আজকের ওয়ালমেট তৈরি দেখে। বিশেষ করে নীল রঙের ফুল গুলো অনেক বেশি ভালো লাগছে দেখতে। ‌ ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি শেয়ার করার জন্য।

আসলে রঙিন কাগজ দিয়ে অনেক কিছুই তৈরি করা যায়‌। আজ আপনি খুব সুন্দর করে কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন। আপনার ওয়ালমেট তৈরি বেশ দুর্দান্ত হয়েছে। বিশেষ করে কাগজের ফুল গুলো দেখতে খুবই সুন্দর লাগছে। ওয়ালমেট ‌ তৈরি করার প্রক্রিয়া আমাদের মাঝে সুন্দর করে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

রঙিন কাগজ দিয়ে অসম্ভব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। কালার কম্বিনেশনটা অত্যন্ত সুন্দর ছিল। এ ধরনের কাজগুলো করতে বেশ দক্ষতা লাগে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। শুভেচ্ছা রইল আপনার জন্য।

রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি অসাধারণ হয়েছে। দেখতে পেয়ে মুগ্ধ হলাম। খুবই সুন্দর ভাবে ধাপগুলো ফুটিয়ে তুলেছেন। আমার কাছে অনেক ভালো লেগেছে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

রঙিন কাগজ দিয়ে সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন। ঘরে সৌন্দর্য বৃদ্ধি করতে আমরা ওয়ালমেট তৈরি করতে পারি। ওয়ালমেট আসলেই ঘরের সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ওয়ালমেটি তৈরির পদ্ধতি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আমি বিশ্বাস করি যেটা তা হচ্ছে সৃষ্টিকর্তা প্রতিটি মানুষকে কোন না কোন প্রতিভা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। যদি ভালো ভাবে চর্চা করা হয় তাহলে মানুষ বিভিন্ন দিক থেকে সফলতা অর্জন করতে পারে। অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে।

বাহ আপনিতো রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর ফুলের ওয়ালমেট তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে ফুলের ওয়ালমেট তৈরি করলে দেখতে বেশ ভালোই লাগে। বিশেষ করে কাগজ দিয়ে ফুলের পাপড়ি গুলো খুব নিখুঁতভাবে বানিয়েছেন। এই ধরনের ওয়ালমেট যদি ঘরের মধ্যে সাজিয়ে রাখে দেখতে বেশ ভালই লাগে। খুব সুন্দর করে চমৎকার একটি ওয়ালমেট বানিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

আমি সবসময় চেষ্টা করি কোন কিছু তৈরি করলে দেখতে সেটা যেন সুন্দর লাগে। আপনার মূল্যবান মতামত দিয়ে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ

রবিন কাগজ দিয়ে আমি নিজেও মাঝেমধ্যে ওয়ালমেট তৈরি করি। আপনি রঙিন কাগজ দিয়ে অসাধারণ একটি ওয়ালমেট বানিয়েছেন। রঙিন কাগজের ওয়ালমেট গুলো দিয়ে ঘর বা অফিস সাজালে দেখতে অসাধারণ লাগে। তবে রঙিন কাগজ দিয়ে ফুলের পাপড়ি খুব সুন্দরভাবে কেটে ওয়ালমেট বানিয়েছেন। যদিও রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট বানানো এতটা সহজ নয়। ধৈর্য ধরে চমৎকার একটি ওয়ালমেট বানিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

আমার বাংলা ব্লগে বিভিন্ন ধরনের রঙিন কাগজের ওয়ালমেট দেখা যায় যা আমার কাছে বেশ ভালো লাগে। ধন্যবাদ আপু সুন্দর মতামত দিয়ে পাশে থাকার জন্য।

রঙ্গিন কাগজ দিয়ে চমৎকার সুন্দর ওয়ালমেট বানিয়েছেন ভাইয়া।সুন্দর হয়েছে আপনার বানানো ওয়ালমেট টি।ধাপে ধাপে কাগজের ফুল তৈরি করে চমৎকার সুন্দর ভাবে ওয়ালমেট তৈরি করেছেন এবং তা আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর ওয়ালমেট তৈরি পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

এ ধরনের রঙিন কাগজের ওয়ালমেট দেখতে আমার কাছেও ভালো লাগে। আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ