রেনডম ফুলের ফটোগ্রাফি।।

in hive-129948 •  6 months ago 

হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@md-razu বাংলাদেশের নাগরিক।

আজ -২৮ শে,আষাঢ়| | ১৪৩১ বঙ্গাব্দ ||শুক্রবার||বর্ষাকাল ||



আমি রাজু আহমেদ।আমার ইউজার নাম @md-razu।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।

তাহলে চলুন শুরু করি

নিজ হাতে ক্যামেরা নিয়ে কিছু প্রিয় মুহূর্ত বন্দী করার মজাই অন্যরকম।প্রকৃতির রুপ কার না ভালো লাগে।প্রকৃতির রুপ দেখে মানুষের মনে এক অনাবিল সুখ বয়ে যায়।


PhotoEditor_2024712131628438.jpg

ফটো-এডিটর দিয়ে বানানো।



ফুলের ফটোগ্রাফি।
device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/uncorks.nevermore.retake


আজ আপনাদের মাঝে ফুলের সৌন্দর্য শেয়ার করবো। আশা করি এই ব্লগ আপনাদের কাছে ভালো লাগবে। ঘোরাঘুরি করতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে। আমিও ঘোরাঘুরি করতে পছন্দ করি। ছোটবেলা থেকেই বন্ধুদের সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে খুবই পছন্দ করতাম। আমার কিছু বন্ধু আছে তারাও ঘুরতে খুবই পছন্দ করে। বন্ধুদের চাওয়া-পাওয়ার সাথে মিল থাকলে তাহলে তো কোন কথাই নেই। যেখানে দুচোখ যায় সেখানেই যেতে মন চায় মন শুধু চায় ছুটাছুটি করতে বিভিন্ন জায়গায়। অচেনা দৃশ্য গুলো উপভোগ করতে।


1715445744449-01.jpeg

1715445767117-01.jpeg


ফুলের সৌন্দর্য নিয়ে কথা বললে সারাদিন বলেও শেষ করা যাবে না। ফুল হলো ভালোবাসার প্রতীক। ফুলকে ভালোবাসে না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। ফুলের সৌন্দর্য দেখে সব সময় আমি মুগ্ধ হই। এইতো আমাদের বাড়ির পাশে একটা ফুলের বাগান থেকে এই ফটোগ্রাফিটা করেছিলাম। যদিও এই ফুলটার নাম আমি জেসমিন ফুল হিসাবে চিনে থাকি। তবে এর অন্য কোন নাম আমার জানা নেই।ফুলের দিকে তাকালে চোখ ফেরানো যায় না। এই ফুলের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে। আসলে ফুল হলো সৌন্দর্যের প্রতীক।তেমনি ফুল আমাকে মুগ্ধ করেছে। চেষ্টা করেছি ফটোগ্রাফিটি সুন্দর করে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। আশা করি এই ফুলটির ফটোগ্রাফি আপনাদের কাছে ভালো লেগেছে।


1715445713406-01.jpeg

1715445691361-01.jpeg


নয়নতারা ফুল আমার অনেক পছন্দের। এই ফুলের মধ্যে অন্যরকম একটা সৌন্দর্য লুকিয়ে আছে। ফুলের দিকে তাকালে আপনি মুগ্ধ হতে বাধ্য হবেন। এই ফুল গাছ ছোট আকৃতির হয়ে থাকে কিন্তু অনেক জায়গা জুড়িয়ে থাকে ।ফুল গাছে অনেক ফুল ফুটে থাকে যা দেখতে অসম্ভব রকমের সুন্দর লাগে ।ফুলের ফটোগ্রাফি আমার বরাবরই অনেক ভালো লাগে। ফুলের সৌন্দর্য ফুটে ওঠে বৃষ্টির পরের দৃশ্যে। বৃষ্টির ফোঁটা যখন ফুলের পাপের উপর জমে থাকে তখন দেখতে চমৎকার লাগে। ফটোগ্রাফিগুলো করা তখন অনেক সুবিধা হয়। আমাদের বাড়িতে এরকম নয়ন তারা ফুল অনেক রয়েছে। যা আমাকে সব সময় অনেক মুগ্ধ করে। সময় পেলেই ফুল গাছের পরিচর্যায় ব্যস্ত হয়ে যায়।


1715445564868-01.jpeg

1715445578719-01.jpeg


এই ফুলটার নাম হলো বাগান বিলাস ফুল। গাছে যখন এই ফুলটি ফুটে থাকে দেখতে খুবই সুন্দর লাগে।ফুলের সৌন্দর্য সবসময় আপনাকে মুগ্ধ করবে। ফুলের সৌন্দর্য আমাকে কখনোই নিরাশ করে নাই।ফুলের ফটোগ্রাফি করতে সবসময় আমার কাছে অনেক ভালো লাগে। ফটোগ্রাফি করার মধ্যে অন্যরকম একটা প্রশান্তি কাজ করে।ফটোগ্রাফি আমার সবসময় অনেক ভালো লাগে।আমি চেষ্টা করি সুন্দর দৃশ্য ধারন করে আপনাদের মাঝে তুলে ধরার।এই ফুলটার নাম বাগান বিলাশ।তবে ফুলের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেছি।ফটোগ্রাফি যদি ভালো হয় তাহলে ফটোগ্রাফারের অনেক ভালো লাগে।


1715445457553-01.jpeg

1715445473769-01.jpeg


এই ফুলটির নাম আমার জানা নেই। তবে ফুলটি দেখতে খুবই সুন্দর ।ফুলের দিকে তাকালে চোখ ফেরানো যায় না। এই ফুলের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে। আসলে ফুল হলো সৌন্দর্যের প্রতীক। ফুলের সৌন্দর্যতায় মুগ্ধ হবে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না ।তেমনি ফুল আমাকে মুগ্ধ করেছে। চেষ্টা করেছি ফটোগ্রাফিটি সুন্দর করে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। আশা করি এই ফুলটির ফটোগ্রাফি আপনাদের কাছে ভালো লেগেছে। আর আপনাদের নাম জানা থাকলে অবশ্যই জানাবেন।


1715445487800-01.jpeg

1715445508505-01.jpeg


এই ফুলটা প্রায় সারা বছরই দেখা যায়। তবে সামনের দিনে বসন্তকালের ফুলের ফটোগ্রাফি আশা করি আপনাদের মাঝে শেয়ার করতে পারব। ফুল হলো ভালবাসার প্রতীক। ফুল ভালোবাসে না এমন মানুষ হয়তো পৃথিবীতে কমই আছে। ফুলের ফটোগ্রাফি করতে আমার কাছে বরাবরই ভালো লাগে। যেখানে গিয়ে কোন ফুল দেখি আমি ক্যামেরা নিয়ে সেটা বন্দি করার চেষ্টা করি। এই ফুলটা বিভিন্ন জায়গায় দেখা যায় যেমন বাসার সাথে বেলকনিতে বিভিন্ন অফিস আদালতের ফুল বাগানে। আশা করি এই ফুলের ফটোগ্রাফি টা আপনাদের কাছে ভালো লেগেছে।


1715445548926-01.jpeg


এখন যে ফটোগ্রাফি টা শেয়ার করেছি এটা কোন ফুলের ফটোগ্রাফি না। আমাদের দিকে এই কাছটাকে পাতাবাহার হিসেবে সবাই চিনে থাকে। মূলত বিভিন্ন বাসার সাথে অথবা বেলকনিতে এই গাছ দেখা যায়। এই গাছের পাতা সৌন্দর্য ভিন্ন ধরনের। দেখতে খুবই সুন্দর লাগে।


আমার পরিচয়

IMG-20240308-WA0014.jpg

আমি মো: রাজু আহমেদ, আমি একজন ছাত্র। আমি বর্তমানে সোনারগাঁও ইউনিভার্সিটিতে মেকানিক্যালে বিএসসি ইঞ্জিনিয়ারিং এ লেখাপড়া করছি। আমি একজন ভ্রমণ প্রিয় মানুষ। প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে ভীষণ পছন্দ করি। আমি ফটোগ্রাফি করতে, রান্না করতে, বই পড়তে, কবিতা পড়তে, খেলাধুলা করতে খুবই পছন্দ করি।স্টিমিট প্ল্যাটফর্মের আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করতে অনেক স্বাচ্ছন্দ্যবোধ করি।


ধন্যবাদ সবাইকে


standard_Discord_Zip.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার কাছ থেকে এত সুন্দর ফটোগ্রাফি গুলো দেখতে পেয়ে মুগ্ধ হয়ে গেছি। সত্যি বলতে ভাইয়া এত সুন্দর করে ফটোগ্রাফি গুলো নিলেন আপনি প্রশংসা না করে পারলাম না। কারণ প্রতিটি ফটোগ্রাফি আলাদা আলাদা সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে পানির ফোঁটা লেগে আছে ফুলের ফটোগ্রাফি টা অসাধারণ লাগছে। আর অন্যান্য ফুলের ফটোগ্রাফি গুলো খুবই চমৎকার হয়েছে।

image.png

ফুল সব গুলই সুন্দর। আর আপনি অনেক সুন্দর করে ছবি তুলেছেন।কমলা রং এর ফুল টি আমি প্রথম দেখলাম তাই আমর ও নাম জানা নেই।ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর পোস্ট করার জন্য।

বেশ দারুন হয়েছে আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি। খুব সুন্দরভাবে ফুলের ফটোগ্রাফি গুলো ক্যাপচার করেছেন। কমলা রঙের ফুলের নাম গুলো আমারও জানা নেই তবে অনেক সুন্দর লাগছে ফুলগুলো দেখতে। আপনাকে ধন্যবাদ ভাইয়া এত চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

আপনি অনেক সুন্দর দেখতে বেশ কয়েকটা ফুলের রেনডম ফটোগ্রাফি করেছেন, যেগুলো অনেক সুন্দর হয়েছে। ফুলের এরকম রেনডম ফটোগ্রাফি করলে দেখতে জাস্ট আকর্ষণীয় লাগে। এখানে থাকা ফুলগুলোর ফটোগ্রাফির মধ্যে কোনটার প্রশংসা বেশি করবো এটাই বুঝতে পারছি না। কারণ সবগুলোই অনেক সুন্দর হয়েছে। আমার কাছে প্রথম দুইটা ফুলের ফটোগ্রাফি সবথেকে বেশি ভালো লেগেছে দেখতে। ফুলের ফটোগ্রাফির পাশাপাশি সুন্দর করে বর্ণনা তুলে ধরার কারনে সেগুলো সম্পর্কে ধারণা দিতে পারলাম।

আপনি ঠিকই বলছেন ফুল হচ্ছে ভালোবাসার প্রতীক।আপনার প্রতিটা ফুলের ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে নয়নতারা ফুলের ফটোগ্রাফিটা অসাধারণ হয়েছে । ফটোগ্রাফির সাথে অনেক সুন্দর বর্ণনা শেয়ার করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

ভাইরে ভাই মাশাল্লাহ্ কি সুন্দর কিছু ফুলের আরো সুন্দর করে ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করলেন দেখে ভীষণ ভালো লাগছে।আসলে পৃথিবীর সব কিছু সুন্দর তার মধ্যে ফুল হলো একটি। আর এই ফুলগুলোর সৌন্দর্যকে আপনি আপনার ফটোগ্রাফির মাধ্যমে আমাদের মাঝে আরো সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। প্রতিটা ফুল অসাধারণ লাগছে ভাইয়া।

ঠিক বলেছেন ভাইয়া ঘুরতে আমরা সবাই পছন্দ করি। যদি সব বন্ধু-বান্ধব একই রকমের হয় তখন ঘুরতে আরো বেশি ভালো লাগে। যাইহোক আপনি কিন্তু আজকে চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। বিশেষ করে বৃষ্টি ভেজা নয়নতারা থেকে চোখ ফেরানো যাচ্ছে না। তাছাড়া কমলা কালারের নাম না জানা ফুলটিও খুব চমৎকার লেগেছে আমার কাছে।

আপনি একদম ঠিক বলেছেন ফুল ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। ফুলের সৌন্দর্য আমাদের বরাবরই মুগ্ধ করে। আপনি আজকে চমৎকার কিছু রেনডম ফটোগ্ৰাফি শেয়ার করেছেন। বিশেষ করে সাদা রঙের ফুল আমার কাছে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

খুবই সুন্দর কিছু ফোটোগ্রাফি করলেন। দারুন হয়েছে আপনার ফটোগ্রাফি গুলো। চতুর্থ ফুলের ফটোগ্রাফিটা দারুন হয়েছে বিশেষ করে । আপনার জন্য শুভকামনা।

এটি একদম ঠিক বলেছেন ফুল হচ্ছে ভালোবাসার প্রতীক তাই ফুলকে সবাই ভালোবাসে। আজকে আপনি অনেক সুন্দর করে রেনডম ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে আমার কাছে অসম্ভব ভালো লাগলো। সত্যি বলতে এক একটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। চমৎকার ফটোগ্রাফি করে অনেক সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

আপনার তোলা এত সুন্দর কিছু রেনডম ফুলের ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়ে এক নজরে তাকিয়ে ছিলাম। কারণ আপনার সবগুলো ফটোগ্রাফি এক কথায় অসাধারণ ছিল। এই ধরনের ফটোগ্রাফি গুলো করতে আমি অনেক ভালোবাসি। আর ফটোগ্রাফি গুলো দেখতেও খুব ভালো লাগে। আপনি যেমন সুন্দর করে ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন তেমনি বর্ণনাও তুলে ধরেছেন। আপনার এই ফটোগ্রাফি গুলো সবার কাছেই ভালো লাগবে বলে আমার মনে হয়। কারণ সবগুলো ফটোগ্রাফি মুগ্ধ হওয়ার মত ছিল।

আপনার রেনডম ফুলের ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো আমার। খুব সুন্দর হবে অনেকগুলো ফুলের ফটো ধারণ করেছেন এবং আজকের এই পোষ্টের মাঝে উপস্থাপন করেছেন দারুন ভাবে। ফুলের ফটো ধারণ কিন্তু অসাধারণ হয়েছে ভাইজান। অনেক অনেক খুশি হলাম এমন সুন্দর পোস্ট দেখে।

বাহ বেশ চমৎকার খুবই সুন্দর লাগছে। ফুলগুলোর ফটোগ্রাফি বেশ চমৎকার করেছেন ভাই। সবগুলো বেশ সুন্দর লাগছে। সাদা ঐ ফুলটা আমার বেশ পছন্দের। নয়নতারা এবং বাগান বিলাসের ফটোগ্রাফি টাও বেশ ছিল। ধন্যবাদ আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।