"আমার বাংলা ব্লগ"প্রতিযোগিতা -১৬|আমার অংশগ্রহণ-ঘি যোগে দুধ সেমাই রান্নার রেসিপি।

in hive-129948 •  3 years ago 

হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@md-razu বাংলাদেশের নাগরিক।

আজ -১২ই, বৈশাখ||১৪২৯ বঙ্গাব্দ||সোমবার|| গ্রীষ্মকাল||



আমি রাজু আহমেদ।আমার ইউজার নাম @md-razu।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।

তাহলে চলুন শুরু করি


আমাদের দেশে সেমাই ছাড়া ঈদ উদযাপন কল্পনা করা যায় না। তবে মজার বিষয় হচ্ছে, ঈদের সাথে সেমাইয়ের এই যোগসূত্র কিন্তু খুব পুরনো দিন থেকে।


1650859020831-01.jpeg



সুস্বাদু সেমাই রান্না
device:redmi note 10


প্রয়োজনীয় উপকরণসমূহ


  • সেমাই-৪০০গ্রাম
  • দুধ-১ লিটার
  • ঘি পরিমান মতো
  • কাজুবাদাম
  • কিচমিচ
  • এলাচি
  • চিনি পরিমান মতো
  • তেজপাতা

GridArt_20220425_091507933.jpg


সেমাই রান্নার প্রয়োজনীয় ধাপ


1650515504099-01.jpeg


ধাপঃ-১ঃ

  • এভাবে নানান কোম্পানীর সেমাই প্যাকেটে পাওয়া যায়।

1650515552971-01.jpeg


ধাপঃ-২ঃ

  • কড়াইতে ঘি গরম করে এভাবে সেমাই ভেঁজে নিই।ঘি বেশি দেবেন না। হাল্কা আঁচে ভাঁজুন, আবার পুড়িয়ে কালো করে ফেলবেন না যেনো।

1650515552971-02.jpeg


ধাপঃ-৩ঃ

  • পাশাপাশি অন্য হাড়িতে দুধ জ্বাল দিন, দুধে এলাচি, কিসমিস ও পরিমান মত চিনি দিন। চিনি দুধ ঘন হয়ে গেলে দেবেন, এবং প্রথমে কম দিয়ে স্বাদ দেখে পরে বাড়াবেন।

1650515606039-01.jpeg


ধাপঃ-৪ঃ

  • সেমাই ভাজতে থাকুন।অবশ্যই হালকা আঁচে ভাজবেন।

1650515628324-01.jpeg


ধাপঃ-৫ঃ

  • এবার দুধের পাত্রে কড়াই থেকে সেমাই দিয়ে দিন।

1650515628324-02.jpeg


ধাপঃ-৬ঃ

  • নাড়তে থাকুন, আগুন মাঝারি আঁচে থাকবে।

1650515673603-01.jpeg


ধাপঃ-৭ঃ

  • আগুন চলবে, চামচ দিয়ে নাড়াতে থাকুন।

1650515673603-02.jpeg


ধাপঃ-৮ঃ

  • সেমাই দুধ টানবে।

1650515709317-01.jpeg


ধাপঃ-৯ঃ

  • ব্যস, বাটিতে পরিবেশনের জন্য প্রস্তুত।

1650515738748-01.jpeg


ধাপঃ-১০ঃ

  • চামচ দিয়ে নাড়িয়ে ঠান্ডা বা ভাল মত মিক্স করে নিতে পারেন।

1650515738748-02.jpeg


ধাপঃ-১১ঃ

  • ব্যস, পরিবেশনের জন্য প্রস্তুত। স্বাদ অসাধারন। সেমাই লাভার্সদের জন্য চমৎকার একটি খাবার ঘিতে দুধ সেমাই।আশাকরি আমার সেমাই রান্নার রেসিপিটা আপনাদের ভালো লাগবে।

ধন্যবাদ সবাইকে


standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkDGMy52wVotParwf9eYo99FhcDG9yRVNaQxotVf91vSjAbxytemWEpH4UCMBVKo32iMz6Mc3c23ZDcBfZ1ESGR5dcG9hmK3xvsmcahC4GSPabbvtjdepn.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ঘি যোগে দুধ সেমাই রেসিপি সত্যি খুব অসাধারণ হয়েছে। দেখতে খুবই লোভনীয় লাগছে। এই সময়টা আমার কাছে খেতে খুবই ভালো লাগে আপনার রেসিপি দেখে ইচ্ছে করছে এখান থেকে একটু নিয়ে খেয়ে ফেলে কিন্তু কিছু তো করার নেই রোজার রেখে তো আর খাওয়া যাবেনা। দেখে মনটা ভরাতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য শুভকামনা রইল।

আগে জানলে অবশ্যই আপনার কাছে পাঠিয়ে দিতাম ।নেক্সটাইম তৈরি করলে আপনাকে পাঠিয়ে দেবো আপনার ঠিকানাটা পাঠিয়ে দিয়েন।। আপু আপনার মন্তব্যটা আমার কাছে অনেক ভাল লেগেছে ধন্যবাদ।।

image.png

আপনি আমাদের সাপোর্ট করেন এতে আমরা অনেক খুশি এভাবেই সাপোর্ট করে যাবে সব সময় আশা করি।।

আমার বাংলা ব্লগ কমিউনিটির চলমান এই প্রতিযোগিতার মাধ্যমে আপনি খুবই মজার একটি রেসিপি শেয়ার করেছেন। আপনার তৈরি করা এই সেমাই দেখে মনে হচ্ছে খেতে সুস্বাদু হয়েছে। খুব সুন্দর ভাবে আপনি ঘিয়ে ভাজা সেমাই এরপর দুধ দিয়ে রান্না করেছেন। লোভনীয় রেসিপি শেয়ার করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ।

জি ভাইয়া সেমাই খেতে অনেক সুস্বাদু হয়েছিল।
আপনারা এভাবে ঘি যোগে সেমাই রান্না খাওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।।

সেমাই রেসিপি দেখলে জিবে জল চলে আসে। সেমাই আমার খুব প্রিয়।বিভিন্ন সিস্টেমে সেমাই রান্না করে খেতে খুব মজা লাগে। আপনার সেমাই রেসিপি দেখে ইচ্ছে করছে খাই।ঘি এর ব্যবহার আরো বেশি মজা করে তুলেছে। আপনি কাজু বাদাম এড করেছেন। কাজু বাদাম খুবই মজা এবং উপকারী।ধন্যবাদ আপনাকে চমৎকার ভাবে সেমাই রেসিপি টি শেয়ার করার জন্য।

সেমাই রান্না আমার খুবই পছন্দের। আর আপনি ঠিকই বলেছেন কাজুবাদাম দেওয়ায় এর স্বাদ বেড়ে গিয়েছিল।। মন্তব্যের জন্য ধন্যবাদ।।

সেমাই রান্না আমার খুবই পছন্দের। আর আপনি ঠিকই বলেছেন কাজুবাদাম দেওয়ায় এর স্বাদ বেড়ে গিয়েছিল।। মন্তব্যের জন্য ধন্যবাদ।।

আপনার সেমাই রান্না রেসিপি অনেক সুন্দর হয়েছে, তবে দুঃখের বিষয় হলো আমি হাতের সেমাই ছাড়া বাইরের সেমাই পছন্দ করি না, কিন্তু আপনি ঘি এবং দুধ দিয়ে অনেক সুন্দর করে সেমাই রান্না করেছেন, দেখতে খুবই লোভনীয় হয়েছে, শুভকামনা রইলো আপনার জন্য

হাতে কাটা সেমাই রান্নার এক রকম প্রবাদ আর এই সেমাই রান্নার অন্যরক প্রবাদ। তবে আপনি হাতে কাটা সেমাই পছন্দ করেন এটা জেনে ভালো লাগলো।।
মন্তব্যের জন্য ধন্যবাদ।।

ঘি যোগে দুধ সেমাই রান্নার রেসিপি দেখে আমার খুব লোভ লেগে গেছে। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। খুবই ভালো লাগলো আপনার রেসিপি আমার কাছে। ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য ‌।

কি আপুর সেমাই রান্না খেতে অনেক সুস্বাদু হয়েছিল।। আর লোভ লাগলে এভাবে ঝটপট রান্না করে খেয়ে নে মজা পাবেন। মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।।

আসলেই এবার নতুন নতুন সেমাই এর রেসিপি দেখতে পাবো।ভালোই লাগেবে।আওনার লম্বা সেমাইয়ের রেসিপি বেশ ভালো লেগেছে।ধন্যবাদ

সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু। ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া রইল আপনার জন্য।।

প্রথমেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে জানাই অভিনন্দন। আপনার এই রেসিপিটি সম্ভবত বাংলার একটি চিরায়ত রেসিপি। প্রায় প্রত্যেক মানুষের ঘরে ঘরে ঈদের সময় এভাবে সেমাই রান্না করা হয়। অনেক ভালো লাগলো। ধন্যবাদ

ধন্যবাদ আপনাকে।

প্রথমেই আপনাকে ইউনিক সেমাই রেসিপি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অভিনন্দন জানাচ্ছি। এরকমভাবে দুধ দিয়ে ঘন করে সেমাই রান্না করলে আমার কাছে খেতে খুব ভালো লাগে। তাছাড়া মিষ্টি জিনিস আমার কাছে একটু বেশি পছন্দ। আপনি খুব চমৎকার করে ঘি যোগে দুধ সেমাই রান্নার রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। ঘি দিয়ে ভাজার কারনে মনে হচ্ছে খেতে বেশি সুস্বাদু হবে। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

জি ভাইয়া ঘি দিয়ে ভাজার পর রান্না করলে খেতে অনেক সুস্বাদু লাগে ।।আপনাকে এভাবে রান্না করে খাওয়ার অনুরোধ রইল।।
ধন্যবাদ আপনাকে।।

ঠিকই বলেছেন ঈদের দিন সকাল বেলা এরকম দুধ-সেমাই না হলে কি জমে বলুন। আমার কাছে খুব ভালো লাগে ।আর আপনার সেমাই দেখে এই রোজার ভিতর আমার সত্যি জিভে পানি চলে এসেছে কারণ এই ধরনের সেমাই আমি খুব পছন্দ করি।আপনার সেমাই কিন্তু খুব সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে খুব মজা করে রান্না করেছেন আর এভাবে করে ঘি দিয়ে ভেজে সেমাই রান্না করলে সে সেমাই খেতে খুবই মজা হয়।

জি আপু ঘি যোগে সেমাই রান্না আমার অনেক ফেভারিট। রেসিপি টা অনেক সুস্বাদু হয়েছিল। এত সুন্দর মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো।
শুভেচ্ছা রইলো আপনার জন্য।।

সেমাই ছাড়া ঈদ কল্পনাই করা যায় না। ঈদের এই মৌসুমে আমার বাংলা ব্লগ থেকে ভিন্নধর্মী এবং সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য প্রথমে আপনাকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার রান্না করা সেমাই রেসিপিটা অনেক সুন্দর এবং ইউনিক ছিল। খেতেও ভালো সুস্বাদু হয়েছিল।

কি ভাই আমার তৈরি রেসিপি টা খেতে অনেক সুস্বাদু হয়েছিল আর আপনি ঠিকই বলেছেন সেমাই ছাড়া ঈদ কল্পনাই করা যায় না।

উফফফ ভাইয়া রমজান মাসে এই সময়ে খাবারটি দেখে যে কি লোভ লাগছে কি আর বলবো। দুধ দিয়ে এবং ঘি দিয়ে এমন সেমাই রান্না আমার কাছে খুব ভালো লাগে। অনেক লোভনীয় সেমাই এর রেসিপি শেয়ার করেছেন। সবচেয়ে বড় কথা আপনি সবার সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে খুব ভালো লাগলো। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

চেষ্টা করেছি আপু সুস্বাদু করে রান্না করে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আপনাদের ভাল লেগেছে তাই আমার সার্থকতা।।
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

এবারের প্রতিযোগিতায় খুব সুন্দর সুন্দর সেমাই রেসিপি দেখতে পাব এই আশা করি।আপনারটিও খুব চমৎকার ছিল। আশা করি খেতে খুব সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

জি ভাইয়া খেতে অনেক সুস্বাদু হয়েছিল ।।
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।। শুভেচ্ছা রইল।

ঘি যোগে সেমাই রান্নার রেসিপি দেখে তো খেতে ইচ্ছে করছে। এ রমজান মাসে এখন পর্যন্ত সেমাই রেসিপি খাওয়া হয়নি ।এই প্রতিযোগিতার মাধ্যমে ভিন্ন ভিন্ন ধরনের সেমাই রেসিপি দেখতে পাবো। আপনার তৈরি সেমাই রেসিপি অনেক সুন্দর হয়েছে আপনার জন্য শুভকামনা রইল।

ইস ভাইয়া আমি কি একটা ভুল করেছি এই রমজান মাসে আপনার সেমাই খাওয়া হয়নি এই কথা আগে জানলে অবশ্যই আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে এসে খাওয়াতাম কি আর করার নেক্সটাইম তৈরি করলে দাওয়াত দিব আপনাকে।।

সেমাই খাওয়ার চেয়ে সেমাই রেসিপি গুলো দেখতে ভালো লাগে আমার কাছে একটু বেশি। ভালোই ছিল আপনার উপস্থাপনা ভাইয়া। সেমাই গুলোর কালার টা অনেক সুন্দর। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে শুভকামনা জানাই। 🙂🙂

আপনার পরবর্তী পোষ্টের অপেক্ষায় রইলাম ভাইয়া।

সেমাই কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। রান্না মোটামুটি শিখে গেছি। পরবর্তী পোষ্টে নতুন একটি কনটেন্ট নিয়ে হাজির হব। সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।।

আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনি খুব সুন্দর সেমাই রেসিপি তৈরি করেছেন। ঘি ব্যবহার করাতে রেসিপির স্বাদ আরো বেড়ে গেছে। ইফতারের সময় এমন রেসিপি থাকলে সেই মজা লাগে।

ঠিকই বলেছেন ভাই আমি কি ব্যবহার করতে সেমাই রান্না ছাড়াও অনেক গুন বেড়ে গেছে।
মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।।

এই প্রতিযোগিতায় আপনি খুবই সুন্দর ভাবে অংশগ্রহণ করেছেন। আপনার রেসিপিটি কিন্তু দেখে অনেক ভালো লাগছে এবং আপনি একটু ভিন্নভাবে চেষ্টা করেছেন এটি তুলে ধরার। আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে।

আপনাদের কাছে ভালো লাগলে আমার কাজের সার্থকতা খুঁজে পাই।
ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন।।

ঘি দিয়ে কখনো সেমাই রান্না খাওয়া হয়নি। আপনার ঘি যুগের সেমাই রেসিপিটি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। সেমাই আমার কাছে খুব একটা ভালো না লাগলেও এত সুন্দর সুন্দর রেসিপি গুলো দেখলে কিন্তু খুব খেতে ইচ্ছে করে। ইচ্ছে করছে এখান থেকে এক প্লেট নিয়ে খেয়ে ফেলি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া সে আমার এই নতুন রেসিপি টা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য শুভেচ্ছা রইল।

ঘি দিয়ে সেমাই রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা পাবেন। আর নেক্সট টাইমে এভাবে সেমাই রান্না করলে অবশ্যই আপনাকে পার্সেল করে পাঠিয়ে দিব। মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপু।।

সেমাই রান্নার উপাদান গুলো দেখেই তো হয়ে গেছে ভাই। নির্দ্বিধায় বলে দিতে পারি অনেক অনেক সাধ হয়েছে আপনার এত সুন্দর ভাবে তৈরি করা সিমায় রান্নাতে। খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপনি ফটোগ্রাফির ছিল অসাধারণ সব মিলিয়ে প্রতিযোগিতায় সুন্দর অংশগ্রহণ।

আপনি ঠিকই বলেছেন ভাই সেমাই রান্না অনেক টেস্ট হয়েছিল। আপনার উৎসাহ মূলক মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।।

বাহ! প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ফেলেছেন দেখছি ভাই। স্বাগতম আপনাকে। আসলেই সেমাই ছাড়া ঈদ কল্পনাই করা যায় না। এটা যেন বাঙালির একটা ঐতিহ্য বলা চলে।
আপনার শেয়ার করা দুধ সেমাই এর রেসিপি টি উপস্থাপন দারুণ হয়েছে ভাই।

আপনি ঠিকই বলেছেন ভাইয়া ঈদে সেমাই রান্না বাঙ্গালীদের ঐতিহ্য।।
আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন সুস্থ থাকবেন।।

চলমান এই প্রতিযোগিতার মাধ্যমে আপনি খুবই মজার একটি রেসিপি শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি খুবই সুন্দরভাবে বর্ণনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

ঈদের দিন আপনাকেও এভাবে রান্না করে খাওয়াবো ইনশাল্লাহ ।।
আমার বাসায় চলে আসবেন।।
ধন্যবাদ ভাইয়া।।

প্রতিযোগিতার জন্য আপনি খুব দারুণ একটি রেসিপি আমাদের উপহার দিয়েছেন। দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু চলছে। আমার কাছে বেশ ভালো লেগেছে। শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

জি ভাইয়া খেতে অনেক সুস্বাদু হয়েছিল।। আর আপনার কাছে ভাল লেগেছে জেনে অনেক খুশী হলাম।
সুন্দর মতামত দিয়ে পাশে থাকার জন্য ধন্যবাদ।।

ঠিক বলেছেন ভাই আমাদের দেশে সেমাই ছাড়া ঈদ কল্পনা করা যায় না। এবারের প্রতিযোগিতা টা বেশ দারুণ ছিল। আপনার সেমাইয়ে দুধের পরিমাণ অনেক ছিল এইরকম সেমাই আমার পছন্দ। ভালো ছিল ভাই সেমাইয়ের রেসিপি টা।

ঈদের সময় বিভিন্ন আইটেমের সেমাই রান্না করা হয় যা খেতে আমার কাছে খুবই ভালো লাগে ।কোনটা রেখে কোনটা খাব বুঝতে পারি না ।।😃😃তবে ফেভারিট ঘি দিয়ে সেমাই রান্না করা।
ধন্যবাদ আপনার মতামতের জন্য।।

আহ! ভাইয়া দেখেই তো লোভ লেগে গেল। ঈদ আসলেই সেমাই খাওয়ার ধুম পড়ে যায়। আমার প্রিয় ও বটে। তবে ঘি দিয়ে এভাবে সেমাই খাওয়া হয়নি। দুধ দিয়ে রান্না করা সেমাই খেয়েছি। আপনার রেসিপি লোভনীয় ছিল ভাইয়া। ❤️

ঘি যোগে সেমাই রান্না করে খাবেন অনেক টেস্ট লাগে।। আমার কাছে খুবই ফেভারিট একটা খাবার এভাবে সেমাই রান্না ।।
আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।।

আপনাকেও ধন্যবাদ ভাইয়া

ঘি যোগে দুধ সেমাই রেসিপিটি অনেক সুন্দর হয়েছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

ঘি যোগে সেমাই রান্না করলে খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে। মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন সুস্থ থাকবেন দোয়া রইল।

এই সেমাই এর রেসিপিটাই খুজতেছিলাম আমি। আমার কাছে বেশ লাগে। আমার কাছে। আম্মু বহু আগে একবার বানাই খাওয়াই ছিলো। আবার বন্ধুর বাসায় ও খেয়েছি। কিন্তু নাম জানতাম না। আজ নাম আর রেসিপি দুটোই জেনে নিলাম। শুভেচ্ছা রইলো আপনার জন্য ভাই।

আপনার মত এরকম সেমাই রান্না করলে আমারও খেতে অনেক ভালো লাগে। আমিও প্রায়ই আম্মু কে এরকম রেসিপি তৈরি করতে বলি।
ধন্যবাদ আপনার মতামতের জন্য।।

ভাইয়া আপনার সেমাই রেসিপি দেখে খুবই সুস্বাদু মনে হচ্ছে।এমন সেমাই খেতে খুবই ভালো লাগে। আপনি খুব সুন্দর ভাবে এই সেমাই রেসিপি তৈরি করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

মিষ্টি জাতীয় খাবার আমার কাছে খুবই ভালো লাগে। আর সেমাই রান্না খেতে অনেক সুস্বাদু হয়েছিল।
গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।।

সকাল সকাল রেসিপিটা দেখে বেশ ক্ষুধার্ত হয়ে গেলাম ভাই । বেশ ভালই ছিল আপনার উপস্থাপনা । শুভেচ্ছা রইল।

আপনি ঠিকই বলেছেন ভাই এই ধরনের খাবার দেখলে আমারও অনেক ক্ষুধা লেগে যায় ।মনে হয় এখনি খেয়ে ফেলি ।কিন্তু রোজার মাস চাইলেও সম্ভব না ।।
সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।।❤️❤️❤️