আমার প্রিয় বন্ধুরা,
আমি@md-razu বাংলাদেশের নাগরিক।
আজ --২৬ শে,আশ্বিন| | ১৪২৯ বঙ্গাব্দ ||মঙ্গলবার||শরৎকাল||
আমি রাজু আহমেদ।আমার ইউজার নাম @md-razu।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।
তাহলে চলুন শুরু করি
আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যেই পর্যাপ্ত পরিমাণে জ্ঞান রয়েছে। তবে এই জ্ঞানের পরিধি বৃদ্ধি করার জন্য সবচেয়ে উপযুক্ত একটি মাধ্যম হলো ভ্রমণ করা। কারণ ভ্রমণের মাধ্যমে আপনি আপনার মধ্যে থাকা জ্ঞানের পরিমান কে আরও বেশি বৃদ্ধি করে নিতে পারবেন। তাই আমাদের সবার উচিত নিয়মিত ভ্রমণ করা।নিজ হাতে ক্যামেরা নিয়ে কিছু প্রিয় মুহূর্ত বন্দী করার মজাই অন্যরকম।প্রকৃতির রুপ কার না ভালো লাগে।প্রকৃতির রুপ দেখে মানুষের মনে এক অনাবিল সুখ বয়ে যায়।
অজানাকে জানতে কার নাহ ভালো লাগে।ঘোরাঘুরির মাধ্যমে নিজের মন-মানসিকতা পরিবর্তন করা সম্ভব।তাইতো সময় পেলে ঘুরতে বের হয়ে যাই।
হানিফ ফ্লাইওভার।
device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/cornering.blame.layered
বাইক নিয়ে ঘুরতে আমরা অনেক আগে থেকেই ভালোবাসি। বাইক নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি হয়েছে। কিন্তু পাহাড়ি অঞ্চলে কখনো যাওয়া হয়নি। তাই ভাবলাম রাঙ্গামাটি থেকে ঘুরে আসা যাক। লেখাপড়ার সুবাদে ঢাকা থাকা হয় ।আর বন্ধুর একটা বাইক আছে। এলাকা থেকে এক বড় ভাই গিয়েছে আমাদের বাসায়। সেও একটা বাইক নিয়ে এসেছে। রাতে ছোটখাটো একটা মিটিং করে রাখলাম। খুব সকালে ঘুম থেকে উঠে রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা দিব। যেমন ভাবা তেমন কাজ। সকাল পাঁচটার দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্যাকপ্যাক গুছিয়ে বেরিয়ে পড়লাম রাঙ্গামাটির উদ্দেশ্যে। এই ছবি দুটি মেওর মোঃ হানিফ ফ্লাইওভার থেকে উঠানো। যদিও তখন সকাল হয়ে গেছিল।
কুমিল্লা।
device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/pothole.sheds.cups
অবশ্য হাইওয়েতে বাইক চালানোর মজাই অন্যরকম।। আমরা দুই বন্ধু মোটামুটি ভালোই বাইক চালাতে পারি।। কিছুদূর যাওয়ার পরে একটা টঙের দোকানে চা খেলাম ।কারণ অনেক সকালে ঘুম থেকে উঠা হয়েছে ঘুম ঘুম আসছিল। তারপর একটা পেট্রোল পাম্প থেকে তেল নিলাম। আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। হোটেল নুরজাহানের ওখানে একটা ব্রেক নিলাম কিছু খাওয়া দাওয়া শেষ করলাম। তারপর আবার রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা দিলাম।
চট্টগ্রাম সেনানিবাস হাইওয়ে।
device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/carbonate.cost.blending
চট্টগ্রামের সেনানিবাস এর মধ্য দিয়ে যে একটা রাস্তা চলে গেছে এই রাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগে। এই রাস্তাটা মূলত অনেক আঁকাবাঁকা এবং সুন্দর। চট্টগ্রাম শহরের মধ্যে দিয়ে যেতে হলে প্রায় ২০ কিলোমিটার পথ বেশি। আর যদি একটা জ্যামে পড়ি তাহলে তো সময় নষ্ট হবে। এজন্য ভাটিয়ারী থেকে চট্টগ্রাম সেনানিবাসের মধ্য দিয়ে যাওয়া। এর আগেও রাঙামাটি আমি দুই দুইবার গিয়েছি। সেজন্য রাস্তাটা আমাদের অনেক পরিচিত। ও আর একটা কথা তো বলাই হয়নি রাঙ্গামাটিতে আমার এক ফ্রেন্ড জব করে তার ওখানেই আমরা উঠবো। এই রাস্তাটা আকর্ষণ হল দুই পাশে পাহাড় নয় লেক অবস্থিত। রাস্তাটা খুবই সুন্দর তবে এই রাস্তায় অনেক বাক লক্ষ্য করা যায়। বাইক খুব সাবধানে চালাতে হবে। যদিও ইউটিউবে থেকে অনেক ভিডিও দেখে কিছুটা ধারণা নিয়েছি পাহাড়ি রাস্তায় কিভাবে বাইক চালাতে হবে।
অবশেষে রাঙামাটি জেলাতে।
device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/carbonate.cost.blending
রাঙ্গামাটি জেলা খুবই সুন্দর ও অনেক জনপ্রিয়। রাঙ্গামাটিতে বিভিন্ন ধরনের পর্যটক কেন্দ্র রয়েছে। রাঙ্গামাটি পৌঁছাতে গিয়ে রাস্তার দুই ধার দিয়ে লেকের দেখা মিলল। আমরা রাস্তার পাশে দাঁড়িয়ে কিছু ফটোগ্রাফি করে নিলাম। শরতের সময় আকাশটা খুবই সুন্দর দেখায় ভেলায় ভেলায় মেঘ ঘুরে বেড়ায়। দেখে মনে হবে পানির মধ্যেও মেঘ ঘুরে বেড়াচ্ছে।
ফুরোমন পাহাড় রাঙ্গামাটি।
device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/carbonate.cost.blending
রাঙ্গামাটির ঐতিহ্যবাহী ফুরোমন পাহাড়ের সামনে এখন আমরা। এই পাহাড়টা নিয়ে আমাদের অনেক ইতিহাস আছে। নেক্সটে কোন একটা পোস্টে পাহাড়ে ওঠার গল্প আপনাদের মাঝে শেয়ার করব। এই পাহাড়টা রাঙ্গামাটির সবচেয়ে বড় পাহাড়। প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫১৮ ফুট উঁচু। আর পাহাড়ের সৌন্দর্য দেখে মুগ্ধ হবে না এমন মানুষ খুঁজে পাওয়াই দুষ্কর।
আজ এই পর্যন্তই সবে তো শুরু করলাম ।রাঙ্গামাটি আসলাম। রাঙ্গামাটিতে বিভিন্ন পর্যটক কেন্দ্র আপনাদের পোস্টের মাধ্যমে উপস্থাপন করব। প্রায় সাত ঘন্টা জার্নি করার পর রাঙ্গামাটিতে পৌঁছালাম। ৩০৬ কিলোমিটার ঢাকা থেকে। আজকের মত এখানেই শেষ করলাম।
ধন্যবাদ সবাইকে
>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
💞 আল্লাহ হাফেজ 💞
তাহলে চলুন শুরু করি
আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যেই পর্যাপ্ত পরিমাণে জ্ঞান রয়েছে। তবে এই জ্ঞানের পরিধি বৃদ্ধি করার জন্য সবচেয়ে উপযুক্ত একটি মাধ্যম হলো ভ্রমণ করা। কারণ ভ্রমণের মাধ্যমে আপনি আপনার মধ্যে থাকা জ্ঞানের পরিমান কে আরও বেশি বৃদ্ধি করে নিতে পারবেন। তাই আমাদের সবার উচিত নিয়মিত ভ্রমণ করা।নিজ হাতে ক্যামেরা নিয়ে কিছু প্রিয় মুহূর্ত বন্দী করার মজাই অন্যরকম।প্রকৃতির রুপ কার না ভালো লাগে।প্রকৃতির রুপ দেখে মানুষের মনে এক অনাবিল সুখ বয়ে যায়।
অজানাকে জানতে কার নাহ ভালো লাগে।ঘোরাঘুরির মাধ্যমে নিজের মন-মানসিকতা পরিবর্তন করা সম্ভব।তাইতো সময় পেলে ঘুরতে বের হয়ে যাই।
device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/cornering.blame.layered
বাইক নিয়ে ঘুরতে আমরা অনেক আগে থেকেই ভালোবাসি। বাইক নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি হয়েছে। কিন্তু পাহাড়ি অঞ্চলে কখনো যাওয়া হয়নি। তাই ভাবলাম রাঙ্গামাটি থেকে ঘুরে আসা যাক। লেখাপড়ার সুবাদে ঢাকা থাকা হয় ।আর বন্ধুর একটা বাইক আছে। এলাকা থেকে এক বড় ভাই গিয়েছে আমাদের বাসায়। সেও একটা বাইক নিয়ে এসেছে। রাতে ছোটখাটো একটা মিটিং করে রাখলাম। খুব সকালে ঘুম থেকে উঠে রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা দিব। যেমন ভাবা তেমন কাজ। সকাল পাঁচটার দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্যাকপ্যাক গুছিয়ে বেরিয়ে পড়লাম রাঙ্গামাটির উদ্দেশ্যে। এই ছবি দুটি মেওর মোঃ হানিফ ফ্লাইওভার থেকে উঠানো। যদিও তখন সকাল হয়ে গেছিল।
device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/pothole.sheds.cups
অবশ্য হাইওয়েতে বাইক চালানোর মজাই অন্যরকম।। আমরা দুই বন্ধু মোটামুটি ভালোই বাইক চালাতে পারি।। কিছুদূর যাওয়ার পরে একটা টঙের দোকানে চা খেলাম ।কারণ অনেক সকালে ঘুম থেকে উঠা হয়েছে ঘুম ঘুম আসছিল। তারপর একটা পেট্রোল পাম্প থেকে তেল নিলাম। আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। হোটেল নুরজাহানের ওখানে একটা ব্রেক নিলাম কিছু খাওয়া দাওয়া শেষ করলাম। তারপর আবার রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা দিলাম।
device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/carbonate.cost.blending
চট্টগ্রামের সেনানিবাস এর মধ্য দিয়ে যে একটা রাস্তা চলে গেছে এই রাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগে। এই রাস্তাটা মূলত অনেক আঁকাবাঁকা এবং সুন্দর। চট্টগ্রাম শহরের মধ্যে দিয়ে যেতে হলে প্রায় ২০ কিলোমিটার পথ বেশি। আর যদি একটা জ্যামে পড়ি তাহলে তো সময় নষ্ট হবে। এজন্য ভাটিয়ারী থেকে চট্টগ্রাম সেনানিবাসের মধ্য দিয়ে যাওয়া। এর আগেও রাঙামাটি আমি দুই দুইবার গিয়েছি। সেজন্য রাস্তাটা আমাদের অনেক পরিচিত। ও আর একটা কথা তো বলাই হয়নি রাঙ্গামাটিতে আমার এক ফ্রেন্ড জব করে তার ওখানেই আমরা উঠবো। এই রাস্তাটা আকর্ষণ হল দুই পাশে পাহাড় নয় লেক অবস্থিত। রাস্তাটা খুবই সুন্দর তবে এই রাস্তায় অনেক বাক লক্ষ্য করা যায়। বাইক খুব সাবধানে চালাতে হবে। যদিও ইউটিউবে থেকে অনেক ভিডিও দেখে কিছুটা ধারণা নিয়েছি পাহাড়ি রাস্তায় কিভাবে বাইক চালাতে হবে।
device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/carbonate.cost.blending
রাঙ্গামাটি জেলা খুবই সুন্দর ও অনেক জনপ্রিয়। রাঙ্গামাটিতে বিভিন্ন ধরনের পর্যটক কেন্দ্র রয়েছে। রাঙ্গামাটি পৌঁছাতে গিয়ে রাস্তার দুই ধার দিয়ে লেকের দেখা মিলল। আমরা রাস্তার পাশে দাঁড়িয়ে কিছু ফটোগ্রাফি করে নিলাম। শরতের সময় আকাশটা খুবই সুন্দর দেখায় ভেলায় ভেলায় মেঘ ঘুরে বেড়ায়। দেখে মনে হবে পানির মধ্যেও মেঘ ঘুরে বেড়াচ্ছে।
device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/carbonate.cost.blending
রাঙ্গামাটির ঐতিহ্যবাহী ফুরোমন পাহাড়ের সামনে এখন আমরা। এই পাহাড়টা নিয়ে আমাদের অনেক ইতিহাস আছে। নেক্সটে কোন একটা পোস্টে পাহাড়ে ওঠার গল্প আপনাদের মাঝে শেয়ার করব। এই পাহাড়টা রাঙ্গামাটির সবচেয়ে বড় পাহাড়। প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫১৮ ফুট উঁচু। আর পাহাড়ের সৌন্দর্য দেখে মুগ্ধ হবে না এমন মানুষ খুঁজে পাওয়াই দুষ্কর।
আজ এই পর্যন্তই সবে তো শুরু করলাম ।রাঙ্গামাটি আসলাম। রাঙ্গামাটিতে বিভিন্ন পর্যটক কেন্দ্র আপনাদের পোস্টের মাধ্যমে উপস্থাপন করব। প্রায় সাত ঘন্টা জার্নি করার পর রাঙ্গামাটিতে পৌঁছালাম। ৩০৬ কিলোমিটার ঢাকা থেকে। আজকের মত এখানেই শেষ করলাম।
ঢাকা টু রাঙ্গামাটি খুব ভালো একটি সফর দিয়েছেন, সত্যি বলতে যে জায়গাতে যাচ্ছেন সেখানে যদি একটা লোক থাকে তাহলে অনেক বেশি সাপোর্ট পাওয়া যায়। যেমনটি আপনাদের এক ফ্রেন্ড সেখানে জব করে এবং আপনারা তাদের বাসায় উঠবেন, এটা আসলে অনেক বড় একটি সাপোর্ট দূরে কোথাও গেলে। সর্বোপরি আপনার ফটোগ্রাফি গুলো অনেক বেশি চমৎকার হয়েছে, আমি মুগ্ধ নয়নে তাকিয়ে ছিলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিকই বলেছেন ভাইয়া যেখানে ঘুরতে যাব সেখানে যদি কোন একজন পরিচিত লোক থাকে তাহলে খুবই ভালো হয়। আমার তোলা ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম। সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অনেক অনেক ধন্যবাদ খুব চমৎকার ভাবে আমার মন্তব্যের ফিডব্যাক দেয়ার জন্য।❤
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঢাকা টু রাঙামাটি অনেক বড় লং জার্নি যেটা আপনার অভিজ্ঞতা অনেকটা বাড়িয়ে দিয়েছে। আসলে আমি ট্যুরে যেতে খুবই পছন্দ করি যেটা অনেকদিন হলো যাওয়া হয় না। রাঙ্গামাটি অনেকবার গিয়েছি ভালই লাগে নতুন কোন জায়গায় যেতে। আপনার বাইক ট্যুর দিয়ে দারুন একটা অভিজ্ঞতা অর্জন হয়েছে। পাহাড়ি অঞ্চলের এই সুন্দর দৃশ্য দেখলে আবার যেতে মন চায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনারও আমাদের সাথে যাওয়ার কথা ছিল কিন্তু আপনি যান নাই নেক্সট টাইম কক্সবাজার যাবো অবশ্যই একসাথে যাব আর একটা কথা ঠিকই বলেছেন নতুন জায়গা যেতে আমার খুব ভালো লাগে।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার কাছ থেকে প্রতিনিয়ত ক্ষুদ্রতম সাপোর্ট পেয়ে আমরা অনেক খুশি।। এভাবে সাপোর্ট দিয়ে সহযোগিতা করবেন সব সময় আশা করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাইক নিয়ে ঘুরতে আমারও অনেক ভালো লাগে ৷ আপনারা তিন বন্ধু মিলে বেশ এনজয় করেছেন ৷
প্রতিটি ফটোগ্রাফি ছিল দেখার মতো ৷ আসলে পাহাড়ি জায়গায় অনেক সুন্দর চারদিকে বন আকাঁ বাকা রাস্তা ৷ ভাল লাগলো পোস্টটি পড়ে ৲৷
তবে ভাইয়া সমুদ্র থেকে ১৫১৮ ফিট পাহাড় বাব রে বাব অনেক বড় পাহাড়৷ খুব তাড়াতাড়ি এই পাহাড় সম্পর্কে আমাদের মাঝে তুলে ধরবেন এমনটাই প্রত্যাশা৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই ফুরোমন পাহাড় রাঙামাটির সবচেয়ে বড় পাহাড়। নেক্সট টাইম এই পাহাড়ে ওঠার গল্প আপনাদের মাঝে শেয়ার করব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি ভাই আপনার মাধ্যমে রাঙ্গামাটির সৌন্দর্য দেখে মুগ্ধ না হয়ে পারলাম না। বাইক ট্যুর দেওয়ার আমারও খুব ইচ্ছা কিন্তু দুঃখের বিষয় আমার নিজের বাইক নাই। খুব শখ আছে বাইক কেনার। একদিন বাইক কিনলে আমিও রাঙ্গামাটি গিয়ে ঘুরে আসব, কারণ আপনার মাধ্যমে যে সৌন্দর্য দেখলাম এটা বাস্তবে দেখতে পারলে কত ভালো লাগবে তা বলার বাহিরে। ধন্যবাদ ভাই এত সুন্দর মোমেন্ট শেয়ার করার জন্য। সাবধানে জার্নি করবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দ্রুত বাইক নিয়ে নেন। ডিসেম্বরে কক্স বাজার যেতে পারি ।।কারণ ঘোরাঘুরি আমাদের খুবই পছন্দের একটা জিনিস ।। সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রাঙ্গামাটি আমারও খুব পছন্দের জায়গা এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অনেক মনমুগ্ধকর। তবে আমি কখনো বাইক নিয়ে যাওয়ার সাহস করিনি। আসলে লং ড্রাইভে বাইক আমার খুব একটা ভালো লাগে না। চট্টগ্রাম সেনানিবাসের ভিতরে রাস্তাটি আসলেই অনেক সুন্দর। সবচেয়ে বড় সুবিধা যানজট এড়িয়ে অনেক শান্তিতে যাওয়া যায়। ফুরোমন পাহাড়ের ফটোগ্রাফিটা দেখে খুব ভালো লাগছে। পাহাড়ের উপরে আকাশের চিত্রটা অসাধারণ লাগছে দেখতে।
ধন্যবাদ আপনার ভ্রমণ কাহিনীটি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রাঙ্গামাটিতে এবার যেয়ে তিনবার যাওয়া হলো। যত যায় তাও দেখে মন ভরে না মনে হয় আবার ছুটে চলে যায়। পাহাড় লেক মেঘ অসাধারণ একটা পরিবেশ। চট্টগ্রাম সেনানিবাসের মধ্যে রাস্তা আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঢাকা টু রাঙ্গামাটি ভ্রমণ করে আপনি আপনার সুন্দর অনুভূতি এবং সেই সাথে সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মধ্যে তুলে ধরেছেন।।
আপনার ভ্রমণ কাহিনী পড়ে খুবই ভালো লাগলো আসলে আমার খুব ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ভ্রমণ করতে।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার ভ্রমণ কাহিনী পড়ে আপনার কাছে ভালো লেগেছে যেনে অনেক খুশি হলাম সুন্দর মতামতের মাধ্যমে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভ্রমনের মধ্যমেই মানুষ এর মস্তিক ভাল কাজ করে।অনেক দারুন ছিলো ট্রেভেল ব্লগ ভাই।প্রচুর ঘুরাঘুরি করেছেন ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে ভাই ঘোরাঘুরিই জীবন ঘোরাঘুরি করতে আমরা সবাই অনেক পছন্দ করি ।একটু সময় হলেই ঘুরতে বের হয়ে যাই ।নেক্সট টাইম গেলে তোমাকে অবশ্যই নিয়ে যাব সাথে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমেই বলি আমি মনে করি এত বড় লং জার্নি বাইক নিয়ে করা উচিত নয়। এটা অনেক বড় রিক্স হয়ে যায়। যদিও ঘোরাঘুরি করা বেশ ভালো এমনকি ঘোরাঘুরি করলে বেশ ভালো অনুভূতি হয়। আর রাঙ্গামাটি অনেক সুন্দর একটা জায়গা। বিশেষ করে চট্টগ্রাম ভাটিয়ারী সেনানিবাস রাস্তা দিয়ে গিয়েছেন শুনে বেশ ভালো লাগলো। আমরা কিছুদিন আগেই ওই জায়গা থেকে আসলাম। জায়গাটা কি সব সুন্দর। অবশেষ ে রাঙামাটি গিয়ে পৌঁছলেন এটা দেখে ভীষণ ভালো লাগলো। খুবই সাবধানে গাড়ি চালাবেন। রাঙ্গামাটি যাওয়ার গল্পটি পরবর্তী পোস্ট নিশ্চয়ই দেখব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে আপু আমরা যখন বাইক নিয়ে ট্যুর দেই তখন অদল বদল করে দুইজনেই বাইক রাইড করে থাকি ।আর আমরা কিছু সময় পরপরই ব্রেক নিই যাতে আমাদের কোন সমস্যা না হয় ।আর এই বাইক ট্যুর আমাদের অনেক আগ থেকেই হয়ে আসছে ।।ধন্যবাদ আপনার উপদেশ মূলক মতামত প্রকাশ করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit