আমার প্রিয় বন্ধুরা,
আমি@md-razu বাংলাদেশের নাগরিক।
আজ - ১৫ ভাদ্র | ১৪২৮ বঙ্গাব্দ | সোমবার| শরৎকাল|
আমি রাজু আহমেদ।আমার ইউজার নাম @md-razu।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।
আজ আপনাদেরকে নিয়ে যাবো মেঘের রাজ্য নীলগিরিতে । মেঘের ভেলা ভেসে বেরানোর দৃশ্য দেখানোর জন্য।যেখানে মেঘেরা আপন থেকে ছুঁয়ে যাবে আপনাকে। মাথার উপর নীল আকাশে সাদা মেঘের ভেলা খেলা করে নীলগিরি পাহাড়ে।
চলুন শুরু করি
প্রাকৃতির এক অনন্য দান বান্দরবানের নীলগিরি। যেখানে গেলে দেখতে পারবেন মেঘ আর পাহাড়ের মিতালী। পাহাড় ভেদ করে মেঘ ছুটে চলে আপন মহিমায়।অপরূপ সৌন্দর্যের এক সৃষ্টি নীলগিরি। নীলগিরির কারণে বান্দরবানকে বাংলাদেশের মেঘের রাজ্য বলা হয়। শীতকাল ও বর্ষাকাল দুই ঋতুতেই এখানে ভ্রমণে অনেক বেশি আনন্দ।এখানে গড়ে তোলা হয়েছে আকাশ নীলা, মেঘদূত, নীলাতানা নামে পর্যটকদের জন্য সুবিধা সম্বলিত তিনটি কটেজ। কটেজগুলো রাত্রি যাপনের জন্য ভাড়া পাওয়া যায়।
device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/attain.briefer.shakier
মেঘের রাজ্যে প্রবেশধার।টিকিট কাউন্টার থেকে ৫০ টাকা দিয়ে টিকিট কেটে গেট দিয়ে ঢুকতে হবে।গেট দিয়ে কিছু সময় হাঁটলে বাম এবং ডান পাশে দুইটা ভিউ পয়েন্ট আছে। যে কোনো একটিতে উঠে আকাশের ভিউ দেখতে পারেন।আমরা ডান পাশের টায় উঠে প্রথমে মেঘ দেখি।
device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/ages.blithely.snows
তারপরে আমরা ভিউ পয়েন্টের উপর সকালের খাবার খাই।একটা রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি নিয়ে আসা হয়েছিলো।মাথার উপর দিয়ে মেঘ ছুটে চলছিলো।তার মাঝে খাবার খাই। খুব মজা লাগছিলো।তখন অনেক শীত লাগছিলো। কারন আমরা খুব সকালে সেখানে চলে গিয়েছিলাম।
device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/hiked.originality.jolting
যদি আপনি কখনো নীলগিরি যান।তাহলে ক্যান্টিন থেকে এক কাপ কফি নিয়ে মেঘের ভিউ দেখবেন।আপনার মনে হবে পৃথিবীর সব চেয়ে সুখী মানুষ আপনি।চারদিকে শুধু পাহাড় আর পাহাড়। দু চোখ যেদিকে যায় শুধু সবুজ আর সবুজ। নীলগিরি যেন প্রকৃতির এক অনন্য উপহার। শুষ্ক মৌসুমে এখানে থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়।
device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/overused.meals.boudoir
শুষ্ক মৌসুমে এখানে থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়। আর বর্ষা মৌসুমে নীলগিরি পর্যটন কেন্দ্র থেকে মেঘ ছোঁয়ার দূর্লভ সুযোগ রয়েছে। এডভেঞ্চার প্রিয়দের জন্য রাতের নীলগিরি হতে পারে সুন্দর স্থান। কারণ, রাতে চারিদিকের হরিণ, শিয়ালসহ বিভিন্ন বন্য প্রাণির ডাক আর পাহাড়গুলোর আলো-আঁধারির রহস্যময় খেলা দেখতে পারবেন। এছাড়াও দেখতে পারবেন বান্দরবানের উপর দিয়ে বয়ে চলা সাঙ্গু নদীর অপরূপ সৌন্দর্য।
device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/risottos.prospective.promptings
কিছু সময় পর পর মেঘ এসে একদম সাদা বানিয়ে দিয়ে যায়।তখন আর কিছু দেখা যায় নাহ।এমন ভাবে মেঘ মাথার উপর দিয়ে উড়ে যায় তখন মাথা ভিজে যায়।মনে হয় কুয়াশার ঘনঘটা।কিন্তু এটা মেঘ।
নীলগিরি যাওয়ার পথে আরও দেখবেন বান্দরবানের অপার সৌন্দর্যময় শৈলপ্রপাত। এর পরই দেখা মিলবে আরেক চমৎকার জায়গা স্বপ্নচূড়া। চিম্বুক পাহাড় রয়েছে এর পরেই।
ধন্যবাদ
আজ আপনাদেরকে নিয়ে যাবো মেঘের রাজ্য নীলগিরিতে । মেঘের ভেলা ভেসে বেরানোর দৃশ্য দেখানোর জন্য।যেখানে মেঘেরা আপন থেকে ছুঁয়ে যাবে আপনাকে। মাথার উপর নীল আকাশে সাদা মেঘের ভেলা খেলা করে নীলগিরি পাহাড়ে।
চলুন শুরু করি
প্রাকৃতির এক অনন্য দান বান্দরবানের নীলগিরি। যেখানে গেলে দেখতে পারবেন মেঘ আর পাহাড়ের মিতালী। পাহাড় ভেদ করে মেঘ ছুটে চলে আপন মহিমায়।অপরূপ সৌন্দর্যের এক সৃষ্টি নীলগিরি। নীলগিরির কারণে বান্দরবানকে বাংলাদেশের মেঘের রাজ্য বলা হয়। শীতকাল ও বর্ষাকাল দুই ঋতুতেই এখানে ভ্রমণে অনেক বেশি আনন্দ।এখানে গড়ে তোলা হয়েছে আকাশ নীলা, মেঘদূত, নীলাতানা নামে পর্যটকদের জন্য সুবিধা সম্বলিত তিনটি কটেজ। কটেজগুলো রাত্রি যাপনের জন্য ভাড়া পাওয়া যায়।
What's 3 Word Location:
https://w3w.co/attain.briefer.shakier
মেঘের রাজ্যে প্রবেশধার।টিকিট কাউন্টার থেকে ৫০ টাকা দিয়ে টিকিট কেটে গেট দিয়ে ঢুকতে হবে।গেট দিয়ে কিছু সময় হাঁটলে বাম এবং ডান পাশে দুইটা ভিউ পয়েন্ট আছে। যে কোনো একটিতে উঠে আকাশের ভিউ দেখতে পারেন।আমরা ডান পাশের টায় উঠে প্রথমে মেঘ দেখি।
What's 3 Word Location:
https://w3w.co/ages.blithely.snows
তারপরে আমরা ভিউ পয়েন্টের উপর সকালের খাবার খাই।একটা রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি নিয়ে আসা হয়েছিলো।মাথার উপর দিয়ে মেঘ ছুটে চলছিলো।তার মাঝে খাবার খাই। খুব মজা লাগছিলো।তখন অনেক শীত লাগছিলো। কারন আমরা খুব সকালে সেখানে চলে গিয়েছিলাম।
What's 3 Word Location:
https://w3w.co/hiked.originality.jolting
যদি আপনি কখনো নীলগিরি যান।তাহলে ক্যান্টিন থেকে এক কাপ কফি নিয়ে মেঘের ভিউ দেখবেন।আপনার মনে হবে পৃথিবীর সব চেয়ে সুখী মানুষ আপনি।চারদিকে শুধু পাহাড় আর পাহাড়। দু চোখ যেদিকে যায় শুধু সবুজ আর সবুজ। নীলগিরি যেন প্রকৃতির এক অনন্য উপহার। শুষ্ক মৌসুমে এখানে থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়।
What's 3 Word Location:
https://w3w.co/overused.meals.boudoir
শুষ্ক মৌসুমে এখানে থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়। আর বর্ষা মৌসুমে নীলগিরি পর্যটন কেন্দ্র থেকে মেঘ ছোঁয়ার দূর্লভ সুযোগ রয়েছে। এডভেঞ্চার প্রিয়দের জন্য রাতের নীলগিরি হতে পারে সুন্দর স্থান। কারণ, রাতে চারিদিকের হরিণ, শিয়ালসহ বিভিন্ন বন্য প্রাণির ডাক আর পাহাড়গুলোর আলো-আঁধারির রহস্যময় খেলা দেখতে পারবেন। এছাড়াও দেখতে পারবেন বান্দরবানের উপর দিয়ে বয়ে চলা সাঙ্গু নদীর অপরূপ সৌন্দর্য।
What's 3 Word Location:
https://w3w.co/risottos.prospective.promptings
কিছু সময় পর পর মেঘ এসে একদম সাদা বানিয়ে দিয়ে যায়।তখন আর কিছু দেখা যায় নাহ।এমন ভাবে মেঘ মাথার উপর দিয়ে উড়ে যায় তখন মাথা ভিজে যায়।মনে হয় কুয়াশার ঘনঘটা।কিন্তু এটা মেঘ।
নীলগিরি যাওয়ার পথে আরও দেখবেন বান্দরবানের অপার সৌন্দর্যময় শৈলপ্রপাত। এর পরই দেখা মিলবে আরেক চমৎকার জায়গা স্বপ্নচূড়া। চিম্বুক পাহাড় রয়েছে এর পরেই।
নীলগিরি গিয়ে মেঘ ধরা এবং মেঘের ভাঁজে নিজেকে হারিয়ে ফেলার যে অনুভূতি সেটি অন্যরকম। সাজেক ছাড়া এ রকম অনুভূতি আর অন্য কোথাও পাওয়া যায় না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর জায়গা। এখান থেকে মেঘ খুব কাছ থেকে দেখা যায়।মনে হচ্ছে খুব মজা করছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাই একদম হাতের মুঠোয় চলে আসে।অনেক মজা হয়ছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit