আমার কবিতার ডায়েরির পাতা থেকে ||শূন্যতা||

in hive-129948 •  3 years ago  (edited)

হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@md-razu বাংলাদেশের নাগরিক।

আজ -২০অগ্রাহায়ণ| ১৪২৮ বঙ্গাব্দ |রবিবার| হেমন্তকাল|



আমি রাজু আহমেদ।আমার ইউজার নাম @md-razu।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।

তাহলে চলুন শুরু করি


আজ আপনাদের মাঝে আমার ডায়েরি থেকে আরো একটা কবিতা শেয়ার করতে যাচ্ছি।কবিতার নাম "শূন্যতা"।আশাকরি আমার কবিতাটি আপনাদের ভালো লাগবে।



coffee-2306471__340.webp

Source


শূন্যতা


তোমাকে খুঁজি ভোরের আকাশে,
শিশির ভেজা ঘাসের মাঝে ,
তোমাকে খুজি দুপুর বেলা
তপ্ত রোদে উদ্যাম চোখে ,
তোমাকে খুজি রাতের আকাশে ।
অযুত স্বপ্নে জোনাকীর সাথে ,
তোমাকে খুজি মরুদ্যানে ,
সীমাহীন খাঁ খাঁ বালুর ঝিলিকায়
তোমাকে খুজি ফাগুনের এক বিকেেলে
যখন ককিল ডাকে কুহু কুহু ডাকে
তোমার জন্য এখনো কাটাই প্রহর
তোমাকে স্পর্শ ছাড়া আমার পুর্ননে।



logo.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

তোমাকে খুজি ফাগুনের এক বিকেেলে
যখন ককিল ডাকে কুহু কুহু ডাকে

  • ভাই অনেক রোমান্টিক একটা কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন, কবিতাটি পড়ে মনটা যেন পুরো রিফ্রেশ হয়ে গেল। একদম কবির ভাষায় প্রফেশনালভাবে কবিতাটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ দোয়া রইল আপনার জন্য।

সুন্দর মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

ভাইয়া আপনি অসম্ভব সুন্দর একটা কবিতা লিখেছেন। শূন্যতা, কবিতাটি নামটি যেমন দিয়েছেন নামের সাথে মিল রেখে আপনি অসাধারণ কবিতাটি লিখেছেন। এবং আমাদের মাঝে উপস্থাপন করেছেন। তবে ভাইয়া এইটুকুই বলব কবিতা আপনি অসাধারণ লিখতে পারেন দেখেই বুঝতে পারছি। তবে আরেকটু চেষ্টা করে কবিতাটা আরেকটু বড় করার জন্য। একটু কষ্ট হলেও বড় করে নেবেন কারণ এত ছোট কবিতা আমার বাংলা ব্লগ এলাও করে কিনা আমার জানা নেই। তবে আপনি এত সুন্দর কবিতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

জি ভাইয়া পরবর্তীতে চেষ্টা করবো কবিতা বড় করার জন্য।

মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।