গল্পঃ মায়ের অপেক্ষা||১০% লাজুক খ্যাকের জন্য||

in hive-129948 •  2 years ago 

হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@md-razu বাংলাদেশের নাগরিক।

আজ -০১| ১৪২৯ বঙ্গাব্দ |মঙ্গলবার|শরৎকাল|

আমি রাজু আহমেদ।আমার ইউজার নাম @md-razu।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।

তাহলে চলুন শুরু করি



বাপ - মায়ের অতি আদরের বড় ছেলে সুরাত । সুরাত অষ্টম শ্রেনী পাস করে বাড়ীতে বসে আছে । বাবার সংসারে অভাব - অনটনের জন্য সে আর নবম শ্রেনীতে ভর্তি হতে পারলো না । সরাদিন ঘুরে ঘুরে বেড়ায় । কি আর করবে । তার প্রচণ্ড লেখাপড়া করার ইচ্ছে হয় । কিন্তু উপায় তো নেই ।


children-of-war-1172016__480.jpg



একদিন পাশের বাড়ীর আসির ড্রাইভার তার বাবা - মাকে বলল , তোমার ছেলেকে আমার সাথে দাও । আমার গাড়ীতে থেকে সুরাত কাজ করলে আমি তাকে গাড়ীর কাজ শিখাবো এবং একদিন তাকে ড্রাইভার বানিয়ে দিব । সে গাড়ী থেকে রোজগার করে তোমাদের সাহায্য করতে পারবে । যেই কথা সেই কাজ । সুরাতের বাপ - মা রাজী হয়ে গেল । গাড়ীতে উঠল । সারাদিন গাড়ীতে থাকে , গাড়ীর কাজ শিখে , কিছু কিছু টাকা পায় , তার বাপ - মাকে দেয় , বাপ - মা খুশী হয়ে যায় । আস্তে আস্তে একদিন সুরাত পুরাপুরি দক্ষ ড্রাইভার হয়ে যায় । এখন সে অন্য এক মালিকের ট্রাক চালায় । বিভিন্ন রুটে ট্রাকে করে মালামাল নিয়ে যায় । ইতোমধ্যে তার বাপ মারা যায় । সংসারে ছোট ভাইবোন আছে । সংসারে কষ্টের সীমা থাকে না । সংসারের দায় দায়িত্ব সুরাতের উপর পড়ে ।


children-of-war-1172016__480.jpg


ছোট ভাই বোনকে নিয়ে সে গাড়ী চালিয়ে কোন রকমে দিনাতিপাত করে । তার দিন দিন আয় বাড়তে লাগলো । এই ভাবে আস্তে আস্তে তাদের সংসারে উন্নতির লক্ষন দেখা দিল । এখন সুরাত একজন পঁচিশ বছরের যুবক । তার হাতে এখন প্রচুর টাকা পয়সা । চরিদিক থেকে বিয়ের প্রস্তাব আসতে থাকে । কিন্তু সে বলে , আমার ভাইবোনদেরকে লেখাপড়া শিখিয়ে মানুষ না করা পর্যন্ত আমি বিয়ে করব না । ইতিমধ্যে সুরাত গ্রামেরই এক মেয়েকে ভালবাসে । সেই মেয়েকে নিয়েই সুরাত ভবিষ্যত সুখের স্বপ্ন দেখে । এই ভাবে দিন চলতে থাকে । তখন ছিল ১৯৭১ সাল ।


soldiers-1002__340 (1).webp


আমাদের এই বাংলাদেশটা তখন পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল । বারোশ মাইল দূরে অবস্থিত পশ্চিম পাকিস্তান এদেশটাকে শাসন করত । এদেশের মানুষের তখন ন্যায্য অধিকার দিত না । সবকিছুর অধিকার পশ্চিম পাকিস্তান ভোগ করত । তখন কিছু প্রভাবশালী নেতা এদেশের মনুষের ন্যায্য অধিকারের জন্য সোচ্চার হয়ে উঠে । এমন সময় একদিন অন্যতম নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ১৯৭১ সালের ৭ ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে এক ঐতিহাসিক ভাষনে বলেন- “ ঘরে ঘরে দুর্গ গড়ে তোল । তোমাদের যা কিছু আছে তাই নিয়ে মোকাবেলা করতে হবে ” । এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম , এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম ” । বস্তুত এ ভাষনের মধ্য দিয়েই বঙ্গবন্ধু বাঙালী জাতিকে স্বাধীনতা যুদ্ধের জন্য সর্বাত্বক প্রস্তুতি গ্রহনের আহবান জানিয়েছিলেন । তখন দেশে একটা চারিদিকে অস্থিরতার ভাব । এমন সময় একদিন ১৯৭১ সালের ২৫ শে মার্চের কালোরাতে পাকিস্তান সেনারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে । আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে । বেতারে যুদ্ধের ডাক শুনে সুরাত বাড়ীতে থাকল না । মায়ের কাছ থেকে বিদায় নিয়ে সুরাত ট্রাকে করে মুক্তি যোদ্ধাদের বিভিন্ন ঘাঁটিতে নিয়ে যায় দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে । অবশেষে দীর্ঘ নয় মাস সংগ্রাম করার পর ১৯৭১ সালের ১৬ ই ডিসেম্বর বাংলাদেশ নামক একটি দেশের অভ্যুদয় ঘটে । ············


istockphoto-1359774430-612x612.jpg




ধন্যবাদ সবাইকে


standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkDGMy52wVotParwf9eYo99FhcDG9yRVNaQxotVf91vSjAbxytemWEpH4UCMBVKo32iMz6Mc3c23ZDcBfZ1ESGR5dcG9hmK3xvsmcahC4GSPabbvtjdepn.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

স্বল্প পরিমাণ সাপোর্ট দিয়ে সাথে আছেন জেনে খুবই ভালো লাগলো এভাবে সামনের দিনে সাপোর্ট দিয়ে যাবেন আশা করি।

ভাইয়া চমৎকার করে মায়ের অপেক্ষা গল্পটি উপস্থাপন করেছেন ৷খুব ভাল লাগলো ৷
আপনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ঘটনাটি খুব করে উপস্থাপন করেছেন ৷
ধন্যবাদ

আসলে মায়ের অপেক্ষা কোন সময় শেষ সবার নয় ।।।মতামত দেয়ার জন্য ধন্যবাদ।

ভাই আপনার আজকের গল্পটি পড়ে বেশ ভালই লাগলো। মনে হচ্ছে বেশ মজা পাব পড়ে পরবর্তী গল্পের অপেক্ষায় রইলাম।

আমার লেখা গল্পটি পড়ে আপনার কাছে ভালো লেগেছে যেন অনেক খুশি হলাম। মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ।

মায়ের অপেক্ষার গল্পটি পড়ে সত্যি খুবই ভালো লাগলো। আপনি প্রতিনিয়ত খুবই সুন্দর সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করেন এভাবে এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইল।

ছেলে ফিরে আসবে না জেনেও মায়ের অপেক্ষা কখনো সে সবার নয় ধন্যবাদ ভাইয়া সুন্দর মতামতের মাধ্যমে উৎসাহ দেওয়ার জন্য।।

অনেক সুন্দর হয়েছে আপনি এগিয়ে চলুন আমরা আছি আপনার পাশে।

ভাবছি গল্পের একটা বই লিখব অনেকগুলো গল্প আছে একটা বইতে প্রকাশ করব কারণ ফ্যান ফলোয়ার প্রচুর তো আমার

অনেক ভালো লেগেছে ভাইয়া।
আসলে গল্পটির শেষ পর্ব না পড়লে মন খুলে কিছু বলা যাচ্ছে না পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম ভাইয়া।

আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম এভাবেই সুন্দরতম মতামতের মাধ্যমে পাশে থাকবেন আপনার গল্পগুলো আমার কাছে সেই ভালো লাগে।।