প্রকৃতির অপরূপ সৌন্দর্যের ফটোগ্রাফি।

in hive-129948 •  6 months ago 

হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@md-razu বাংলাদেশের নাগরিক।

আজ -২১ শে,বৈশাখ| | ১৪৩১ বঙ্গাব্দ ||শনিবার||গ্রীষ্মকাল ||



আমি রাজু আহমেদ।আমার ইউজার নাম @md-razu।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।

তাহলে চলুন শুরু করি

নিজ হাতে ক্যামেরা নিয়ে কিছু প্রিয় মুহূর্ত বন্দী করার মজাই অন্যরকম।প্রকৃতির রুপ কার না ভালো লাগে।প্রকৃতির রুপ দেখে মানুষের মনে এক অনাবিল সুখ বয়ে যায়।


1714822002541-01.jpeg

ফটো-এডিটর দিয়ে বানানো।



প্রকৃতির অপরুপ সৌন্দর্য।
device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/uncorks.nevermore.retake


আজ আপনাদের মাঝে প্রকৃতির কিছু অপরূপ সৌন্দর্য শেয়ার করবো। আশা করি এই ব্লগ আপনাদের কাছে ভালো লাগবে। ঘোরাঘুরি করতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে। আমিও ঘোরাঘুরি করতে পছন্দ করি। ছোটবেলা থেকেই বন্ধুদের সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে খুবই পছন্দ করতাম। আমার কিছু বন্ধু আছে তারাও ঘুরতে খুবই পছন্দ করে। বন্ধুদের চাওয়া-পাওয়ার সাথে মিল থাকলে তাহলে তো কোন কথাই নেই। যেখানে দুচোখ যায় সেখানেই যেতে মন চায় মন শুধু চায় ছুটাছুটি করতে বিভিন্ন জায়গায়। অচেনা দৃশ্য গুলো উপভোগ করতে।


1714821026414-01.jpeg

1714821005176-01.jpeg


আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা দেখতে আমার ভীষণ পছন্দের। এমন মেঘের ভেলা সচরাচর দেখা যায় না বিশেষ করে শরৎকাল অথবা বর্ষাকালে বৃষ্টি হবার পরে এরকম মেঘের ভেলা দেখা যায়।সবুজ প্রকৃতির মাঝে গিয়ে এরকম প্রকৃতি দেখতে আমার বেশ পছন্দের। আর নদীর পাড়ে গেলে এর সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি পায়।বৃষ্টির পরের সৌন্দর্য অনেক উপভোগ্য হয়ে থাকে। প্রকৃতি তার আপন মহিমায় সেজে ওঠে। এমন দৃশ্য দেখে মুগ্ধ হবে না এমন মানুষ হয়তো পৃথিবীতে নেই। প্রকৃতির প্রেমে মুগ্ধ হয়ে অনেক কবি কবিতা রচনা করেছেন।প্রকৃতির মায়ায় আমার বেশ ভালো লাগে।


1714820905852-01.jpeg

1714820884390-01.jpeg


নদীর পাড়ে দুইটা নৌকা বাধা রয়েছে। আমরা ওই নৌকার উপর বসে অনেক গল্পগুজব করতে থাকে। আসলে গোধূলি লগ্নে নৌকার উপর বসে সূর্য অস্ত যাওয়ার দৃশ্য দেখতে আমার বেশ ভালো লাগে। এমন মুহূর্তগুলো সব সময় পাওয়া যাবে না। হয়তো ঈদের পরে আবার ঢাকার শহরে চলে যাব। কিন্তু এইগুলো তখন স্মৃতি হয়ে থাকবে। তবে চেষ্টা করি প্রতিদিন বিকেলে আমরা প্রকৃতির সান্নিধ্যে ঘুরাঘুরি করার । যদিও এখন নদীতে পানি অনেক অল্প কিন্তু এর প্রাকৃতিক দৃশ্য এক চুলও কমেনি। আমরা নৌকার উপর বসে অতিথি পাখির কিস্তির মিচির শব্দ শুনতে থাকি। আসলে এমন দৃশ্য শুধু এই সময় দেখা যায়। কারণ যখন নদীতে পানি চলে আসবে, তখন অতিথি পাখিগুলো আর থাকবে না। সাইবেরিয়াতে প্রচুর শীত পড়ায় অতিথি পাখি এখন আমাদের দেশে এসেছে। তাছাড়াও শীত প্রধান দেশগুলো থেকে অনেক অতিথি পাখি বাংলাদেশে এসেছে। যখন ওই দিকে শীত কমে যাবে তখন অতিথি পাখিগুলো তাদের আবাসস্থলে চলে যাবে।
1714820771032-01.jpeg

1714820788814-01.jpeg


এই ফুলের ফটোগ্রাফি টা করা একটা আগাছা গাছ থেকে। এই গাছগুলোর সাথে জায়গায় হয়ে থাকে। বিশেষ করে রাস্তার দুই ধার দিয়ে অনেক দেখা যায়। যদি ওই ফুলের তেমন একটা কদর নেই। কিন্তু ফুল ফোটার পর দেখতে বেশ ভালই লাগে। রাস্তার দুধ ধার দিয়ে যখন ফুল ফুটে থাকে দেখতে অসম্ভব রকমের সুন্দর লাগে। ফুলের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে। ফুলের সৌন্দর্য কখনো কাউকে নিরাশ করে না। আমার কাছে ফুলের ফটোগ্রাফি করতে বেশ ভালো লাগে। ফুল হলো সৌন্দর্যের প্রতীক। ফুল ভালোবাসে না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না।


1714820730960-01.jpeg

1714820748204-01.jpeg


সবুজ প্রকৃতি দেখতে সব সময় আমার কাছে খুবই ভালো লাগে।যখন আমরা প্রকৃতির মাঝে হারিয়ে যাই তখন আমাদের মাঝে অন্য রকম একটি ভালো লাগা কাজ করে। আবার যখন আমাদের অনেক মন খারাপ থাকে আমরা তখন যদি প্রকৃতির মাঝে হারিয়ে যাই তখন আমাদের মনটা অনেক ভালো হয়ে যায়।প্রকৃতি হচ্ছে মহান আল্লাহ তাআলার বিশেষ একটি নেয়ামত। যে নিয়ামতের কারণে আমরা সবসময় হাসিখুশি এবং সুন্দরভাবে পৃথিবীতে বসবাস করতে পারি। প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে কথা বলতে গিয়ে শব্দের মাধ্যমে বুঝাতে পারবো না, কারণ প্রকৃতির সৌন্দর্য কেবল বর্ণনা করা যায় না, তা অনুভব করা প্রয়োজন। এই সৌন্দর্য আমাদের আত্মার শান্তি ।আমাদের সম্পর্ক প্রকৃতির সাথে আরও নিকটতম করে।


1714820817902-01.jpeg

1714820836422-01.jpeg


এই ফুলটির নাম আমার জানা নেই। তবে ফুলটি দেখতে খুবই সুন্দর ।ফুলের দিকে তাকালে চোখ ফেরানো যায় না। এই ফুলের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে। আসলে ফুল হলো সৌন্দর্যের প্রতীক। ফুলের সৌন্দর্যতায় মুগ্ধ হবে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না ।তেমনি ফুল আমাকে মুগ্ধ করেছে। চেষ্টা করেছি ফটোগ্রাফিটি সুন্দর করে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। আশা করি এই ফুলটির ফটোগ্রাফি আপনাদের কাছে ভালো লেগেছে। আর আপনাদের নাম জানা থাকলে অবশ্যই জানাবেন।


আমার পরিচয়

IMG-20240308-WA0014.jpg

আমি মো: রাজু আহমেদ, আমি একজন ছাত্র। আমি বর্তমানে সোনারগাঁও ইউনিভার্সিটিতে মেকানিক্যালে বিএসসি ইঞ্জিনিয়ারিং এ লেখাপড়া করছি। আমি একজন ভ্রমণ প্রিয় মানুষ। প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে ভীষণ পছন্দ করি। আমি ফটোগ্রাফি করতে, রান্না করতে, বই পড়তে, কবিতা পড়তে, খেলাধুলা করতে খুবই পছন্দ করি।স্টিমিট প্ল্যাটফর্মের আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করতে অনেক স্বাচ্ছন্দ্যবোধ করি।


ধন্যবাদ সবাইকে


standard_Discord_Zip.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি আজকে মনোমুগ্ধকর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি বেশ দক্ষতার সাথে প্রতিটি ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। এক নাম্বার এবং দুই নাম্বার ফটোগ্ৰাফি দেখে রিতিমতো মুগ্ধ হয়ে গিয়েছি। ধন্যবাদ এতো চমৎকার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ফটোগ্রাফি দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে অনেক খুশি হলাম। চেষ্টা করি সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের মাঝে শেয়ার করার জন্য। সুগঠিত মতামতের জন্য ধন্যবাদ আপনাকে।

image.png

প্রকৃতির অপরূপ সৌন্দর্যময় দৃশ্য গুলো দেখে খুবই ভালো লাগলো। আমি নীল আকাশের সৌন্দর্য, সাদা মেঘের ভেসে বেড়ানোর দৃশ্য ও কলমি ফুলের ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগছে।

প্রকৃতির মাঝে গিয়ে এমন সুন্দর দৃশ্য ক্যামেরা বন্দি করার মধ্যে আলাদা একটা প্রশান্তি পাওয়া যায়। ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।

মন জুড়ানো বেশ কিছু ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তোলা মেঘের ফটোগ্রাফী গুলো একটি গান মনে পড়ে গেল (বৈশাখ মাসে আকাশেতে সাদা মেঘের ভেলা)। এছাড়া বাকি সব ফুলের ফটোগ্রাফী গুলো আমার কাছে বেশ ভালোই লেগেছে। আজকে আপনি প্রাকৃতিক সৌন্দর্য ফটোগ্রাফী এর মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেছেন।

বৃষ্টির পরের দৃশ্য সব সময় আমাকে মুগ্ধ করে। আর যদি আপনি সবুজের মাঝে গিয়ে বৃষ্টির পরের দৃশ্য ক্যামেরাবন্দি করতে পারেন তাহলে এর চেয়ে ভালো আর কি হতে পারে। ফটোগ্রাফি গুলা আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

অসাধারণ কিছু ফটোগ্রাফি দেখতে পেলাম ভাই। কয়েকটি ফটোগ্রাফিতে কিছু ডায়নামিক কালার দেখলাম খুব ভালো লাগলো দেখে। ধন্যবাদ আপনাকে যথাযথ বর্ণনার মাধ্যমে শেয়ার করার জন্য।

সব সময় চেষ্টা করি ফটোগ্রাফি গুলো সুন্দর ভাবে ক্যাপচার করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। ফটোগ্রাফি করা আমার অনেক শখ। ধন্যবাদ সুন্দর মতামত প্রকাশ করার জন্য।

ভাইয়া আপনার ফটোগ্রাফি দেখে তো মনে হচ্ছে আপনি একজন সত্যিকারের ফটোগ্রাফার। আপনার ফটোগ্রাফি পোস্টে আপনি তো দেখছি পুরো বাংলাদেশ কে তুলে এনেছেন। প্রতিটি ফটোগ্রাফি ছিল অসাধারণ। আমাদের দেশের গ্রাম বাংলার প্রকৃতি যে এত অপরূপ সেটা আপনার ফটোগ্রাফি তেই ফুটে উঠেছে। ধন্যবাদ এমন সুন্দর কিছু ফটোগ্রাফি করার জন্য।

সত্যিকারের ফটোগ্রাফার কি না সেটা তো বলতে পারব না। তবে প্রকৃতির ফটোগ্রাফি করতে আমার কাছে বেশ ভালো লাগে। চেষ্টা করি সব সময় প্রকৃতির সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

প্রথম এর ছবিটা ভাইয়া খুব বেশি সুন্দর লাগছে বলতে গেলে অসাধারণ। প্রাকৃতিক সবুজ মাঠ উপরে সাধা মেঘের আকাশ,এবং মনে হচ্ছে আকাশ টাহ এই যেনো সবুজের স্পর্শ পাবে এতোটা কাছাকাছি চলে আসছে। ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য

এমন প্রকৃতির মাঝে গেলে নিজেকে হারিয়ে দিতে ইচ্ছা করে। বৃষ্টির পরের দৃশ্য গুলো এরকমই হয়ে থাকে। গঠনমূলক মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

সবুজ প্রকৃতির ছবি দেখতে আমার অনেক ভালো লাগে। আর এইরকম সবুজ প্রকৃতি ছবি দেখলে মন কোথায় যেন হারিয়ে যাই। আপনার সবগুলো ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা এর ফটোগ্রাফি টা অসাধারণ লাগছে। আকাশের ছবি আমার কাছে অনেক ভালো লাগে আকাশের দিকে তাকালে মনটা উদার হয়ে যায়। যাইহোক সবগুলো ফটোগ্রাফি আমার কাছে অসাধারণ লাগছে এমন সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

আপনি ঠিকই বলেছেন আকাশের দিকে তাকালে মনটা উদার হয়ে যায়। বলতে পারেন ফটোগ্রাফি করা আমার অনেক শখের একটা জিনিস। এজন্য সুন্দর কিছু দেখলে সেটা ক্যামেরাবন্দি করার চেষ্টা করি।

বিশেষ করে আপনারা যে কয়জন ফটোগ্রাফি পোস্ট শেয়ার করেন দেখে মুগ্ধ না হয়ে পারিনা। কারণ এত সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো ক্যাপচার করতে পারেন সত্যি ভাইয়া আপনার প্রশংসা করতে হয়। অনেক ভালো লাগে বিশেষ করে আকাশের এবং পানির দৃশ্য গুলো দেখে। এছাড়াও প্রাকৃতিক দৃশ্য গুলো অসাধারণ হয়। অনেক ভালো লেগেছে আপনার আজকের শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি। প্রশংসনীয় ছিল প্রত্যেকটা ফটোগ্রাফি।

অনেক আগে থেকেই ফটোগ্রাফি করতে অনেক ভালোবাসি। প্রকৃতির মাঝে গেলে নিজেকে অন্যরকম লাগে। চেষ্টা করি প্রকৃতির অপরূপ সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার জন্য।। আপনার সুন্দর মতামত পেয়ে অনেক ভালো লাগলো।

নিচে সুন্দর জলরাশি উপরে সুন্দর মেঘের ভেলা। আহ সত্যি কী সুন্দর কী চমৎকার দৃশ‍্য এগুলো। দেখে যেনে একেবারে প্রাণ জুড়িয়ে যায়। চমৎকার করেছেন তো ফটোগ্রাফি টা ভাই। বিকেলে সূর্যাস্তের ফটোগ্রাফি টাও চমৎকার ছিল। এককথায় অনবদ্য। ধন্যবাদ আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

সব সময় চেষ্টা করি প্রকৃতির সৌন্দর্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আপনাদের কাছ থেকে এরকম উৎসাহমূলক মতামত পেলে কাজের আগ্রহ আরো বেশি হয়ে যায়। পরবর্তীতে প্রকৃতির অপরূপ সৌন্দর্য আপনাদের মাঝে হাজির করবো ইনশাআল্লাহ।

ভাইয়া আপনি বেশ চমৎকার সব ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে নীল আকাশে সাদা মেঘের বেলা দেখে মুগ্ধ হয়ে গেলাম। এই ফটোগ্রাফিটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে। তাছাড়া ধুতরা ফুলের ফটোগ্রাফি টাও খুব সুন্দর হয়েছে। সবশেষের ফুলটি কে বন্য ফুল বলে। এই ফুলগুলো আমার কাছে অনেক ভালো লাগে। আপনার ফটোগ্রাফি গুলো এতটা নিখুঁত ও ক্লিয়ার ভাবে করেছেন যা দেখে সত্যি চোখ ফেরাতে পারছি না। ধন্যবাদ প্রকৃতি থেকে তোলা এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

ছোটবেলা থেকেই শখ ফটোগ্রাফি করার। সুন্দর কোন মুহূর্ত দেখলে সেটা ক্যামেরাবন্দি করার চেষ্টা করি। ফুলের ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।