একা জীবনযাপন করছে এমন অনেক উদাহরণ হয়তো আপনি দিতে পারবেন, কিন্তু সেই বেঁচে থাকা আদতে প্রাণহীন। বিশ্বখ্যাত সাহিত্যিক হেলেন কেলার বলেছেন, ‘একা আলোয় হাঁটার থেকে বন্ধুর সঙ্গে অন্ধকারে হাঁটা অনেক ভালো’। বন্ধুত্বের গুরুত্ব জীবনে ঠিক কতটা তা যে কারোই অনুভব করার কথা। আপনি ঘুরে বেড়ান, বাইরে কোথাও খেতে যান কিংবা সিনেমাই দেখতে যান, পাশে একজন বন্ধু না থাকলে মুহূর্তেই সব পানসে মনে হবে। আপনার সাদাকালো পৃথিবীকে রাঙাতে বন্ধুই কিন্তু রঙিন চশমা হিসেবে কাজ করে!
ছবি,পরন্ত বিকেলে আমি সহ আমার বন্ধুরা