ইংরেজি আর্টিকেল লিখুন প্রফেশনাল ভাবে || ১০% প্রিয় লাজুক খ্যাঁকের জন্য

in hive-129948 •  3 years ago 


আচ্ছালামুয়ালাইকুম,

আশা করি আমার বাংলা ব্লগের সকলে পরিবারবর্গ নিয়ে সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন। অনেক দিন পর আজ আবারো আপনাদের সামনে নিয়ে এসেছি অসাধারণ টিপস্ এন্ড ট্রিকস।

গত পর্বে আপনাদেরকে গোগল ক্রোম কেন স্মার্টফোন এবং এক্সটেনশন নিয়ে টিউটোরিয়াল দিয়েছিলাম এবং বলেছিলাম আগামীর পর্বগুলো অনলাইন প্লাটফর্মে স্মার্টলি কাজ করার জন্য কিছু অসাধারণ টিপস্ এন্ড ট্রিকস নিয়ে আপনাদের সামনে হাজির হবো। তারই ধারাবাহিকতায়, আজকে আপনাদের সামনে আমি উপস্থাপন করবো স্মার্টভাবে কাজ করার একটি ট্রিকস।

তো চলুন, শুরু করা যাক।

আমরা স্টিমিটে কাজ করছি এটা একটি অনলাইন ভিত্তিক কাজ এবং ডিজিটাল কাজ। আমরা শুধু স্টিমিটে না অন্যান্য প্লাটফর্ম কিংবা বিভিন্ন জায়গাতেই ইংরেজিতে লেখালেখি কিংবা একাডেমিক কাজের জন্য ইংরেজিতে লেখালেখি করতে হয়।

আমাদের লেখালেখিতে অনেকেরই গ্রামাটিকাল, বা শব্দ লিখতে বানানে ভুল কিংবা বিরামচিহ্ন, বড় হাতের অক্ষর বা ছোট হাতের অক্ষর এ ইত্যাদি ভুল করে ফেলি নিজের অজান্তেই। এই ধরণের শব্দের বানানে ভুল এবং গ্রামাটিকাল যে ভুলগুলা এমনকি ইট(It) এর জায়গায় দিস(This) বা (THIS) এর জায়গায় ইট(It) এসব ভুলগুলো কমানোর জন্য, আমরা গ্রামারলি (Grammarly) গোগল ক্রোম এক্সটেনশন টি ব্যবহার করতে পারি।


সত্যি বলতে, প্রথমবার গ্রামারলি এক্সটেনশনটি ব্যবহার করে আমি অনেক বিস্মিত হয়েছিলাম। আশা করছি, আপনিও প্রথমবার ব্যবহার করে বিস্মিত হবেন।

গ্রামারলি এক্সটেনশনটি বর্তমানে এক কোটির চেয়েও বেশি মানুষ ব্যবহার করছে।


গ্রামারলি তে দুইটা ভার্সন রয়েছে ⇨

☞ফ্রী

☞প্রিমিয়াম


ফ্রী ভার্সন দিয়ে আপনি যা সুবিধা পাবেন :

√ গ্রামারের ভুলকে সঠিক করে দিবে

√ বিরাম চিহ্নের ভুলকে সঠিক করে দিবে

√ স্পেলিং বা শব্দের বানানে ভুলকে সঠিক করে দিবে


প্রিমিয়াম ভার্সন দিয়ে আপনি যা সুবিধা পাবেন :

√ প্লাগিয়ারিজম চেক করতে পারবেন

√ পঠনযোগ্যতা বৃদ্ধি করবে

√ শব্দ ব্যবহারে সঠিক শব্দের ব্যবহার নিশ্চিত করবে

√ সংক্ষিপ্ত আকারে আপনার লেখাকে গুছিয়ে দিবে

√ সাবলীলতা / ফ্লুয়েন্সি বৃদ্ধি করবে

ইত্যাদি


গ্রামারলি এক্সটেনশনটি কিভাবে ব্যবহার করবেন, আমি নিচে দেখিয়ে দিচ্ছি।

প্রথমে ক্রোম ওয়েব স্টোর থেকে গ্রামারলি এক্সটেনশন টি ইন্সটল করে নিবেন।

তারপর Grammarly ওয়েবসাইটে প্রবেশ করবেন এবং সাইন ইন করে নিবেন।

কোন লেখা বা আর্টিকেল লিখে কপি করে নিচের মার্ক করা অংশে ক্লিক করে প্রবেশ করবেন।


তারপর নিচের মার্ক করা অংশে পেস্ট করে দিবেন।


নিচে, একটা উদাহরণ দেখিয়ে দিচ্ছি,

দেখুন, আমি নিজে ইচ্ছা করেই ভুল করে লিখাটা লিখলাম,পাশে আমাকে ভুল গুলো দেখিয়ে দিচ্ছে এবং সেগুলো ক্লিক করে করে, ঠিক করেছি।


সব বিরাম চিহ্ন এবং বানান শুদ্ধ করার পর, তারা আমাকে গ্রামার ভুল টি ঠিক করার জন্য সাজেস্ট করছে।


এভাবেই আপনারা আপনাদের আর্টিকেলগুলোকে প্রফেশনাল ভাবে লিখুন।

এবার আপনাকে আরো একটি অসাধারণ জিনিস দেখিয়ে দিচ্ছি।


ধরুন, আপনি কোন একটি ইমেইল লিখছেন, বা অনলাইন প্লাটফর্মে কোথাও আপনার লেখা ইংরেজিতে লিখছেন, সেটা নিচের ছবির মত দেখিয়ে দিবে অটোমেটিক, আপনাকে ওদের ওয়েবসাইটেও প্রবেশ করার প্রয়োজন নেই।


এই ভুলগুলো শুদ্ধ করতে আপনাকে রেড মার্ক করা লাইনের উপর মাউস নিয়ে যাবেন, তারপর আপনাকে সঠিক শব্দটি দেখাবে নিচের ছবির মতন, আপনি শুধু ক্লিক করে, শুদ্ধ করবেন।


বাহ কি চমৎকার।

আপনি গ্রামারলিকে আপনার এন্ড্রয়েডেও কিবোর্ড হিসেবে ব্যবহার করতে পারবেন।

আশা করি, আজকের পর্ব আপনাদের কেমন লেগেছে মন্তব্য করে জানাবেন, আপনাদের এক-একটি মন্তব্য শিক্ষণীয় পর্বগুলো নিয়ে আরো উৎসাহী করে তোলে।

কোন জিজ্ঞাসা থাকলে, নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন।

ধন্যবাদ

আমি মোঃ আশরাফুল গণি, পেশায় আমি একজন ছাত্র। ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপিং, ওয়েব ডিজাইনিং সিএমএস এক্সপার্ট, ইমেইল টেম্পলেট ডিজাইনিং, মেইলচিম্প এক্সপার্ট, হালকা - পাতলা গ্রাফিক্স ডিজাইন এ দক্ষতা আছে।

শখঃ টেক রিলেটেড যেকোন কিছু করতেই ভালো লাগে।

বর্তমানে ব্লগিং শিখছি, নতুন কিছু শিখতেই সবসময় ভালো লাগে।

পর্ব
একের ভেতর সব
কয়েকটি গুরুত্বপূর্ণ এবং উপকারী ওয়েবসাইট
ব্যাকগ্রাউন্ড রিমোভ ওয়েবসাইটটির টিউটোরিয়াল
সহজেই ছবিকে কম্প্রেসড করার টিউটোরিয়াল
আপনার ব্লগ পোস্টের শব্দ গুনুন
গোগল ক্রোম যেন একটি স্মার্ট ফোন


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

গ্রামারলি আমি নিজে বাবহার করি ।ইংরেজিতে কিছু লেখার জন্য দারুন কাজে দেয়।খুব ভালো লাগ্ল।শুভ কামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ ভাইয়া