ব্যাকগ্রাউন্ড রিমোভ ওয়েবসাইটটির টিউটোরিয়াল || 10% beneficiary for shy-fox

in hive-129948 •  3 years ago 


আচ্ছালামুয়ালাইকুম,

আশা করি আমার বাংলা ব্লগের সকলে পরিবারবর্গ নিয়ে সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন

ছোটবেলা থেকে কেমন যেন আমি মোবাইলখোর বা আমার টেকনোলজির প্রতি একটু আকর্ষন বেশি। সবসময় টেকনোলজির ফায়দা নেয়ার চেস্টা করতাম টিপস এন্ড ট্রিকস ব্যবহার করে।

আবার অন্যান্যদের কেও শেখাতে একটা ভালো লাগা কাজ করে আমার।

আমার বাংলা ব্লগে যেহেতু আমি নতুন,

ব্লগিং প্লাটফর্মটাই আমার জন্য নতুন, কিন্তু আমার যে ভালো লাগা অন্যদের কিছু শেখানো যা আমি আমার স্বল্প জ্ঞান দিয়ে জানি, এরি চিন্তাধারায়, আমি আপনাদের সামনে যতটুকু টেকনোলজি সম্পর্কে জানি এবং টিপস এন্ড ট্রিকস ব্যবহার করি, তা আপনাদের সামনে তুলে ধরবো পর্ব আকারে।

গত পর্বে, আপনাদের সামনে তিনটি গুরুত্বপূর্ণ ওয়েবসাইট সম্পর্কে ধারণা দিয়েছিলাম।

ওয়েবসাইটগুলো ছিলঃ

১. remove.bg

২. tinypng.com / tinyjpg.com

৩. wordcounter.net

আজকের ২নং পর্বে থাকছে,আপনারা ছবির ব্যাকগ্রাউন্ড রিমোভ করার জন্য remove.bg ওয়েবসাইটটি কিভাবে ব্যবহার করবেন,তারই সংক্ষিপ্ত বর্ণনা এবং সবকিছু স্ক্রিনশট সহকারে বুঝানোর চেষ্টা করবো।

তাহলে চলুন শুরু করি remove.bg দিয়ে।

ধরুন আমার এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমোভ করবো।



প্রথমে remove.bg ওয়েবসাইটে প্রবেশ করবেন,

তারপর নিচের ছবির মতন একটি ইন্টারফেস দেখতে পাবেন যদি আপনি ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে ব্রাউজ করেন!



তারপর আপনি আপলোড ইমেইজ (upload image) বাটনে ক্লিক করবেন।

আপনার উক্ত ছবিটি ক্লিক করে বা ড্রাগ এন্ড ড্রপ করে আপলোড করবেন।

আপলোড করার সাথে সাথে প্রসেসিং হওয়া শুরু করবে।



দেখবেন কত সহজেই আপনার ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমোভ হয়ে গেছে। মানে আপনার ছবি ট্রান্সপারেন্ট হয়ে গেছে। আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমোভ সঠিকভাবে না হলে, আপনার ছবির উপরে Edit একটা অপশন থাকবে, আপনি ব্রাশ দিয়ে, এডিট করে,নিজের ইচ্ছামত ব্যাকগ্রাউন্ড বা অন্য কোন কিছু রিমোভ করে ফেলতে পারবেন সহজে।

তারপর যদি আপনি মনে করেন আপনার ছবিটি যথার্থভাবে ব্যাকগ্রাউন্ড রিমোভ হয়েছে তাহলে, ডাউনলোড(Download) বাটনে ক্লিক করে,ডাউনলোড করে নিবেন।

আপনার যদি এইচডি(HD) কোয়ালিটির ছবিটি প্রয়োজন হয়,তাহলে আপনি remove.bg ওয়েবসাইটে অ্যাকাউন্ট করে ডলার পে করে, HD কোয়ালিটির ছবি ডাউনলোড করতে পারবেন।

তবে প্রথমবার একটি ছবি আপনি ফ্রী তে এইচডি(HD) কোয়ালিটির ডাউনলোড করতে পারবেন।

আমি সবসময় ফ্রী ডাউনলোড অপশন টি ব্যবহার করি,এতেই আমার হয়ে যায়।

আশা করি, আপনারা সবাই বুঝতে পেরেছেন ওয়েবসাইটটি কিভাবে ব্যবহার করতে হয়।

সামনে আরো টিপস এন্ড ট্রিকস নিয়ে আসবো আপনাদের কাছে, যেগুলোর ব্যবহার আপনাকে অনেকটা ট্রিকি হতে সাহায্য করবে এবং আপনার গুরুত্বপূর্ণ সময় বাঁচাতে সাহায্য করবে ইনশাআল্লাহ।

ধন্যবাদ।

আমি মোঃ আশরাফুল গণি।

আল্লাহ হাফেজ।

আচ্ছালামুয়ালাইকুম।

পর্ব ০১ঃ কয়েকটি গুরুত্বপূর্ণ এবং উপকারী ওয়েবসাইট || 10% Beneficiary for shy-fox

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

নিজের জানা গুরুত্বপূর্ণ কাজ অন্য কে জানানোর চেষ্টা করছেন এটা দারুন বিষয়।এভাবে এগিয়ে জান অন্যকে জানানোর মাধ্যমে শুভ কামনা রইলো

ধন্যবাদ ভাইয়া। চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ।দোআ প্রার্থী।