ফুলের ম্যাক্রোশট ফটোগ্রাফি || 10% beneficiary for shy-fox

in hive-129948 •  3 years ago 



আচ্ছালামুয়ালাইকুম,

আশা করি আমার বাংলা ব্লগের সকলে পরিবারবর্গ নিয়ে সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন।

প্রতিনিয়ত টিপস্ এন্ড ট্রিকস শেয়ারের মাঝখানে একটু বৈচিত্র্যতা প্রয়োজন। যে বৈচিত্র্যতা নিজের কাজকে আরো সুন্দরভাবে ফুটিয়ে তুলতে সাহায্য করে এবং নিজের কর্মক্ষেত্রের প্রতি আরো প্রাণবন্ত ও উৎসাহী করে তোলে।

তারই প্রেক্ষিতে, আজকে চিন্তা করলাম, আপনাদের সাথে কিছু ফটোগ্রাফি শেয়ার করি যদিওবা আমার ফটোগ্রাফিতে কোন দক্ষতা নেই। তাও চেষ্টা করেছি সুন্দরভাবে ছবিগুলো কে প্রদর্শন করতে। ছবিগুলো তুলা হয়েছে বাড়িওয়ালার ছাদের বাগান থেকে। আমাদের বাড়িওয়ালারা খুব শৌখিন মানুষ অবশ্য।

ফুল এমন এক অপরূপ সৃষ্টি, যা শুধু সৌন্দর্য বর্ধন করে না, অন্যজনকে শোভাশিত করে তোলে। ফুলের বাগানে ফুল মানুষকে অবসাদ-ক্লান্তি, দুঃখ ভুলিয়ে দেয় হয়তোবা সেটি খুবই ক্ষণস্থায়ী কারো ক্ষেত্রে দীর্ঘস্থায়ীও হতে পারে। তবে নতুন করে মানুষ নিজেকে রাঙায়, ফুলের অসাধারণ শোভায় নিজেকে শোভাশিত করে, আগামীর পথ চলাগুলোকে মসৃণ করতে সাহায্য করে। ফুলের সৌন্দর্যতা আর শোভাশ মানুষকে চাঙ্গা করে তোলে।

ফটোগ্রাফিতে দক্ষতা না থাকলেও ছবি তোলতে একটা ভালো লাগা কাজ করে। তো চলুন দেখা নেয়া যাক, আজকে ফটোগ্রাফিতে কি কি রয়েছে।


একটি কাঁটাযুক্ত ফুল


লক্ষ্য করুন, একটা মাছি ফুল থেকে মধু আহরণ করতে এসেছে



একটি নতুন কুড়ি তবে রঙিন। টবের গাছ টি থেকে আলাদা।

ফুলগুলির ভাব যেন কান উঁচিয়ে রৌদ পোহাচ্ছে




সীম ফুল, সাথে কিছু সীমের বাচ্চা


আমাদের গ্রাম্য ভাষায় নিচের ফুলটিকে মোরগ ফুল বলা হয়



একটি রঙিন ডাল এবং রঙিন পাতা, এটি আমার মন কেড়েছে


বিভিন্ন ধরনের ফুল, কুড়ি এবং টবের মাটি

আপনাদের কাছে একটি প্রশ্ন, নিচের ছবিটি কি হতে পারে?


ডিভাইসের নাম :
Mi 10T Pro


ক্যামেরা স্প্যাসিফিকেশন :
5 ম্যাগাপিক্সেল ম্যাক্রো লেন্স


লোকেশন :
রাঙ্গুনিয়া, চট্টগ্রাম


ধন্যবাদ

আমি মোঃ আশরাফুল গণি, পেশায় আমি একজন ছাত্র। ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপিং, ওয়েব ডিজাইনিং সিএমএস এক্সপার্ট, ইমেইল টেম্পলেট ডিজাইনিং, মেইলচিম্প এক্সপার্ট, হালকা - পাতলা গ্রাফিক্স ডিজাইন এ দক্ষতা আছে।

শখঃ টেক রিলেটেড যেকোন কিছু করতেই ভালো লাগে।

বর্তমানে ব্লগিং শিখছি, নতুন কিছু শিখতেই সবসময় ভালো লাগে।





Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অনেক চমৎকার হয়েছে ছবিগুলো এবং ছবির সাথে বর্ণনাগুলো খুব ভালো লেগেছে।
বিভিন্ন রকম ফুল সব সময় আমাদের কাছে অনেক ভালো অনুভূতি এনে দেয়। ধন্যবাদ শেয়ার করার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। একটি ভালো মন্তব্য, কাজের প্রতি, লেখার প্রতি অনেক উৎসাহ যোগায়। ধন্যবাদ স্যার আপনাকেও।

বাহ ভাইয়া আপনার ধারণ করা ফুলের ছবি গুলো চমৎকার হয়েছে। দেখে খুবই ভালো লাগছে। আপনার ফটোগ্রাফির হাত সত্যই অনেক ভালো। ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

ধন্যবাদ মাহির ভাইয়া, জানিনা কতটুকু সুন্দর হয়েছে, তবে চেস্টা করেছি। ধন্যবাদ। আপনার এপ্রিসিয়েশন আমাকে আরো উৎসাহী করছে।

আপনার ফটোগ্রাফী গুলো অসাধারণ হয়েছে অবশ্যই।

তবে,

এভাবে ফটোগ্রাফী পোস্ট করলে হবেনা।ফটোগ্রাফী গুলোর একটি সংক্ষিপ্ত বর্ণনা দিতে হবে।অন্যদের পোস্ট পড়লে তা বুঝতে পারবেন।
আর,
লোকেশন এভাবে দিলে হবেনা।লোকেশন দেওয়ার নিয়ম কমিউনিটির পিন পোস্টে রয়েছে।সেখান থেকে শিখে নিতে পারবেন।

ধন্যবাদ আপু। ভুলগুলি শুধরিয়ে দেওয়ার জন্য। আগামী থেকে ইনশাআল্লাহ আর ভুল হবে না।

  ·  3 years ago (edited)

ফটোগ্রাফি দারুন ছিল ফটোগ্রাফের উপস্থাপনা বেশি জোশ ছিলো। আর বর্ণ গুলো খুব সুন্দর দিয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।আর সবার নিচের ছবিটি আমার আটি অনেক পুরনো যতদূর বুঝা যাচ্ছে আরকি।

ধন্যবাদ মুন্না ভাইয়া। জি আপনার উত্তর সঠিক হয়েছে। প্রশ্নের উত্তর দেয়ার জন্য, এবং সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

ওয়াও অসাধারণ কিছু ফটোগ্রাফি দেখতে পেলাম। যেন মনে হলো সাধারণ কিছু ফুলের অসাধারণ ফটোগ্রাফি। যদি ফুলগুলো সম্পর্কে কিছুটা বর্ণনা করতেন তাহলে আরো বেশি ভালো লাগতো এবং জানতে পারতাম। কিন্তু ফটোগ্রাফি গুলো করা অনেক ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপু। সত্যিই বলতে, ফুলের নাম আমার অজানা, তাই বর্ণনা করতে পারিনি। আগামী থেকে ফটোগ্রাফি পোস্ট করার সময় ছবির সংক্ষিপ্ত বর্ণনা দিবো।