হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আশাকরি আমার বাংলা ব্লগের সকল সদস্যবৃন্দু আল্লাহর রহমতে ভালো আছে। আমার নাম ইমা অন্য দিনের মতো আজও আমি আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করতে এসেছি। আজকে আমি আপনাদের সাথে মধ্যবিত্ত মানুষের জীবন সম্পর্কে কথা বলতে এসেছি। আশা করি কথাগুলো শুনে আপনাদের অনেক ভালো লাগবে ।তাহলে চলুন বন্ধুরা দেরি না করে কথাগুলো শোনা যাক।
ব্লগার @mdemaislam00 ব্লগিং ডিভাইস infinix note 11pro অনুবাদে মোছাঃ ইমা খাতুন শ্রেণী ক্রিটিভ রাইটিং
ক্রিটিভ রাইটিংঃ মধ্যবিত্ত মানুষের জীবন||
মধ্যবিত্ত মানুষ মানে জীবনের উপর যুদ্ধ জীবনের উপরে পারি। মধ্যবিত্ত মানুষের জীবন প্রতিনিয়ত লড়াইয়ের সাথে চলে ।তারা সব সময় টেনশন ও কষ্টের সাথে জীবন চালায়। যারা বড়লোক যাদের অনেক টাকা-পয়সা গাড়ি-বাড়ি আছে তাদের হয়তো বিলাসিতার কোন শেষ নেই। এদিকে যারা মধ্যবিত্ত দিনমজুরি দিন আনে দিন খাই তাদের প্রতিনিয়ত জীবন কষ্টের সাথে চলে। তারা বিলাসিতা করতে চাইলেও পারেনা। তাদের ঠিকমতো খাবারের জোটে না তারা বিলাসিতা করবে কোথা থেকে । মধ্যবিত্ত মানুষের জীবন সব থেকে বেশি কষ্টের দিন আসে ঈদের সময়। তারা বাচ্চাদের পোশাক কিনে দিতে যেমন কষ্ট হয় এদিকে না কিনে দিলে বাচ্চাদেরও অনেক মন খারাপ হয়। তারা হয়তো বাচ্চাদের ঈদের পোশাক কিনে দিলেও নিজেরা কিনতে পারেনা। আবার এদিকে যারা বড়লোক যাদের অনেক টাকা পয়সা আছে তারা একটা পোশাক চার-পাঁচ হাজার টাকা দিয়ে কিনে থাকে। আর অন্যদিকে যারা মধ্যবিত্ত তারা বাচ্চাদের পোশাক কিনে দেওয়ার পর এমন হয় ঈদের দিন তাদের ঠিকমতো ভালো-মন্দ জোটে না। আমাদের বাড়ির পাশেই দেখেছি যাদের অনেক ছেলে মেয়ে আছে সেসব ছেলে মেয়েরা একটু মাংস খেতে চাইলেও বাবারা মাংস কিনে বাচ্চাদের খাওয়াতে পারে না ।কেননা মাংসের দাম এখন প্রচুর আর যাদের টাকা পয়সা আছে তারা প্রায় প্রতি সপ্তাহে মাংস খেয়ে থাকে।
আপনারা হয়তো খেয়াল করে দেখেছেন যারা ছোট বাচ্চা তারা সাইকেল কেনার জন্য অনেক বায়না করে বাবা মার কাছে ।তখন বাবা মারা চাই তার ছেলেকে সাইকেল কিনে দেওয়ার জন্য। কিন্তু টাকা না থাকার কারণে আবদার পূরণ করতে পারে না। একটা বাবা-মা যখন ছেলের আবদার পূরণ করতে পারে না সেটা যে কত কষ্টের কত যন্ত্রণার মধ্যবিত্ত বাবা মারাই জানে ।যারা মধ্যবিত্ত তারা একটু ভালোভাবে চলার জন্য যখন বিভিন্ন লোন নিয়ে থাকে তখন তাদের দিনগুলো আরো কঠিন হয়ে যায়। তারা যখন লোন নিয়ে থাকে সেই টাকাগুলো নিমিষেই ফুরিয়ে যায় কিন্তু যখন সেগুলো সোধ দিতে হয় তখন তাদের জীবনের উপর পাড়ি দিয়ে সেই লোনগুলো সোধ করতে হয় ।লোনগুলো সোধ করতে গিয়ে তাদের অনেক সময় অনেক বিপদের সম্মুখীন ও সংসারে অভাব অনটন দেখা দেয়। অনেক সময় লোন দিতে গিয়ে তাদের না খেয়ে দিন কাটাতে হয়। অনেকেই আবার লোন না শোধ দেওয়ার কারণে পালিয়েও চলে যায়। তাহলে বলেন তো মধ্যবিত্ত মানুষের জীবন যুদ্ধ ছাড়া আর কি ?একটা ছেলে যখন সংসার চালায় এবং তার ছেলে মেয়ে স্ত্রী বাবা-মা সবার দিকে খেয়াল রেখে সংসার চালায় তখন সেই ছেলেটার উপর অনেক চাপ সৃষ্টি হয়। কেননা তাদের মুখের দিকে তাকিয়ে সবার আবদার পূরণ করতে যে তার জীবনটা যুদ্ধের মতো হয়ে যায় ।আশা করি আমার কথাগুলো আপনাদের ভালো লাগবে ?কতটা ভালো লেগেছে আশা করি কমেন্টে জানাবেন?
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মধ্যবিত্ত মানুষের জীবন বড়ই কষ্টের।মধ্যবিত্ত পরিবারের মানুষরা চাইলেই সবকিছু করতে পারে না।পুরো পরিবারের ভাবনা একজনের মাথার উপরে থাকে।তাই কোন বিশেষ দিনে ও সবার জন্য পোশাক কেনা ও সম্ভব হয়ে উঠেনা।মধ্যবিত্ত পরিবারের মানুষ আমরা হাজারো স্বপ্ন নিয়ে বেঁচে থাকি।স্বপ্ন একদিন পূরণ হবে এই আশায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মধ্যবিত্ত মানুষের জীবনের কঠিন বাস্তবতা সত্যিই অবর্ণনীয়। প্রতিদিনের সংগ্রাম, সীমাবদ্ধতার মধ্যে থেকেও পরিবারের খরচ চালানো, সন্তানের আবদার পূরণ করা, সব কিছুই যেন এক অনন্ত যুদ্ধ। অন্যদিকে, যারা আর্থিকভাবে সুখী, তাদের কাছে এসব চ্যালেঞ্জগুলো অজানা।এই বাস্তবতা, সমাজের অবিচার, আর তাদের অদৃশ্য সংগ্রাম সত্যিই মনে দাগ কাটে। জীবনটা যতই কঠিন হোক, মধ্যবিত্ত মানুষ এক ধরনের অদম্য সাহস নিয়েই তার পথ চলতে থাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মধ্যবিত্ত জীবনের বাস্তব চিত্র দারুণভাবে তুলে ধরেছেন, আপু।প্রতিটি লাইন যেন সংগ্রামের গল্প বলে। দায়িত্ব, ত্যাগ, চাপ, আর স্বপ্নভঙ্গের এই জীবনযুদ্ধ সত্যিই কষ্টের। ঈদ কিংবা ছোট ছোট চাহিদা পূরণ না করতে পারার যন্ত্রণা হৃদয়ছোঁয়া। লেখাটি গভীরভাবে অনুভব করলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit