হ্যালো বন্ধুরা
হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন ।আশা করি আল্লাহর রহমতে অনেক ভাল আছেন ।আমিও ভাল আছি ।আশাকরি আমার বাংলা ব্লগের সকল সদস্যবৃন্দ আল্লাহর রহমতে ভালো আছে। আমি একজন স্টুডেন্ট। আমি বাংলাদেশে বাস করি ।আমার ইউজারনেম@mdemaislam00 ।আমি ধন্যবাদ দিতে চাই আমার বাংলা ব্লগের সকল মডারেটর এবং সদস্যবৃন্দের ।আমার বাংলা ব্লগ কমিউনিটি তে কাজ করে আমি নিজেকে অনেক ধন্য মনে করি ।কারণ আমার বাংলা ব্লগ কমিউনিটি তে বাংলা ভাষায় স্বাধীনভাবে আমরা লিখতে পারি ।আমার বাংলা ব্লগ কমিউনিটি মডারেটররা আমাদেরকে তাদের নিজের মত করে কাজ শিখিয়ে দেয়। আশা করি আমরা আমার বাংলা ব্লগ কমিউনিটি আরও উন্নতির দিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো ।আমি শুনেছি আমার বাংলা ব্লগ কমিউনিটি এখন দ্বিতীয় স্তরে আছে ।খুব শীঘ্রই আমরা প্রথম স্তর অধিকার করব। আমাদের এই কমিউনিটি তে প্রতিবারই কন্টেস্টের আয়োজন করা হয় । এবারও কনটেস্ট হচ্ছে এবারের কনটেস্ট শেয়ার করো তোমার গ্রীষ্মকালীন ফলের গল্প ।এই কনটেস্ট আয়োজন করেছেন আমাদের সবার প্রিয়@hafizullah ভাইয়া ।এত সুন্দর কনটেন্ট আয়োজন করার জন্য ভাইয়াকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ।আমি এই কনটেস্টে অংশগ্রহণ করতে পেরে নিজেকে অনেক খুশি খুশি মনে হচ্ছে।
আমার জীবনের গল্প
আমার বয়স যখন ১০ থেকে১১ ছিল ।তখন আমি খুব গাছে উঠতে পারতাম ।আমার কয়েকটা বান্ধবী ছিল তাদের বাড়ি আমাদের বাড়ির পাশেই ।যখন আম, জাম ,কাঁঠাল এর সময় হত তখন আমরা একসঙ্গে পেরে খেতাম ।কিন্তু ওরা সেমন একটা গাছে উঠতে পারতো না ।আমি গাছে উঠতাম ওরা নিচ থেকে খেত। আমার গাছে ওঠার ও একটা গল্প আছে। আমি যখন ছোট ছিলাম তখন আমার ভাইয়া গাছে উঠে জাম খেত। আমার ভাইয়া পাকাপাকা গুলো খেতে আর আমাকে কাঁচা গুলো দিত। আমি যতই বলতাম আমাকে একটু পাতা জাম দে ও আমাকে ততই কাচাতা দিত ।তখন আমার খুব রাগ হতো ।ভাবতাম আমি যদি গাছে উঠতে পারতাম তখন কিনা ভালো হতো ।আমি ওদের মত পাকা পাকা জাম খেতাম ।সেদিন থেকে আমার মনে একটা রাগ চলে এল। ওরা গাছে উঠতে পারে আমি কেন পারি না ।আমিও শিখব গাছে উঠতে ।পারতাম না তাও নিস থেকে কাউকে বলতাম আমাকে একটু ঠেলা মেরে তুলে দে ।সেই থেকে আমি এখন অনেক ভালো গাছে উঠতে পারি। এখনই আমের সময় ছোট ছোট আম-কুড়িয়ে আমরা বান্ধবীরা সেগুলো পরিষ্কার করে ধুয়ে লবণ মাখিয়ে ঝাল মাখিয়ে আমরা খাই। খেতে কি মজা লাগে বিশেষ করে দুপুরবেলায় খেতে বেশি মজা লাগে।
Source
আমাদের একটা বড় বাগান আছে। সেখানে আম গাছ,জাম গাছ, নারিকেল গাছ, কাঁঠাল গাছ আছে আরো অনেক কাজ আছে ।আমাদের আম গাছের সব আম আমি পারি ।যখন আমের সময় হয় তখন আমি আর আমার আপু যেয়ে অনেক মজা করে আম খাই। আমাদের গাছগুলো সেমন একটা বড় বড় না মাঝারি সাইজের তাই সুবিধা হয় । এখন আমার অনেক মজা হয় আমি গাছে উঠতে পারি। যেগুলা পাকা পাকা কাঁঠাল সেগুলা খেতে পারি ।আসলে গাছে ওঠার মজাই আলাদা ।আর এখন আমি ভাইয়ার থেকে বেশি ভালো গাছে উঠতে পারি ।আমার ভাইয়া বেশি মগডালে উঠতে গেলে বেশিরভাগই পড়ে যাই।আমি চিকন আমার উঠতে অনেক সুবিধা হয় ।একবার ও ভাইয়া গাছে উঠে ছিল আম পাড়তে গিয়ে উচু ডাল থেকে পড়ে গিয়েছিল ও প্রায় অজ্ঞান হয়ে গেছিল। কাঁঠাল ফল খেতে অনেক ভালো লাগে কারণ কাঁঠাল পেকে থাকলে নরম নরম আর কি সুন্দর সুগন্ধ ছড়ায় কাঁঠাল খাওয়ার মজাই আলাদা। পাকা কাঁঠাল গরম গরম রুটি সাথে খেতে বেশি ভালো লাগে।তখন থেকে আম্মু আর গাছে উঠতে দেয় না ।কিন্তু আমি অনেক সাবধানে উঠে আজও আমি গাছ থেকে কোনদিন পড়িনি ।এখন কাঁঠালের সময় এসেছে আমার মজাই হবে আবার গাছে উঠবো ।আম্মু গাছে উঠতে দেয় না তাও আমি চুরি করে উঠি।
আর জামের সময় আসলে তো কথাই নেই ।জামের সময় আসলে আমি ঝালের গুঁড়ো ও লবণ এবং এক বোতল পানি নিয়ে গাছে উঠি। মগডালে উঠে পাকা পাকা জাম গুলো লবণ ঝালের গুঁড়ো দিয়ে খাই। আর পানি পিপাসা পেলে পানি খাই। আমার খাওয়া শেষ হয়ে গেলে বাড়ির জন্য কিছু জাম মেরে আনি।আমাদের গাছে এত জাম হয় যে খেতে পারিনা । নিচে অনেকগুলো জাম পড়ে থাকে ।গ্রীষ্মকালে অনেক মজা হয় আম জাম কাঁঠাল মজাদার ফলগুলো খাওয়া হয় ।এই ছিল গ্রীষ্মকালীন আম জাম ফল নিয়ে আমার জীবনের কিছু গল্প ।আশাকরি আপনাদের শুনে অনেক ভালো লেগেছে ।ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার গল্পটি শুনার জন্য।
- ১০% বেনিফিসার প্রিয়@shy-fox দেওয়া হল।
ফটোগ্রাফার | @mdemaislam00 |
---|---|
ফটোগ্রাফির ডিভাইস | vivo |
আপু আপনার গ্রীষ্মকালীন ফল নিয়ে গল্পটি আমার ভালো লেগেছে। আসলেই জাম আমারও অনেক প্রিয়। আপনার জাম প্রিয় এবং আপনি জাম গাছ থেকে জাম পেরে খেয়েছেন, বিষয়গুলো পড়ে খুবই ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনার কাঁঠাল ও আম গাছে ওঠার গল্প জেনে ভালো লাগলো। আসলে গাছে ওঠার মজাই আলাদা। তবে দুঃখের বিষয় হলেও সত্য আমি গাছে উঠতে পারিনা। এমনকি ছোটবেলায় কখনো গাছে উঠিনি। অনেক সুন্দর ভাবে আপনি আপনার ফলের গল্প উপস্থাপন করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপু। আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনার গল্পটি পড়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার ভাই আপনাকে কাচা কাচা জাম দিত আর আপনি সেই কাঁচা জাম খেতেন। আর আপনার ভাইয়া সব সময় পাকা জাম খেতেন।গাছে না উঠতে পারলে বোধহয় এরকমই হয়। যাইহোক আপু আপনি গল্পটি গুছিয়ে সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন এ জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গ্রীষ্মকালীন ফলের গল্প শেয়ার করতে গিয়ে আপনি অনেক মজার কিছু ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। আমাদের সকলের জীবনে ছোটবেলায় নানা ঘটনা ঘটে থাকে। আপনার জাম খাওয়ার গল্পটা পড়ে আমার খুব ভালো লাগলো। আসলে গাছে উঠতে না পারলে ভালো জিনিসটা খাওয়া যায় না। আপনার জন্য অনেক অনেক শুভকামনা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit