পাঙ্গাস মাছকে সাধারণত তৈরি খাবার এবং ফিড খেতে দেওয়া হয়। তৈরি খাবার খেতে দিলে মাছের ওয়েট অনেক বাড়ে। এবং ফিড খেতে দিলে মাছ অনেক লম্বা চওড়া হয়ে থাকে ।তাই দুটো খাবারই দেওয়া উচিত ।আপনি যদি শুধু ফিড খাবার মাছকে খাওয়ান তাহলে হয়তো খুব কম লাভবান হবেন। আপনি যদি ফিড এবং তৈরি খাবার খেতে দেন তাহলে একটু বেশি লাভবান হতে পারবেন। ফিড খেতে দিলে অনেক সময় মাছ দূরত্ব লম্বা হয়ে যায় কিন্তু মাছের ওজন অনেক কম হয় ।সেজন্য চাষি বেশিরভাগই ক্ষতিগ্রস্ত হয়ে যায়। পুকুর পাড়ে আমি তেমন একটা যায় না দরকার না হলে। আজকে বিকেল বেলায় ইচ্ছে হলো মাছ দেখার জন্য তাই আমি আর মাহাদী চলে গেলাম পুকুর পাড়ে মাছ দেখার জন্য। যখন মাছকে খেতে দিয়েছিলাম আর মাছগুলো লাফিয়ে লাফিয়ে খাবার খাচ্ছিল তখন মাহাদি দেখে অনেক আনন্দিত হয়েছিল ।আমারও অনেক ভালো লাগছিল মাছকে খাবার দিতে।
মাহাদি পাঙ্গাস মাছ খেতে অনেক ভালোবাসে। কেননা পাঙ্গাস মাছে কাটার পরিমাণ কম থাকে। সেজন্য খেতে অনেক সুবিধা হয়ে থাকে। এছাড়াও পাঙ্গাস মাছ খেলে ওয়েট অনেক বারে। আগে আমি পাঙ্গাস মাছ তেমন একটা খেতে চাইতাম না। যখন আম্মু মসলা দিয়ে অনেক সুন্দরভাবে পাঙ্গাস মাছ রান্না করত ।তখন অনেক সুন্দর একটা ফেভার আসতো ।একদিন খেয়ে চেক করে দেখছিলাম খেতে কেমন লাগে। যখন দেখলাম আসলেই রেসিপিটা খেতে অনেক ভালো লাগে। তখন থেকে যখন ভালো লাগে পুকুর থেকে টাটকা মাছ বরষী দিয়ে ধরে এনে রান্না করে খেয়ে থাকি ।আমাদের এই পুকুরে শুধু পাঙ্গাস মাছ নেই। বিভিন্ন ধরনের মাছ চাষ করে থাকি ।এই পুকুরে সাধারণত পাঙ্গাস, তেলাপিয়া ,জাপানি , সিলভার আরো বিভিন্ন ধরনের মাছ এখানে চাষ করা হচ্ছে। পাঙ্গাস মাছ বেশি থাকার কারণে ছিপ দিয়ে তেমন একটা অন্য মাছ ধরা হয় না। ছিপ দিয়ে মাছ ধরতে গেলে বেশিরভাগই পাঙ্গাস মাছ উঠে থাকে। পাঙ্গাস মাছ সাধারণত অল্প শীতে বিক্রি করে দেওয়া ভালো। বেশি শীত হলে দেখতে পাওয়া যায় শীতের কারণে অনেক পাঙ্গাস মাছ মারা যায়। পাঙ্গাস মাছের পচুর পরিমাণ খাবার খেয়ে থাকে কিন্তু খাবারের তুলনায় দাম অনেকটাই কম।
এবার প্রচুর পরিমাণ বন্যার কারণে পাঙ্গাসের দাম অনেকটাই কম। সেজন্য চাষিরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে । পাঙ্গাস মাছের জায়গায় যদি সেই পরিমাণ টেংরা শিং মাছ চাষ করা যেত তাহলে খাবার অনেকটাই কম খেত এবং অনেক লাভবান হওয়া যেত ।এর আগের বার আমরা শিং মাছ করেছিলাম। খাবার অনেকটাই কম খেয়েছিল শিং মাছের দাম সব সময় অনেক বেশি থাকে ।সেজন্য অনেকটা লাভবান হয়েছিলাম। বিকেল বেলায় যখন পুকুর পাড়ে মাছ দেখার জন্য যায় তখন যেন মনটা অনেক ভালো লাগে এবং হালকা লাগে। আসলেই কিছু সময় প্রকৃতির মাঝে কাটালে জীবনটা যেন নতুন করে আবার ফিরে পায়। তাই মাঝেমধ্যে আমি সময় পেলে সবজি বাগানে বা পুকুর পাড়ে ঘুরতে যাই ।সবজি বাগানে যখন যায় তখন সবজিগুলো যত্ন নিয়ে থাকি। নিজের হাতে সবজি তৈরি করার মজাই আলাদা ।নিজের হাতে সবজি তৈরি করে টাটকা সবজি খেলে অনেকটাই বিষমুক্ত সবজি পাওয়া যায়।আশা করি আমার পুকুর পাড়ের কিছু মুহূর্ত আপনাদের ভালো লাগবে।
🌹 ধন্যবাদ সবাইকে🌹
আল্লাহ হাফেজ...! আবারো খুব শীঘ্রই দেখা হবে ইনশাল্লাহ ❣️❣️❣️
ব্লগার | @mdemaislam00 |
ব্লগিং ডিভাইস | infinix note 11pro |
অনুবাদে | মোছাঃ ইমা খাতুন |
আমার নাম মোছাঃ ইমা খাতুন। আমি একজন বাংলাদেশী। আমার বর্তমান ঠিকানা ষোলটাকা, গাংনী মেহেরপুর। আমি বিভিন্ন ধরনের রেসিপি করতে অনেক পছন্দ করি এছাড়াও আমি লেখালেখি এবং ডাই পোস্ট করতে ভালোবাসি। আমি এসএসসি পাশ করেছি আমাদের গ্রাম থেকে এবং পাশাপাশি ব্লগিং করি এবং নিজের যোগ্যতাকে যোগ্য অবস্থান দেওয়ার চেষ্টা করি। আমি বিশ্বাস করি মানুষ একদিন হয়তো থাকবে না কিন্তু মানুষের কর্ম সারা জীবন থেকে যাবে এই জন্য আমি কাজের ভিতরে আসল শান্তি খুঁজে পাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গ্রামে ছোট্ট একটা বাড়ি, ফসলে ভরা ক্ষেত, পুকুর ভরা মাছ থাকলে আর কি লাগে আপু। পুকুরে দেখছি অনেক মাছ। সত্যি কথা বলতে আমিও পাঙ্গাস মাছ খাই না আপু। তবে আমার বাসার অনেকেই খুব পছন্দের। ধন্যবাদ আপু পুকুর পাড়ে কাটানো কিছু সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কি দারুন দৃশ্য, মাছের এই লাফালাফি দেখতে আমার খুবই ভালো লাগে । আপনি দেখছি মাছের খাবার দেয়ার সময় দারুন কিছু ছবি তুলেছেন এবং সেই মুহূর্তটা আমাদের সাথে শেয়ার করলেন । অনেক ভালো লাগলো একসময় আমাদেরকে দাওয়াত দিবেন। আমরাও এই সুন্দর মুহূর্তটা উপভোগ করব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পুকুরে যখন খাবার দেওয়া হয় তখন মাছেদের আনন্দ অনেক বেড়ে যায়। আর তারা মনের আনন্দে ছোটাছুটি করে। এই সুন্দর দৃশ্য গুলো দেখতে সত্যি অনেক ভালো লাগে। আপু আপনার এই পোস্ট দেখে অনেক ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে আপু মাছ ধরতে আর পুকুরে খাবার দেওয়ার দৃশ্য দেখতে খুব ভালো লাগে। পুকুর পাড়ে বেশ কিছু মুহূর্ত অতিবাহিত করেছেন।পুকুরে দেখছি অনেক মাছ। বেশ সুন্দর দারুন দৃশ্য। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit