হ্যালো বন্ধুরা
বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি। আমি আমার বাংলা ব্লগের @abb-school এর একজন নিয়মিত ছাত্রি । আমি নিয়মিত প্রায় সকল ক্লাসই করি আজকে আমি বিকেল 3 ঘটিকার সময় লেভেল টু এর ভাইভা দিলাম এবং আপনারা সবাই জেনে খুশি হবেন যে আমি এই ভাইভাতে উত্তীর্ণ হয়েছি এবং লেভেল ৩ এর লিখিত পরীক্ষা দেওয়ার জন্য আমি সুযোগ পেয়েছি এর জন্য আমি অনেক আনন্দিত। আশাকরি আমি আমার পরীক্ষার সকল বিষয়ের উত্তর গুলো সঠিকভাবে দিতে পারবো । আমি আমার মতো করে চেষ্টা করছি যদি কোন ভুল ত্রুটি হয় আশা করি আপনারা সবাই বিনয় এর দৃষ্টিতে দেখবেন।
(১) মার্কডাউন কি ?
- একটি পোস্ট সুন্দরভাবে উপস্থাপন করতে মার্কডাউন এর গুরুত্ব অপরিসীম। মার্ক ডাউন এর মাধ্যমে আমরা একটা পোস্ট কে অনেক সহজলভ্য ভাবে সবার সামনে উপস্থাপন করতে পারি। একটি পোস্টকে কোয়ালিটি সম্পন্ন করতে বিভিন্ন রকম মার্ক ডাউন এর কোড করা হয়।
(২) মার্কডাউন কোড এর গুরুত্ব ?
- প্রথমত মার্ক ডাউন কোড ব্যাবহার করলে একটি পোস্ট পাঠকের দৃষ্টি আকর্ষণ করে এবং একটি পোস্টের সৌন্দর্য অনেক গুন বেড়ে যায় । এছাড়াও একটি কোয়ালিটি সম্পন্ন পোস্ট তৈরী করতে মার্কডাউন প্রতিক্ষেত্রে ব্যবহার করা হয় । এছাড়াও পোস্টের মধ্যে কোন একটি বিষয় নির্দিষ্ট করে বোঝাতে মার্কডাউন ব্যবহার করা হয়ে থাকে তাই সব কিছু বিবেচনা করে বলা যায় মার্কডাউন একটা পোষ্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
(৩) পোষ্টের মধ্য মার্কডাউন কোডগুলো প্রতিফলিত না করে কিভাবে দৃশ্যমান রাখা যায় ?
কোডগুলোর আগে ব্যাক ফ্ল্যাশ ( \ ) ব্যবহার করে কোডগুলো দৃশ্যমান রাখা যায়।
এছাড়াও লেখার শুরুতে চারটি স্পেস ব্যবহার করে কোডগুলো দৃশ্যমান রাখা যায়।
(৪) টেবিল তৈরি করতে হলে যেভাবে মার্কডাউন কোড ব্যবহার করতে হয় ?
ইনপুটঃ-
| ক্রমিক নম্বর | পোস্ট দাতার নাম | স্টিম পাওয়ার বৃদ্ধি|
|-|-|-|
১ | রহিম | ১০০ |
২ | করিম | ৭৪ |
৩ | আব্দুল | ২৪০ |
আউটপুটঃ-
ক্রমিক নম্বর | পোস্ট দাতার নাম | স্টিম পাওয়ার বৃদ্ধি |
---|---|---|
১ | রহিম | ১০০ |
২ | করিম | ৭৪ |
৩ | আব্দুল | ২৪০ |
(৫) পোস্টে সোর্স উল্লেখ করার নিয়ম ?
- পোস্টে কিভাবে সোর্স উল্লেখ করতে হবে তা ইনপুট এবং আউটপুট এর মাধ্যমে দেখানো হলো।
ইনপুটঃ-
[source](www.google.com)
আউটপুটঃ-
source
(৬) বৃহত্ত হতে ক্ষুদ্র ক্রমিকভাবে ১ হতে ৬ পর্যন্ত হেডার গুলোর কোড লেখা হলো ?
ইনপুটঃ-
# হেডার ১
## হেডার ২
### হেডার ৩
#### হেডার ৪
##### হেডার ৫
###### হেডার ৬
আউটপুটঃ-
হেডার ১
হেডার ২
হেডার ৩
হেডার ৪
হেডার ৫
হেডার ৬
(৭) টেক্সট জাস্টিফাই কোড লিখুন ?
- টেক্সট কিভাবে জাস্টিফাই করা যায় সেই মার্ক ডাউন কোডটি নিচে লিখা হলো
<div class=" text-justify " > এবার লেখা </div>
(৮) কনটেন্ট এর টপিক নির্বাচনে কোন বিষয় এর প্রতি বেশি গুরুত্ব দিতে হবে ?
- একটি সুন্দর পোষ্ট করতে হলে পোস্টের মূল টপিকসের উপরে সঠিক জ্ঞান থাকতে হবে। একটি পোস্টের টপিকস এ জ্ঞানের পাশাপাশি অভিজ্ঞতা এবং সৃজনশীলতা থাকা জরুরি কেননা একটি পোষ্টের টপিকস এ যদি জ্ঞান সৃজনশীলতা এবং অভিজ্ঞতা থাকে তাহলে পাঠক ওই পোস্টটি পড়ে অনেক কিছু শিখতে পারবে এবং সেই পোস্টটি তার অনেক ভালো লাগবে।
(৯) কোন টপিকস এর উপর ব্লগ লিখতে গেলে ওই টপিকস এর উপরে যথেষ্ট জ্ঞান থাকা জরুরি কেন ?
- কোন এক ব্যক্তি যদি একটা নির্দিষ্ট টপিকস এর উপরে জ্ঞান আহরণ করে তারপরে সেই টপিকস এর উপরে লেখে তাহলে সেই টপিকস টি অন্যদের মাঝে অনেক বিস্তারিতভাবে সে আলোচনা করতে পারবে ।এক্ষেত্রে পাঠকেরা পড়ে সেই বিষয়টি আরো ভালোভাবে বুঝতে পারবে। এছাড়াও নির্দিষ্ট জ্ঞান নিয়ে যদি একটা পোস্ট লেখা হয় তাহলে সেই পোষ্টটি অনেক কোয়ালিটি সম্পন্ন পোস্ট হয় তাই সঠিক জ্ঞান নিয়ে কোনো টপিকস এর উপরে পোস্ট লেখা খুবই জরুরী।
(১০) ধরুন প্রতি স্টিম এর মূল্য $0.50 । আপনি কোন একটি পোস্ট $7 এর একটি ভোট দিলেন তাহলে আপনি কত ডলার (usd) কিউরেশন রিওয়ার্ড পাবেন ?
- এক্ষেত্রে আমি কিউরেটর হিসেবে $3.5 রিওয়ার্ড পাব। এবার আমি যদি স্টিম এর মূল্য $0.50 দিয়ে কনভার্ট করি তাহলে আমি 7 স্টিম পাওয়ার (sp) পাব।
(১১) সর্বোচ্চ কিউরেশন রিওয়ার্ড পাওয়ার কৌশল কি ?
- কোন পোস্ট পাবলিশ করার 5 মিনিট পর ভোট দিতে হবে।
- কোয়ালিটি পোস্টৈ ভোট দিতে হবে।
- ট্রেন্ডিং পোস্টে ভোট দিতে হবে।
- সবার আগে পোস্টে ভোট দেওয়ার চেষ্টা করতে হবে।
- 6 দিন 12 ঘণ্টা আগে পোস্টে ভোট দেওয়ার চেষ্টা করতে হবে ।
(১১) কিউরেশন করলে বেশি ইনকাম হবে নাকি @herorism এ ডেলিগেশন করলে বেশি ইনকাম হবে।?
- প্রথমত আপনার কাছে যদি স্টিম পাওয়ার (sp) অনেক সীমিত থাকে তাহলে আপনি @heroism এ ডেলিগেশন করতে পারেন।
- আপনার কাছে যদি নির্দিষ্ট পরিমাণ স্টিম পাওয়ার (sp) যেমন 1500 অথবা 1000 এমন থাকে তাহলে আপনি কিউরেশন করতে পারেন।
- আপনার হাতে যদি কোয়ালিটি পোস্টে ভোট দেওয়ার মত সময় না থাকে তাহলে @heroism এ ডেলিগেশন করতে পারেন ।
- সুতরাং যদি আপনার স্টিম পাওয়ার (sp) কম থাকে তাহলে আপনি @heroism প্রজেক্টে এ ডেলিগেশন করতে পারেন এক্ষেত্রে আপনার স্টিম পাওয়ার (sp) সর্বোচ্চ ব্যবহার করা হবে। এবং ৫০০ (sp) এর উপরে ডেলিগেশন করলে আপনি এখান থেকে আপনার স্টিম পাওয়ার এর পরিমাণের সর্বোচ্চ 10 গুণ সমপরিমাণ ভোট পাবেন।
ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য
Cc:
@alsarzilsiam
প্রথমত বলি আপনার টাইটেলটি ঠিক হয়নি এবং আরও এক জায়গায় ভুল রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। অনুগ্রহপূর্বক এটি ঠিক করে নেবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার উপস্থাপনা দেখে বোঝাই যায়, লেভেল টু এর প্রতিটি বিষয়বস্তু সম্পর্কে ভালো ধারণা রেখেছেন আপনি। এভাবেই শিখতে থাকুন আর নিজেকে এগিয়ে নিয়ে চলুন। শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক অভিনন্দন যে আপনি লেভেল অতিক্রম করেছেন। আপনার উপস্থাপনা দেখেই বোঝা যাচ্ছে যে আপনি খুব সুন্দর ভাবে এবিবি স্কুল থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। শুভকামনা আপনার পরবর্তী লেভেলের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
লেভেল 2 হতে আপনার অর্জন দেখে খুবই ভালো লাগলো এবং আশা করি খুব শীঘ্রই level3 উত্তীর্ণ হবেন। তবে একটা কথাই বলবো, ভালোভাবে এবিবি স্কুলের ক্লাস গুলো করবেন। আর সেটাই আপনার কাজে আসবে ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনার উপস্থাপনা অনেক সুন্দর ছিল তবে কত নম্বর লেভেলের এক্সাম দিয়েছেন সেটা উল্লেখ করলে বোধহয় ভালো হতো। আশা করি বুঝতে পেরেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চমৎকারভাবে লেভেল 2 এর বিষয় গুলো বিস্তারিত তুলে ধরেছেন। নিয়মিত ক্লাস করার কারণেই বিষয়বস্তু গুলো আপনার বুঝতে অনেকটা সুবিধা হয়েছে। কিন্তু দুঃখের ব্যাপার যে পোস্টটি আপনার হাতে ধরেছেন সেখানে কোন লেভেল থেকে কোন লেভেল আপনি অর্জন করেছেন সেটা উল্লেখ করা হয় নাই।সাথে আপনার শিরোনামেও লেভেলটি উল্লেখিত হয়নি। শিরোনামের এ লেভেলটি সংযুক্ত করার জন্য অনুরোধ করছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি level-3 থেকে অনেক কিছু শিখেছি আপু। তা দেখে অনেক ভালো লাগলো।আপনার জন্য দোয়া রইল আপু অতি শীঘ্রই আপনি পরের লেবেলগুলো পাস করে আমাদের সাথে কাজ করুন। আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
লেভেল 3 আমাদের কমিউনিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি লেভেল। এই লেভেলে মাক ডাউন এবং কিউ রেশন ও অথর রিওয়ার্ড বন্টন সম্পর্কে খুব সুন্দরভাবে ধারণা দেওয়া হয়। পোস্টটি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit