DIy || এসো নিজে করি, মার্কার পেন দিয়ে গোলাপ ফুল তৈরি || ১০%@shy-fox এর জন্য

in hive-129948 •  3 years ago  (edited)

IMG_20220105_185251~2.jpg

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন ?আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন ।আমিও ভাল আছি ।আশা করি আমার বাংলা ব্লগের সকল সদস্যবৃন্দ আল্লাহর রহমতে ভালো আছে ।আমার ইউজার নেম@mdemaislam ।আমি একজন স্টুডেন্ট আমি বাংলাদেশে বাস করি ।আজকে আমি একটু অসুস্থ ছিলাম, কারণ গাংনীতে করুনার ভ্যাকসিন দিতে গিয়েছিলাম। এসে ভাবলাম আজকে কি পোস্ট করা যায়। ভাবলাম গোলাপ ফুল তো আঁকানো যাই। তাই অন্যদিনের মত আজও আপনাদের সামনে ঝটপট নতুন একটি ছবি অংকন নিয়ে হাজির হয়েছি ।আশাকরি আপনাদের দেখে অনেক ভালো লাগবে ।গোলাপ ফুল ব্যক্তিগতভাবে সবাই পছন্দ করে ।গোলাপ ফুল বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন লাল ,গোলাপি ,হলুদ ,কাল আরও বিভিন্ন ধরনের। বিশেষ করে লাল গোলাপটা দেখতে বেশি ভালো লাগে। কেউ আবার সাদা গোলাপ ও ভালোবাসে ।বিশেষ করে আমার লাল গোলাপ বেশি ভালো লাগে ।গোলাপ ফুলটা অঙ্কন করতে গিয়ে আমার একটু কষ্ট হয়েছে কারণ হাতে ভ্যাকসিন দিয়ে অনেক ব্যাথা হয়েছে তাও সুন্দর করার চেষ্টা করেছি ।গোলাপ ফুলটা আঁকাতে আমার দুইটা মার্কার পেন লেগেছে। একটা কালো মার্কার পেন ,একটা লাল মার্কার পেন আর দুইটা রঙপেন্সিল লেগেছে ।গোলাপ ফুল সাধারণত শীতকালে বেশি ফুটে থাকে। গোলাপ ফুল মেয়েরা খোপায় ব্যবহার করে থাকে। আবার বিয়ের কনে ও বরের গলায় মালা করা হয় ।আশা করি আপনাদের আমার গোলাপ ফুল অংকন টি ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক।

প্রয়োজনীয় উপকরণ


উপাদানপরিমাণ
মার্কার পেনদুইটি
সাদা পৃষ্ঠাএকটি
রং পেন্সিলদুইটি

ধাপঃ-১


IMG_20220105_181822.jpg

  • মার্কার পেন দিয়ে বেঁকিয়ে ,বেঁকিয়ে গোলাপ ফুলের কলি করে নি।

ধাপঃ-২


IMG_20220105_181916.jpg

  • এবার মার্কার পেন দিয়ে বেকিয়ে ,বেকিয়ে গোলাপ ফুলের মাথাটি আরেকটু বড় করে নি।

ধাপঃ-৩


IMG_20220105_182121.jpg

  • এবার মার্কার পেন দিয়ে গোলাপ ফুলের সম্পূর্ণ কলিটি শেষ করি নি।

ধাপঃ-৪


IMG_20220105_182153.jpg

  • এবার গোলাপ ফুলের ডাল করে নি।

ধাপঃ-৫


IMG_20220105_182232.jpg

  • গোলাপ ফুলের ডাল ও পাতা আঁকানো শেষ করে নি।

ধাপঃ-৬


IMG_20220105_182323.jpg

  • গোলাপ ফুলের কলিতে লাল রং করে নি।

ধাপঃ-৭


IMG_20220105_183229.jpg

  • গোলাপ ফুলের কলিতে রং করা শেষ করে নি।

ধাপঃ-৮


IMG_20220105_183632.jpg

  • গোলাপ ফুলের ডাল ও পাতা রং করে নি।

ধাপঃ-৯


GEXEYTnShMWgJIgxlsiYxbWpDVG.jpg

  • এবার গোলাপ ফুল আঁকানো শেষ হলো গোলাপ ফুলের সাথে নিজের একটা সেলফি দি।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

গোলাপ ফুল আমারও খুবই পছন্দের। অবশ্য গোলাপ ফুল সবারই পছন্দের ফুল।এটি দেখতে এত চমৎকার যে এটা পছন্দ না করে উপায় নেই। আপনার গোলাপ ফুলের অংকনটি খুব সুন্দর হয়েছে। বিশেষ করে কালার করার কারণে দেখতে আরো বেশি চমৎকার লাগছে। শুভকামনা রইল আপনার জন্য।

ওয়াও আপনি বেশ সুন্দর অঙ্কন করেছেন আপু। আমার কাছে অনেক ভালো লেগেছে। লাল গোলাপ চিত্রটি দেখতে অনেক ভালো লাগছে। এছাড়া আপনি প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। যার কারণে আমি খুব সহজে এই আর্ট শিখতে পারলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ