আস সালামু আলাইকুম
আশা করি আল্লাহ সবাইকে ভালো রাখছেন
আমি মো: হুমায়ুন কবির
আজ আমি আমার একটা নেশার কথা জানাবো , আবার উল্টা ভাববেন না এটা হলো ছবি তোলার।
যখন থেকেই হাতে স্মার্ট ফোন আসছে আমার হাত আর বসে থাকতে চায়না শুধু চায় যেখানেই যাই ঘাসের লতা পাতার ছবি তুলি।
ভোরে যখন সূর্য টা একটু একটু উকি দিতে চায় তখন আমি ছবি তারে ধরে ছবিতে নিয়ে আসি। সকালের মুহূর্ত টা আসলেই অনেক সুন্দর।
তারপর ছবিটারে হালকা ইডিট করে নি।
সকালের সময় টা যে বাতাস বহে সেই বাতাস একদম ফ্রেস থাকে । বসে থাকতেই ভালো লাগে ঠিক ঐসময় বউয়ের কথা মনে পড়ে যদি বউটা কাছে থাকত মুহূর্ত অন্যরকম হইতো ।
এডিট করার পরে এরকম দেখায় যদিও সুন্দর হয়না ।
যারা গ্রামে থাকেন তারা হয়তো ঘাস ফুল দেখেন সেই ফুল গুলোর সুন্দর্য অন্যরকম যখনই দেখবেন ফুলগুলো মনটা ফ্রেস হয়ে যায় তখন আমি সেইগুলো আমার ক্যামেরাতে নিয়ে নি।
যেথায় যাই আমি সেথায় ছবি তুলে নি আমি।
উপরের ফুলের নাম হলো আমাদের গ্রামের ভাষায় মোত্তাক ফুল বলা হয়। এটি উচু স্থানে বড় হয়। অনেক সুন্দর একটা ফুল এটি।
পোষ্টে যদি কোন ভুলত্রুটি থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন
সুন্দর লাগলে মোটিভ করবেন আরো লিখার আগ্রহ পাবো
সবাইকে ধন্যবাদ
@mdhumayun