এসো নিজে করি।। গ্রামে প্রাকৃতিক সুন্দর্যের চিত্র। 10% Beneficiary To @shy-fox

in hive-129948 •  3 years ago 

হ্যালো......
আমার প্রিয় স্টিমিট বন্ধুরা,
আমি বাংলাদেশ থেকে @mdintiaz
আজ সোমবার,ফেব্রুয়ারী ১৪/২২

আসসালামু আলাইকুম, আমার বাংলা ব্লগ এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগণ, আশা করি ভাল আছেন। আজ আমি আপনাদের মাঝে কাগজ, স্কেল রুল ও মোছন দিয়ে গ্রামের প্রকৃতিক সুন্দর্যের চিত্র তুলে ধরবো। চলুন শুরু করা যাক।

IMG20220211114340_01.jpg

সর্বশেষ মূল ছবি

ধাপ-১
IMG20220211093152.jpg

প্রথমে আমি একটি সাদা কাগজ, রুল, স্কেল ও মোছন নিলাম ছবি আঁকার জন্য।

ধাপ-২
IMG20220211095136_01.jpg

এবার আমি ঘর আঁকার জন্য রুল ও স্কেলের সাহায্যে ঘরের টিন অংকন করলাম।

ধাপ-৩
IMG20220211095731.jpg

ঘরের টিন আঁকা হয়ে গেলে নিচের দিকে দাগ টেনে দেওয়াল অংকন করলাম।

ধাপ-৪
IMG20220211100218_01.jpg

এবার আমি দাগ টেনে সম্পূন্ন টিনের ঘর অংকন করলাম।

ধাপ-৫
IMG20220211100836_01.jpg

ঘর অংকন হয়ে গেলে আমি ঘরের মধ্যে দরজা ও জানালা অংকন করলাম। এখন এটি একটি সম্পূন্ন ঘরে তৈরি করলাম।

ধাপ-৬
IMG20220211101354.jpg

ঘর অংকন হয়ে গেলে ঘরের পিছনে একটি গাছ অংকন করলাম।

ধাপ-৭
IMG20220211103714_01.jpg

এবার আমি ঘরের সামনে রাস্তা তৈরি করলাম এবং রাস্তার পাশে একটি খেজুর গাছ অংকন করলাম। গ্রামে রাস্তার পাশে খেজুর গাছ বেশি থাকে তাই।

ধাপ-৮
IMG20220211104738_01.jpg

এবার আমি স্কেল ও রুল দিয়ে ৩ টা গাহাড় তৈরি করলাম এবং শেষ গাহাড়ের মাঝে সূর্য তৈরি করলাম।

ধাপ-৯
IMG20220211112043_01.jpg

এবার আমি ঘরের টিন ও পাহাড়ের গায়ে রুল দিয়ে ঘষে কাল করে দিলাম। যাতে করে বুঝা যায় পাহাড় মাটির ও টিন কাল। ঘরের পাশে কাল করলাম যাতে বোঝা যায় বাড়ির পাশে ফাকা একটি জায়গা আছে। রাস্তার পাশ দিয়ে নদী তৈরি করলাম ও নদীতে নৌকা তৈরি করে দিলাম।

ধাপ-১০
IMG20220211114124_01.jpg

নৌকা ও ঘরে পিছনে গাছ রুল দিয়ে ঘষে কাল করে দিলাম।

ধাপ-১১
IMG20220211114340_01.jpg

এবার আমি নদীটি সম্পূন্ন দিয়ে দিলাম। এভাবে আমি গ্রামের একটি প্রাকৃতিক চিত্র অংকন করলাম। সুন্দর ও মনোযোগ সহকারে চিত্রটি অংকন করলাম। আশা করি সকলের ভাল লাগবে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি খুবই সুন্দর করে গ্রামের প্রাকৃতিক দৃশ্য চিত্র পেন্সিল দিয়ে অঙ্কন করেছেন। আপনার এই চিত্র অংকন এর প্রতিটি ধাপ ছিল অত্যন্ত সুন্দর এবং সুশৃংখল। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য অংকন করার জন্য।

আপনি আমাদের ব গ্রামীণ প্রাকৃতিক দৃশ্যের একটি চিত্র অংকন উপস্থাপন করেছেন । আপনার তৈরি করা পেইন্টিংটি সত্যি অসাধারণ হয়েছে বিশেষ করে আপনি কোন রকম রং ব্যবহার না করে অনেক সুন্দরভাবে চিত্র অংকন টি আমাদের মাঝে উপস্থাপন করেছেন ।আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। ❤️

পেন্সিল দিয়ে অনেক সুন্দর একটি দৃশ্য আপনি তৈরি করেছেন দেখতে অনেক সুন্দর ছিল এবং প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটা পোস্ট আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য। অনেক অনেক শুভকামনা রইল,,,,

ভাইয়া আপনার এই চিত্র অংকন আমার কাছে অনেক ভালো লেগেছে সত্যি। পেন্সিল দিয়ে গ্রামের দৃশ্য চিত্র অংকন করছেন। ভাইয়া এই গ্রামে দৃশ্য চিত্র অংকনে যদি ব্যবহার করতেন। তাহলে আরও বেশি সুন্দর লাগতো।আপনার জন্য অনেক শুভকামনা রইলো ভাইয়া।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আপনার আর্ট করা গ্রামের দৃশ্য দেখে মন জুড়িয়ে গেলো। আপনি খুব সুন্দর ভাবে গ্রামের দৃশ্য পেন্সিলের সাহায্যে ফুটিয়ে তুলেছেন। আশা করি সামনে আরো সুন্দর সুন্দর চিত্র আপনার কাছ থেকে দেখতে পারবো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

গ্রাম্য দৃশ্যের প্রাকৃতিক সৌন্দর্যের চিত্র অংকন খুবই সুন্দর হয়েছে। আপনি পেন্সিল দিয়ে খুব দক্ষতার সাথে চিত্রটি অঙ্কন করেছেন। বিশেষ করে কালার পেন্সিল বা রং দিয়ে সবুজ প্রকৃতির সৌন্দর্য ফুটিয়ে তুললে আরো ভালো লাগতো। আপনার জন্য শুভকামনা রইল।

গ্রামের দৃশ্যের ছবি গুলো সব সময় অনেক ভালো লাগে আমার কাছে। অনেক সুন্দর এঁকেছেন। তবে রঙ করলে ব্যাপারটা আরো অনেক সুন্দর হতো। তবে এটাও অনেক সুন্দর হয়েছে ভাই। উপস্থাপনা অনেক ভালো ছিলো আপনার । শুভেচ্ছা রইলো আপনার জন্য।

আপনি খুব সুন্দর করে পেন্সিল দিয়ে প্রাকৃতিক সুন্দর্যের চিত্র অংকন করেছেন। আপনার চিত্র অংকন খুবই অসাধারণ হয়েছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ ভালো থাকবেন।

আপনার তৈরি করা গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখতে অনেক সুন্দর লাগতেছে । আপনার দক্ষতা ও ধৈর্য সহকারে চিত্রটি কে আরো সুন্দর করে ফুটিয়ে ফুটিয়ে তুলেছেন । তাছাড়া চিত্র তৈরি করার পাশাপাশি ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন । এত সুন্দর একটি চিত্র তৈরি করে সেটা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
তাছাড়া আপনার জন্য শুভকামনা রইল

খুব সুন্দর নিখুঁত ভাবে খেয়েছেন আপনি। গ্রামীণ দৃশ্য টিকে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আরো যদি কিছু কালার ফুল রং করা যেত একদম পারফেক্ট হয়ে যেত। যাইহোক এমনিতেও খুব একটা খারাপ লাগছে না। এত সুন্দর একটি অঙ্কন আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

জাস্ট অসাধারণ আপনি অনেক চমৎকার ভাবে গ্রামীণ একটি প্রাকৃতিক দৃশ্য অংকন করে আমাদের সকলের মাঝে অনেক চমৎকার ভাবে শেয়ার করেছেন। আপনার এই অংকনটি আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে। তবে একটু রং করলে আরো সুন্দর দেখাতো। যাই হোক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি গ্রাম্য দৃশ্য আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য।