আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি। আমি এই কমিউনিটি এবং স্টিমিট প্ল্যাটফরমে একজন পুরাতন একজন সদস্য। ইতিপূর্বে আমি আমার পরিচয়মূলক বা ভেরিফিকেশন পোস্ট করেছিলাম। সেটি নিউ মেম্বার হবার পর আমি @abb-school এ ক্লাস করি। এটি লেভেল-০১ এর ক্লাস ছিল আর সেখান থেকে আমি কি জানতে পেরেছি আবার লেভেল ০১ লেকচার শীট পড়ে ছি তার আলোকপাতে সেটা নিয়েই আজকের পোস্ট
করতে ছি ।
আগের একাউন্ট এর পিডিএফ হারিয়ে গেছে ।তার কারনে আবার নতুন করে কাজ শুরু করতে নতুন একাউন্ট খুলে কাজ করতে শুরু করে দিয়েছি ।তবে আমি ডির্সকটে কথা বলে অনুমতি নিয়েছি ।এই বেপারে @rex-sumon ভাই আমাকে অনুমতি দেয়েছেন আবার অনেক কিছুই বুঝিয়েছেন।
আমার পরিচয়
আমার স্টিমিট আইডি নাম @mdrashed22 । আমার নাম রাশেদ । আমার বয়স ২৩ বছর। আমি একজন ছাত্র। আমি বর্তমান ফুলবাড়ী সরকারি কলেজে বাংলা সাহিত্যের অনার্স পড়তেছি।
আমাদের ছোট একটা বাড়ি আছে।আমরা তিন
ভাই বোন।আমি দ্বিতীয় সন্তান মা বাবার। আমার বাবা পেশায় একজন কৃষক।আর মা বাড়িতে কাজ করে । আমার বড় ভাই আছে ।সে এখন বিবাহিত।তার ও একটা মেয়ে সন্তান আছে ।সে ও পেশায় কৃষক । আমার বাড়িতে সদস্য সংখ্যা সব মিলিয়ে সাত জন। আমরা এখন যৌথ ফ্যামিলি । সবাই এখনো এক বাড়িতে আছি ।তো এই ছিল আমার পারিবারিক কিছু কথা।
আমার বর্তমান ঠিকানা
আমার জাতীয়তা বাংলাদেশী। আমার বর্তমান ঠিকানা বাংলাদেশের দিনাজপুর জেলার, পার্বতীপুর থানার মধ্যে। পার্বতীপুর থেকে আমাদের গ্ৰাম আসতে হয় প্রায় ৫ কিলোমিটার আসতে হয়।
আমি লেভেল ওয়ান ক্লাস থেকে যা অর্জন করেছি তা আজকে আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি।
বিষয় ০১: স্পার্মিং কি বা কাকে বলে।আর স্পার্মিং কোন বিষয়বস্তুুকে বলা হয়?
উত্তর: অপ্রাসঙ্গিক ও অবাঞ্ছিত বিষয়কে স্পামিং বলে গণ্য করা হয়। যা বার বার করা হয়ে থাকে।এই কাজ করাই হলো স্পামিং যেমন:
কোন একটা ঘটনাকে বারবার ঘুরিয়ে পেচিয়ে লেখাকেই স্পামিং বলে গণ্য করা হয়।
যেমন আমি কোথায় ভ্রমণে গিয়েছিলেন সেখান থেকে কিছু ছবি তুলে নিয়ে এসেছি আবার সেই ছবিকে বারবার ঘুরিয়ে পেচিয়ে লেখাকেই স্পামিং বলে গণ্য করা হয়।
আবার নির্দিষ্ট কিছু ব্যাক্তি বা এডমিন কে বারবার মেনশন দিলে এটায় এক ধরনের স্পামিং ।
বিষয় ০২: এবিউজ কি?
উত্তর:এবিউজ শব্দটি আসলে অনেক ভাবে ব্যবহৃত হয়। সাধারণভাবে এভিউজ করা বলতে কোন কিছুর উপযুক্ত ব্যবহার না করে এটাকে মিসইউজ করার চেষ্টা করা অথবা খারাপ কাজে কিংবা বিধ্বংসী কোন কাজে অথবা কারো চালাকি বুদ্ধি ব্যবহার করে কোন ভালো পথে খারাপ পথে বের করে সেই কাজে ব্যবহার করা সেটাও একধরনের এবিউজ ।
আপনার যদি কোন চালাকি বুদ্ধি থাকে সেটাকে আপনি খারাপ কাজে যদি ব্যবহার করেন এবং এই প্ল্যাটফর্ম থেকে খারাপ কাজের মাধ্যমে বেনিফিট নেওয়ার চেষ্টা করেন সেটাই হবে এক ধরনের এবিউজ।
বিষয় ০৩: প্লাগিয়ারিজম কি?
উত্তর: অন্যের লেখা যখন নিজের বলে চালিয়ে দেয়া এবং কিছুটা পরিবর্তন করে নিজের বলে চালিয়ে দিলেন সেটাই হচ্ছে প্লাগিয়ারিজম। অন্যের কোন গল্প বা কবিতা পড়ে নিজের ভাষায় লিখতে যাই তবে ৭০% নিজের লেখা হতে হবে আর বাকি ৩০% সেটি নেওয়া যাবে তবে যেখান থেকে নিবো সেটার সোর্স উল্লেখ করতে হবে ।
বিষয় ০৪: ম্যাক্রো পোস্ট কি?
উত্তর:একটি মাত্র ছবি দিয়ে ১০০ শব্দের ও কম লিখে থাকি তখন ঐই পোস্ট টি কে আমরা ম্যাত্রোু পোস্ট হিসাবে গণ্য করে থাকি ।
বিষয় ০৫: কপিরাইটের ফ্রী ৩টি ওয়েবসাইটের নাম কী?
উত্তর:আমাদের পোস্ট সুন্দর করার জন্য অনেক সময় আমাদের পোস্টের সাথে সংশ্লিষ্ট কিছু ছবি আমাদের দরকার হয় কিন্তু আমাদের কাছে সব সময় সেই সংশ্লিষ্ট ছবি থাকে না তাই পোস্ট সুন্দর করার জন্য আপনি কপিরাইট ফ্রি ওয়েবসাইট রয়েছে সেখান থেকে ছবি ডাউনলোড করা যাবে। আবার স্টিমিটে ব্যাবহার করা যাবে তবে সোর্স উল্লেখ করতে হবে ।
কপিরাইট ওয়েবসাইটগুলো হচ্ছে:
https://pixabay.com
https://www.pexels.com/
https://www.freeimages.com
বিষয় ০৬: ট্যাগ ও ট্যাগের ব্যবহার?
উত্তর:ট্যাগ মানে হলো নিদের্শক বা চিহ্ন বা কোনো উপায়কে সহজে খুজে পাওয়ার একটি মাধ্যম।ট্যাগ হচ্ছে আপনি যে বিষয়ের উপর পোস্ট লিখেছেন সেই বিষয়ের কিছু কীওয়ার্ডস। যেমন ভ্রমণ বিষয়ে পোস্ট করতে গেলে travel travelling tour visit Bangladesh nature sea hill । আবার রান্না যদি হয় recipe curry fish Bangladesh ইত্যাদি শব্দটি ট্যাগ হিসেবে ব্যবহার করতে পারবেন।তবে অন্যানান্য কমিউনিটির মতো এখানে ট্যাগ ব্যবহারের জন্য
হরতাল(#) চিহ্ন দিতে হবেনা আপনি একটি ট্যাগের পর স্পেস দিয়ে আরেকটি শব্দ লিখতে হবে।
বিষয় ০৭: আমার বাংলা ব্লগ কমিউনিটি তে কি কি বিষয়ের উপরপোস্ট করা নিষিদ্ধ?
উত্তর: আমার বাংলা ব্লগ কমিউনিটি তে ধর্ম নিয়ে, রাজনৈতিক, পর্নোগ্রাফি, এবং প্রাণী হত্যা এরকম পোস্টগুলো করা যাবে না
আর যেসব পোস্টগুলো করা যাবে তা হল: রেসিপি, ভ্রমণ, খেলাধুলা, এবং নিজের কোনো কিছু তৈরি করা ইত্যাদি পোস্ট করা যাবে।
বিষয় ০৮: আমার বাংলা ব্লগ কমিউনিটি তে একদিনে সর্বোচ্চ পোষ্ট সংখ্যা।?
উত্তর: আমার বাংলা ব্লগ কমিউনিটি তে একদিনে সর্বোচ্চ ৩ থেকে ৪ টি পোস্ট করা যাবে।
বিষয় ০৯: রি রাইট আর্টিকেল কাকে বলে?
উত্তর: আপনি যদি কোন একটি বিষয়ের উপর লেখালেখি শুরু করেন সেই বিষয়ের আনুষাঙ্গিক তথ্যগুলো কোন না কোন অথেন্টিক সোর্স থেকে নিতে হবে। তবে সেই ক্ষেত্রে আপনি যখন ওই লেখাটা কে নিজের মত করে সাজিয়ে লিখবেন সেটাকেই রি রাইট বলা হয়। তবে রি রাইট এর ক্ষেত্রে ৭৫ শতাংশ হতে হবে নিজের লেখা। আর বাকিটুকু আপনি নিতে পারেন অন্য সাইট থাকে তবে সোর্স উল্লেখ করে।
বিষয় ১০: কপিরাইট কি?
উত্তর: কপিরাইট মুলত একটি আইনি ব্যবস্থা।সারা বিশ্বে যত মানুষ আছে অনেকেই অনেক কিছু আবিষ্কার করে বা লেখালেখি করে থাকেন।তাদের অনুমতি না নিয়ে তাদের তৈরী জিনিস কে নিজের নামে চালিয়ে দেওয়ার মাধ্যম কে কপিরাইট বলে।
আশা করি আমার এই পোস্টটি আপনাদের অনেক ভালো লাগবে। এবং যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
ইতি
@mdrashed22
আমাদের সাথে এই মহান সম্প্রদায়ে যোগ দিতে স্বাগতম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ ভাই, আপনাকে । আমার পক্ষ থেকে রইলো আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
স্বাগতম @mdrashed22, আপনাকে এখানে দেখে ভালো লাগলো, আপনার সেরা বিষয়বস্তুর অপেক্ষায়, শুভেচ্ছা ও শুভকামনা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। জানিনা কতটুকু দেখাতে পারবো তবে সর্বোচ্চ টা দিয়ে দেখাবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit