আমার প্রিয় স্টিমিট বন্ধুরা,
আমি বাংলাদেশ থেকে @mdsamad
আজ শুক্রবার , জানুয়ারী ২১/ ২০২১
আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের মাঝে একটি অ্যানিমেটেড শর্ট ফিল্ম রিভিউ করবো। আমার রিভিউ করা অ্যানিমেটেড শর্ট ফিল্ম নাম হলো "Dji. Death Sails"।
🎥"Dji. Death Sails"🎥
গুরুত্বপূর্ণ তথ্যাবলীঃ
ফিল্ম নাম | Dji. Death Fails। |
---|---|
পরিচালক | Dmitri Voloshin। |
দৈর্ঘ্য | ৪ মিনিট। |
মুক্তির তারিখ | ১৩ জানুয়ারী, ২০১৫ইং। |
অ্যানিমেটেড শর্ট ফিল্ম সারসংক্ষেপঃ
শুরুতে দেখা যায় যে একজন লোক একটা ভাঙ্গা বোটের ওপরে সমুদ্রের মাঝখানে শুয়ে আছে। ঠিক তখনই একটা পেতাত্মা চলে আসে। এবং হাত বাড়িয়ে তাকে তুলতে যায়। লোকটি তখন পেতাত্মাকে দেখে বেহুশ হয়ে যায়।
এরপর পেতাত্মা টি সেখানে দাঁড়ায় এবং তারপর সে লোকটি আর কতক্ষণ বাঁচবে সেটা দেখার জন্য একটা জিনিস বার করে এবং সেদিকে তাকিয়ে দেখে।
এরপর সেই লোকটি কিভাবে মৃত্যুবরণ করবে সেই বিষয়টি কাল্পনিক জগতে গিয়ে দেখে আসে। এবং তারপর দেখে তার মৃত্যুর কিছুক্ষণ সময় বাকি আছে। তখন সে সেখানেই তার জন্য আপেক্ষা করে। এবং একটা বক্সের উপর বসে থাকে ।
এরপর দেখা যায় যে পেতাত্নাটি বক্সটি খোলে এবং দেখে বক্সের ভিতরে অনেক স্বর্ণ মুদ্রা এবং তারপর সে পেতাত্নাটি সেগুলো নিয়ে একটি একটি করে পানির মধ্যে ছড়াতে থাকে।
পেতাত্মা টি যখন স্বর্ণমুদ্রাগুলো একটি একটি করে পানিতে ছড়াচ্ছিল। ঠিক তখনই সে পানির মধ্যে একটি মাছ দেখতে পারে। এবং ঠিক তখনই সে মাছ ধরার জন্য একটা বড়শি তৈরি করে। এবং সেটি সে পানির মধ্যে ফেলে।
বড়শিটি পানির মধ্যে ফেলার পর সে মাছটি সেই বড়শিতে জড়িয়ে যায় এবং তারপর সে মাছটি জোরে টান করতে থাকে । তখন পেতাত্নাটি ও ধরে জোরে জোরে টানতে থাকে। এবং এক সময় মাছটি জোরে টান শুরু করে। তখন পেতাত্না টি ও সেটি ধরে পানির উপরে দোড়াতে থাকে। এবং এক সময় বোটের চারি ধারে ঘুরতে থাকে।
তবে দেখা যায় যে পেতাত্না টি মাছটি ধরার জন্য এবার সে তার হাতে যে লাঠি থাকে সেটি সে বোটের সাথে লাগিয়ে দেয় এবং মাছটিকে থামানোর চেষ্টা করে। তবে মাছটি যখন জোরে চলতে শুরু করে এবং একটি দ্বীপের কাছে পৌঁছে যাবে ঠিক তখনই প্রেতাত্মার মনে পড়ে যায় যে সে এই লোকটির মৃত্যুর পর সে তার আত্না নিতে এসেছে তবে সে যদি পাড়ে চলে যায় তাহলে তার জীবন বেঁচে যাবে। এই কথা ভাবার পর সে দড়িটি ছেড়ে দেয়। এবং তারপরও দেখা যায় বোটটি একটা পাথরের সাথে ধাক্কা লাগে এবং ধাক্কা লাগার সাথে সাথে সেই লোকটি উড়ে গিয়ে সামনের দ্বীপের একটি বারে গিয়ে পড়ে।
দ্বীপের বারে গিয়ে পড়ার সাথে সাথে লোকটির হাতে একটি মুদ্রা ছিল সেটি ও টেবিলে গিয়ে পড়ে এবং সাথে সাথে তার সামনে এক গ্লাস মদ চলে আসে। এবং তার জীবন বেঁচে যায়।
অন্যদিকে দেখা যায় পেতাত্মাটি একটি দড়িতে জড়িয়ে যায় এবং তার সাথে স্বর্ণমুদ্রার বাক্সটার সাথে সে পানিতে ডুবে থাকে। আর এখানেই ফিল্ম শেষ হয়।
ব্যক্তিগত মতামতঃ
আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী ফিল্মটি বেশ দারুন সুন্দর ছিল। প্রথম থেকে শুরু করে লাশ পর্যন্ত প্রতিটি বিষয়ে বেশ সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এবং হাস্যকর ছিল। তবে এর ভিতরে একটা জিনিস বোঝা যায় যে, মানুষের যদি বাঁচার হায়াত থাকে তাহলে সে যেকোন উপায়ে হোক বেঁচে যাবে।
ব্যক্তিগত রেটিংঃ
আমি অ্যানিমেটেড শর্ট ফিল্মকে ১০/১০ দিতে চাই।
অ্যানিমেটেড শর্ট ফিল্ম লিংকঃ
এই পোস্টটির ১০% রিওয়ার্ড @shy-fox কে উৎসর্গ করা হয়েছে। আশা করি সবার কাছে ভালো লাগবে আমার পোস্টটি। লেখায় কোন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ভালোবাসা নিবেন
ইতি
মোঃ আব্দুস সামাদ
ইতি
মোঃ আব্দুস সামাদ
এনিম্যাশন মুভি আমার খুবই পছন্দের বেশ কিছু এনিমেটেড মুভি দেখেছি।তবে এটা এখনো দেখা হয়নি।আপনার পোস্ট পরে অনেকটা ধারনা পেলাম খুব দ্রুত দেখবো।ধন্যবাদ শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Dji. Death নামে অনেকগুলো অ্যানিমেশন আছে আপনি চাইলে দেখতে পারেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা তো একটি এনিমেটেড থ্রিডি মুভি। বাচ্চারা ভালই উপভোগ করবে। সত্যি বলতে দেখা হয়নি। সর্ট ফ্লিম গুলো ভালই লাগে দেখতে তবে মনে হয় কেন সর্ট করলো । যাই হোক ভালই রিভিউ করছেন। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার অ্যানিমেটেড শর্ট ফিল্ম রিভিউ আমার কাছে খুব ভালো লেগেছে। আপনি খুব সুন্দর ভাবে মেইন বিষয়গুলো উপস্থাপন করেছেন। আমার কাছে এটি খুবই ভালো লেগেছে। আপনার দেওয়া লিংক থেকে ভিডিও টি দেখলাম আমার কাছে অসাধারণ লেগেছে। আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Dji. Death নামে অনেকগুলো অ্যানিমেশন ফিল্ম আছে। আপনি চাইলে ইউটিউবে গিয়ে এই নামে সার্চ দিয়ে দেখতে পারেন ভালো লাগবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit