Dji. Death Sails"| অ্যানিমেটেড শর্ট ফিল্ম রিভিউ|| 10% Beneficiary To @shy-fox

in hive-129948 •  3 years ago 

হ্যালো..!!
আমার প্রিয় স্টিমিট বন্ধুরা,
আমি বাংলাদেশ থেকে @mdsamad
আজ শুক্রবার , জানুয়ারী ২১/ ২০২১


আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের মাঝে একটি অ্যানিমেটেড শর্ট ফিল্ম রিভিউ করবো। আমার রিভিউ করা অ্যানিমেটেড শর্ট ফিল্ম নাম হলো "Dji. Death Sails"।


🎥"Dji. Death Sails"🎥


Screenshot_20220118-154212.png

স্ক্রিনশট এর মাধ্যমে নেওয়া হয়েছে

গুরুত্বপূর্ণ তথ্যাবলীঃ


ফিল্ম নামDji. Death Fails।
পরিচালকDmitri Voloshin।
দৈর্ঘ্য৪ মিনিট।
মুক্তির তারিখ১৩ জানুয়ারী, ২০১৫ইং।

অ্যানিমেটেড শর্ট ফিল্ম সারসংক্ষেপঃ


Screenshot_20220118-153100.pngScreenshot_20220118-153114.png

শুরুতে দেখা যায় যে একজন লোক একটা ভাঙ্গা বোটের ওপরে সমুদ্রের মাঝখানে শুয়ে আছে। ঠিক তখনই একটা পেতাত্মা চলে আসে। এবং হাত বাড়িয়ে তাকে তুলতে যায়। লোকটি তখন পেতাত্মাকে দেখে বেহুশ হয়ে যায়।

Screenshot_20220118-153119.pngScreenshot_20220118-153132.png

এরপর পেতাত্মা টি সেখানে দাঁড়ায় এবং তারপর সে লোকটি আর কতক্ষণ বাঁচবে সেটা দেখার জন্য একটা জিনিস বার করে এবং সেদিকে তাকিয়ে দেখে।

Screenshot_20220118-153157.pngScreenshot_20220118-153205.png

এরপর সেই লোকটি কিভাবে মৃত্যুবরণ করবে সেই বিষয়টি কাল্পনিক জগতে গিয়ে দেখে আসে। এবং তারপর দেখে তার মৃত্যুর কিছুক্ষণ সময় বাকি আছে। তখন সে সেখানেই তার জন্য আপেক্ষা করে। এবং একটা বক্সের উপর বসে থাকে ।

Screenshot_20220118-153254.pngScreenshot_20220118-153443.png

এরপর দেখা যায় যে পেতাত্নাটি বক্সটি খোলে এবং দেখে বক্সের ভিতরে অনেক স্বর্ণ মুদ্রা এবং তারপর সে পেতাত্নাটি সেগুলো নিয়ে একটি একটি করে পানির মধ্যে ছড়াতে থাকে।

Screenshot_20220118-153506.pngScreenshot_20220118-153532.png

পেতাত্মা টি যখন স্বর্ণমুদ্রাগুলো একটি একটি করে পানিতে ছড়াচ্ছিল। ঠিক তখনই সে পানির মধ্যে একটি মাছ দেখতে পারে। এবং ঠিক তখনই সে মাছ ধরার জন্য একটা বড়শি তৈরি করে। এবং সেটি সে পানির মধ্যে ফেলে।

Screenshot_20220118-153602.pngScreenshot_20220118-153555.png

বড়শিটি পানির মধ্যে ফেলার পর সে মাছটি সেই বড়শিতে জড়িয়ে যায় এবং তারপর সে মাছটি জোরে টান করতে থাকে । তখন পেতাত্নাটি ও ধরে জোরে জোরে টানতে থাকে। এবং এক সময় মাছটি জোরে টান শুরু করে। তখন পেতাত্না টি ও সেটি ধরে পানির উপরে দোড়াতে থাকে। এবং এক সময় বোটের চারি ধারে ঘুরতে থাকে।

Screenshot_20220118-153706.pngScreenshot_20220118-153652.png

তবে দেখা যায় যে পেতাত্না টি মাছটি ধরার জন্য এবার সে তার হাতে যে লাঠি থাকে সেটি সে বোটের সাথে লাগিয়ে দেয় এবং মাছটিকে থামানোর চেষ্টা করে। তবে মাছটি যখন জোরে চলতে শুরু করে এবং একটি দ্বীপের কাছে পৌঁছে যাবে ঠিক তখনই প্রেতাত্মার মনে পড়ে যায় যে সে এই লোকটির মৃত্যুর পর সে তার আত্না নিতে এসেছে তবে সে যদি পাড়ে চলে যায় তাহলে তার জীবন বেঁচে যাবে। এই কথা ভাবার পর সে দড়িটি ছেড়ে দেয়। এবং তারপরও দেখা যায় বোটটি একটা পাথরের সাথে ধাক্কা লাগে এবং ধাক্কা লাগার সাথে সাথে সেই লোকটি উড়ে গিয়ে সামনের দ্বীপের একটি বারে গিয়ে পড়ে।

Screenshot_20220118-153710.pngScreenshot_20220118-153714.png

দ্বীপের বারে গিয়ে পড়ার সাথে সাথে লোকটির হাতে একটি মুদ্রা ছিল সেটি ও টেবিলে গিয়ে পড়ে এবং সাথে সাথে তার সামনে এক গ্লাস মদ চলে আসে। এবং তার জীবন বেঁচে যায়।

Screenshot_20220118-153746.png

অন্যদিকে দেখা যায় পেতাত্মাটি একটি দড়িতে জড়িয়ে যায় এবং তার সাথে স্বর্ণমুদ্রার বাক্সটার সাথে সে পানিতে ডুবে থাকে। আর এখানেই ফিল্ম শেষ হয়।

ব্যক্তিগত মতামতঃ


আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী ফিল্মটি বেশ দারুন সুন্দর ছিল। প্রথম থেকে শুরু করে লাশ পর্যন্ত প্রতিটি বিষয়ে বেশ সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এবং হাস্যকর ছিল। তবে এর ভিতরে একটা জিনিস বোঝা যায় যে, মানুষের যদি বাঁচার হায়াত থাকে তাহলে সে যেকোন উপায়ে হোক বেঁচে যাবে।

ব্যক্তিগত রেটিংঃ


আমি অ্যানিমেটেড শর্ট ফিল্মকে ১০/১০ দিতে চাই।

অ্যানিমেটেড শর্ট ফিল্ম লিংকঃ



এই পোস্টটির ১০% রিওয়ার্ড @shy-fox কে উৎসর্গ করা হয়েছে। আশা করি সবার কাছে ভালো লাগবে আমার পোস্টটি। লেখায় কোন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ভালোবাসা নিবেন

ইতি
মোঃ আব্দুস সামাদ



Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এনিম্যাশন মুভি আমার খুবই পছন্দের বেশ কিছু এনিমেটেড মুভি দেখেছি।তবে এটা এখনো দেখা হয়নি।আপনার পোস্ট পরে অনেকটা ধারনা পেলাম খুব দ্রুত দেখবো।ধন্যবাদ শেয়ার করার জন্য।

Dji. Death নামে অনেকগুলো অ্যানিমেশন আছে আপনি চাইলে দেখতে পারেন।

Upvoted! Thank you for supporting witness @jswit.

এটা তো একটি এনিমেটেড থ্রিডি মুভি। বাচ্চারা ভালই উপভোগ করবে। সত্যি বলতে দেখা হয়নি। সর্ট ফ্লিম গুলো ভালই লাগে দেখতে তবে মনে হয় কেন সর্ট করলো । যাই হোক ভালই রিভিউ করছেন। ধন্যবাদ।

আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আপনার অ্যানিমেটেড শর্ট ফিল্ম রিভিউ আমার কাছে খুব ভালো লেগেছে। আপনি খুব সুন্দর ভাবে মেইন বিষয়গুলো উপস্থাপন করেছেন। আমার কাছে এটি খুবই ভালো লেগেছে। আপনার দেওয়া লিংক থেকে ভিডিও টি দেখলাম আমার কাছে অসাধারণ লেগেছে। আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

Dji. Death নামে অনেকগুলো অ্যানিমেশন ফিল্ম আছে। আপনি চাইলে ইউটিউবে গিয়ে এই নামে সার্চ দিয়ে দেখতে পারেন ভালো লাগবে।