ভারতীয় ও বাংলাদেশবাসী আমার বাংলা গ্রুপে যারা সংযুক্ত আছেন তাদের সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভাল আছেন সবাই আমার জন্য দোয়া করবেন আজকে আমার চতুর্থ নাম্বার ব্লক।
টঙ্গী হল একটি ঐতিহ্যবাহী বাজার প্রায় স্বাধীনের আগে এই বাজারটি গড়ে উঠে । টঙ্গী বাজারটি অবস্থিত গাজীপুর জেলায় এর অবস্থান, সবচাইতে মজার ব্যাপারটি হল শুধু একটি ব্রিজ এর ওইপাশে হল গাজীপুর জেলা আর ব্রিজের এই পাশে হল ঢাকা জেলা আপনি টঙ্গী বাজারে যখন আসবেন তখন আপনি এই সুন্দর দৃশ্যটি উপভোগ করতে পারবেন, কি নাই এই বাজারে সবকিছুই পাবেন আগের দিনের মানুষ নদীপথে বেশি চলাচল করত, আর নদীর দুই ধারে জনবসতি ভাবে বসবাস করত বাজার বসতো ব্যবসা বাণিজ্যিক করত। স্বাধীনের আগে থেকেই এই বাজারে বিভিন্ন ধরনের পণ্য কেনাবেচা হতো যেমন জামা কাপড় ,হাঁস মুরগি গরু ছাগল, ঘরের আসবাবপত্র , শাকসবজি ধান চাল ডাল এক কথায় বলা যেতে পারে একজন মানুষের চাহিদা অনুযায়ী যা যা বাজার করা দরকার সবকিছুই পাওয়া যায় এই টঙ্গীর বাজার থেকে ইত্যাদি। আমি প্রায় সময়ই টঙ্গীর বাজারে যাই এর কারণ হলো আপনারা সবাই হয়তো জানেন আমি কবুতর ভালোবাসি তাই এই টঙ্গীর বাজারে আমার মাঝে মাঝে যাওয়া পরে, প্রতি রবিবার এই টঙ্গীর বাজারে একটি কবুতরের হাট বসে, যদি কোন বড় ধরনের বাজার সদাই কেনার জন্য আমাদের দরকার হয় তাহলে এই টঙ্গীর বাজারে আমি যাই। এই টঙ্গির বাজারের একটি নদী আছে এই নদীতে নদীর দুই ধারে ঘেরে বাজার তৈরি হয়েছে নদীটির নাম হল তুরাগ নদী এবং এই নদীর সাথে সংযোগ রয়েছে শীতলক্ষা নদী আর শীতলক্ষ্যার সাথে সংযোগ রয়েছে পুরান ঢাকার বুড়িগঙ্গা নদী
আমরা সবাই জানি বাংলাদেশ হল নদীমাতৃক দেশ সকল দেশের রানী বলা হয় আমাদের এই বাংলাদেশকে এর কারণ হলো বাংলাদেশের শাখা প্রশাখা চারদিকে ঘিরে রয়েছে বিভিন্ন ধরনের ণদ ও নদী, ও বাংলাদেশের মাটি অনেক উর্বর এবং ছয় ঋতু দেশ এই বাংলাদেশ। টঙ্গী বাজারের বিভিন্ন স্থানের কিছু ছবি সবার মাঝে শেয়ার করলাম, আশা করি সবার এই ছবিগুলি ভালো লাগবে ।
মূল উদ্দেশ্য ছিল টঙ্গী বাজারে মরিচ গাছের বীজ কেনার জন্য আর একটি কবুতর কিনার জন্য মরিচ গাছের বীজও কিনছি আর একটি ছেলে কবুতর কিনছি , কেননা বেশ কয়েকদিন আগে থেকে আমার একটি মেয়ে কবুতর একা , এই জন্য আমি একটি ছেলে কবুতর কিনছি যেন আমার ওই কবুতরটি একা একা না থাকে , আমার কাছে পশু পাখির কষ্ট সহ্য হয় না এই পৃথিবীর বুকে সবারই জোড়া দরকার আমরা হয়তো পশু পাখির কথা বুঝতে পারিনা কিন্তু তাদের মোমেন্ট দেখে বোঝা যায়, কিন্তু তাদের যদি সঙ্গী না থাকে তাহলে তারা খুব অসহায় অভিমান করে বসে থাকে তা আমার কাছে একদমই ভালো লাগেনা এই জন্য ওই মেয়ে কবুতর জন্য একটা ছেলে কবুতর কিনে আনছি।
আমি মোঃ সোহাগ মিয়া আমি ঢাকায় বসবাস করি ,আমি কবুতর পালন করতে ভালোবাসি আমি ঘুরতে ভালবাসি আমি গেমস খেলতে ভালোবাসি আমি মানুষের সাথে কথা বলতে ভালোবাসি এবং মানুষের সাথে মিশতো ভালোবাসি, যদি আমার কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি, আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো আমার কাছে অনেক মূল্যবান আর আমাকে অনুপ্রেরণা যোগাবে আপনাদের এই মন্তব্যগুলো ভবিষ্যতে আমি আরো ভালো কনটেন্ট আপনাদের মাঝে যেন শেয়ার করতে পারি। আমার জন্য সবাই এই দোয়া করবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit