ফুল বিলাস

in hive-129948 •  11 days ago  (edited)

আমার আজকের ফটোগ্রাফি,ইন্ডিয়ান বাংলাদেশী সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তাহলে শুরু করি আজকের আমার তৃতীয় নাম্বার ব্লক,ফুল কার না ভালো লাগে , ফুল বাগানে বা নার্সারিতে গেলে মন ভালো হয়ে যায় এ কথাটি আসলেই সত্য, কিন্তু আমি আজকে নার্সারিতে গেলাম এর কারণ হচ্ছে লাউ গাছ কেনার জন্য, আমার মায় বেশ কয়েকদিন ধরে আমাকে বলছে লাউ গাছের চারা আনার জন্য কিন্তু আমি সময় পাইনা। আজকের সময় বের করে বিকেল সাড়ে পাঁচটার দিক বের হয়ে গেলাম আমাদের এলাকায় বনরুপার মাঠে এই মাঠে অনেকগুলো নার্সারি আছে, আর এত সুন্দর রুপালী বিকাল একা একা হাঁটতে ভালোই লাগছে আজ,এই খানে অনেকগুলো নার্সারিতে ঘোরাঘুরি করলাম বিভিন্ন রকমের ফুল দেখলাম,আমার সব চাইতে বেশি পছন্দ ফুল হাছনাহেনা,এই ফুল গুলো অনেক সুগন্ধ ছড়ায় যখন গাছে ফুল ফুটে একশ গজ দূর পযন্ত সুগন্ধ ছড়ায়,এতো গুলো নার্সারিতে ঘোরাঘুরি করলাম অবশেষে আমার পছন্দের হাসনাহেনা গাছটি পাইছি কিন্তু একটা চারা গাছ, গাছে ফুল নাই,কি আর বলবো আমার কপাল খারাপ হলে যা হয়।


1000002302.jpg

1000002278.jpg


আল্লাহতালা কত সুন্দর করে এই গাছ গুলো আমাদের জন্য বানিয়েছে । আমার কাছে মনে হয় । এই ফুল গাছগুলো আল্লাহতালা বানিয়েছে এর কারণ হচ্ছে মানুষের মন খুশি করার জন্য মানুষ যখন মন খারাপ হয় বা মানুষ মনে কষ্ট পায় তখন এই গাছগুলোর দিকে তাকালে মানুষ এক সুন্দর দৃশ্য উপভোগ করবে বা ফুলের সুগন্ধ মানুষ পাবে মানুষের মন খুশিতে ভরে যাবে, আরও পৃথীবিতে বাঁচার ইচ্ছা বেড়ে যায়


1000002249.jpg

1000002244.jpg


এই জন্যেই আল্লাহতালা এই ফুলের ভিতরে ভালোবাসা, কষ্ট , এই সব কিছু দিয়েছে আমার কাছে মনে হয়। মানুষের জীবনটা আরামদায়ক যদি হতো ফুলের মত, মানুষের জীবনে কষ্ট ভালবাসা কত কিছুর সংগ্রাম করে মানুষের জীবন চলতে হয় কিন্তু , যদি মানুষের জীবনটা ফুলের মতো হতো মানুষ কত না সুখী থাকতো। এইটা সত্য কথা পৃথিবীর সকল গাছের সবচাইতে বড় বৈশিষ্ট্য হলো একটি ফুল বা একটি গাছ নিজেকে সব সময় মানুষের কাছে বিলিয়ে দেয় সবার মাঝে, কেউর উদ্দেশ্য থাকে ফুল ছিরার জন্য


1000002272.jpg

1000002275.jpg

1000002277.jpg

1000002284.jpg

1000002236.jpg

1000002279.jpg

1000002250.jpg

1000002285.jpg
, আবার কেউবা ফুলের সুবাস নেওয়ার জন্য , আবার কেউ গাছ কেটে ঘর বানাই আরও কত কিছু ফুল বা গাছ দিয়ে করে থাকে মানুষ ইত্যাদি। কিছু ফুলের ছবি আর ফুল গাছের নাম দিচ্ছি , পাতা বাহার, নয়ন তাঁরা ফুল, লাল গোলাপ ফুল, সাদা গোলাপ ফুল, চাইনিজ টগর ফুল, চন্দ্র প্রভা, আজকে আমার এই পর্যন্তই নার্সারিতে ঘোরাঘুরি শেষ করলাম,


1000002305.jpg

1000002313.jpg আমার পছন্দের হাসনাহেনা গাছ কিনতে পারলাম না দুঃখটা একটু বেশি ছিল, ফুলের কথা বলতে বলতে ভুলেই গেলাম আমার মূল উদ্দেশ্য কি ছিল এই নার্সারিতে আসার উদ্দেশ্য ছিল লাউ গাছ, পাইনা লাউ গাছ , অবশেষে আমি লাউ গাছগুলো আমি কিনলাম আমাদের আঞ্চলিক ভাষায় আমি বললাম এই গাছের নাম , আরো অনেক নাম থাকতে পারে আমারও জানা নেই । আর একটা লাউ গাছ আছে এটা হচ্ছে মিষ্টি কুমড়া লাউ গাছ, আর একটা জালি কুমড়া লাউ গাছ। এইগুলা হল লাউ গাছের জাত আমার জানামতে তিনটা লাউ গাছের জাত আমি নাম জানি , বিশ টাকা করে এক এক পিস চারা পাইনা লাউ গাছ কিনলাম। অবশেষে মাইয়ের জন্য সুখবর মাইয়ের গাছের চারা কিনে নিয়ে বাসায় এসেছি কিন্তু আমার হাসনাহেনের বড় ফুল গাছ আমি পাইলাম না । আমার বুক ভরা কষ্ট নিয়ে লাউ গাছের চারা নিয়ে বাসায় চলে আসলাম


আমার পরিচয়


আমি মোঃ সোহাগ মিয়া আমি ঢাকায় বাস করি আমার গেমস খেলতে ভালো লাগে বিভিন্ন জায়গায় স্থানে ঘুরতে ভালো লাগে মানুষের সাথে কথা বলতে ভালো লাগে কবুতর পালন করতে ভালো লাগে মুভি দেখতে ভালো লাগে গান শুনতে ভালো লাগে একা একা হাঁটতে ভালো লাগে আমি খুব সাধারন একটি ছেলে , যদি আমি এ ব্লকে কোন ভুল করে থাকি তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর সবাই আমাকে সুন্দর পরামর্শ দিবেন । আমি আরো যেনো গুছিয়ে সুন্দর করে ব্লগিং সাজিয়ে আপনাদেরকে দিতে পারি। আর আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো আমাকে আরো অনুপ্রেরণা যোগায় , সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ


আজকের তারিখ - ৮-১১-২০২৪


💦

💦 সোহাগ মিয়া 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

ছোট গাছ পেয়েছেন তাতে কি হয়েছে ভাই। পরিচর্যা করলে এই গাছটি এক সময় অনেক বড় হবে এবং অনেক ফুল পাবেন। গাছ রোপন করা খুবই ভালো একটি উদ্যোগ। ভালো লাগলো আপনার এই পোস্ট দেখে। ধন্যবাদ আপনাকে।

জ্বি ভাই, ঠিক বলছেন পরবর্তী সময় যদি নার্সারিতে যাই তাহলে এই গাছটি কিনে আনব । ধন্যবাদ ভাই