আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন , আমার বাংলার আজ আমার পঞ্চম নাম্বার ব্লক সবাইকে স্বাগতম,ব্লগের নাম আমার আড্ডা আশাকরছি সবাই ভালো আছেন,আমিও আলহামদুলিল্লাহ্ ভালো আছি। ইন্ডিয়া বাংলাদেশ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সবার প্রতি আমার ভালবাসা রইল।
অনেকদিন পর ছোটবেলার বন্ধুর দোকানে গেলাম, বন্ধু একটু ভিন্ন রকম মানুষ ছিল ছোটবেলা থেকে বন্ধু সবসময়ই কাজকর্মে ব্যস্ত থাকতো এবং সে অনেক বুদ্ধিমান ছাত্র ছিল। বন্ধু তেমন পড়াশোনা করতে পারে নাই এসএসসি পর্যন্ত পড়াশোনা করছে। বন্ধুর বাবা মারা যাওয়ার পর সে সংসারের দায়িত্ব তার ঘাড়ের উপরে পরে, এই জন্য সে তেমন পড়াশোনা করতে পারে নাই। আমার বন্ধুর নাম সজীব বন্ধু অনেক ভালো মনের একটি মানুষ অনেক পরিশ্রমী একজন ব্যক্তি বন্ধুর দোকানের সবচাইতে বেশি মজাদার জিনিস হল ,পরি ,আলুর চপ, বেগুনি ইত্যাদি। আগে একসাথে অনেক বন্ধু বান্ধব মিলে আড্ডা দিতাম এখন আর তা দেওয়া হয় না সবাই ব্যস্ত থাকে। আমাদের এলাকায় সজীবের দোকান অনেক পুরনো দোকান প্রায় দোকানের বয়স পঁয়ত্রিশ হবে। বন্ধুর সাথে অনেক সময় আড্ডা দিলাম এবং অনেক কথাবার্তায় বললাম এবং পুরানো দিনের কথা মনে পড়ে গেল। স্কুলে না গিয়ে আমরা স্কুলের বন্ধুদের সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যাইতাম। জাতীয় জাদুঘরে ঘুরতে যেতাম যেখানে মন চায় তো সারাদিন ঘোরাঘুরির পর সন্ধ্যার সময় আবার বাসায় সবাই চলে আসতাম। আমাদের স্কুল লাইফ তো এখনকার মত টেকনোলজি ছিল না আগে ইন্টারনেট স্মার্ট মোবাইল ফোন এসব কেউ ব্যবহার করত না কিন্তু সবাই ,একটা নির্দিষ্ট সময় মাঠে সবারই দেখা যেত খেলার জন্য কেউ ফুটবল খেলতো কেউ বা আবার ক্রিকেট খেলতো কত কিছু না খেলতাম ওইসব দিনগুলোর কথা মনে পড়লে, অনেক কষ্ট লাগে আবার অনেক আনন্দ পাই , যেমন বর্ষার সময় আমাদের এলাকায় পানি আসতো নতুন পানিতে আমরা বন্ধু-বান্ধবরা মিলে সবাই গোসল করতে যেতাম। ওইসব হারানো দিনের কথা আবার ও মনে পড়ে গেল। কেন আমি এসব কথাগুলি শেয়ার করলাম এর কারণ হচ্ছে আমার এই বন্ধু অনেক পরিশ্রমে একটা মানুষ। এবং সে একজন সফল উদ্যোক্তা বা বলতে পারেন একজন সফল ব্যবসায়ী এত অল্প সময় এত ছোট বয়সে অনেক কিছু করেছে আমার দেখা মতে সে জায়গা কিনেছে, ছোট্ট একটা বাড়িও বানিয়েছে, এ ছোট্ট একটা দোকান থেকে উপার্জন করেছে । এবং তার একটা মেয়ে এবং একটা ছেলেও আছে,
সত্য কথা বলতে কি এরকম পারিশ্রমিক মানুষকে সবাই ভালবাসে এবং তার প্রশংসা সবাই করতে পছন্দ করে তাই আপনাদের কাছে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ দান করে এবং বেশ কয়েকদিন ধরে আমি ডেঙ্গু জ্বরের আক্রান্ত হয়ে বিছানায় পড়ে রয়েছি আমি।
আমি মোঃ সোহাগ মিয়া আমি ঢাকায় বসবাস করি আমি ঘুরতে অনেক ভালবাসি খেলতে অনেক ভালবাসি আমি ঘুড়ি উড়াতে পছন্দ করি আমি গেমস খেলতে অনেক পছন্দ করি আমি মানুষের সাথে কথা বলতে অনেক ভালোবাসি এবং বিভিন্ন ধরনের নতুন জিনিস শিখার আগ্রহ আমার অনেক বেশি, যদি কোন নতুন জিনিস দেখি তাহলে সাথে সাথেই ওই জিনিসটি দেখার জন্য বা শেখার জন্য ব্যাকুল হয়ে পড়ে আমার মন ইত্যাদি। আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো আমাকে অনুপ্রেরণা যোগায়,আরো সুন্দর ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমি আসবো ,আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ আবার নতুন কোন ব্লক নিয়ে আপনাদের মাঝে আমি আবার আসবো। যদি আমার কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit