diy//এসো নিজে করি//রঙিন পেপার দিয়ে ফুলদানি তৈরি- ১০% ভালোবাসা shy-fox

in hive-129948 •  2 years ago 

27-07-2022

১০ই শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ

প্রসঙ্গঃ"রঙিন পেপার দিয়ে ফুলদানি তৈরি"



হ্যালো বন্ধুরা,

আশা করি আপনারা সবাই ভাল আছেন, ঈশ্বরের অশেষ কৃপায় আমিও অনেক ভাল আছি। পারিবারিক সমস্যার কারণে অনেকদিন যাবত আমি আপনাদের মাঝে উপস্থিত হতে পারিনি। তাই আবার ও সব সমস্যা কাটিয়ে আজকে আবারো আপনাদের মাঝে উপস্থিত হলাম। আর আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরব "রঙিন পেপার দিয়ে ফুলদানি তৈরি করে"আপনাদের দেখাবো। আশা করি আপনাদের খুব ভাল লাগবে, তো বন্ধুরা চলুন দেখে নেয়া যাক।

★রঙিন পেপার দিয়ে ফুলদানি তৈরি।★

IMG-20220627-WA0023.jpg

জানিনা আপনাদের কেমন লাগবে। তবে আশা করি আমার তৈরি ফুলদানিটি আপনাদের অনেক সুন্দর লেগে থাকবে।



★প্রয়োজনীয় উপকরণ★

  • রঙ্গিন কাগজ
  • স্কেল
  • আঠা
  • কাঁচি


★ধাপ ১★

IMG-20220627-WA0002.jpg

সর্বপ্রথম আমি একটি রঙিন কাগজ মাপ বরাবর কেটে নিলাম। তারপর কেটে নেওয়া ওই রঙিন কাগজটির মাজ বরাবর ভাঁজ করে নিলাম

★ধাপ ২★

IMG-20220627-WA0003.jpg

তারপর কাগজটি কোনাকুনি করে তার মাজ বরাবর আরো একটি ভাঁজ করে নিলাম।

★ধাপ ৩★

IMG-20220627-WA0004.jpg

তারপর রঙিন কাগজটি ত্রিভুজ আকারে পরিণত হয়। এই ছবিটি দেখলে সেটি আপনারা বুঝতে পারবেন।

★ধাপ ৪★

IMG-20220627-WA0005.jpg

তারপর আমি কাগজটিকে পেন্সিল দিয়ে দাগ করে নিয়ে কাটার জন্য প্রস্তুত করে নিলাম।

★ধাপ ৫★

IMG-20220627-WA0007.jpg

তারপর কেটে নেওয়া রঙ্গিন কাগজটি একটি ফুল আকারে পরিণত হয়ে যায়। তাই তার একটি ছবি তুলে আপনাদের মাঝে শেয়ার করলাম।

★ধাপ ৬★

IMG-20220627-WA0008.jpg

তারপরে আমি ধীরে ধীরে তার প্রত্যেকটি অংশ এক এক করে কেটে নিলাম।

★ধাপ ৭★

IMG-20220627-WA0013.jpg

তারপর কেটে নেওয়ার পর প্রত্যেকটি অংশ একের পর এক আঠা লাগিয়ে মুড়িয়ে দিলাম।

★ধাপ ৮★

IMG-20220627-WA0010.jpg

তারপর মুড়িয়ে নেয়া অংশটি প্রায় ফুলদানি তৈরির প্রথম ধাপ সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে আসে।

★ধাপ ৯★

IMG-20220627-WA0014.jpg

তারপরে আমি তার মধ্যে একটি হলুদ পেপার দিয়ে একটি হাতল বানিয়ে তার মধ্যে আঠা দিয়ে লাগিয়ে দিলাম।

★ধাপ ১০★

IMG-20220627-WA0016.jpg

IMG-20220627-WA0017.jpg

তারপরে কিছু ফুল বানিয়ে নিলাম।

★ধাপ ১১★

IMG-20220627-WA0018.jpg

তারপরে তৈরি করে নেওয়া ফুলগুলো সেই হাতলের মধ্যে আঠা দিয়ে লাগিয়ে দিলাম।

★ধাপ ১২★

IMG-20220627-WA0023.jpg

তারপর ফুলদানিটির চারপাশ দিয়ে লাল রঙিন পেপার দিয়ে নশকা করে কেটে নিয়ে তার মধ্যে আঠা দিয়ে লাগিয়ে দিলাম। আর এ ভাবে পুরোপুরি ফুলদানি টি প্রস্তুত করে ফেলি।

আশা করি বন্ধুরা আমার তৈরি এই পোস্টটি আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি লেখায় এবং ছবিতে কোন রকম ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।




শুভেচ্ছান্তে :-
@milon.roy

ছোট আকারে আমার পরিচয়

IMG_8823~2.JPG

আমার নাম: শ্রী মিলন রায়। এবং আমার স্টিমিট ইউজার আইডির নাম হচ্ছে: @milon.roy। আমি বাংলাদেশের নাগরিক। এবং বাংলাদেশে জন্মগ্রহণ করে আমি নিজেকে ধন্য মনে করি। আমার বর্তমান ঠিকানা হচ্ছে দিনাজপুর জেলার অন্তর্গত, পার্বতীপুর থানা।




ধন্যবাদ জানাই "আমার বাংলা ব্লগের" সকল সদস্যদের।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

রঙিন কাগজ ব্যবহার করে খুব সুন্দর একটি ফুলদানি তৈরি করেছেন। দেখতে খুবই সুন্দর লাগছে। আসলে কাগজের তৈরি জিনিসগুলো করতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। কালার কম্বিনেশন বেশ ভালো ছিল। ধন্যবাদ আপনাকে চমৎকার একটি ফুলদানি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

রঙিন পেপার দিয়ে ফুলদানি তৈরি করেছেন। ফুলদানিটি দেখতে বেশ চমৎকার লাগলো আমার কাছে। প্রতিটা দাপ কোন সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর ফুলদানি তৈরি করেছে। আপনার ফুলদানি তৈরি করার উপস্থাপন আমার কাছে অনেক ভাল লেগেছে, দেখে শিখে নিলাম শুভকামনা রইল।

রঙিন কাগজ দিয়ে চমৎকার একটি ফুলদানি তৈরি করেছেন ভাইয়া। যা দেখতে খুবই সুন্দর হয়েছে। এত সুন্দর ভাবে রঙিন কাগজ ব্যবহার করে ফুলদানি তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

  ·  2 years ago (edited)

রঙিন কাগজ ব্যবহার করে ফুলদানি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করছেন রঙিন কাগজ দিয়ে যেকোনো কিছু তৈরি করলে দেখতে খুবই চমৎকার দেখায়। সুন্দর উপস্থাপনার মাধ্যমে ফুলদানি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।