সালমান শাহ কি আর আসবেনা আমাদের মাঝে। তার সম্পর্কে লিখতে আমার মনটা কেঁদে উঠল

in hive-129948 •  last year  (edited)


source
সালমান শাহ (১৯ সেপ্টেম্বর ১৯৭১ - ৬ সেপ্টেম্বর ১৯৯৬) বাংলাদেশের একজন প্রমিনেন্ট অভিনেতা ও মডেল ছিলেন। তার জন্ম ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বরে বাংলাদেশের সিলেট শহরে হয়। তার প্রকৃত নাম ছিল "চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন"। সালমান শাহ প্রথমে টেলিভিশন নাটকের মাধ্যমে অভিনয় করতে শুরু করেন, এরপর ১৯৯০-এর দশকে চলচ্চিত্রে অভিনয় করতে এসেন এবং তিনি একজন জনপ্রিয় অভিনতা হয়ে উঠেন।

১৯৯৩ সালে, তার অভিনীত প্রথম চলচ্চিত্র সোহানুর রহমান সোহান পরিচালিত "কেয়ামত" ছবিতে তিনি অভিনয় করেন। এই ছবিতে নায়িকা মৌসুমী ও গায়ক আগুনের অভিষেক হয়। এই ছবিতে তার অভিনয়ের জনপ্রিয়তা বেড়ে আসে এবং এর পর তিনি বাংলাদেশের ব্যবসাসফল ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেন। সালমান শাহ এ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মৃত্যু প্রাপ্ত হন।

সালমান প্রাথমিক শিক্ষা প্রাপ্ত করেন খুলনার বয়রা মডেল হাইস্কুলে। তারপর তিনি ঢাকার ধানমন্ডি আরব মিশন স্কুলে ম্যাট্রিক পাস করেন এবং পরবর্তীতে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে ইন্টারমিডিয়েট এবং ধানমন্ডির মালেকা সায়েন্স কলেজ (বর্তমান ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজ) থেকে বি.কম. পাস করেন।

সালমান শাহ ১২ আগস্ট ১৯৯২ তার খালার বান্ধবীর মেয়ে সামিরা হককে বিয়ে করেন। সামিরা হক ছিলেন একজন বিউটি পার্লার ব্যবসায়ী। তিনি সালমানের ২টি চলচ্চিত্রে তার পোশাক পরিকল্পনাকারী হিসেবে কাজ করেন।

সালমান শাহ ১৯৮৫ সালে বিটিভির আকাশ ছোঁয়া নাটক দিয়ে অভিনয়ের যাত্রা শুরু করেন। পরে তিনি বিভিন্ন টেলিভিশন নাটকে অভিনয় করেন, এবং ১৯৮৮ সালে তার অভিনয়ের জনপ্রিয়তা বাড়ে। তার নাটক নয়ন প্রথম একক নাটক হিসেবে বাচসাস পুরস্কার লাভ করে। এছাড়া তিনি ১৯৯০ সালে মঈনুল আহসান সাবের রচিত উপন্যাস "অবলম্বন" এবং ১৯৯৪ সালে ইতিকথা ধারাবাহিক নাটকে অভিনয় করেন।

প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহানের নামে পরিচিত হয়ে গেলে, তার চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ পান। প্রযোজনা প্রতিষ্ঠান আনন্দ মেলা তিনটি হিন্দি ছবি "সনম বেওয়াফা", "দিল", ও "কেয়ামত" তে এর মেধাস্বত্ব নিয়ে সোহানের কাছে আসে এর যে-কোনো একটির বাংলা পুনঃনির্মাণ করার জন্য। কিন্তু উক্ত ছবিগুলোর জন্য উপযুক্ত নায়ক-নায়িকা খুঁজে না পেয়ে সম্পূর্ণ নতুন মুখ দিয়ে ছবি নির্মাণের সিদ্ধান্ত নেন। এরপর তাকে একটি ছবির জনপ্রিয় নায়ক আলমগীরের সাবেক স্ত্রী খোশনুর আলমগীর থেকে নতুন নায়ক হিসেবে পেশ করা হয়। শেষ পর্যন্ত পরিচালক সোহানুর রহমান তাকে নিয়ে "কেয়ামত" থেকে "কেয়ামত" চলচ্চিত্রটি নির্মাণের সিদ্ধান্ত নেন এবং ইমন নাম পরিবর্তন করে সালমান শাহ রাখা হয়। এরপর মৌসুমীর বিপরীতে তিনি আরও তিনটি ছবিতে অভিনয় করেন। এই ছবি হলো "অন্তরে অন্তরে" (১৯৯৪), "স্নেহ" (১৯৯৪), ও "দেনমোহর" (১৯৯৫)।

চলচ্চিত্র:

১৯৯৩: কেয়ামত থেকে কেয়ামত (রাজ) - পরিচালক: সোহানুর রহমান সোহান
টেলিভিশন নাটক:

১৯৮৫: আকাশ ছোঁয়া
১৯৮৮: সৈকতে সারস (রাব্বি)
১৯৯০: পাথর সময়
১৯৯৪: ইতিকথা (ইউসুফ)
১৯৯৪: দোয়েল
১৯৯৫: সব পাখি ঘরে ফেরে
১৯৯৫: নয়ন (সুলতান)
১৯৯৬: স্বপ্নের পৃথিবী (শুভ)
মৃত্যু:

সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান। তার মৃত্যু নিয়ে রহস্য থাকা ছিল এবং ময়না তদন্তের প্রতিবেদনে আত্মহত্যা বলে উল্লেখ করা হয়েছিল। কিন্তু মৃত্যুর পরে মোটামুটি সময় পর সালমান শাহের মৃত্যু নিয়ে রহস্যের কিছু উল্লেখ নেই।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এ ধরনের পোস্ট কোন মানে রাখে না। আর নিয়ম কানুন না জেনে কোথাও পোস্ট করা ঠিক নয়।

ভাই আমি কি আমার নিজের লেখা গল্প লিখতে পারি?

টাইপ: চৌর্যবৃত্তি।

এ ধরনের পোস্ট আমার বাংলা ব্লগ কমিউনিটি Allow করে না। নতুন ইউজার হওয়ার কারণে শুধুমাত্র আপনার পোস্ট Mute করা হচ্ছে। পরবর্তীতে আবার একই ধরনের কাজ করলে আপনার একাউন্ট কমিউনিটি থেকে ব্যান করা হবে।

কমিউনিটির নিয়মাবলী ভালোভাবে পড়ে নিন
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-16-aug-22

যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।

Discord server link: https://discord.gg/ettSreN493

Source:
https://bn.wikipedia.org/wiki/%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8_%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B9