টিভি সিরিজ | ভিনসেনজো |
---|---|
ধরন | অপরাধ নাটক |
নির্মাতা | স্টুডিও ড্রাগন |
লেখক | পার্ক গো-বুম |
পরিচালক | কিম হি-উইন |
অভিনয়ে | সং জুং-কি, জিওন ইও-বিন, ওকে টাকি-উন, কিম ইও-জীন, কোয়াক দোং-ইওন |
মূল দেশ | দক্ষিণ কোরিয়া |
মূল ভাষা | কোরিয়ান |
পর্বের সংখ্যা | ২০ |
প্রযোজক | লি হ্যাং-সও, হ্যাং সাি-জুং, হাম সেউং-জুন, চো সো-ইয়াং |
ব্যাপ্তিকাল | ৮৪ মিনিট |
নির্মাণ কোম্পানি | লোগোস ফিল্ম |
পরিবেশক | টিভিএন, নেটফ্লিক্স |
মুক্তির তারিখ | ২০ ফেব্রুয়ারি ২০২১ |
রিভিউ
গিয়াম প্লাজার ভাড়াটিয়ারা বাবেল গ্রুপের গুন্ডাদের সাথে মারামারি করাতে দুই গ্রুপ কেই পুলিশ থানায় নিয়ে যায় এবং গ্রুপের গুন্ডাদের জেলে ভরে রাখে আর গিয়ামের ভাড়াটিয়াদের পুলিশের কাস্টডি তে রাখে ।পুলিশ কাকে দোষী করবে ভেবে পাচ্ছিল না আর ঠিক এমন সময় ভিনসেনজোর পূর্বের করা বুদ্ধিতে প্রমাণ দিতে সক্ষম হয়। সে গিয়াম প্লাজার এক ভাড়াটিয়াকে দিয়ে বাবেল এর গুন্ডারা যে ভাড়াটিয়াদের মেরেছে তার প্রমাণ ভিডিও করে রেখেছে। পরে পুলিশ ভাড়াটিয়াদের ছেড়ে দিতে বাধ্য হয়।
তারপর তারা সবাই রেস্টুরেন্টে বসে আনন্দ উল্লাস করে এবং ভিনসেনজো কে ধন্যবাদ জানায়। এদিকে মি ইয়ং হি চিফ প্রসিকিউটর সহ দুজন ভি আই পি এর সাথে প্রাইভেট ভাবে দেখা করে। ভিনসেনজো আর চা ইয়াং রাস্তায় একা হাটে এবং চা ইয়াং ভিনসেনজো কে জেল থেকে ছাড়ানোর জন্য ধন্যবাদ জানায়।
বাবেলের চেয়ারম্যান জেন বু উকিলদের সাথে বসে এবং বলে চিফ প্রসিকিউটর কে তোমরা রাজি করাও নি বরং সে চিফ প্রসিকিউটর এর ছেলে যে কিনা ফুটবল বুঝেই না তাকে ইতালির AC Milan দলে জায়গা করে দিয়েছে । এই কথা শুনে মি ইয়ং হি রেগে যায় এবং বাবেল এর চেয়ারম্যান খুশি হয়ে বলে এই রাগ আমি চাই। মি ইয়ং হি আর বাবেল এর চেয়ারম্যান ভিনসেনজো এর সাথে ডিল করতে যায়। বাবেল গ্রুপের গুন্ডারা যারা গিয়াম প্লাজার ভাড়াটিয়াদের উপর এট্যাক করেছিল তাদের ফ্রিজের মধ্যে ভরে রাখে । মি ইয়ং হি তার পুরনো এক ক্লায়েন্টের ছেলের সাথে কথা বলে যেন তাকে সাহায্য করে । তারপর ভিনসেনজো এবং মিস্টার চো মিলে প্ল্যান করে কিভাবে হ্যাকার দিয়ে গোল্ড এর ভল্টের লক খোলার জন্য ।
শিংকোয়াং ব্যাংকের প্রেসিডেন্ট ভিনসেনজোর মায়ের সাথে দেখা করে এবং হুমকি দেয়। এদিকে টিভিতে নিউজ আসে শিংকোয়াং ব্যাংক বাবেল গ্রুপ এ ইনভেস্ট করতে রাজি হয়। চা ইয়াং কিছু তথ্য বের করে নিয়ে আসে। শিংকোইয়াং ব্যাংকের প্রেসিডেন্টের ছেলে পছন্দ এবং চা ইয়াং ভিনসেনজোকে পাঠায় তার সাথে ভাব করার জন্য। পরে তারা দুজন ডেটিং এ যায়। ভিনসেনজো জানতে পারে তার মায়ের কয়েদি হওয়ার পিছনে শিংকোয়াং ব্যাংকের মালিকের হাত আছে।
এদিকে গিয়াম প্লাজার ভাড়াটিয়ারা লুকিয়ে কি যেন খুঁজতে বের হয় । ভিনসেনজা আবার শিংকোয়াং গ্রুপের প্রেসিডেন্টের সাথে এমিউজম্যান্ট পার্কে অনেক মজা করে। বাবেল আর শিংকোয়াং ব্যাংকের ইনভেস্টমেন্ট চুক্তির দিন চলে আসে এবং বাবেল গ্রুপ অনেক খুশি থাকে। কিন্তু ব্যাংকের প্রেসিডেন্ট পুরো মিডিয়ার সামনে এই ডিল ক্যানসেল করে দেয়। এতে ভিন্সেনজো এবং চা ইয়াং খুশি হয়।
কিন্তু প্রেসিডেন্টের মাকে মি ইয়ং হি আগে থেকেই এরকম হতে পারে বলে দেয় এবং তার মা সেখানে এসে এগ্রিমেন্ট সাইন করে। কিন্তু ভিনসেনজো তার থেকেও বড় গেম খেলে এই ডিল ক্যানসেল করে এবং শিংকোয়াং ব্যংকের প্রেসিডেন্ট কে জেলে পাঠিয়ে দেয়। শেষের দিকে চা ইয়াং মি ইয়ং হি এর সাথে রেগে বের হয়ে যায়।
এই পর্বে বাবেল গ্রুপের একের পর এক চেষ্টা ব্যর্থ হয়ে যাওয়া দেখা যায়। বাবেল অনেক চেষ্টা করেও ভিনসেনজোর প্ল্যানের সাথে পারে না। ভিনসেনজো এমন প্ল্যান করে শিংকোয়াং ব্যাংকের বাবেল গ্রুপের সাথে ইনভেস্টমেনট ডিল ক্যানসেল হয় এবং তার মায়ের প্রতিশোধ ও নিয়ে নেয়। এই পর্ব আমার কাছে আরও ভাল লেগেছে। প্রতি পর্বেই কিছু টুইস্ট দেখা যাচ্ছে । আশা করছি পরের পর্বে আরো মজার কিছু দেখা যাবে।
আশা করি আমার ভিনসেনজো টিভি সিরিজ রিভিউর অষ্টম পর্ব আপনাদের ভাল লেগেছে। ধন্যবাদ সবাইকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit