টিভি সিরিজ | ভিনসেনজো |
---|---|
ধরন | অপরাধ নাটক |
নির্মাতা | স্টুডিও ড্রাগন |
লেখক | পার্ক গো-বুম |
পরিচালক | কিম হি-উইন |
অভিনয়ে | সং জুং-কি, জিওন ইও-বিন, ওকে টাকি-উন, কিম ইও-জীন, কোয়াক দোং-ইওন |
মূল দেশ | দক্ষিণ কোরিয়া |
মূল ভাষা | কোরিয়ান |
পর্বের সংখ্যা | ২০ |
প্রযোজক | লি হ্যাং-সও, হ্যাং সাি-জুং, হাম সেউং-জুন, চো সো-ইয়াং |
ব্যাপ্তিকাল | ৮৩ মিনিট |
নির্মাণ কোম্পানি | লোগোস ফিল্ম |
চতুর্থ পর্ব
ভিনসেনজো এবং ইউ চান রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকে। তাদের দুজনকে হাসপাতালে নেয়া হয় এবং হাসপাতাল যাওয়ার পর বুঝা যায় ইউ চানের স্পট ডেথ হয়ে যায়। অন্যদিকে ভিনসেনজো গুরুতর আহত অবস্থায় হসপিটালের বেডে পড়ে থাকে। চা ইয়াং তার বাবার মৃত্যুতে অনেক কান্নাকাটি করে। ভিনসেনজো কিছুটা সুস্থ হয়। বাবেল গ্রুপ ইউ চানের মৃত্যুর পর তার উপর দোষ চাপিয়ে মিডিয়াতে রটিয়ে দেয় ইউ চান মিথ্যে সাক্ষী তৈরি করে বাবেল গ্রুপের বিরুদ্ধে দাঁড় করাতো। চা ইয়াং এর তা দেখে মন ভেঙে যায়। একটি দৃশ্যে দেখা যায় নদীতে সেই সাক্ষী রিসার্চার এর লাশ পাওয়া যায়। তা দেখে চা ইয়াং বুঝতে পারে তার বাবা বাবেল গ্রুপের বিরুদ্ধে যা বলেছিল সব সত্য এবং চা ইয়াং এও বুঝতে পারে তার বাবার মৃত্যুর পেছনে উসান ল ফার্মের হাত থাকতে পারে। সে উসান ল ফার্ম এ রিজাইন দেয়।
ভিন্সেনজো সুস্থ হয়ে এক্সিডেন্ট স্পটে গিয়ে যে ট্রাক ড্রাইভার এক্সিডেন্ট করেছিল তার চেহারা মনে করে ভিনসেনজো চা ইয়াং কে বলে সেই সাক্ষী মারা যাওয়ার আগে তার বাবাকে ফোন করেছিল। এতে চা ইয়াং পুরোপুরি বুঝে যায় তার বাবার মৃত্যুর পিছনে উসান ল ফার্ম এবং বাবেল গ্রুপ এর হাত আছে। একটি দৃশ্যে দেখা যায় ভিনসেনজো এবং চা ইয়াং একসাথে বাবেল গ্রুপের বিরুদ্ধে লড়ার জন্য বন্ধুত্বের হাত বাড়ায়। তারা ট্রাক ড্রাইভার এর সাথে জেলে দেখা করে জানতে পারে দুজন লোক ট্রাক ড্রাইভারকে এই কাজ দেয়।
তখন তারা সেই দুই লোকের কাছে গিয়ে তথ্য বের করে জানে মি ইয়ং গি তাদেরকে বলেছে এ এক্সিডেন্ট করানোর জন্য। দৃশ্যে দেখা যায় ভিনসেনজো তাদের দুজনকে সেখানেই মেরে ফেলে এবং মেরে তাদের রক্তাক্ত কাপড় মি ইয়ং গি এর কাছে পাঠায় এবং তা দেখে সে খুব ভয় পেয়ে যায় । কিছুক্ষণ পর ভিনসেনজো মি ইয়ং গী কে ফোন দিয়ে তার স্টাইলেই ভয় দেখায় এবং সে ভয় পেয়ে বলে কি করলে তাকে মুক্তি দিবে। তখন ভিনসেনজো বলে ইউ চানের উপর আরোপিত দোষ তুলে নিতে হবে।
পরের দৃশ্যে দেখা যায় ভিনসেনজো যে দুজনকে মেরেছিল দেখাচ্ছিল সে দুজনকে আসলে বাঁচিয়ে রেখেছিল এবং তাদেরকে তার দলে নিয়ে তাদের দ্বারা বাবেল গ্রুপের কেমিক্যাল ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দেয়। আগুন লাগানোর পরে বাবেল গ্রুপের ফেক চেয়ারম্যান সেখানে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে। তখনই আবির্ভাব হয় বাবেল গ্রুপের আসল মালিকের। সে গাড়ি থেকে নামে। কে এই আসল মালিক?
এই সিরিজ আমি যতই দেখছি আমার আগ্রহ আরো বেড়ে চলেছে। এই পর্বে দেখা যায় বাবেল গ্রুপের কুকর্মের বিরুদ্ধে লড়াই করা একমাত্র উকিল ইউ চান কে বাবেল গ্রুপ মেরে ফেলে। ভিনসেনজো এক্সিডেন্ট করা ট্রাকের ড্রাইভারের দেয়া তথ্য অনুযায়ী এই মার্ডারের পিছনে যার হাত সেই ভিলেন উকিল মী ইয়ং গী কে হুমকি দেয়। মি ইয়ং গী ভয় পেয়ে যায় কিন্তু আদৌ কি সে ভয় পেয়েছে টা বোঝা যাবে পরের পর্বে। এদিকে ভিনসেনজো বাবেল গ্রুপের ক্যামিকেল ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দিলে বাবেল গ্রুপের অরিজিনাল চেয়ারম্যান তার খোলস থেকে বের হয়ে আসে। পরের পর্ব থেকে মনে হয় আরও সাসপেন্স পাওয়া যাবে।
৮.৪/১০
৯.২/১০
আশা করি আমার শেয়ার করা রিভিউ আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে ।
ভাইরে ভাই এত খুনখারাবি।এ তো মাথা ঘুরিয়ে দেওয়ার মত অবস্থা।পরীক্ষা শেষ হলে আমিও দেখা শুরু করব।ততদিন আপনার পোস্ট থেকেই জেনে নিই।অনেক সুন্দর ভাবে রিভিউ দিয়েছেন ভাইয়া। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পরীক্ষা দিয়ে অবশ্যই দেখবেন অনেক ইন্টারেস্টিং। ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সমস্যা হলো কোরিয়ান ভাষা তো বুঝিনা তাহলে দেখতাম। এটা কি নেটফ্লিক্স এ হিন্দি কিংবা ইংরেজিতে আছে? তাহলে দেখতাম। রিভিউ পড়ে তো ভালই লাগলো। খুবই সুন্দর ভাবে সিরিজ এর রিভিউ দিয়েছেন। ধন্যবাদ ভাই আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নেটফ্লিক্সে দেখলে নিচে সাবটাইটেল দেয়া থাকে সেটা দেখে বুঝে নিতে পারবেন। ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনি খুব সুন্দর ভাবে ভিনসেনজো সৃষ্টির রিভিউ করেছেন। আপনার রিভিউ পরে মনে হচ্ছে সৃষ্টি আর দেখার প্রয়োজন নেই। এই সিরিজে প্রতিটি রিভিউ দেখলেই হয়ে যাবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit