আজ আমি আপনাদের সাথে মানি হাইস্টের সিজন ১ এর পর্ব ৪-৬ এর রিভিউ শেয়ার করছি।
স্ক্রিনশট ঃ আই এম বি ডি
রাকুয়েল প্রফেসর কে সারেন্ডার করার আল্টিমেটাম দিলে প্রফেসর আবার দুষ্টামি করে জিজ্ঞেস করে রাকুয়েল ছোট বেলায় কি গেম খেলেছে। ডেনভার মনিকাকে একটি সেফ ভল্টে নিয়ে লুকিয়ে রাখে যেন বাকি মেম্বার রা না জানে। প্রফেসর রাকুয়েলকে বলে যদি তাদেরকে ইন্টারনেশনাল ওয়াটার পর্যন্ত পৌঁছে দেয় তাহলে ৬৭ জন হস্টেজ সেফ রিলিজ পাবে। অন্যদিকে রাকুয়েলের মা প্রফেসরের মোবাইলে কল দেয় রাকুয়েলকে খুজতে আর এই সুযোগে প্রফেসর রাকুয়েলের তদন্ত করার তাবুতে ঢুকে যায় এবং ভিতরের পরিবেশ বুঝে যায়।
স্ক্রিনশট ঃ নেটফ্লিক্স
এদিকে বারলিন পুলিশ এর কাছে ফোন কলার কে খুজে বের করে। ডেনভারের বাবা যখন শুনে তার ছেলে খুন করেছে সে অসুস্থ হয়ে পড়ে। রাকুয়েল প্রফেসর কে ফোন ফেরত দিতে আসে। তাদের মধ্যে কিছুটা বন্ধুত্ব তৈরী হয়। রাকুয়েল তার পারসনাল লাইফের কিছু কথা শেয়ার করে প্রফেসরের সাথে। ডেনভার লুকিয়ে মনিকার ড্রেসিং করে দেয়। মস্কো সুস্থ হয়ে হাইপার হয়ে যায় এবং রয়াল মিন্টের গেট খুলে দেয়। সবাই তখন তাকে কোন রকম আটকে রাখে এবং ডেনভার মস্কোর কানে ফিস ফিস করে বলে সে মনিকাকে খুন করেনি, মনিকা বেচে আছে।
স্ক্রিনশট ঃ নেটফ্লিক্স
মস্কো ও ডেনভার কিছু হস্টেজ নিয়ে রয়াল মিন্টের ছাদে মহড়া দিতে যায় পুলিশ কে কনফিউজ করার জন্য। এর মধ্যে আরতুরু (মিন্টের ম্যানেজার) ডেনভারের সাথে তর্কে জড়ায় এবং পুলিশ তা দেখে স্নাইপার দিয়ে গুলি করে। সেই গুলিতে হস্টেজ আরতুরু গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ হওয়ার পর আরতুরু তার ওয়াইফের সাথে কথা বলে। মস্কো নিজে গিয়ে সিউর হয় যে মনিকা বেচে আছে।
স্ক্রিনশট ঃ নেটফ্লিক্স
প্রফেসর পুলিশকে ফোন দিয়ে হুমকি দেয় এবং পুলিশ অনেক রিকুয়েস্ট করে একদল ডক্টর পাঠায়। এই দলের মধ্যে একজন সুনিয়র পুলিশও আছে। প্রফেসর সি সি ক্যামেরা দিয়ে পুলিশ কে চিনে (রাকুয়েল কে পুলিশের তাবুতে ফোন দিতে গিয়ে পুলিশের সাথে দেখা) এবং সাথে সাথে বারলিন কে জানিয়ে দেয় পুলিশের পরিচিতি। বারলিন ডক্টর দলে থাকা পুলিশের চশমাতে ভয়েস ট্র্যাকার লাগিয়ে দেয় যাতে করে প্রফেসর পুলিশের তাবুতে হওয়া সব ঘটনা শুনতে পারে।
স্ক্রিনশট ঃ নেটফ্লিক্স
রানীর পিরিচিত ভি আই পি মেয়েটি রিওর সাথে ফ্লার্ট করে এবং পরে রিওকে বন্দুক তাক করে মারার হুমকি দেয়। এদিকে ডক্টর দল আরতুরুর সার্জারি শুরু করে, অন্যদিকে পুলিশ দল একটি সিক্রেট টিম ভেন্টিলেটর দিয়ে ভিতরে পাঠানোর চেষ্টা করে। ডেনভার মনিকার জন্য সিরিঞ্জ লুকাতে গিয়ে নাইরুবি তা দেখে এবং সন্দেহ করে। কিছুক্ষণ পর নাইরোবি ভল্টে গিয়ে হাতেনাতে ডেনভার মনিকা আর মস্কোকে ধরে।
স্ক্রিনশট ঃ নেটফ্লিক্স
প্রফেসর টিম মেম্বার এবং হস্টেজের মাস্ক চেঞ্জ করেছে যেন পুলিশ বুঝতে না পারে। মিন্টের ভিতরে ঢুকা পুলিশ তাড়াতাড়ি গিয়ে রাকুয়েল কে বলে মিশন বাদ দেয়। এই পর্বের শেষের দিকে টোকিও বারলিন কে বাধ্য করে মনিকাকে খুন করার কথা স্বীকার করতে। প্রফেসর দ্বিধায় পরে যায় কি ডিসিশন নিবে (মিশনের সবচেয়ে প্রধান শর্ত ছিল সব হোস্টেজ জীবিত থাকবে)।
স্ক্রিনশট ঃ নেটফ্লিক্স
এই ৩ পর্বের ঘটনা আমার কাছে অসাধারন লেগেছে। এই পর্বগুলোতেও থ্রিলার আর সাস্পেন্সে ভরা। সামনে কি হবে তা নিয়ে আমি খুবই উত্তেজিত।
আজ এই পর্যন্ত। পরবর্তী পর্বগুলো নিয়ে আবার আসব।
আমি মীর আতিক আল ফারুক। আমি বাংলা ভাষায় বলতে, লেখতে ও পড়তে ভালবাসি। বাংগালী হিসেবে আমি গর্বিত।
আমার সব থেকে ভাল লাগছে ভাই বার্লিন রে।যেমন জিনিয়াস তেমনি বাস্তব বাদি তেমনি নিষ্ঠুর।আর তারপরেই নাইরোবি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রফেসরের পর বারলিন হচ্ছে বেস্ট। একদম স্ট্রেইট ফরোয়ার্ড। নাইরোবির কারেক্টার ও ভাল লেগেছে। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য দেয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মানি হাইস্ট টিভি সিরিজ রিভিউ দেখে খুব ভালো লাগলো। সময় পেলে অবশ্য দেখে নেবো। আপনার পোস্ট দেখে মনে হচ্ছে খুবই সুন্দর টিভি সিরিজ শেয়ার করার জন্য আপনার ধন্যবাদ জানাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit