ডাই প্রজেক্ট।। রঙ্গিন কাগজ দিয়ে ফুল বানানো।। 10% beneficiary to @shy-fox

in hive-129948 •  2 years ago 
আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি। আজ আমি আপনাদের সাথে একটি ডাই পোস্ট শেয়ার করব। আমি রঙিন কাগজ দিয়ে একটি ফুল বানিয়েছি। কাগজ দিয়ে বানানো ডাই পোস্ট দেখে আমার ইচ্ছে করে নিজে বানানোর। বিভিন্ন ডেমো দেখলে মনে হয় অনেক সহজ কিন্তু করতে গিয়ে আমি হাপিয়ে গিয়েছি। আমার সেই ফুল বানানোর পদ্ধতি আপনাদের সাথে ধাপে ধাপে শেয়ার করছি ।


GridArt_20221123_141523391.jpg


ফুল বানাতে যা যা লেগেছে


রঙ্গিন কাগজ
কাঁচি
আঠা


ফুল বানানোর পদ্ধতি


প্রথমে আমি A4 সাইজের একটি রঙিন কাগজ নিয়েছি।

IMG-20221123-WA0000.jpg

কাগজটিকে কাঁচি দিয়ে সমান তিনটি ভাগে ভাগ করে নিয়েছি।

IMG-20221123-WA0017.jpg

IMG-20221123-WA0016.jpg

এই তিনটি কাগজকে আবার মাঝখানে কাঁচি দিয়ে কেটে ছবির মত মোট ছয়টি স্কয়ার কাগজ তৈরি করে নিয়েছি।

IMG-20221123-WA0015.jpg

এবার ১টি কাগজ নিয়ে ছবির মত ভাজ করে নিয়েছি এবং আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি। এতে একটি পাপড়ির মত দেখা যাচ্ছে।

GridArt_20221123_140146053.jpg

GridArt_20221123_140224478.jpg

এভাবে বাকী ৫টি কাগজ ও পাপড়ির মত তৈরি করে নিয়েছি ।

IMG-20221123-WA0001.jpg

এবার সবগুলো পাপড়ি আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।

IMG-20221123-WA0004.jpg

তারপর আঠা শুকিয়ে গেলে ভাজ খুলে নিয়েছি।
তারপর পাপড়িগুলোর দুই মাথায় আঠা লাগিয়ে দিয়েছি এবং কিছুক্ষণ রেখে শুকিয়ে নিয়েছি। এতে করে একটি রঙিন ফুলে পরিনত হয়েছে। দেখতে খুব সুন্দর লাগছে ।

IMG-20221123-WA0003.jpg

ডিভাইসভিভু ওয়াই ৩৩
ক্রেডিট@miratek
বিষয়রঙিন কাগজ দিয়ে ফুল বানানো

আশা করছি আমার রঙিন কাগজ দিয়ে বানানো ফুল আপনাদের পছন্দ হয়েছে। পরবর্তীতে আবার এসব নতুন কোন পোস্ট নিয়ে । ধন্যবাদ সবাইকে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অসাধারণ একটি অরিগেমি আমাদের সাথে শেয়ার করেছেন। এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। এটা দেখে মনে হচ্ছে এটা করতে আপনার অনেক সময় লেগেছে। এটা দেখতে এক কথায় জাস্ট অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি অরিগেমি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।

কাগজ দিয়ে কোন কিছু তৈরি করা অনেক কঠিন। আসলে কোন কিছু দেখতে যতটা সহজ মনে হয় করতে গেলেই বুঝতে পারা যায় কতটা কঠিন কাজ। আপনার তৈরি করা ফুলটি দেখতে খুবই সুন্দর হয়েছে। আপনি চেষ্টা করেছেন এবং সফলতার সাথেই ফুল তৈরি করতে সক্ষম হয়েছেন ভাইয়া।

এটা ঠিক বলেছেন কাগজ ডিজাইন তৈরি করা কঠিন একটি কাজ। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

ভাই আপনি ঠিক বলেছেন, অনেক সময় দেখা যায় কোন একটা কাজ করতে বেশ সহজ।কিন্তু যখন নিজে করতে যাই তখনই হয় মহা ঝামেলা। মনে হয় ওরা ধরল আর হয়ে গেল ,আর আমরা নিজেরা ধরতে গেলে হাঁপাতে হাঁপাতে শেষ। যাইহোক ভাই আপনি নিজের চেষ্টা খুব সুন্দর একটি ফুল বানিয়েছেন। খুব সুন্দর হয়েছে আপনার বানানো ফুল টি।

আপু আমি চেষ্টা করেছি সুন্দরভাবে বানিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। ধন্যবাদ আপু।

প্রথমত দেখতে এমনিতে যে কেউ বলবে এটি অনেক সহজে করেছেন। তবে এটা ঠিক কাজ করতে গিয়ে আপনি হাঁপিয়ে গিয়েছেন। কারণ কাজ কিন্তু কম নয় যদিও দেখতে সহজ মনে হয়। যাই হোক চমৎকার একটি ফুল রঙিন কাগজ দিয়ে বানিয়ে, আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

ধন্যবাদ আপু গঠনমূলক মন্তব্য করার জন্য।

রঙিন কাগজ দিয়ে বানানো কিছু কিছু ফুল খুবই সহজ আবার কিছু কিছু ফুল অনেক কঠিন ।দেখতে সহজ মনে হলেও আপনি ফুলটি বানাতে গিয়ে হাঁপিয়ে উঠেছেন। আপনি কত পরিশ্রম করেছেন এই ফুলটি বানানোর জন্য চেষ্টা করার কারণে এত সুন্দর হয়েছে। ফুলটি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন ধন্যবাদ।

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

রঙিন কাগজ সুন্দর একটা ফুল তৈরি করেছেন ভাইয়া। কাগজের ফুল বানানোর ভাঁজ গুলো আমার কাছে একটু বেশি ঝামেলা লাগে।এই জন্য ফুল খুব একটা তৈরি করা হয়না। অনেক সময় একটা জিনিস দেখে করতে নিলে করার সময় করতে পারি না। আপনি খুব সুন্দর একটা ফুল তৈরি করেছেন যা দেখে বেশ ভালো লাগলো। বেশি বেশি বানাবেন দেখবেন একটা সময় সহজ লাগবে।

কাগজের ফুল বানাতে আমারও ঝামেলা মনে হয়। আপনি এই প্ল্যাটফর্ম এর কাজগুলো ফলো করতে পারেন। ধন্যবাদ ভাইয়া ।

রঙিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর করে ফুল তৈরি করেছেন। দেখে সত্যি খুব ভালো লাগলো। আসলে আপনার ফুল তৈরি করার উপস্থাপন বেশ দুর্দান্ত হয়েছে। আপনি পর্যায়ক্রমে পুরো পোস্টটি ধাপে ধাপে শেয়ার করেছেন। আসলে আপনার কাগজের ফুল দেখতে বেশ দুর্দান্ত লাগছে। এত চমৎকার পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

আমি চেষ্টা করেছি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। ধন্যবাদ ভাইয়া।

কাগজ দিয়ে কোন কিছু তৈরি করা খুব সহজে সম্ভব হয়ে ওঠে না।একটা জিনিস দেখতে মনে হয় কত না সহজ কিন্তু তৈরি করতে অনেক কঠিন। আপনি রঙিন ফুল দিয়ে খুবই সুন্দর একটি ফুল তৈরি করেছেন। আপনার কৃত ফুলটি দেখে আমার নিজের কাছে অনেক ভালো লাগলো। রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ফুল আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

সত্যি বলেছেন ভাইয়া একটি জিনিস দেখলে যতটা সহজ মনে হয় করতে গেলে ততটা সহজ নয়।আপনার রঙিন কাগজের ফুল তৈরি চমৎকার হয়েছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে দেখিয়েছেন। আপনাকে অনেক সুন্দর সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।