গিয়াম প্লাজার একজন ভাড়াটিয়া কোর্টের জাজের সাথে অন্ধ সেজে ধাক্কা লাগে এবং দেখে জাজ উষান ল ফার্মের উকিলদের সাথে কথা বলছে। এতে বোঝা যায় উশান ল ফার্ম জাজকে কিনে নিয়েছে। জাজ কোর্টে প্রবেশ করে এবং হিয়ারিং শুরু করে। দেখা যায় এই কোর্ট রুমে গিয়াম প্লাজার অনেক ভাড়াটিয়া উপস্থিত আছে। হিয়ারিং শুরু হওয়ার কিছুক্ষণ পর চা ইয়াং বেহুঁশ হয়ে যায়।
এখানে ফ্ল্যাশব্যাকে দেখা যায় ভিনসেনজো এবং চা ইয়াং এর প্ল্যান হচ্ছে হিয়ারিং স্থগিত করা। জাজ এই অবস্থা দেখে হিয়ারিং কিছুক্ষণের জন্য স্থগিত করে। পরে ডাক্তার আসাতে তাদের প্ল্যান ভেস্তে যায় এবং চা ইয়াং সুস্থ্য হওয়ার ভান করে উঠে পরে। কিছুক্ষণ পর বিদ্যুৎ কোলে যায়। এটাও ভিনসেনজোর প্ল্যান বি ছিল। এখানে গিয়ম প্লাজার ভাড়াটিয়া সাহায্য করে। জাজ বলে আমরা ল্যাপটপে কাজ রেকর্ড করে রাখব এতে সমস্যা হবে না। এবারও প্ল্যান বি ব্যর্থ হয়। এবার তারা লাস্ট প্ল্যান চালু করে । এই বার গিয়াম প্লাজার একজন ভাড়াটিয়া দুটি জায়ান্ট হর্ণেট ছেড়ে দিয়েছে। এতে পুরো কোর্ট রুমে হৈ হুল্লোর শুরু হয়ে গিয়েছে। একটি হর্নেট জাজের মুখে কামড় দিয়েছে। জাজের মুখে কামড় দেয়ার কারণ হচ্ছে শুরুতে একজন ভাড়াটিয়া জাজের সাথে যখন ধাক্কা লেগেছে তখন জাজের মুখে মধু লাগিয়ে দিয়েছিল। জাজ তাড়াতাড়ি হিয়ারিং পিছিয়ে দেয় কারণ তার চোখ মুখ ফুলে গিয়েছিল। এই অবস্থা দেখে উসাণ ল ফার্ম এর উকিলেরা আশ্চর্য্য হয়ে যায় এভাবে আচমকা হিয়ারিং পিছিয়ে যাওয়ার কারণে। এরা বুঝতে পারে এই কাজ ভিনসেনজোর।
এদিকে ভিনসেনজো তার মায়ের সাথে দেখা করে বলে কারোর সাহায্য নেয়ার জন্য। মিং ইউ গী ভিনসেনজো কে যে প্ল্যান্ট গিফট করেছিল সেটাতে হিয়ারিং ব্যাগ লাগানো ছিল যেন তাদের সব কথা শুনতে পারে। কিন্তু ভিনসেনজো সেই গাছ অন্য কাউকে গিফট করে দেয়। এতে মিং ইউ গী আজব সব কথা শুনতে পায় এবং বুঝে এটাও ভিনসেনজো ইচ্ছা করে করেছে। ভিনসেনজো এবং চা ইয়াং একটি বারে ড্রিংকস করতে করতে চা ইয়াং কে গোল্ড এর ব্যাপারে বলে এবং তাকে হেল্প করতে বলে। চা ইয়াং বলে তুমি সব সত্য কথা না বললে আমি সাহায্য করতে পারছি না।
এই সময় মিস্টার চো এর ফোন আসে এবং বলে যে ইকুইপমেন্ট চেয়েছে তা চলে এসেছে। এই ইকুইপমেন্ট ট্রায়াল দিতে গিয়ে ভিনসেনজো শক খায় এবং বুঝে গিয়াম প্লাজা না ভাঙলে এই গোল্ড উদ্ধার হবে না। বাবেল গ্রুপের মালিক ভিনসেনজোর প্রোফাইল চেক করেছে। ভিনসেনজো, চা ইয়াং মিটিং করে কিভাবে দ্বিতীয় হিয়ারিং এ জিততে পারবে। কিন্তু বাবেল গ্রুপের পক্ষে বড় ডাক্তার সাক্ষী হিসেবে আছে। তাদের জিততে হলে বাবেল থেকেও বড় ডাক্তার লাগবে। কিন্তু এই পর্যন্ত ৫৬ জন ডাক্তার রিজেক্ট করেছে। তখন তারা চিন্তা করল বাবেল শত্রু খুঁজে বের করতে হবে। জেন বুক উসান ল ফার্ম এর উকিলদের সামনে নিজের পরিচয় প্রকাশ করে এবং বাবেল এর প্রকৃত মালিকের সাথে পরিচয় করিয়ে দেয়। প্রকৃত মালিক জেন জুন বলে চা ইয়াং এর বাবাকে যেভাবে মেরেছ ঠিক সেভাবে ভিনসেনজো কে মেরে দাও। মি ইয়ং গী বলে আমাকে আরেকটি চান্স দেন।
ভিনসেনজো একজন উইটনেস পায় কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ আসে সে গত ২ বছর যাবৎ বাবেল গ্রুপ থেকে অনুদান নিয়ে আসছে। এদিকে মনকের বন্ধুর সাক্ষী নেয়া যাচ্ছে না কারণ তাত শরীরে ড্রাগস পাওয়া গিয়েছে । ৫ দিন পর হিয়ারিং শুরু দেখা যায়। বাবেল গ্রুপ তার সাক্ষী পেশ করে। এদিকে চা ইয়াং বলে তার সারপ্রাইজ সাক্ষী আছে। তা শুনে কোর্টে সবাই অবাক হয়ে যায় যে কে এই সাক্ষী। তখনই এন্ট্রি হয় ভিনসেনজোর।
এই পর্বে দেখা যাচ্ছে দু পক্ষই খুব তোড়জোড় ভাবে লড়াই করছে। যদিও বাবেল গ্রুপের শক্তি বেশি এবং রায় প্রায় তাদের পক্ষেই আছে কিন্তু ভিনসেনজোও সহজে ছেড়ে দেয়ার পাত্র না। সেও কাউন্টার দিয়ে যাচ্ছে। যেহেতু বাবেল গ্রুপের প্রকৃত মালিক সামনে এসেছে পরবর্তীতে আরও টুইস্ট আছে বলে মনে হচ্ছে । আমার কাছে এই পর্ব খুবই ভাল লেগেছে।
৮.৪/১০
৯.২/১০
আশা করি আমার শেয়ার করা রিভিউ পড়ে আপনাদের ভাল লেগেছে। ধন্যবাদ সবাইকে।