মুভির নাম | হিডেন স্ট্রাইক |
---|---|
ধরন | একশন, এডভেঞ্চার |
লেখক | আরাশ আমেল |
পরিচালক | স্কট ওয়া |
ভাষা | ইংরেজি |
অভিনয় | জ্যাকি চ্যান, জন সিনা, পিলু আসবায়েক, কুনরুই মা |
প্রযোজক | জ্যাকি চ্যান, হ্যান্স ক্যানোসা, এসমন্ড রেন |
চিত্রনাট্য | আরাশ আমেল |
সঙ্গীত | নাথান ফার্স্ট |
দৈর্ঘ্য | ১০২ মিনিট |
মুক্তির তারিখ | ৬ জুলাই, ২০২৩ |
প্লট
মুভির শুরুতে দেখা যায় কয়েকটি যুদ্ধ হেলিকপ্টার চিনা সৈন্য নিয়ে ইরাকের একটি মরুভূমির দিকে যাচ্ছে। সেখানে একটি খারাপ লোকের দল চীনা তেল শোধনাগার অবরোধ করেছে। তাদের লক্ষ্য সেখানকার শ্রমিকদের জিম্মি করে তেলের শোধনাগার থেকে তেল সরিয়ে নেয়া। চীন কমান্ডার লু ফেং কে শ্রমিকদের মুক্ত করে নিয়ে দেশে ফিরিয়ে নেয়ার জন্য পাঠানো হয়েছে। কমান্ডার ও একদল সৈন্য বাসে করে বাগদাদ থেকে শ্রমিকদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেছে। তারা শোধনাগারটি বন্ধ করে দেয় এবং মৃত্যুর মহাসড়ক নামক একটি ভয়ঙ্কর রাস্তা দিয়ে তাদের বিপদজনক যাত্রার প্ল্যান করে।
এদিকে ক্রিস (জন সিনা) কে দেখা যায় সেই খারাপ লোকদের একটি মিশন কমপ্লিট করার পারিশ্রমিক নিতে। তারা ক্রিস কে আরো একটি মিশন এর কথা বলে যেখানে ৫ গুণ বেশি পারিশ্রমিক পাবে, কিন্তু ক্রিস না করে দেয়। রাতের বেলা লু ফাং তার দলের লোকদের নিয়ে কিভাবে যাবে সেই প্ল্যান করেছে। এদিকে ক্রিস এর এক বন্ধু এই এলাকায় (গ্রাম সেখানে ক্রিস গরিবদের সাথে থাকে) মাটির নিচ থেকে পানির চেষ্টা করে।
পরদিন লু ফাং বাসগুলো নিয়ে ডেথ রাস্তা দিয়ে রওনা হয়। পথে কিছু জায়গায় বম্ব ব্লাস্ট হয় কিন্তু লু ফাং ভয় পায় না এবং এগিয়ে যায়। গাড়িগুলো এক পর্যায়ে ধুলি ঝড়ের কবলে পড়ে। গুন্ডারা ধুলি ঝড়ের মাঝে একটি বাসে আক্রমণ কয়েকজনকে জিম্মি করে, যার মধ্যে একজন মহিলাও আছে যে কীভাবে শোধনাগারটি চালু করতে হয় জানে। তারা মহিলাকে তাদের বসের কাছে পৌঁছে দেয়।
ভাড়াটে গুন্ডাদের একজন সদস্য ক্রিস এবং সে একজন অবসরপ্রাপ্ত মেরিন। মিশন সম্পন্ন হয়েছে দেখে সে খুশি কারণ তাকে তার ভাই হেনরি বলেছে প্রচুর অর্থ প্রদান করবে। এই অর্থ দিয়ে সে শুকিয়ে যাওয়া গ্রামে জল ফিরিয়ে আনার চেষ্টা করবে।
এক পর্যায়ে দেখা যাচ্ছে, কাজ শেষ হয়নি। যে ব্যক্তি ভাড়াটেদের নিয়োগ করেছিল সে এখন চায় তারা তেল শোধনাগার আবার চালু করুক। ক্রিস আপত্তি করেছে, যেহেতু এই কাজের কথা তাকে আগে বলা হয়নি। ক্রিস হেনরি কে বলে আমার টাকা আমার গ্রামে দিয়ে যাবে। এদিকে ক্রিস যাওয়ার পর হেনরি প্রতিবাদ করায় ভাড়াটেরা হেনরি, তার বন্ধু এবং আরও কয়েকজন চীনা জিম্মিকে গুলি করে হত্যা করে।
লু ফাং দেখে একটি গাড়ি মিসিং। সে রহস্য খুঁজতে গিয়ে দেখে এটা কৃত্রিম ঝড় ছিল। লু খুঁজতে খুঁজতে ক্রিস এর সন্ধান পায়। ক্রিস কে ফলো করে খুব শীঘ্রই, ক্রিস এবং লু উভয়েই মৃত্যুদন্ডপ্রাপ্ত জিম্মিদের মৃতদেহ দেখতে পান। এর পর কি হচ্ছে সেটা জানার জন্য পুরো মুভিটি দেখুন।
আমার ব্যক্তিগত মতামত
হিডেন স্ট্রাইক জন সিনা এবং জ্যাকি চ্যান অভিনীত একটি অ্যাকশন চলচ্চিত্র। এটিতে, তারা দুজন দুটি ভিন্ন দেশের অভিনেতা হলেও খুব সুন্দর বন্ধুভাবাপন্ন অভিনয় করেছে। মুভিতে বেশ ভালো কিছু একশন আছে এবং জ্যাকি চ্যান এর দুষ্টামি তো আছেই। সব মিলিয়ে অভিনয় ভালো ছিল কিন্তু প্লট আরো একটু ভালো হলে আরো ভালো লাগত।
আই এম বি ডি রেটিং
আমার ব্যাক্তিগত রেটিং
ট্রেইলার
আশা করি আমার পোস্ট আপনাদের ভালো লেগেছে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মুভিটি রিভিউ পড়ে খুবই ভালো লাগলো চীনা তেল শোধনাগার জিম্মি করেছে তাদের শ্রমিকদের বাঁচানোর চেষ্টা খুব সুন্দরভাবে মুভিতে ফুটিয়ে তোলা হয়েছে দেখছি। ভালো লাগলো খুব সুন্দরভাবে উপস্থাপনার মাধ্যমে তুলে ধরলেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জ্যাক চান এর অনেক বড় একজন ফ্যান আমি আগে টিভিতে তার অনেক ছবি দেখেছি আর এডভেঞ্চার থ্রিলার মুভি গুলো আমার খুব পছন্দের।আপনার রিভিউ টা অনেক সুন্দর হয়েছে শুভ কামনা রইলো আপনার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জ্যাকি চ্যান এর মুভিগুলো আমার খুব ভালো লাগে। একটা সময় জ্যাকি চ্যান এর অনেক মুভি দেখতাম। যদিও এখন সময়সল্পতার কারণে তেমন একটা মুভি দেখা হয়না। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে সুন্দর একটি মুভি রিভিউ তুলে ধরার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই চমৎকার একটা মুভি রিভিউ আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন ভাইয়া। জ্যাকি চ্যান অভিনীত মুভি গুলো আগে প্রচুর পরিমাণে দেখতাম। কিন্তু সময় না পাবার কারণে এখন আর মুভি দেখা হয় না। আপনি শেয়ার করা এই রিভিউটা পড়ার মাধ্যমে মুভিটা দেখতে ইচ্ছা করছে।জ্যাকি চ্যান অভিনীত মুভি গুলোতে প্রচুর পরিমাণে অ্যাকশন থাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি মুভি রিভিউ এর মাধ্যমে শেয়ার করেছেন। আসলে আমি মুভি দেখতে তেমন একটা পছন্দ করি না। তবে আপনার শেয়ার করা মুভিটি দেখে মনে হচ্ছে বেশ অ্যাকশনের মুভি। তবে চেষ্টা করব আপনার শেয়ার করা এই মুভিটি অল্প কিছুদিনের মধ্যেই দেখার জন্য। মুভির ইউটিউব লিংক এখানে দিয়ে দিলে হয়তো আরো বেশি ভালো লাগতো। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অতি চমৎকার একটি মুভি রিভিউ দেখতে পারলাম আপনার আজকের এই পোষ্টের মধ্য দিয়ে। বেশ ভালো লাগলো আপনার এত সুন্দর একটা রিভিউ দেখতে পেরে। অবশ্য আমি কখনো এই মুভিটা দেখিনি, তাই নতুন একটা মুভি সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে পারলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অত্যন্ত সুন্দর একটি মুভি রিভিউ করেছেন আপনি। ইংরেজি মুভি গুলো দেখতে একদম অসাধারণ হয়ে থাকে। অনেকগুলো ইংরেজি মুভি আমি দেখেছি। আজকে আপনি যে মুভিটি শেয়ার করেছেন সেটিও আমি দেখার চেষ্টা করব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit