মুভি রিভিউ। হিডেন স্ট্রাইক।।

in hive-129948 •  2 years ago 
আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আবার এসেছি নতুন একটি পোস্ট নিয়ে। আজ আমি একটি মুভি রিভিউ শেয়ার করব। মুভির নাম হিডেন স্ট্রাইক।

MV5BYzM0YjcwM2QtN2FmMC00YjU2LWI3YzctNDZhOTJiN2VhYjQxXkEyXkFqcGdeQXVyMTU0NjA4Njk3._V1_QL75_UY562_CR5,0,380,562_.jpg

মুভির নামহিডেন স্ট্রাইক
ধরনএকশন, এডভেঞ্চার
লেখকআরাশ আমেল
পরিচালকস্কট ওয়া
ভাষাইংরেজি
অভিনয়জ্যাকি চ্যান, জন সিনা, পিলু আসবায়েক, কুনরুই মা
প্রযোজকজ্যাকি চ্যান, হ্যান্স ক্যানোসা, এসমন্ড রেন
চিত্রনাট্যআরাশ আমেল
সঙ্গীতনাথান ফার্স্ট
দৈর্ঘ্য১০২ মিনিট
মুক্তির তারিখ৬ জুলাই, ২০২৩

প্লট

মুভির শুরুতে দেখা যায় কয়েকটি যুদ্ধ হেলিকপ্টার চিনা সৈন্য নিয়ে ইরাকের একটি মরুভূমির দিকে যাচ্ছে। সেখানে একটি খারাপ লোকের দল চীনা তেল শোধনাগার অবরোধ করেছে। তাদের লক্ষ্য সেখানকার শ্রমিকদের জিম্মি করে তেলের শোধনাগার থেকে তেল সরিয়ে নেয়া। চীন কমান্ডার লু ফেং কে শ্রমিকদের মুক্ত করে নিয়ে দেশে ফিরিয়ে নেয়ার জন্য পাঠানো হয়েছে। কমান্ডার ও একদল সৈন্য বাসে করে বাগদাদ থেকে শ্রমিকদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেছে। তারা শোধনাগারটি বন্ধ করে দেয় এবং মৃত্যুর মহাসড়ক নামক একটি ভয়ঙ্কর রাস্তা দিয়ে তাদের বিপদজনক যাত্রার প্ল্যান করে।

1.jpg

2.jpg

স্ক্রিনশট: নেটফ্লিক্স

এদিকে ক্রিস (জন সিনা) কে দেখা যায় সেই খারাপ লোকদের একটি মিশন কমপ্লিট করার পারিশ্রমিক নিতে। তারা ক্রিস কে আরো একটি মিশন এর কথা বলে যেখানে ৫ গুণ বেশি পারিশ্রমিক পাবে, কিন্তু ক্রিস না করে দেয়। রাতের বেলা লু ফাং তার দলের লোকদের নিয়ে কিভাবে যাবে সেই প্ল্যান করেছে। এদিকে ক্রিস এর এক বন্ধু এই এলাকায় (গ্রাম সেখানে ক্রিস গরিবদের সাথে থাকে) মাটির নিচ থেকে পানির চেষ্টা করে।

3.jpg

5.jpg

স্ক্রিনশট: নেটফ্লিক্স

পরদিন লু ফাং বাসগুলো নিয়ে ডেথ রাস্তা দিয়ে রওনা হয়। পথে কিছু জায়গায় বম্ব ব্লাস্ট হয় কিন্তু লু ফাং ভয় পায় না এবং এগিয়ে যায়। গাড়িগুলো এক পর্যায়ে ধুলি ঝড়ের কবলে পড়ে। গুন্ডারা ধুলি ঝড়ের মাঝে একটি বাসে আক্রমণ কয়েকজনকে জিম্মি করে, যার মধ্যে একজন মহিলাও আছে যে কীভাবে শোধনাগারটি চালু করতে হয় জানে। তারা মহিলাকে তাদের বসের কাছে পৌঁছে দেয়।

4.jpg

9 (1).jpg

6.jpg

স্ক্রিনশট: নেটফ্লিক্স

ভাড়াটে গুন্ডাদের একজন সদস্য ক্রিস এবং সে একজন অবসরপ্রাপ্ত মেরিন। মিশন সম্পন্ন হয়েছে দেখে সে খুশি কারণ তাকে তার ভাই হেনরি বলেছে প্রচুর অর্থ প্রদান করবে। এই অর্থ দিয়ে সে শুকিয়ে যাওয়া গ্রামে জল ফিরিয়ে আনার চেষ্টা করবে।

7.jpg

8.jpg

10.jpg

স্ক্রিনশট: নেটফ্লিক্স

এক পর্যায়ে দেখা যাচ্ছে, কাজ শেষ হয়নি। যে ব্যক্তি ভাড়াটেদের নিয়োগ করেছিল সে এখন চায় তারা তেল শোধনাগার আবার চালু করুক। ক্রিস আপত্তি করেছে, যেহেতু এই কাজের কথা তাকে আগে বলা হয়নি। ক্রিস হেনরি কে বলে আমার টাকা আমার গ্রামে দিয়ে যাবে। এদিকে ক্রিস যাওয়ার পর হেনরি প্রতিবাদ করায় ভাড়াটেরা হেনরি, তার বন্ধু এবং আরও কয়েকজন চীনা জিম্মিকে গুলি করে হত্যা করে।

11.jpg

13.jpg

স্ক্রিনশট: নেটফ্লিক্স

লু ফাং দেখে একটি গাড়ি মিসিং। সে রহস্য খুঁজতে গিয়ে দেখে এটা কৃত্রিম ঝড় ছিল। লু খুঁজতে খুঁজতে ক্রিস এর সন্ধান পায়। ক্রিস কে ফলো করে খুব শীঘ্রই, ক্রিস এবং লু উভয়েই মৃত্যুদন্ডপ্রাপ্ত জিম্মিদের মৃতদেহ দেখতে পান। এর পর কি হচ্ছে সেটা জানার জন্য পুরো মুভিটি দেখুন।

12.jpg

14.jpg

আমার ব্যক্তিগত মতামত

হিডেন স্ট্রাইক জন সিনা এবং জ্যাকি চ্যান অভিনীত একটি অ্যাকশন চলচ্চিত্র। এটিতে, তারা দুজন দুটি ভিন্ন দেশের অভিনেতা হলেও খুব সুন্দর বন্ধুভাবাপন্ন অভিনয় করেছে। মুভিতে বেশ ভালো কিছু একশন আছে এবং জ্যাকি চ্যান এর দুষ্টামি তো আছেই। সব মিলিয়ে অভিনয় ভালো ছিল কিন্তু প্লট আরো একটু ভালো হলে আরো ভালো লাগত।

আই এম বি ডি রেটিং

৫.৩/১০

আমার ব্যাক্তিগত রেটিং

৬.০/১০

ট্রেইলার

লিংক

আশা করি আমার পোস্ট আপনাদের ভালো লেগেছে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

মুভিটি রিভিউ পড়ে খুবই ভালো লাগলো চীনা তেল শোধনাগার জিম্মি করেছে তাদের শ্রমিকদের বাঁচানোর চেষ্টা খুব সুন্দরভাবে মুভিতে ফুটিয়ে তোলা হয়েছে দেখছি। ভালো লাগলো খুব সুন্দরভাবে উপস্থাপনার মাধ্যমে তুলে ধরলেন।

Posted using SteemPro Mobile

জ্যাক চান এর অনেক বড় একজন ফ্যান আমি আগে টিভিতে তার অনেক ছবি দেখেছি আর এডভেঞ্চার থ্রিলার মুভি গুলো আমার খুব পছন্দের।আপনার রিভিউ টা অনেক সুন্দর হয়েছে শুভ কামনা রইলো আপনার জন্য

Posted using SteemPro Mobile

  ·  last year (edited)

জ্যাকি চ্যান এর মুভিগুলো আমার খুব ভালো লাগে। একটা সময় জ্যাকি চ্যান এর অনেক মুভি দেখতাম। যদিও এখন সময়সল্পতার কারণে তেমন একটা মুভি দেখা হয়না। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে সুন্দর একটি মুভি রিভিউ তুলে ধরার জন্য।

খুবই চমৎকার একটা মুভি রিভিউ আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন ভাইয়া। জ্যাকি চ্যান অভিনীত মুভি গুলো আগে প্রচুর পরিমাণে দেখতাম। কিন্তু সময় না পাবার কারণে এখন আর মুভি দেখা হয় না। আপনি শেয়ার করা এই রিভিউটা পড়ার মাধ্যমে মুভিটা দেখতে ইচ্ছা করছে।জ্যাকি চ্যান অভিনীত মুভি গুলোতে প্রচুর পরিমাণে অ্যাকশন থাকে।

ভাই আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি মুভি রিভিউ এর মাধ্যমে শেয়ার করেছেন। আসলে আমি মুভি দেখতে তেমন একটা পছন্দ করি না। তবে আপনার শেয়ার করা মুভিটি দেখে মনে হচ্ছে বেশ অ্যাকশনের মুভি। তবে চেষ্টা করব আপনার শেয়ার করা এই মুভিটি অল্প কিছুদিনের মধ্যেই দেখার জন্য। মুভির ইউটিউব লিংক এখানে দিয়ে দিলে হয়তো আরো বেশি ভালো লাগতো। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

অতি চমৎকার একটি মুভি রিভিউ দেখতে পারলাম আপনার আজকের এই পোষ্টের মধ্য দিয়ে। বেশ ভালো লাগলো আপনার এত সুন্দর একটা রিভিউ দেখতে পেরে। অবশ্য আমি কখনো এই মুভিটা দেখিনি, তাই নতুন একটা মুভি সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে পারলাম।

অত্যন্ত সুন্দর একটি মুভি রিভিউ করেছেন আপনি। ইংরেজি মুভি গুলো দেখতে একদম অসাধারণ হয়ে থাকে। অনেকগুলো ইংরেজি মুভি আমি দেখেছি। আজকে আপনি যে মুভিটি শেয়ার করেছেন সেটিও আমি দেখার চেষ্টা করব।