টিভি সিরিজ রিভিউ ঃ মানি হাইস্ট ।। @miratek

in hive-129948 •  2 years ago 
আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি। আজ আমি আপনাদের সাথে একটি টিভি সিরিজ শেয়ার করব। সিরিজটি কয়েকটি পার্ট নিয়ে।


Untitled.png

স্ক্রিনশট ঃ আই এম বি ডি

আমি ধাপে ধাপে সিরিজটি শেয়ার করব। যেমন এখন শুরুতে পার্ট ০১ কে ৪ ভাগে ভাগ করেছি। যেহেতু প্রতিটি পর্ব ৪২-৫৯ মিনিট করে তাই একসাথে পুরো সিরিজটি রিভিউ দেয়াটা কঠিন। প্রথম পার্ট এ ১৩ টি পর্ব। এইজন্য আমি পার্ট ০১ এর পর্বগুলোর ০৩-০৩-০৩-০৪ এইভাবে রিভিউ দিব। তো আজ পার্ট ০১ এর পর্ব ০১ থেকে ০৩ পর্যন্ত রিভিউ শেয়ার করছি। এই সিরিজটি অপরাধর্মী নাট্য, ডাকাতি, থ্রিলার, রহস্য ও সাসপেনশন এ ভরা। এই পার্টে প্রফেসরের (হাইস্টের প্রধান প্ল্যানার) উদ্দেশ্য ২.৪ বিলিয়ন ইউরো রবারি করবে। প্রফেসর কিছু লোক ভাড়া করে যারা কোন না কোন অপরাধের সাথে জড়িত। তাদেরকে স্পেনের রয়াল মিন্টে পাঠায় টাকা ছাপিয়ে বের করে নিয়ে আসার জন্য। সেই টাকা ছাপিয়ে বের করে নিয়ে আসতে কিছু ঘটনার সম্মুখীন হয়। এই ঘটনা নিয়ে পার্ট ০১ তৈরী করা হয়েছে। রিভিউটি নিচে শেয়ার করা হল।

টিভি সিরিজমানি হাইস্ট
নির্মাতাআলেক্স পিনা
অভিনয়েউরসুলা কর্বাতু,আল্ভারো মর্তে,পেদ্রো অ্যালোনসো,প্যাকো টাউস,আলবা ফ্লোরস,মিগুয়েল হেরেন,জাইমে লোরেতে,এস্থার এসোবো,এনরিক অ্যারেস,মারিয়া পেদ্রাজা,ডার্কো পেরি,কিতি মানভার,হোভিক কেচকারিয়ান,রদ্রিগো দে লা সারনা,নাজওয়া নিমরি,লুকা পেরো,বেলন কুয়েস্তা,ফার্নান্দো কায়ো।
মূল দেশস্পেন
চিত্রগ্রাহকমিগু আমোয়েডো
সময়৪২-৫৯ মিনিট (নেটফ্লিক্স)
মুক্তির তারিখ২ মে ২০১৭
মূল দেশস্পেন
মূল ভাষাস্প্যানিশ
সিজন৫ টি
সিজন ১পর্ব ঃ ১৩ টি

টিভি সিরিজ রিভিউ



টোকিও একজন চোর এবং সে তার বয়ফ্রেন্ডের সাথে ১৫ টি চুরি এবং ডাকাতির হাইস্টে জড়িত ছিল। ১৫ তম চুরিতে তার বয়ফ্রেন্ড সিকিউরিটি গার্ডের গুলিতে নিহত হয় এবং সে ফেরারি আসামি হয়ে পুলিশ থেকে পালিয়ে বেড়াচ্ছে। প্রফেসর তাকে ফলো করে এবং তাকে পুলিশ থেকে বাচার জন্য তার হাইস্টে জয়েন হতে বলে। সেও প্রফেসরের কথায় রাজি হয়ে যায়।এইভাবে প্রফেসর মোট ০৮ জন ক্রিমিনাল ভাড়া করে। তারপর তাদেরকে নিয়ে যায় লোকালয় থেকে অনেক দূরে একটি পরিত্যাক্ত বাড়িতে এবং সেখানে তাদের ক্লাশ শুরু করে। প্রফেসর তাদের বলে ৫ মাস কষ্ট করলে তাদের গোল সাক্সেস হবে।

tokyo first meet with professor.jpg

whole team.jpg

কেউ যেন তাদের চিনতে না পারে সেজন্য প্রফেসর তাদের বিভিন্ন ফেমাস সিটির নামে নাম রেখে দেয়। নামগুলো হল টোকিও (১৫ টি চুরি, ডাকাতির হাইস্ট এর সাথে জড়িত), বারলিন (২৭ টি চুরি, ডাকাতির সাথে জড়িত), মস্কো (ইন্ডাস্ট্রিয়াল টুলের এক্সপার্ট), ডেনভার (মস্কোর ছেলে যে বার ফাইট ভাল পারে), রিও (কম্পিউটার এক্সপার্ট যার স্পেসালিটি হচ্ছে এলারমস এবং ইলেকট্রনিক্স), অসলো এবং হেলসিনকি (তারা ২ জন জমজ এবং তারা খুবই শক্তিশালী সারবিয়ান সোলজার) এবং নাইরোবি (সে ব্যাংক নোট নকলে এক্সপার্ট এবং এখানে সে কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার)।

BeFunky-collage.jpg

৫ মাস ট্রেনিং এর পর বার্লিনের নেতৃত্তে তারা রওনা দেয় মিশনে। মিশন হচ্ছে স্পেনের রয়াল মিন্ট (টাকশাল) লুট করা। রাস্তায় তারা একটি পুলিশ দ্বারা হেভি গার্ড দেয়া ভ্যান আটক করে এবং পুলিশের ড্রেস পড়ে গাড়ী নিয়ে রয়াল মিন্টের দিকে যায়। এদিকে একদল স্কুল স্টুডেন্ট রয়াল মিন্টে আসে পরিদর্শনে। অন্যদিকে মিন্টের ম্যানেজার ও তার এক মেয়ে সহকর্মী ফিজিক্যাল রিলেশনে জড়িয়ে যায় এবং মেয়েটি অন্তঃস্বত্বা হয়।

red dress and mask (2).jpg

students in heist.jpg

তাদের প্ল্যান অনুযায়ী তারা মিন্টের মেইন গেইট থেকে বের হয়ে কিছু ফায়ার করে বের হওয়ার কথা থাকলেও পুলিশ পালটা ফায়ার করাতে রিও আঘাত পায়। টোকিও রিওকে নিয়ে ভিতরে চলে আসে এবং তারা নারভাস হয়ে পড়ে। তখন বার্লিন সবার ডিজিটাল ফোন নিয়ে নেয় কারন যেন পুলিশ ট্রেস করতে না পারে। পরে এনালগ ফোন দিয়ে প্রফেসরের সাথে যোগাযোগ হয়। প্রফেসর তাদেরকে সতর্ক করে দেয়।

firing (2).jpg

এই কেসের পুলিশ ইন চার্জ (রাকুয়েল) স্পটে আসে এবং দায়িত্ব বুঝে নেয়। তার সাথে প্রফেসরের প্রথম কথাতে প্রফেসর একটি হেলিকপ্টার চায় যেন তার কমরেড রা ব্রাজিল যেতে পারে। তারপর কিছুক্ষণ পুলিশে ইন চার্জের সাথে প্রফেসর ঠাট্টা করে। রাকুয়েল প্রফেসরকে স্টুডেন্টদের ছেড়ে দিতে বলে। মিন্টের ভিতরে ইংল্যান্ডের রানীর বন্ধুর মেয়ে থাকাতে সি আই এ উপর লেভেল থেকে অর্ডার নিয়ে সৈন্য পাঠানোর প্রস্তুতি নেয়। প্রফেসর আগে থেকেই জানত রানীর বন্ধুর মেয়ের ব্যাপারে এবং সি আই এ ভিতরে সৈন্য পাঠাবে। সে বার্লিনকে ফোনে তাদের প্ল্যানের ব্যাপারে স্মরণ করিয়ে দেয়। প্রফেসরের লোকেরা পূর্বের প্ল্যান অনুযায়ী মিন্টের ভিতরে তাদের লোডেড মেশিন গান, মর্টার এবং আরও ভাড়ী অস্ত্র লাইভ দেখালে সি আই এ তাদের মিশন বাদ দেয় এবং সৈন্য ফিরিয়ে নেয়।

Blank 2 Grids Collage.png

Blank 2 Grids Collage.png

পরে নাইরোবির নেতৃত্তে তাদের প্রধান যে উদ্দেশ্য ইউরো ছাপানোর কাজ শুরু করে দেয়। প্রতিদিন তারা ৮ মিলিয়ন ইউরোস ছাপায়। এদিকে রাকোলের সাথে প্রফেসরের ফিজিক্যালি দেখা হয় প্রফেসর রাকোলের সাথে ভাব করার চেষ্টা করে এবং কিছুটা সাক্সেস হয়। পরদিন বার্লিন মিন্টের একজন কর্মকর্তাকে (মনিকা) সাথে নিয়ে বাহিরে আসে এবং হ্যান্ড মাইক দেয়। সে বলে এখানে ৬৭ জন হস্টেজ আছে, সবাই সুস্থ আছে কোন রকম রেইড যেন না দেয়। বার্লিন হস্টেজদের কয়েকটি টিমে ভাগ করে। এর মধ্যে একটি টিম ড্রিল দিয়ে ফ্লোর গর্ত করবে।আরেকটি টিম হচ্ছে যারা পেসেন্ট। পেসেন্টদের নাইরোবি আলাদা একটি রুমে নিয়ে যায়।এর মধ্যে রিও এলিসন কে নিয়ে যায় তার পেরেন্টের কাছে ভিডিউ মেসেজ দেয়ার জন্য। ভিডিউ মেসেজ দিতে গিয়ে সে চালাকি করে রিওর চেহারা পুলশের কাছে পাঠিয়ে দেয়।

Blank 2 Grids Collage (1).png

Blank 2 Grids Collage (2).png

রাকুয়েল প্রফেসরের সাথে এনালগ ফোনে যোগাযোগ করে। প্রফেসর রাকুয়েল কে সতর্ক করে দেয় যেন রেইড না দেয় আর কিছু খাবার , ঔষধ চায়। রাকুয়েল উল্টো প্রফেসর কে হুমকি দেয় যে তারা ভিতরের একজন ক্রিমিনাল কে চিনতে পেরেছে। এটা শুনে প্রফেসর ঘাবড়ে যায় এবং বার্লিন কে বলে দ্রুত স্টেপ নিতে।

Screenshotter--MoneyHeistE3Episode3-47.jpg

Screenshotter--MoneyHeistE3Episode3-48.jpg

Screenshotter--MoneyHeistE3Episode3-48 (2).jpg

রিও বার্লিন কে বলে কি ঘটেছে । পরে বার্লিন রিও কে অস্লোর গার্ডে আটকে রাখে। এদিকে প্রফেসর জানতে পারে একজন হস্টেজের কাছে একটি ফোন আছে। পরে মনিকা বলে তার কাছে ফোন আছে এবং বার্লিন ডেনভার কে দায়িত্ব দেয় মনিকাকে মেরে ফেলার। অন্যদিকে রিও কে অসলো অত্যাচার করছে দেখে টোকিও (রিও কে ভালবাসে) রেগে গিয়ে সব সি সি ক্যামেরা ভেঙ্গে ফেলে এবং প্রফেসর কে হুমকি দেয়। অসলো হেলসিঙ্কি টোকিও এর মধ্যে তুমুল ঝগড়া মিটাতে বার্লিন এগিয়ে আসে। ঐদিকে ডেনভারের মনিকার প্রতি সহানুভুতি চলে আসে এবং মনিকাকে মারতে ইতস্তত করে। আরেকদিকে পুলিশ রিও এবং টোকিও ২ জনের পরিচিতি জেনে যায়।

আমার ব্যাক্তিগত মতামত

এই ৩ পর্আবে আমার কাছে অসাধারন লেগেছে। শুরু থেকেই থ্রিলার একটা ভাব আছে। আশা করি সামনেও ভাল কিছু হবে।

আমার ব্যাক্তিগত রেটিং

৯/১০

আজ এই পর্যন্ত। পরবর্তী পর্ব নিয়ে আবার আসব । আশা করি আপনারা দেখে মন্তব্য জানাবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাই অনেক জোস ভাবে লিখেছেন।ঘটনাপ্রবাহ অনেক সুন্দরভাবে বর্ণনা করেছেন।ধন্যবাদ এত সুন্দরভাবে বর্ণনা করার জন্য।