কিছু ফুলের ফটোগ্রাফি । । shy-fox 10 %, abb-school 5%

in hive-129948 •  2 years ago 
আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আমি আজ আপনাদের সাথে কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করব। ফুল বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত সবারই পছন্দ। ফুল মানুষের মন ভাল করে দেয়। ফুলের সৌন্দর্য পুরো পৃথিবী জুড়ে বিস্তৃত। অফিসে দুপুর বেলা লাঞ্চ করার পর একটু হাটতে বের হয়েছিলাম। তখনি ফুলগুলোর প্রতি নজর গেল আর সাথে সাথেই ক্যামেরা নিয়ে হাজির।

কয়েকটি ফুলের ফটোগ্রাফি


holud ronghon.jpeg

holud ronghon full gach.jpeg

এই ফুলের নাম হলুদ রঙ্গন। ফুলটি দেখতে অসম্ভব সুন্দর। আমি লাল রঙের রঙ্গনের সাথে পরিচিত। তাই হলুদ রঙের রঙ্গন দেখেই ছবি তুলে নিলাম। এই ফুলের গাছে পাতা থেকে ফুল বেশি ফোকাস করেছে। দারোয়ানকে জিজ্ঞেস করাতে বলল স্যার বেশিদিন হয়নি এই গাছ লাগিয়েছে।

ক্যামেরা ঃ স্যামসাং গ্যালাক্সি এ ৫০ এস

dudh ful.jpeg

dudh ful ful gach.jpeg

এই ফুলটি আমি দুধ ফুল নামে চিনি। এই ফুলের কাণ্ডটি গোড়াতে ভাঙলে দুধের রঙ এর একটি কস বের হয় যার কারনে হয়ত এই ফুলকে অনেকে দুধ ফুল বলে থাকে। এই ফুলটি দেখতে একদম সাধা । সাধারনত এই ফুলকে পিনহুইল ফুল বলা হয়। এই ফুলের ছবি তোলার সময় খেয়াল করলাম গাছে ফুলের থেকে পাতা বেশি তারপরেও সাদা ফুলগুলো এত পাতার মধ্যে সুন্দর দেখাচ্ছিল।

ক্যামেরা ঃ স্যামসাং গ্যালাক্সি এ ৫০ এস

l2.jpeg

lipstick ful.jpeg

আমি যখন উপরের ছবিগুলো তুলেছি তখন আমার সহধর্মিণীকে ছবি পাঠিয়েছি কেমন হয়েছে দেখার জন্য। তা দেখার কিছুক্ষণ পর দেখি সেও আমাকে ফুলের ছবি পাঠিয়েছে। ছবিতে ফুলটি এত সুন্দর লাল টুকটুকে দেখাচ্ছিল যে আমার খুবিই ভাল লেগেছে। আমি সেই ছবিটি এখানে শেয়ার করলাম। ফুলটির নাম হচ্ছে লিপস্টিক ফুল (আমি এই নামে চিনি)। ফুলটি আসলে আমাদের বাসার ছাদে লাগানো। ফুলটির রঙ একদম লাল টুকটুকে। এই ফুলের ছবি যখন তোলা হয়েছে তখন ঢাকাতে বৃষ্টি হয়েছিল।

ক্যামেরা ঃ ভিভু ওআই ২১

cactus 2.jpeg

cactus.jpeg

এটি একটি ক্যাকটাস জাতের গাছ। কি ধরনের ক্যাকটাস আমি জানিনা কিন্তু ক্যাকটাস দেখতে সুন্দর লাগছিল তাই ছবি তুলে নিলাম। এই গাছে ছোট ছোট কিছু ফুল ধরে। দেখতে ভাল লাগাতে ছবি তোলে শেয়ার করলাম।

ক্যামেরা ঃ স্যামসাং গ্যালাক্সি এ ৫০ এস

আমি মীর আতিক আল ফারুক। আমি বাংলা ভাশ্য কথা বলি, পড়ি এবং বাংলাতে লিখতে ভালবাসি। আমি সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি দিলাম, আশা করি আপনাদের ভাল লাগবে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ফুল আসলে খুব ভালো লাগে। আপনি দারুন কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো খুবই ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনাকে মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া। আমি ফুল ভালবাসি। আমি চেষ্টা করেছি ভাল কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

আপনার ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে ভাইয়া নতুন নতুন ফুল দেখলাম ,অনেক ধন্যবাদ আপনার জন্য নতুন ফুল দেখতে পেলাম।সব থেকে বেশি অবাক হয়েছি ক্যাকটাস গাছ দেখে ।

আপনাকে মন্তব্যের জন্য ধন্যবাদ। ফুলগুলো এত সুন্দর যেভাবেই ছবি তুলি না কেন সুন্দর আসবেই। চারা কিনতে গেলে এই জাতের ক্যক্টাস চোখে পড়ে না।

বেশ চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন ভাইয়া আপনি ।ক্যাকটাস গাছের ফটো অনেকদিন পরে দেখতে পেলাম ।এটা কোন ধরনের ক্যাকটাস উদ্ভিদ আমারও জানা নেই আসলে । ধন্যবাদ আপনাকে ।

ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য। ভাল ফটোগ্রাফি করার চেষ্টা করেছি। এই ক্যাক্টাস দেখতে অনেক সুন্দর লাগে।

মাশাআল্লাহ ভাইয়া অনেক সুন্দর কিছু ফুলের ছবি শেয়ার করেছেন। আসলে ফুল আমার অনেক প্রিয় একটা জিনিস। ফুল দেখলে ভালো লাগার কাজ করে অন্যরকম।ক্যাকটাস গাছ গুলো বেশ ভালো লেগেছে। আপনার রঙন ফুল টা সুন্দর ছিল। ধন্যবাদ আপনাকে।

আপনাকে মন্তব্যের জন্য ধন্যবাদ। চেষ্টা করেছি ভাল কিছু
ফটোগ্রাফি করার জন্য। রংগন ফুলটি আমারও খুব ভাল লেগেছে।

লাল রঙ্গন অনেক দেখেছি কিন্তু হলুদ রঙ্গন এই প্রথমবার। দেখতে বেশ সুন্দর লাগছে। এবং লিপস্টিক ফুলটাও আমি প্রথমবার দেখলাম বেশ দারুণ ছিল। অনেক সুন্দর করেছেন ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আপনাকে।।

হলুদ রংগন টা আমারও খুব ভাল লেগেছে। লিপ্সটিক ফুল আমাদের বাসার ছাদে লাগানো। এটা দেখতে অনেক সুন্দর। আপনাকে মন্তব্যের জন্য ধন্যবাদ।

লিপস্টিক ফুল এই প্রথম দেখলাম। আপনার পোষ্টের মাধ্যমে দেখছি। অনেক সুন্দর সুন্দর নতুন শুধু দেখতে পাচ্ছি। আর ক্যাকটাস জাতীয় গাছটি দেখে একটু ভয় পেলাম। দেখতে কি অদ্ভুত দেখাচ্ছে ।প্রত্যেকটা বিষয়ে বেশ ভালো লেগেছে।

লিপ্সটিক ফুল আমারও ভাল লেগেছে। আমি চেষ্টা করেছি নতুন কিছু শেয়ার করার জন্য। ক্যাকটাস টা অদ্ভুত হলেও বাস্তবে দেখতে ভালোই লেগেছে।

আপনি অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন এবং আমাদের সাথে শেয়ার করেছেন। আমার কাছে এরকম ফুলের ফটোগ্রাফি ভীষণ ভালো লাগে দেখতে। আমার কাছে আপনার ক্যাকটাস জাতের গাছগুলোর ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে দেখতে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আমিও ফটোগ্রাফি ভালবাসি।আমি চেষ্টা করেছি ভাল কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য। ক্যাকটাস টা আমারও খুব ভাল লেগেছে।

Building a better world through information ℹ🛡🤝

আপনার ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগলো। এই ধরনের ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লাগে। আপনি অনেক সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন ।তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনাকেও অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য। ফুলের ফটোগ্রাফি আমারও খুব পছন্দ। দোয়া করবেন যেন আরও ভাল ফুলের ছবি আপনাদের সাথে শেয়ার করতে পারি।

ফুলের ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে যেটা করতে আমিও খুবই পছন্দ করি। খুব সুন্দর করে ফটোগ্রাফি করে আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ।

আমি চেষ্টা করেছি ভাল কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করতে। আশা করি আপনার ভাল লেগেছে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

আপনার ফুলের ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে ভাইয়া। বিশেষ করে লাল রঙের ফুলটি আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ধরনের ফুল আমি এর আগে কখনো দেখিনি। আজকে প্রথম দেখলাম। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপু। লিপ্সটিক ফুলটি বাস্তবেও অনেক সুন্দর। আমার জন্য দোয়া করবেন।

জাস্ট অসাধারণ আপনি অনেক সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছেন ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। চমৎকারভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

অসাধারণ হয়েছে কিনা জানিনা তবে আমি চেষ্টা করেছি ভাল কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

আপনার ফুলের ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে তবে কয়েকটি ফটোগ্রাফি কিছুটা ব্লার এসেছে। যাই হোক আশা করি সামনের দিকে একটু লক্ষ্য রাখবেন ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সর্বদায়।

আমার পোস্টের কারেকশন এর জন্য ধন্যবাদ ভাইয়া। সামনে পোস্টগুলোতে ফটোগ্রাফির সময় জিনিসগুলো মাথায় রাখব।

আসলে ভাই ওভাবে নিবেন না আসলে বিষয়টি হচ্ছে আপনার ফটোগ্রাফি গুলো যাতে আরো সুন্দর হয় তাই জাস্ট একটু আপনাকে বলা এই আর কি। ধন্যবাদ আপনাকে ভালোবাসা নিবেন।

খুবই সুন্দর সুন্দর কিছু আলোকচিত্র আমাদের মাঝে তুলে ধরেছেন খুবই ভালো লেগেছে আমার কাছে স্পেশালি বল ক্যাকটাস।

ক্যাকটাস গাছগুলো দেখতে আসলেই সুন্দর। আমি চেষ্টা করেছি ভাল কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য। ধন্যবাদ ভাইয়া।