যাই হোক প্রায় দুই ঘণ্টা জ্যাম ঠেলে আন্টির বাসায় পৌঁছে সবার সাথে দেখা হয়ে খুব ভাল লাগল। সবাই আমাদের কে পেয়ে খুব খুশি। ছোট আন্টির পরিবার, ছোট মামার পরিবার সবাই মিলে একটি ভাল গেট টুগেদার হয়ে গিয়েছে। যাওয়ার পর দেখলাম আন্টিরা চই পিঠা বানাচ্ছে। তাদের দেখে আমার মেয়েও সাথে যোগ দিয়ে দিল।
পিঠা বানানোর পর আবার আড্ডায় মেতে উঠেছে সবাই। সবাই আমার মেয়ের রাইম, মজার মজার কথা এগুলো উপভোগ করছিল। এই ফাঁকে আমি তাদের বাসার কিছু ছবি তুললাম। আন্টির বাসা অনেক গুছানো এবং সুন্দর । আমি কিছু ছবি শেয়ার করছি।
এটি হচ্ছে একটি অন স্পট লাইট। রুমের সৌন্দর্য বাড়ানোর জন্য এগুলো ব্যবহার করা হয়।
এগুলো হচ্ছে কিছু সুন্দর শোপিস যা ড্রইং রুম, ডাইনিং রুমে সাজানো আছে ।
এগুলো হচ্ছে ড্রইং রুমের কিছু ওয়ালম্যাট এবং পেইন্টিং এর ছবি । ওয়ালম্যাট টি তে হাতের কাজ করা।
উপরের পেইন্টিং গুলো আমার আন্টির ছোট মেয়ের মানে ছোট খালাত বোন নিজের হাতে করেছে । খুব সুন্দর হয়েছে পেইন্টিং গুলো।
এই হচ্ছে সেই খালাত বোন এবং তার হাসবেন্ড। তারা দুজনেই কানাডিয়ান প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডোর অফিসে জব করে। সেখানে কর্মরত অবস্থায় কানাডিয়ান প্রেসিডেন্ট এর সাথে তোলা একটি ছবি। দেখে ভাল লেগেছে ছবি তুললাম।
এবার আসি রাতের খাবারের পালায়। সবাই আড্ডা দিয়ে রাতের খাবার খেতে বসেছি রাত ১টায়। যদিও খুবই অড টাইম কিন্তু একদিন ত অনিয়ম করাই যায় ।
খাবারের আরও আয়োজন ছিল। আমি খাবারের ছবি তুলছিলাম তখন সবাই আমার দিকে তাকিয়ে আছে। ছোট আন্টি জিজ্ঞেস করছে খাবারের ছবি তুলছ কেন। আমি লজ্জায় আর তুলতে পারিনি। আসলে আমি একটু রিজার্ভ থাকি তার উপর এভাবে হঠাৎ খাবারের ছবি তুলা দেখে তারাও অবাক হচ্ছিল। তাই সব খাবারের ছবি শেয়ার করতে পারিনি। ছবিতে দেখানো খাবারগুলো হচ্ছে কাবাব, চিংড়ি, পোলাও, সালাদ, চই পিঠা । ছবিতে দেখানো হয় নি যে খাবার তা হচ্ছে মুরগীর রোস্ট, ঝাল তরকারি, ডিমের কোরমা, রেড মিট, কুমিল্লার রসমালাই।
ডিভাইস | অপ্পো এ ৫৪ |
---|---|
বিষয় | ঘোরাঘুরি |
ক্রেডিট | @miratek |
লোকেশন | মিরপুর, ঢাকা |
আশা করি আমার পোস্ট আপনাদের ভাল লেগেছে। ধন্যবাদ সবাইকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এত জ্যাম অপেক্ষা করে দুই ঘন্টা পরে ঠিকই আপনি আপনার আন্টির বাসায় পৌঁছেছেন তাহলে। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলা আমার কাছে দারুন লেগেছে ভাই। তবে সব থেকে বেশি ভালো লেগেছে কানাডিয়ান প্রেসিডেন্ট জাস্টিস টুডোর সাথে যে ছবিগুলো তুলেছে আপনার খালাতো বোন ও বোনের স্বামী।আপনার রাতের খাবারগুলো মজার ছিল। চিংড়ি রান্নার রেসিপি টা কিন্তু খুব জোস লাগছে। যাহোক দেখে মনে হচ্ছে অনেক আড্ডা দিয়েছেন কারণ রাত একটায় রাতের খাবার খেয়েছেন। অনেক ভালো সময় কাটিয়েছেন ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই ধরনের ফ্যামিলি গেট টুগেদার গুলো সত্যি খুব আনন্দের হয়। সবাই একসাথে হলে ছোটবেলার স্মৃতিগুলো আস্তে আস্তে মনে উঠে। সব কাজিনরা মিলে বেশ ভালোই আনন্দ করেছেন নিশ্চয়ই। খাবার দাবার বেশ ভালই ছিল দেখছি। আপনার আন্টির বাসা আসলেই খুব গোছানো এবং সুন্দর। ভালো লেগেছে ফটোগ্রাফি গুলো। আপনার খালাতো বোন এবং তার হাজবেন্ড কানাডিয়ান প্রেসিডেন্ট এর অফিসে জব করে জেনে ভালো লাগলো। মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ। শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু গঠনমূলক মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ছোট আন্টির বাসায় বেড়াতে গিয়ে আপনি অনেক মজা করেছেন ভাইয়া দেখে অনেক ভালো লাগলো। আপনার খালাতো বোন দেখছি অনেক সুন্দর পেইন্টিং করতে পারে। পুরো পরিবার নিয়ে ছোট্ট গেট টুগেদার দেখে ভালো লাগলো। খাবার গুলো দেখে অনেক লোভনীয় লাগছে ভাইয়া। ধন্যবাদ আপনাকে আন্টির বাসায় বেড়াতে গিয়ে সুন্দর কিছু মুহূর্ত শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বৃহস্পতিবার মানে ঢাকায় খুব জ্যাম তা আর বলার অপেক্ষা রাখে না।আপনি ঘন্টা ২ পর মিরপুর পৌঁছাতে পারলেন। এমন গেট টুগেদার আমারও হয়।বেশ ভাল লাগে আমার। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে,বিশেষ করে কানাডার প্রেসিডেন্টের সাথে আপনার খালাতো বোন ও তার হাসবেন্ডের ফটোগ্রাফি। এই প্রেসিডেন্টকে অমায়িক একজন মানুষ মনে হয়,যদিও ব্যক্তিগতভাবে কেমন তা জানি না। রাতের খাবারে দেখছি অনেক কিছুই খেয়েছেন।আপনারা চই পিঠা বলেন, আমরা বলি সেমাই পিঠা। যাক মেয়েও শেষে হাত লাগালো, তাই তো পিঠা এত লোভনীয় হয়েছে। আমরা ও ছেলেবেলায় এভাবেই পিঠা বানাতে শিখে গেছি,হাতে ধরে কেউ শিখায়নি।সব মিলিয়ে বেশ ভাল লাগলো। অনেক ধন্যবাদ ভাইয়া। অনেক অভিনন্দন রইলো আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মেয়ে কিছু বানিয়েছে কিছু খেয়েছে পিঠা বানানোর আগেই, হা হা হা। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ব্যস্ততার মাঝেও ছোট আন্টির বাসায় গিয়ে আপনি বেশ সুন্দর মুহূর্ত উপভোগ করেছেন ৷ আসলে এমন ভাবে সবাই মিলে আড্ডায় বসলে অনেক ভালো লাগে ৷ আপনি আপনার মেয়ে সহ সবাই মিলে বেশ ভালো মুহূর্ত উপভোগ করেছেন ৷ পাশাপাশি খাওয়া দাওয়া ও ভালোই ছিলো ৷ যাই হোক ভালো লাগলো আপনার কাটানো সুন্দ মুহূর্ত গুলো দেখে ৷ ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন সবাই আড্ডা দিলে খারাপ লাগে না। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit