আসসালামুয়ালাইকুম আশা করি সবাই ভাল আছেন আবার ফিরে আসলাম আপনাদের মাঝে অন্য আরেকটি বিষয় নিয়ে আশা করি আপনারা সবাই গল্পটা মনোযোগ দিয়ে পড়বেন
আজকের বিষয় হচ্ছে হঠাৎ বৃষ্টি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দেখলাম প্রচন্ড রোদ এবং প্রচুর গরম পড়েছে তারপর ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসের উদ্দেশ্যে বেরোলাম অফিসে কিছু কাজ ছিল সেগুলো শেষ করে বাসায় ফিরলাম।
বাসায় এসে কিছু কাজ করলাম তারপর ফ্রেশ হয়ে জুম্মার নামাজ পড়তে গেলাম তখন বাহিরে প্রচুর রোদ এবং প্রচন্ড গরম মসজিদের ভিতর জায়গা হচ্ছিল না অনেক মুসল্লী বাহিরে নামাজ পড়লো যদিও প্রচন্ড গরম ছিল কিন্তু কিছু করার উপায় ছিল না কারণ আমাদের মসজিদে জায়গার সংকীর্ণতার কারণে বাহিরে নামাজ পড়তে হয় তো যাই হোক আমার মূল বিষয় হচ্ছে হঠাৎ বৃষ্টি অন্য কোন বিষয়ে নিয়ে সে ক্ষেত্রে আলোচনা না করাই ভালো।
এবার মূল বিষয়ে আসা যাক দুপুরবেলা খাবারদাবার শেষ করে নিজের ঘরে আসলাম তো চিন্তা ভাবনা করলাম একটু ঘুমানো যাক বেডে শুয়ে শুয়ে মোবাইল টিপছিলাম হঠাৎ করে বৃষ্টি নেমে পড়ল কিছু বুঝতে পারলাম না যে কি হল কিছুক্ষণ আগে দেখলাম এত সুন্দর রোদ হঠাৎ বৃষ্টি এই বৃষ্টির কোন মানে হয় না।
তো ভাবলাম যে সময় তো হঠাৎ করে বৃষ্টি নামারই কথা যেহেতু প্রচন্ড গরম পড়েছে কিন্তু বৃষ্টিটা বেশিক্ষণ স্থায়ী হলো না দুই থেকে পাঁচ মিনিটের মধ্যে বৃষ্টিটা শেষ হয়ে গেল তার কিছুক্ষণের মধ্যে আবার সেই আগের মত প্রচন্ড গরম শুরু হয়ে গেল ঠিক সেই মুহূর্তে বিদ্যুৎটা চলে যায়
তখন দেখলাম ঘরেতে থাকাটা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে আমিও নাছোড়বান্দা কেমটি করে শুয়ে থাকী দেখি কত গরম শরীরে লাগতে পারে তো যাই হোক এরকম শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়লাম তার কিছুক্ষন মধ্যেই আবার কারেন্টটা চলে আসলো বিদ্যুৎটা আসার পরে কিছুক্ষণ ভালোমতো ঘুমিয়ে নিলাম ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নামাজ-কালাম পড়ে নিলাম আসরের নামাজটা পড়ে একটু বাহিরে গেলাম বাহিরে গিয়ে দেখলাম পোলাপান ফুটবল খেলছে দর্শকের শাড়িতে বসে কিছুক্ষণ ফুটবল খেলা দেখলাম মাঝে মাঝে খেলাধুলা দেখতে ভালই লাগে যেহেতু খেলার সময় হয় না সেহেতু হঠাৎ করে না খেলাই ভালো কারণ হঠাৎ করে খেললে শরীরটা প্রচন্ড ব্যথা হয়ে যায় তাই একা দিন সময় পেলে না খেলে চেষ্টা করি দর্শকের শাড়িতে বসে খেলা দেখার
গল্প লেখার অভ্যাসটা আমার বরাবরই কখনো ছিল না তাই আসলে এটি আমি খুব একটা সাজিয়ে গুছিয়ে লিখতে পারিনা জানি অনেকের পড়বে আর মনে মনে হাসবে তারপরেও চেষ্টা করছি নিজের জন্য কিছু করার এরকম একদিন লিখতে লিখতেই হয়তবা ভালো কিছু করতে পারবো
যদি আমার এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে সবাই আমাকে সাপোর্ট করবে না আশা করি আর যদি ভাল না লেগে থাকে তাহলে ভালোভাবে ইন্সট্রাকশন দিয়েন চেষ্টা করব আপনাদের কাছে ভালো কিছু তুলে ধরার জন্য আমার কথাগুলো বা লেখাগুলো যদি ভুল হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন