লেভেল ৩ হতে আমার অর্জন - By @mithila- akter | |10% Beneficiary To @shy-fox | |5% Beneficiary To @abb-school ||

in hive-129948 •  2 years ago  (edited)

হ্যালো বন্ধুরা! কেমন আছেন সবাই? আশা করি "আমার বাংলা ব্লগ" পরিবারের সকল সদস্যবৃন্দ আল্লাহর অশেষ রহমতে ভাল আছেন,সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আমি এবিবি স্কুলের একজন শিক্ষার্থী , আমি এবিবি স্কুলের লেভেল ৩ এর লেকচার শিট খুব ভালোভাবে পড়ে লিখিত পরীক্ষা দিতে চলেছি। আজকে আমি লেভেল ৩ এর মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর লিখিত পরীক্ষা দিতে এসেছি। কোন ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

IMG_20220601_182022.jpg

প্রশ্ন: মার্কডাউন কি?

উত্তর: আমাদের নিজস্ব লেখা কনটেন্টকে আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন করার জন্য যে কোডগুলো ব্যবহার করা হয় তাকে মূলত মার্কডাউন বলে। মার্কডাউন এর ফলে পোস্টটি সুন্দরভাবে উপস্থাপন করা যায়।

প্রশ্ন: মার্কডাউন কোডের ব্যবহার কেন গুরুত্বপূর্ণ?

উত্তর: মার্কডাউন কোডের মূল উদ্দেশ্য হচ্ছে পোস্টটি দৃষ্টিনন্দন করা। মার্কডাউন‌ ব্যবহার করে আমরা যা যা করতে পারি তা হলো -
১. সোর্স উল্লেখ করতে পারি
২. লেখাটা ছোট-বড়-মাঝারি করতে পারি
৩. লেখাটা বোল্ড, ইটালিক করতে পারি
৪. ছবিকে উপরে নিচে ডানে-বামে নিতে পারি
৫. টেবিল করতে পারি
৬. কোন লেখাকে কোট করে নিতে পারি ইত্যাদি।

প্রশ্ন: পোষ্টের মধ্যে মার্কডাউনের কোডগুলো প্রতিফলন না ঘটিয়ে কিভাবে দৃশ্যমান করে দেখানো যায়?

উত্তর: লেখার শুরুতেই চারটি স্পেস ব্যবহার করলে পোষ্টের মার্কডাউন দৃশ্যমান করে দেখানো যায়। যেমন:

## <center> Pictures 01 </center

প্রশ্ন: নিচের ছবিতে দেখানো টেবিলটি কিভাবে তৈরি করা হয়েছে? মার্কডাউন কোড গুলো উল্লেখ করুন।

UserPostSteem power
User110500
User220900

উত্তর:
User | Post | Steem power |
----- | ----- | ----- |
User1 | 10 | 500 |
User2 | 20 | 900 |

প্রশ্ন: সোর্স উল্লেখ করার নিয়ম কি?

উত্তর:[ প্রথমে আমরা থার্ড ব্র্যাকেটে মাঝখানে সোর্স লেখাটা লিখবো ]( এরপর ওয়েবসাইটের লিংক ফার্স্ট ব্রাকেট এর মধ্যে দিয়ে ক্লোজ করে দেবো )

Source

প্রশ্ন: বৃহত্তর হতে ক্ষুদ্রতর ক্রমিকভাবে ১ থেকে ৬ পর্যন্ত হেডার গুলোর কোড লিখুন।

উত্তর: লেখার শুরুতে হ্যাশ চিহ্ন দিয়ে স্পেস ব্যবহার করলে লেখাটা ছোট থেকে বড় করা সম্ভব। যেমন:

১ টা হ্যাশ দিলে অনেক বড় সাইজ
২ টা হ্যাশ দিলে বড় সাইজ
৩ টা হ্যাশ দিলে মাঝারি সাইজ
৪ টা হ্যাশ দিলে ছোট সাইজ
৫ টা হ্যাশ দিলে অনেক ছোট সাইজ
৬ টা হ্যাশ দিলে টিনি সাইজ

আমি বাংলাদেশে লেখাটাকে বড় থেকে ছোট করে দেখাচ্ছি।

বাংলাদেশ

বাংলাদেশ

বাংলাদেশ

বাংলাদেশ

বাংলাদেশ
বাংলাদেশ

টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোডটি লিখুন।

উত্তর: পোষ্টের লেখাগুলো কে সুন্দর ভাবে গুছিয়ে তোলার জন্য টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোড ব্যবহার করা হয়। জাস্টিফাই মার্কডাউন কোড টি হলো:-

<div class ="text-justify"> text </div >

প্রশ্ন: কনটেন্টের টপিকস নির্বাচনে কোন বিষয়ের উপর বেশি গুরুত্ব দেওয়া উচিত ?

উত্তর : কনটেন্টের টপিকস নির্বাচনের জন্য আপনি যে বিষয়ে সবথেকে বেশি পারদর্শী সেই বিষয়টি নির্বাচন করা এবং নিজের সৃজনশীলতাকে প্রকাশ করা। নিজের জ্ঞান, অভিজ্ঞতা ও সৃজনশীলতা দিয়ে কোন পোস্ট তৈরী করলে সেই পোস্ট অবশ্যই কোয়ালিটি সম্পন্ন হয়। আর যদি কোন কনটেন্ট সম্পর্কে কোন জ্ঞান, অভিজ্ঞতা না থাকে তাহলে সেই বিষয়টি নিয়ে কোন কনটেন্ট ক্রিয়েট করার চেষ্টা করলে সেটা অবশ্যই ভাল কনটেন্ট হিসেবে গণ্য হবে না। তাই সর্বোপরি একটি ভালো কনটেন্ট তৈরি করতে হলে নিজের জ্ঞান অভিজ্ঞতা ও সৃজনশীলতা দিয়ে কনটেন্টের টপিকস সাজিয়ে তুলতে হবে।

প্রশ্ন: ধরুন প্রতি Steem কয়েনের মূল্য $ 0.50 । আপনি একটি পোস্টে $7 এর ভোট দিলেন। তাহলে আপনি কত $ [USD] কিউরেশন রেওয়ার্ড পাবেন?

উত্তর : আমি যদি কোন পোস্টে $7 এর ভোট দেই সেখান থেকে আমি কিউরেটর হিসাবে $3.5 [USD] কিউরেশন রেওয়ার্ড পাবো।

প্রশ্ন: সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পাওয়ার কৌশল কি ?

উত্তর: কোন কোয়ালিটিফুল পোস্টে প্রথম পাঁচ মিনিট এর মধ্যেই ভোট দেওয়ার চেষ্টা করতে হবে ফলে পোষ্টে যদি প্রথম পাঁচ মিনিটের মধ্যে ভোট দিতে পারি আর এরপর যদি বড় ভোট পড়ে তাহলে সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পাওয়া সম্ভব। ভোট দেওয়ার ৫ মিনিট পর থেকে ৬ দিন ১২ ঘণ্টার মধ্যে ভোট দেওয়া সম্ভব হলে ভালো কিউরেশন রিওয়ার্ড পাওয়া যায়।

নিজে কিউরেশন করলে বেশি আর্ন হবে, নাকি @heroism কে ডেলিগেশন করলে বেশি আর্ন হবে?

উত্তর: @heroism কে ডেলিগেশন করলে বেশি আর্ন করা সম্ভব। কারণ আমাদের অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ এসপি নাও থাকতে পারে বা আমাদের অ্যাকাউন্টকে শক্তিশালী হতে অনেক সময়ও লাগতে পারে আর আমাদের পক্ষে সময় নিয়ে ভালো মানের পোস্টগুলো প্রতিদিন খুঁজে বের করে ভোট দেওয়া সম্ভবও নয়। কিন্তু @heroism নিজে শক্তিশালী হয়ে ভালো ভালো কোয়ালিটি ফুল পোস্টকে ভোট দেবে এবং সেখান থেকে আমরা বেশ ভালো পরিমাণে একটা কিউরেশন রেওয়ার্ড পেতে পারি। এবং সেখান থেকে আমাদের ভালো আর্ন হবে।

IMG_20220515_205406.jpg

আমি মিথিলা আক্তার। আমি একজন হাউস ওয়াইফ। আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ।আমি প্রকৃতির বিভিন্ন অজানা রহস্য সম্পর্কে জানতে খুব ভালোবাসি এবং আমি আমার মাতৃভূমিকে খুব ভালোবাসি। আমি বাঙালি তাই আমার গর্ব হয় নিজেকে বাঙালি হিসেবে পরিচয় দিতে এবং নিজের মাতৃভাষায় কথা বলতে।

ধন্যবাদ সবাইকে।


Cc.
@alsarzilsiam vai

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
<div class ="text-justify> text

এখানে (") মিসিং আছে। সঠিকটা দিয়ে দিচ্ছি ঠিক করে নিবেন। আপনার পরবর্তী লেভেলের জন্য শুভকামনা রইলো।

    <div class ="text-justify"> text </div >

আপনি অনেক সুন্দর হবে লেভেল 3 ক্লাস বুঝেছেন আপু । লেভেল 3 ক্লাস আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ক্লাস। আপনার জন্য শুভকামনা রইল আপু। পরবর্তী ক্লাস গুলো সুন্দর ভাবে বুঝে পরীক্ষায় উত্তীর্ণ হন।

লেবেল৩ এ শেখানো বিষয়গুলো আপনি চমৎকার ভাবে আমাদের মাঝে উপস্থাপন করছেন। আপনি দক্ষতার সাথে প্রতিটি লেভেল পার করে এসেছেন এটা দেখে খুব ভাল লাগছে। আশা করি পরবর্তী লেভেল গুলো এভাবেই দক্ষতার সাথে অতিক্রম করে যাবেন। শুভকামনা রইল আপু।

level3 থেকে যতটুকু জ্ঞান অর্জন করেছেন তার পরিপ্রেক্ষিতে আপনার অর্জন আমাদের সাথে শেয়ার করেছেন। পরবর্তী লেভেলের জন্য শুভকামনা রইল আপু।