আমরা এখন আধুনিক ❤️যুগের মধ্যে আছি। এই আধুনিকতা সম্ভব হয়েছে বিজ্ঞানের💥 অগ্রগতির ফলে।
অন্যদিকে
আধুনিকতা একদিনে সম্ভব হয়নি। গ্রাম ও শহরের অবকাঠামোগত উন্নয়ন এর মাধ্যমে বিভিন্ন বৈশিষ্ট্যের বিকাশ ঘটিয়ে আজকের এই অবস্থায় আমরা পদার্পণ করেছি। আজকের এই অবস্থায় পদার্পণ হতে গিয়ে আমরা অন্যদেরকে অনুকরণ করছি এবং নিজেদের ঐতিহ্য ও স্বতঃস্ফূর্ততাকে আমরা দিনে দিনে হারিয়ে ফেলছি। আসলে আমরা আধুনিক হতে গিয়ে অন্যদেরকে অর্থাৎ অন্যদের সংস্কৃতি ও ঐতিহ্যকে আমাদের মধ্যে নিয়ে গুলিয়ে ফেলা হচ্ছে।গ্রাম ও শহরের অবকাঠামোগত উন্নয়ন হলেও মানুষের মধ্যে চলমান ভাব বিরাজ করে কিংবা অন্যদের কৃষ্টি-কালচার সংস্কৃতি শিল্প ও সমাজ ব্যবস্থা ,আচার-আচরণ আমাদের কৃষ্টি-কালচার ও শিল্পের মধ্যে নিয়ে আসায় আমরা আমাদের পথ থেকে বিচ্যুত হয়ে যাচ্ছি। এই পথ থেকে বিচ্যুত হওয়ার মাধ্যমে আমরা নিজেরাই নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি। তো এই ধ্বংস দিনে দিনে হচ্ছে যা
আমরা সহজেই বুঝতে পারছি না। আমরা দিনে দিনে কিংকর্তব্যবিমূঢ় হয়ে দীর্ঘসময়ের আবির্ভাব এর ফলে বিষয়গুলো উপলব্ধি করতে পারছি।
যেমন 20 বছর আগে আমাদের এই বাঙালি জাতি🥰🥰 কেমন ছিল আর 20 বছর পর একুশ শতাব্দীতে একুশ শতকের বাঙালি কি অবস্থা তার দেখলেই কিছুটা অনুমান করা যায়। এই বিষয়গুলোকে বা কৃষ্টি-কালচার গুলোকে আমরা সবাই প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে যদি বিষয়গুলো বুঝতে পারি এবং প্রত্যেকে প্রত্যেকের পরিবারের প্রভাব ফেলতে পারে তাহলে এই পথ থেকে আমরা ফিরে আসতে পারবো। যদি আমরা না পারি ফিরে আসতে তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম আমরা যতটুকু পথ থেকে বিচ্যুত হয়ে গেছি তার থেকেও বেশি বিচ্যুত হয়ে তারা আরো বেশি ধ্বংসের দিকে ধাবিত হবে।
আধুনিকতা একদিক থেকে আশীর্বাদ🥰 হলেও বেশিরভাগ ক্ষেত্রেই অভিশাপ😔। আধুনিকতার কারণে অশ্লীলতার 😔পরিমাণ এমনভাবে বেড়ে গেছে যা কোনভাবেই রোধ করা সম্ভব না। সবাই সবার ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে নারী ও পুরুষ তাদের নিয়মকানুন বিধি নিষেধ মেনে চললে আধুনিকতার নামে অভিশাপ থেকে মুক্তি পাওয়া যাবে ।আর এই আধুনিকতার নামে অশ্লীলতার কারণে নারী👨🏫🙋♀️ পুরুষের প্রতি এবং পুরুষ নারীর প্রতি শ্রদ্ধা ও সম্মান কমে গেছে। এইজন্য আমাদেরকে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে কিন্তু সবার দৃষ্টিভঙ্গি😔😔 সংযত রাখতে হবে🤗🤗।