😁😁হ -জ -ব- র -ল(বিশৃঙ্খলা)😄

in hive-129948 •  3 years ago  (edited)

বেঁচে থাকতে হলে সমাজবদ্ধ হয়ে থাকতে হবে। সমাজ একদিনে একজন মিলে গঠিত হয়। কয়েকটি পরিবার মিলে সমাজ গঠিত হয়। সমাজের মধ্যে থাকতে হলে অনেক নিয়ম কানুন এর মধ্যে থাকতে হয়।

এই সকল নিয়ম কানুন মানতে গিয়ে অনেক সময় মানুষ নিয়মগুলোকে মানতে পারেনা। ওই জন্য আর সমাজের মধ্যে বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে দ্বন্দ্ব কলহ ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এই দ্বন্দ্ব-কলহ আর বিশৃংখলা হওয়ার মাধ্যমে মানুষের মধ্যে মিল মহব্বত একজন আরেকজনের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা এবং সম্মান কোনটি থাকে না। গন্ডগোল আহরণের সমাজ আমার অশ্লীলতা ব্যাপকভাবে বেড়ে যায় যে মানুষের বেঁচে থাকা খুব কষ্ট হয়ে দাঁড়ায়।
আর এই বিশৃঙ্খলা ও সমাজের মধ্যে আবদ্ধ থাকে তখন গ্রামের মধ্যে এবং গ্রাম থেকে শহর পর্যায় এবং সহ সহ পুরো দেশের মধ্যে এক ভয়াবহ এবং চাঞ্চল্যকর অবস্থা বিরাজ করে।
এই বিশৃংখলা শুধুমাত্র সমাজের মধ্যে আবদ্ধ থাকে না এটি জীবন চলার প্রতিটি পদক্ষেপে প্রভাব ফেলে থাকে যেমন কোনো এক ব্যক্তির বাড়িতে বিশৃঙ্খলা হলে তার মানসিকতা বিকৃত হয়ে যায় এই প্রভাব অন্য একজনের উপর পরে সেখান থেকে আরেকজনের উপর করতে করতে বহু অবস্থায় পদার্পণ হয়।

এজন্য আমাদের সমাজের মধ্যে সুন্দরভাবে টিকে থাকতে হলে সুশৃংখল আইন অনুযায়ী নিয়মের মধ্যে থাকতে হবে এবং নিয়মকানুন মানার মাধ্যমে আমরা আমাদের নিজেকে পরিবর্তন করতে পারি এবং নিজেদের পরিবর্তনের মাধ্যমে আমরা পুরো বিশ্বকে সুশৃংখল সমাজ ব্যবস্থায় পরিণত করতে পারি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

গুগল থেকে আপনি ছবি ডাউনলোড করে এভাবে ব্যবহার করতে পারবেন না ।ফটোটি যদি কঁপিরাইট ফ্রী হয় তাহলে আপনাকে Source ব্যবহার করতে হবে ।অন্যথায় আপনাকে Mute করা হবে। আপনি নতুন ইউজার এজন্য আপনাকে এই কমিউনিটি থেকে মিউট করা হচ্ছে না । শুধুমাত্র আপনার পোস্টটি Mute করে দেওয়া হচ্ছে।

পরবর্তীতে একই ধরনের ভুল পুনরায় করলে এই কমিউনিটি থেকে আপনাকে Mute করে দেওয়া হবে।

😔😔আচ্ছা দাদা বুঝতে পারছি। এরপর থেকে আর হবেনা😶।