আমার পরিচিতি পোস্ট

in hive-129948 •  3 years ago  (edited)

আসসালামু আলাইকুম। আশাকরি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি।আজ ২৭-০৬-২০২২ ইং আমার প্রথম পোস্ট । আমার পরিচয় পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আর আমার পোস্টে ভ্রমণের জন্য ধন্যবাদ। এটা "আমার বাংলা ব্লগ" এ আমার প্রথম পোস্ট, তাই আমি খুবই উৎফুল্ল, আনন্দিত।
আমি মিজানুর রহমান। পরিবার ও নিকট আত্মীয় সকলের কাছে সুমন।

বাংলাদেশের স্বনামধন্য মুন্সিগঞ্জ জেলার টংগিবাড়ী উপজেলার দক্ষিনে পদ্মার পাড় ঘেঁষে চমৎকার একটি গ্রাম হাসাইল। সৌভাগ্যক্রমে আমি সেখানেই জন্মগ্রহন করি। সেটা ১৯৮৬ সালের কথা। অনেকের কাছেই মুন্সিগঞ্জ জেলা বিক্রমপুর নামেই বেশি পরিচিত।

আমি আমার গ্রামেই অবস্থিত "বানারী বহুমুখী উচ্চ বিদ্যালয়" থেকে এসএসসি (২০০২) এবং উপজেলার "বিক্রমপুর টংগিবাড়ী কলেজ" থেকে এইসএসসি(২০০৪) পাশ করি।

IMG_20220627_084702.jpg

বাংলাদেশের প্রাচীনতম শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজ থেকে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী লাভ করি ২০১১ সালে। ১৮৪১ খ্রিস্টাব্দের ২০ নভেম্বর তারিখে উপমহাদেশের প্রথম আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আমাদের এই কলেজটি প্রতিষ্ঠিত হয়।

অনার্স ২য় বর্ষে থাকাকালীনই আমি ব্যবসায় শুরু করি। ঢাকার অধীনস্থ শান্তনগরে দীর্ঘ সাত বছর ব্যবসায়ের সাথে যুক্ত ছিলাম। পরবর্তীতে আমাদের প্রতিবেশী জেলা নারায়ণগঞ্জে ব্যবসায় করা হয়েছে কয়েক বছর। অনেকেই বলতে পারেন যে, মুন্সিগঞ্জের মানুষ ব্যবসায় তো করবেনই।
বললেও ভূল হবেনা। কিন্তু ভাগ্যের পালাক্রমে ব্যবসায়ী থেকে হয়েছি চাকুরীজীবি। আলহামদুলিল্লাহ ভালো আছি।

বাংলাদেশের সুপ্রতিষ্ঠিত একটি বেসরকারী কোম্পানিতে এইচ আর এডমিন এন্ড কমপ্লায়েন্স ডিপার্টমেন্টে আছি। চাকুরির সুবাদে আমার বর্তমান ঠিকানা এখন গাজীপুর।

পড়ালেখার অভ্যাসটা ছাড়তে পারিনি এখনো। এটা আমার অভ্যাসের সাথে ওতোপ্রোতভাবে মিশে গেছে। মোটিভেসনাল বই আমার পছন্দের তালিকায় প্রথম। এনিমেশন মুভি কেও অনেক সময় দেওয়া হয়েছে।

BeautyPlus_20180107003449_save.jpg

পছন্দের তালিকায় তো অনেক মানুষের ভীড়। ভীড়ের প্রথম সারিতে ওয়ারেন বাফেট,নেলসন ম্যান্ডেলা, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, ডক্টর ইউনুস, সাহসী বীর অর্থনীতিবিদ ফকরুদ্দিন আহমেদ, দেশপ্রেমী ডক্টর জাফরুল্লাহ, ক্রিকেটার তামিম ইকবাল, ফুটবল খেলোয়াড় ব্রাজিলিয়ান রোনালদিনহো,অভিনেতা আফরান নিশো সহ আছেন আরো অনেকেই ।

পরিচ্ছন্ন রাস্তায় হাটতে খুবই ভালো লাগে। ভালো লাগে সাধারণ হয়ে থাকতে। যখন দিন রাতের দিকে দৌড়ায় সেই সময় তো চমৎকার লাগে। কথা কম বলতেই সাচ্ছন্দ্যবোধ করি।

অফলাইনের চেয়ে অনলাইনের প্রতি আগ্রহ একটু বেশিই। আর তাই অনলাইনে ক্যারিয়ার গড়ার প্রত্যয় নিয়ে কাজ করছি। সবসময় একটিভ থাকার চেষ্টা করে আসছি।

আমি স্বাধীনভাবে কাজ করতে ভালবাসি। স্বাধীন পেশার উল্লেখযোগ্য উদাহরণ হলো অনলাইনে কাজ করা। স্টিমিট এর অনেকগুলো ব্লগের লেখা পড়েছি এবং অনুপ্রাণিত হয়েছি। বিশেষ করে আমার এক শুভাকাঙ্ক্ষীর মাধ্যমে "আমার বাংলা ব্লগ" কে খুজে পেয়েছি। আমি " আমার বাংলা ব্লগ" এর সকল নিয়মকানুন মেনে কাজ করতে আগ্রহী। আমি স্টিমিট এ নতুন তাই সকলের পরামর্শ ও সহযোগিতা পেলে কৃতজ্ঞ থাকবো। সকলের জন্য শুভকামনা রইলো |

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমার বাংলা কমিউনিটি তে আপনাকে স্বাগতম। আমার বাংলা ব্লগের এবিবি স্কুল এর মাধ্যমে জ্ঞান লাভ করে একজন ভেরিফাই মেম্বার হয়ে কাজ করে এগিয়ে যাবেন এই কামনাই করি।

ধন্যবাদ ভাইয়া। ইনশাআল্লাহ সাথে আছি,থাকবো।

আমার বাংলা ব্লগ কমিটিতে আপনাকে অভিনন্দন জানাচ্ছি ভাইয়া। আশা করি সকল নিয়ম কানুন মেনে আপনি আমাদের সাথে কাজ করবেন এবং প্রতিটি ক্লাস মনোযোগ সহকারে করবেন। ধন্যবাদ আপনাকে

@mizrah
আপনাকে আমার বাংলা ব্লগে স্বাগতম। খুবই সুন্দর ভাবে আপনার পরিচিত মূলক পোস্ট উপস্থাপন করেছেন। আপনার সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম, ভালো লাগলো,
তবে আমার বাংলা ব্লগের ভেরিফাইড মেম্বার ছাড়া আমরা অন্য কোন মেম্বার দের রেফার বা রেফার ছাড়া মেম্বার আমরা গ্রহণ করি না।

এবং আপনার পোস্টে হাতে রাখা পেইজের লিখার তারিখ ভুল আছে। এখনি সংশোধনী করুন।

সে ক্ষেত্রে আপনাকে জানানো যাচ্ছে যে, আপনার বিষয়টি বিবেচনা করে পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।
সে পর্যন্ত একটিভ থাকুন আমাদের Discord server এ
point_down
Discord link : https://discord.gg/esbZH6GU

ধন্যবাদ আপনাকে। ভূল সংশোধনের সুযোগ করে দেওয়ার জন্য। কিন্তু ভাইয়া ঐ তারিখ টা আমার স্টিমিট সাইন আপের তারিখ। কোন তারিখ টা দিবো তাহলে, প্লিজ জানাবেন। শুভকামনা আপনার জন্য।

আপনি যে দিন পরিচিত মূলক পোস্ট করেছেন সেই তারিখ আপনার পোস্টে উল্লেখ করতে হবে। এখনি এডিট করে সঠিক করুন।

সংশোধন করা হয়েছে

'আমার বাংলা ব্লগ' কমিউনিটিতে আপনাকে স্বাগতম। পরিচিতিমূলক পর্বটি আপনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন যা থেকে আপনার সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ আপনাকে। কমেন্ট করে স্বাগতম জানানোর জন্য। পরামর্শ দিয়ে পাশে থাকবেন আশাকরি। আমার বাংলা ব্লগ এর সাথেই আছি।

প্রথমে আপনাকে জানাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে স্বাগতম। আশাকরি আপনি আমার বাংলা ব্লগ কমিটির সকল নিয়ম কানুন মেনে কাজ করবে। আপনার পরিচয় পর্ব পোস্ট অনেক ভাল ছিল আপনাকে জন্য শুভকামনা রইলো।

আমার বাংলা ব্লগ কমিউনিটি তে আপনাকে স্বাগতম জানাই। আশাকরি কমিউনিটির সকল নিয়ম কানুন মেনে আপনি আমাদের সাথে একসাথে কাজ করে যাবে। আপনার এই পথচলা শুভ হোক।

আপনার জন্য শুভকামনা জানাই।

গ্রুপের মেম্বার, মডারেটর সকলে যথেষ্টই আন্তরিক। বিষয়টাতে খুবই সাহস পাচ্ছি। আশাকরি এভাবে সবসময় পরামর্শ ও সমর্থন পাবো। গ্রুপের সকল মেম্বার, মডারেটর সকলের জন্য শুভকামনা থাকলো।

আমার বাংলা ব্লগ কমিউনিটি তে আপনাকে স্বাগতম। আশা করি মন দিয়ে কাজ করবেন সকল নিয়ম কানুন মেনে। আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ আপনাকে।

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগতম। আশা করি এই কমিউনিটির সকল নিয়ম কানুন মেনে চলে আমাদের মাঝে সুন্দর সুন্দর কনটেন্ট উপহার দেবেন। আপনার জন্য শুভ কামনা রইলো ভাইয়া।

আমার বাংলা ব্লগে আপনাকে স্বাগতম আশা করি আমাদের কমিউনিটির সকল নিয়ম কানুন মেনে ভালভাবে কাজ করবেন। আপনার জন্য বিশেষভাবে দোয়া এবং ভালোবাসা রইলো যেন আপনি ভবিষ্যতে অনেক ভাল পর্যায়ে যেতে পারেন ধন্যবাদ আপনাকে।❣️❣️❣️

শুভকামনা রইলো

বাংলাদেশের প্রাচীনতম শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজ থেকে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী লাভ করি ২০১১ সালে।

প্রথমে আমি আপনাকে জানাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে স্বাগতম। আপনার এই পরিচয় পোস্ট টি পড়ে অনেক ভালো লাগলো। আপনার মত আমিও ঢাকা কলেজের ছাত্র। আমি ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট করেছিলাম।

  ·  3 years ago (edited)

শুভকামনা রইলো

আপনি discord এ জয়েন করুন। না হয় আপনাকে নিউ মেম্বার হিসেবে নেয়া হবে না।
আপনি এখনি discord এ জয়েন করে আমাকে মেনশন করুন।

@mizrah

This is a one-time notice from SCHOOL OF MINNOWS, a free value added service on steem.
Getting started on steem can be super hard on these social platforms 😪 but luckily there is some communities that help support the little guy 😊, you might like school of minnows, we join forces with lots of other small accounts to help each other grow!
Finally a good curation trail that helps its users achieve rapid growth, its fun on a bun! check it out. https://plu.sh/somland/