লেভেল-০৩ হতে আমার আহরণকৃত বিষয়বস্তুুসূমহ by @moarif 10% beneficial shy-fox

in hive-129948 •  3 years ago  (edited)

আসসালামু আলাইকুম

আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আমি ও ভালো আছি আছি।

20220124_191729.jpg

তো বিগত ০৯-০১-২০২২, ১০-০১-২০২২ ও ২৩-০১-২০২২ তারিখে আমি লেভেল-০৩ এর তিনটি পরিপূর্ণ ক্লাস করেছিলাম সেখানে আমার প্রফেসারস্-গণ আমাকে নিমোক্ত বিষয়বস্তু সমন্ধে আমাকে যথাযথ ধারণা দিয়েছেন আর আমি ও মনে করি আমি আমার সম্মানিত প্রফেসারসগণদের কাছ থেকে শতভাগ ধারণা নিতে সক্ষম হয়েছি।

তো আমি লেভেল-০৩ থেকে আমি কী কী অর্জন করতে পেরেছি তা আপনাদের মাঝে উপস্থাপন করলাম।

প্রশ্ন: মার্কডাউন কি?

উওর-
আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমরা আমাদের নিজের ভালো-লাগা,মন্দ-লাগা,আবেগ কিংবা অনুভূতি প্রকাশ করার জন্য কমিউনিটিতে যথাযতভাবে অর্থাৎ সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করি অর্থাৎআমাদের উপস্থাপনকৃত লেখাকে সবার কাছে আকর্ষণীয় দৃষ্টিনন্দন ও গ্রাহনযোগ্য করে তুলে ধরার জন্য আমরা যে ফরমেট বা কোড ব্যবহার করি তাকেই মার্কডাউন বলে।

প্রশ্ন: মার্কডাউন কোড এর ব্যবহার কেন গুরূত্বপূর্ণ?

উওর-
সর্বপ্রথম আমাদের ট্রাপিক বা বিষয়বস্তুকে আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন করে সাজিয়ে অন্যের কাছে উপস্থাপন করার জন্য মার্কডাউন কোডের গুরূত্ব অপরিসীম। এছাড়াও লেখার মাঝে সুনিদিষ্ট কিছু ট্রপিক বা শিরোনাম ও গুরূত্বপূর্ণ কিছু তথ্যকে হাইলাইট করতে চাইলে বা লেখাকে বোল্ড বা ইটালিক করতে চাইলে, কিংবা লেখার হেডিংটা একটু বড় সাইজের করতে কিংবা লেখার মাঝে ফটোযুক্ত বা ছবি সংযুক্ত করতে মার্কডাউন কোড এর ব্যবহার করতে হয়। এর জন্য মার্কডাউন কোডের গুরূত্ব অপরিসীম।

প্রশ্ন: পোষ্টের মধ্যে মার্কডাউনের কোডগুলো প্রতিফলন না ঘটিয়ে কিভাবে দৃশ্যমান করে দেখানো যায়?

উওর-
সাধারণত তিনটি উপায়ে পোষ্টের মধ্যে মার্কডাউনের কোডগুলো প্রতিফলন না ঘটিয়ে দৃশ্যমান করা যায়। নিম্মে তিনটি উপায় উল্লেখ করা হল:
১- যে মার্কডাউন কোডগুলো ব্যবহার করব তাঁর আগে চারটি স্পেস ব্যবহার করে কোডগুলো দৃশ্যমান করা যায়।
২- মার্কডাউনের আগে (Apostrophe) কমা (’) ব্যবহার করে কোডগুলো দৃশ্যমান করতে পারি।
৩- মার্কডাউনের আগে উল্টে স্লাশ () ব্যবহার করে কোডগুলো দৃশ্যমান করা যায়।

প্রশ্ন: নিচের ছবিতে দেখানো টেবিলটি কিভাবে তৈরি করা হয়েছে?
উওর-
|serial no|name|address|price|
|-|-|-|-|
|01|a|Dhaka|400|
|2|b|Noakhali|500|

প্রশ্ন: সোর্স উল্লেখ করার নিয়ম কি?

উওর-
প্রথমে তৃতীয় বন্ধনী দিয়ে সোর্স লিখব এবং তৃতীয় বন্ধনী বন্ধ করে করবো,আবার প্রথম বন্ধনী দিব তাঁরপর লিঙ্ক-টা উল্লেখ করে প্রথম বন্ধনী ক্লোজ করে দিব।

উদাহরণস্বরূপ: source

প্রশ্ন: বৃহৎ হতে ক্ষুদ্র ক্রমিকভাবে ১ হতে ৬ পর্যন্ত হেডার গুলোর কোড লিখুন?

উওর-

খুব বড় সাইজ

বড় সাইজ

মাঝারি সাইজ

ছোট

খুব ছোট সাইজ
টিনি সাইজ

প্রশ্ন: টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোডটি লিখুন?

উওর- <div class="test-justify">
</div>

প্রশ্ন: কনটেন্ট ট্রপিকস নির্বাচনে কোন বিষয়ের উপর গুরূত্ব বেশী দেয়া উচিত?

উওর-
কোন একটা ট্রপিক বা কনটেন্ট তৈরি করতে গেলে তাঁর আগে উক্ত বিষয়ে আমাদেরকে যথাযথ বা সম্মুখ ধারণা অর্জন করতে হয়।যদি উক্ত কনটেন্ট বা বিষয়ের উপর আমাদের যথাযথ ধারণা না থাকে তাহলে আমরা ট্রপিকটি সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো না, আর যদি যথাযথ ধারণা অর্জন না করে ট্রপিকটি বা কনটেন্টটি উপস্থাপন করি তা দেখতে ভালো হবে না এবং পাঠকরা ও তা সাদরে গ্রহন করবে না সর্বোপরি সেটা পছন্দনীয় হবে না।

এই জন্য আমাদেরকে সঠিক কনটেন্ট নির্বাচন করতে হবে।আর সঠিক বা ভালো কনটেন্ট তৈরির ক্ষেএে তিনটি বিষয়ের উপর গুরূত্ব দেয়া উচিত ঙ্গান, অভিঙ্গতা ও সৃজনশীলতা ইত্যাদি আর কনটেন্ট তিন প্রকারের হয়ে থাকে:
১. টেক্সট কনটেন্ট
২. ভিডিও কনটেন্ট ও
৩. অডিও কনটেন্ট.

প্রশ্ন: কোন ট্রপিকস এর উপর ব্লগ লিখতে গেলে সেই ট্রপিকস এর উপর যথেষ্ট ঙ্গান থাকা জরূরী কেন?

উওর-
সাধারণত আমরা যদি কোন সুনিদিষ্ট বিষয়ের উপর ট্রপিক তৈরি করতে চাই তাহলে এই সুনিদিষ্ট বিষয়ের উপর আমাদের শতভাগ ঙ্গান থাকাটা জরূরী। আর যদি আমরা শতভাগ সঠিক ঙ্গান ও দক্ষতা ছাড়া ট্রপিকটি তৈরি করে জনসাধারণ এর মাঝে প্রকাশ করি তা খুব বেশি সুন্দর ও জনপ্রিয়তা লাভ করবে না। সর্বোপরি ট্রপিকটি জনসাধারণ এর মাঝে গ্রহনযোগ্যতা হারাবে।

তাই আমাদের উচিত যে সব বিষয়ের উপর আমাদের সঠিক ঙ্গান, অভিঙ্গতা বা দক্ষতা বেশি রয়েছে কনটেন্ট তৈরি করার ক্ষেএে সে বিষয়ের উপর বেশি প্রাধান্য দেয়া উচিত।
উদাহরণস্বরূপভাবে বলতে গেলে আপনি কোন একটি ঐতিহাসিক বা স্মরণীয় স্থানের উপর একটা কনটেন্ট তৈরি করতে চাচ্ছেন তাহলে সর্বপ্রথম আপনার কাজ হবে এই ঐতিহাসিক স্থানটির সম্পর্কে শতভাগ তথ্য অর্জন করতে হবে। এই স্থানটির ভৌগলিক পরিবেশ সমন্ধে সাথে করে স্থানটির কখন কত সালে ইউনোস্কো (UNSCO) কর্তৃক বিশ্ব ঐতিহাসিক স্থান হিসাবে জায়গা করে নিয়েছে।

প্রশ্ন: ধরূন প্রতি STEEM কয়েনের মূল্য $.50 আপনি একটি পোষ্টে $7 এর ভোট দিলেন তাহলে আপনি কত $[USD] কিউরেশনরিওয়ার্ড পাবেন?

উওর- ৩.৫ ডলার

প্রশ্ন: সর্বোচ্চ কিউরেশন রিওয়ার্ড পাওয়ার কৌশল কি?

উওর-
কোন একটি কর্তৃপক্ষকে ভোট দেয়ার ক্ষেএে পোষ্ট করার ৫ মিনিট থেকে ৬ দিন ১২ ঘন্টার মধ্যে ভোট দিলে তাহলে ১০০% কিউরেশন রিওয়ার্ড পাওয়া যাবে।
আর যদি:

১ম মিনিটের মধ্যে ভোট দিলে ২০% রিওয়ার্ড পাব ৮০% রিওয়ার্ড হারাবো।
২য় মিনিটের মধ্যে ভোট দিলে ৪০% রিওয়ার্ড পাব ৬০% রিওয়ার্ড হারাবো।
৩য় মিনিটের মধ্যে ভোট দিলে ৬০% রিওয়ার্ড পাব ৪০% রিওয়ার্ড হারাবো।
৪র্থ মিনিটের মধ্যে ভোট দিলে ৮০% রিওয়ার্ড পাব ২০% রিওয়ার্ড হারাবো।

প্রশ্ন: নিজে কিউরেশন করলে বেশি আর্ন হবে, নাকি
@Heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে?

উওর- @Heroism কে ডেলিগেশন করলে বেশি আর্ন হবে।

@alsarzilsiam

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম লেভেল ৩ এর জিনিশ গুলো খুব ভালো করেই বুঝে গেছেন। আপনার জন্য সাজেশন থাকবে texT-justify ব্যবহার করবেন তাহলে পোস্ট কে আরো সুন্দর লাগে। পরবর্তি লেভেল গুলোর জন্য শুভকামনা রইলো ভাই।

আপনি খুব সুন্দর করে,লেভেল থ্রি এর প্রশ্নের উত্তর দিয়েছেন। আপনার জন্য শুভ কামনা রইল। আশা করি প্রতিটি ধাপ আপনি সহজভাবে সুন্দর করে পার হবেন।

টেক্সট জাস্টিফাই মার্কডাউন ও টেবিলের মার্কডাউনটি উল্লেখ করতে হবে। পোস্ট টি ঠিক করে আমাকে নক দিবেন।

ভাইয়া আমি জাস্টিফাই মার্কডাউনটি উল্লখ করছিলাম বাট এখানে সো হচ্ছে না,
কি করতে পারি?

ইডিট করে নতুন ভাবে লিখুন। সাথে টেবিলটির কোড ও উল্লেখ করতে ভুলবেন না কিন্তু।

জ্বি ভাইয়া,
আমি পোষ্টটা ইডিট করে দিয়েছি।

  ·  3 years ago (edited)
ভাই আপনি অনেক সুন্দর করে লেভেল ৩ থেকে যা শিক্ষা পেয়েছেন তার মতামত প্রকাশ করেছেন। অনেক সুন্দর করে সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন। পোস্টটি পড়ে খুব ভালো লাগলো। কিন্তু ভাইয়া টেক্সট জাস্টিফাই এর মার্কডাউন ও টেবিলের মার্কডাউনটি উল্লেখ করতে হইতো ভুলে গেছেন। একটু ঠিক করে নিবেন ভাইয়া। শুভকামনা রইল আপনার জন্য।

জ্বি সিউর আমি শুধরিয়ে নিচ্ছি,
ধন্যবাদ